জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়)
1.পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হলো
(A) ACTH
(B) থাইরক্সিন
(C) ইনসুলিন
(D) ইস্ট্রোজেন ।
2.নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো –
(A) FSH , LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH
(B) অ্যাড্রিনালিন হার্দ উৎপাদন কমায়
(C) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(D) প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
3.গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে-
(A) গুরুমস্তিষ্ক
(B) লঘুমস্তিষ্ক
(C) পনস
(D) থ্যালামাস
4. ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ?
(A) ইউক্লিনার
(B) অ্যামিবার
(C) প্যারামেসিয়ামের
(D) মাছের
5.বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে—
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) সাইটোকাইনিন
(D) ইথিলিন
6.দু’টি নিউরোনের সংযোগস্থলকে বলে—
(A) সাইন্যাপসিস
(B) সাইন্যাপটিক নব
(C) সাইন্যাস
(D) অ্যাক্সন হিলক
7.মস্তিষ্কের আবরণকে বলে–
(A) মেনিনজেস
(B) প্লুরা
(C) পেরিকার্ডিয়াম
(D) পেরিটোনিয়াম
8. নিউরোনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো-
(A) ডেনড্রন
(B) অ্যাক্সন
(C) ডেনড্রাইট
(D) অ্যাক্সেলিমা
9.ন্যাস্টিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক?
(A) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন
(B) এতে উদ্ভিদ বা উদ্ভিদঅঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়
(C) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলন
(D) এটি ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে দেখা যায়
10.মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো
(A) ১০ জোড়া
(B) ৩১ জোড়া
(C) ১২ জোড়া
(D) ২১ জোড়া
11.মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো
(A) ১১ জোড়া
(B) ২১ জোড়া
(C) ১০ জোড়া
(D) ৩১ জোড়া
সংক্ষিপ্ত প্রশ্ন
- চলন ও গমন বলতে কী বোঝায় ?
- সিসমোন্যাস্টিক চলন কাকে বলে ? উদাহরণ দাও ।
- দু’টি কৃত্রিম অক্সিন ও দু’টি কৃত্রিম সাইটোকাইনিনের নাম লেখো ।
- পিটুইটারিকে প্রভুগ্রন্থি ( মাস্টার গ্ল্যান্ড ) বলে কেন ?
- একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টি বলতে কী বোঝায়?
- মেনিনজেস কী ? এর কাজ কী ?
- মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো।
- মিশ্র গ্রন্থি কাকে বলে ? উদাহরণ দাও।
- ট্রপিক ও স্থানীয় হরমোন কাকে বলে ?
- উপযোজন কাকে বলে ?
- গমনের যেকোনো তিনটি উদ্দেশ্য লেখো।
জীবনের প্রবমানতা (দ্বিতীয় অধ্যায়)
1.কোশচক্রের যে দশায় DNA অণুর সংশ্লেষ ঘটে সেটি হলো-
a ) G ,
b ) S
c) G2,
d ) M
2.সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত
(A) দুই প্রকার
(B) তিন প্রকার
(C) চার প্রকার
(D) কোনো প্রকারভেদ নেই ।
3.যে নাইট্রোজেন বেসটি DNA- তে থাকে না কিন্তু RNA- তে থাকে সেটি হলো—
(A) অ্যাডেনিন
(B)গুয়ানিন
(C) থাইমিন
(D) ইউরাসিল
4.মানবদেহে বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় –
(A) শৈশব দশা
(B) বয়ঃসন্ধি দশা
(C) পরিণত দশা
(D) বার্ধক্য দশা ৷
5.DNA- এর গঠনগত একক হলো—
(A) নিউক্লিওসাইড
(B) নিউক্লিওটাইড
(C) নিউক্লিওলাস
(D) কোনোটিই নয়
6.কোশ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো–
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
7.প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো
(A) দ্বিবিভাজন
(B) বহুবিভাজন
(C) কোরকোগম
(D) খণ্ডীভবন
8.যৌন জননের একক হলো—
(A) রেণু
(B) গ্যামেট
(C) শুক্রাশয়
(D) ডিম্বাশয়
9.নীচের কোন প্রাণীর কোরকোগম দেখা যায় ?
(A) হাইড্রা
(B) অ্যামিবা
(C) চ্যাপ্টা কৃমি
(D) প্যারামেসিয়াম
অতিসংক্ষিপ্ত প্রশ্নত্তর
- বহুবিভাজনের একটি উদাহরণ দাও ।
ANS:- প্লাসমোডিয়াম
2. ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায় ?
ANS:- মিয়োসিস -1 ও মিয়োসিস- II- এর মধ্য পর্যায়ে।
3. কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না?
