পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প
অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচন লিখিত পরীক্ষা
জলপাইগুড়ি
সময় :-২ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান- ৭০
(ক) প্রথম ভারত রত্ন কে পেয়েছেন?
ANS:- ডঃ বিধানচন্দ্র রায়
(খ) অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ANS:- মাইকেল মধুসূদন দত্ত।
(গ) ‘ছন্দের যাদুকর’ কাকে বলা হয় ?
ANS:- সত্যেন্দ্রনাথ দত্ত।
(ঘ) প্রথম ভারতীয় হিসেবে কে বিলেত যাত্রা করেন?
ANS:- রাজা রামমোহন রায়।
(ঙ) প্রথম টেলিফোন কোথায় চালু হয়?
ANS:- কোলকাতায়।
(চ) ‘ত্রিপিটক’ কোন্ ভাষায় লেখা হয়েছে?
ANS:- পালি ভাষায় ।
(ছ) ভারতে কত বছর অন্তর লোক গণনা করা হয়?
ANS:- ১০ বছর অন্তর।
(জ) ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোন্টি?
ANS:- উত্তরপ্রদেশ।
(ঝ) ভারতের প্রধান বিচারালয়ের নাম কী?
ANS:- সুপ্রীম কোর্ট।
(ঞ) ভারতের জাতীয় পশু কোন্টি?
ANS:- বাঘ।
(ট) ‘গুগ্লি’ কোন্ খেলায় শোনা যায়?
ANS:- ক্রিকেট।
(ঠ) সিপাহী বিদ্রোহ কত সালে হয়?
ANS:- ১৮৫৭ সালে।
(ড) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?
ANS:- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
(ঢ) দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
ANS:- গ্যালিলিও।
(ণ) হংকং কোথায় অবস্থিত?
ANS:- চিন দেশে।
(ত) সাধারণ লবণের প্রতীক চিন্হ লেখো?
ANS:- NaCl
(থ) ধাতুকল্প কাহাকে বলে?
ANS:- যে বস্তূতে ধাতু- অধাতু বর্তমান থাকে তাকে ধাতুকল্প বলে।
(দ) একটি তরল ধাতুর নাম লেখো?
ANS:- পারদ।
(ধ) প্রথম কোন্ ভারতীয় মহিলা এভারেস্ট শৃঙ্গে ওঠেন?
ANS:- বাচেন্দ্রী পাল।
(ন) ফারাক্কা ব্যারেজ কোন্ জেলায় অবস্থিত?
ANS:- মালদহ।
(প) আইন-ই-আকবরি কার লেখা?
ANS:- আবুল ফজল।
(ফ) ভাস্কো-ডা-গামা ভারতবর্ষের কোন্ বন্দরে প্রথম আসেন?
ANS:- কালিকট বন্দরে।
(ব) ভারতের নৌবাহিনীর দিবস কোন্ দিনটিতে পালি
ANS:- ১৫ ডিসেম্বর।
২। ইংরাজিতে অনুবাদ করো :
(ক) ছেলেটি মাছ পছন্দ করে- The boy likes fish.
(খ) সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে- The earth moves round the sun.
(গ) তোমার নাম কী? –What is your name?
(ঘ) আমি প্রতিদিন স্কুলে যাই- I go to school everyday.
(ঙ) কাল আমি যাব না- I shall not go tomorrow.
৩। (ক) সন্ধি বিচ্ছেদ করো : সংশয়, তদ্ধিত।
- সংশয় = সম + শয়
- তদ্ধিত = তৎ + হিত
(খ) পদ পরিবর্তন করো? অঞ্চল, সূর্য, বীর
- অঞ্চল – আঞ্চলিক
- সূর্য – সৌর
- বীর – বীর্য
(গ) বিপরীতার্থক শব্দ লেখো? উত্থান, হারিজ
- উত্থান – পতন
- হাজির – গর হাজির
(ঘ) এক কথায় প্রকাশ করো? উপমা নেই যে নারীর, উর্দ্ধ থেকে নিচে গমন।
- উপমা নেই যে নারীর – নিরুপমা ।
- উর্দ্ধ থেকে নিচে গমন – অবতরণ ।
(ঙ) লিঙ্গ পরিবর্তন করো? নাটক, ননদ, জমিদার
- নাটক – নাটিকা
- ননদ – নন্দাই
- জমিদার — জমিদার গিন্নি
- কারক বিভক্তি লেখো মানুষ মরণশীল।
ANS:- বিষেশ্য পদ
- নিচের যেকোনো একটি বিষয়ের উপর প্রবন্দ রচনা লেখো?
(ক) দুর্গাপূজা
(খ) ভারতের জাতীয় সংগীত
(গ) সমাজ সেবা
- লেভেল ক্রসিং – এ দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখলেন
যে 200 মিটার লম্বা একটি ট্রেন ওনাকে 10 সেকেন্ডে অতিক্রম করলো | ট্রেনটির গতিবেগ কত?
ANS:- 72 কিমি / ঘন্টা
- গোসগু নির্ণয় করো 0.75,1.25,6.20,0.005
ANS:- 0.005
- ক ও খ এর গড় আয় 505 টাকা, খ ও গ এর গড় আয় 520 টাকা | ক, খ ও গ এর প্রত্যেকের আয় কত?
ANS:- ক এর আয় – 490 টাকা, খ এর আয় – 520 টাকা, গ এর আয় – 550 টাকা
- 7 জন শ্রমিক 6 দিনে একটি মেশিন ফিট করতে পারে | 14 জন শ্রমিক কাজ করে মেশিনটি কতদিনে ফিট করতে পারবে?
ANS:- 3 দিনে
- 2401 – এর বর্গমূল কত?
ANS:- 49
ICDS Previous Year Question Paper Jalpaiguri Download Links:-
ICDS Previous Year Question Paper Murshidabad Download Link | |
ICDS Latest Vacancy Update | Click Here |