ANS:- অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেম গঠিত হয় না।
4. DNA- এর পুরো নাম কী ?
ANS:- ডি – অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
5. কোন প্রকার কোশ বিভাজনকে সমবিভাজন বলে?
ANS:- মাইটোসিস কোশ বিভাজন৷
6. মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোশের সংখ্যা কত ?
ANS:- চার।
7. অযৌন জননের একককে কী বলে ?
ANS:- রেণু ( Spore )।
8. কোন প্রকার কোশ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে ?
ANS:-মিয়োসিস কোশ বিভাজন।
9. মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কী বলে ?
ANS:- অটোজোম।
10. DNA- এর দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন ?
ANS:-বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক।
11. খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও ।
ANS:-স্পাইরোগাইরা।
সংক্ষিপ্ত প্রশ্ন
- জনন কাকে বলে ?
- বয়ঃসন্ধিকাল কাকে বলে ?
- কোশচক্র কাকে বলে ? কোশচক্রের দশাগুলির নাম লেখো ।
- ক্রোমোজোমের সংজ্ঞা দাও ।
- ক্রোমোজোমের দু’টি কাজ লেখো ।
- RNA কত প্রকার ও কী কী ? এর কাজ কী ?
- মিয়োসিস কোশ বিভাজনকে হ্রাসবিভাজন বলে কেন ?
রচনাধর্মী প্রশ্ন
- মাইটোসিস কাকে বলে ? মাইটোসিস কোশ বিভাজনের প্রোফেজ । মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো ।
- মিয়োসিস কোশ বিভাজন কাকে বলে ? এটি কোথায় সম্পন্ন হয় ? এর তাৎপর্য উল্লেখ করো ।
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়)
1.মানুষের মুক্ত কানের লতি হলো একপ্রকার—
(A) প্রকট বৈশিষ্ট্য
(B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
(C) সংকর বৈশিষ্ট্য
(D) কোনোটিই নয়
2.নীচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ ?
(A) বর্ণান্ধতা
(B) হিমোফিলিয়া
(C) থ্যালাসেমিয়া
(D) সবক’টি
3.নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো –
(A) কান্ডের দৈঘ্য বেঁটে
(B) বীজের আকার – কুঞিত
(C) বীজপত্রের বর্ণ – হলুদ
(D) ফুলের বর্ণ – সাদা ।
4. RRYY জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো
(A) এক ধরনের
(B) চার ধরনের
(C) দুই ধরনের
(D) তিন ধরনের।
5.বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো—
(A) লাল – নীল
(B) লাল – হলুদ
(C) সাদা – হলুদ
(D) লাল – সবুজ
6.মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন ?
(A) 3 জোড়া
(B) 5 জোড়া
(C) 7 জোড়া
(D) 9 জোড়া
7.রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো—
(A) হোমোজাইগাস
(B) হেটারোজাইগাস
(C) হোমোজাইগাস ও হেটারোজাইগাস
(D) কোনোটিই নয়
8.একটি সংকর দীর্ঘ ( Tt ) এবং একটি বিশুদ্ধ খর্ব ( lt ) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো—
(A) সবই দীর্ঘ
(B) সবই খর্ব
(C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব
(D) 75 % দীর্ঘ ও 25 % খর্ব
9.সন্ধ্যামালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায় ?
(A) মেন্ডেলিয়ান বংশগতি
(B) সহ – প্রকটতা
(C) বহুজিন অ্যালিলতা
(D) অসম্পূর্ণ প্রকটতা
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- ক্রোমোজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে ?
ANS:- লোকাস ৷
2. কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় ?
ANS:- থ্যালাসেমিয়া।
3. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো ।
ANS:- 1 : 2 : 1
4. Go দশার একটি কোশের উদাহরণ দাও ।
ANS:- স্নায়ুকোশ।
5. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F , জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত ?
ANS:- 9 : 3 : 3 : 1
6. মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখো ৷
ANS:-থ্যালাসেমিয়া ( Thalassemi (A)।
7. Y ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে ?
ANS:-হোলান্ড্রিক জিন।
8. একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও ।
ANS:- হিমোফিলিয়া।
সংক্ষিপ্ত প্রশ্ন
- প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে ?
- প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে ?
- ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে ?
- মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন ?
- প্রকরণ কাকে বলে ? এর কারণ কী ?
- অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে ? উদাহরণ দাও।
রচনাধর্মী প্রশ্ন
- থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় ? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং – এর সময় কী পরামর্শ দেওয়া হয় ?
অভিযোজন (চতুর্থ অধ্যায়)
1.নীচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো
(A) শিম্পাঞ্জি
(B) আরশোলা
(C) ময়ূর
(D) মৌমাছি
2.তিমির ফ্লিপার , পাখির ডানা ও মানুষের হাত হলো—
(A) সমসংস্থ অঙ্গ
(B) সমবৃত্তীয় অঙ্গ
(C) নিষ্ক্রিয় অঙ্গ
(D) কোনোটিই নয়
3.কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা
(A) 2
(B) 3
(C) 4
(D) 13
4.ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরুপণ করো
(A) অস্তিত্বের জন্য সংগ্রাম
(B) প্রকরণের উৎপত্তি
(C) অর্জিত গুণের বংশানুসরণ
(D) প্রাকৃতিক নির্বাচন ।
5.পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা—
(A) 7
(B) 9
(C) 11
(D) 13
6.‘ ফিলোজফিক জুলজিক ‘ গ্রন্থটির লেখক হলেন
(A) মেন্ডেল
(B) ডারউইন
(C) অ্যারিস্টটল
(D) ল্যামার্ক
7.ক্যাকটাসের কাঁটা যে অঙ্গের রূপান্তর সেটি হলো
(A) কাণ্ড
(B) মূল
(C) পাতা
(D) ফুল
8.আধুনিক ঘোড়ার নাম হলো—
(A) ইওহিপ্পাস
(B) মেরিচিপ্পাস
(C) ইকুয়াস
(D) মেসোহিপ্পাস
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. জীবের উৎপত্তি সম্পর্কিত জৈবরাসায়নিক মতবাদের প্রশ্ন : প্রবক্তা কে ?
ANS:- ওপারিন ও হ্যালডেন।
2. বায়োজেনি কী ?
ANS:- আদিম কোশের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা।
3. জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কী বলে ?
ANS:- প্রত্ন জীববিদ্যা বাপ্যালিওণ্টলজি।
4. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ?
ANS:-চার্লস ডারউইন।
5. কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত ?
ANS:- চার প্রকোষ্ঠ।
6. কোশের অগ্রদূত কাকে বলা হয় ?
ANS:- কোয়াসারভেটকে।
7. মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ।
ANS:- অ্যাপেনডিক্স ।
8. প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কী ?
ANS:- RNAT
9. উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ ?
ANS:- তিনটি।
10. ডারউইন কোন গ্রন্থে তাঁর ‘ প্রাকৃতিক নির্বাচনবাদ ’ – এর ব্যাখ্যা দেন ?
ANS:- ‘ অন দ্য অরিজিন অব স্পেসিস বাই মিস অব ন্যাচারাল সিলেকশন ’ গ্রন্থে।
11. বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কী বলে ?
ANS:- নিষ্ক্রিয় অঙ্গ বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন
- বায়োজেনেটিক সূত্র কাকে বলে ?
- জীবাশ্ম কাকে বলে ?
- উটের RBC- এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ।
- জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
- সমসংস্থ অঙ্গ কাকে বলে ? উদাহরণ দাও
- জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে ?
- অপসারী অভিব্যক্তি কাকে বলে ?
রচনাধর্মী প্রশ্ন
- জীবাশ্ম কাকে বলে ? জীবাশ্মের গুরুত্ব লেখো ।
- বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো ।
- জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে ? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো ।
- জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে ? ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো ।
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়)
1.অ্যামেনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো-
(A) রাইজোবিয়াম
(B) ক্লসট্রিডিয়াম
(C) ব্যাসিলাস মাইকরডিস
(D) নাইট্রোসোমোনাস
2.নীচের কোনটি অভঙ্গুর পদার্থ?
(A) DDT
(B) পলিথিন
(C) অলড্রিন
(D) সবকটি
3.বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো
(A) যক্ষ্মা
(B) অ্যাজামা
(C) ম্যালেরিয়া
(D) ডেঙ্গু
4.অম্লবৃষ্টির কারণ হলো-
(A) SO , CO
(B) SO , € SO ,
(C) SO , ও NO ,
(D) SO , ও ধূলিকণা
5.পারদঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো
(A) ইটাই ইটাই
(B) ডিসলেক্সিয়া
(C) মিনামাটা
(D) ব্ল্যাকফুট ডিজিজ
6.বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো –
(A) 70.08 %
(B) 72.08 %
(C) 76.08 %
(D) 78.09 %
7. নীচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়া ?
(A) অ্যাজোটোব্যাক্টর
(B) ক্লসট্রিডিয়াম
(C) রাইজোবিয়াম
(D) সবক’টি
7.পৃথিবীতে মোট হটস্পটের (Hotspot) সংখ্যা হলো—
(A) 25
(B) 30
(C) 34
(D) 38
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কী ?
ANS:- বায়ুদূষণের ফলে সৃষ্ট অম্লবৃষ্টি।
2. ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয় ?
ANS:-সিকিম ও অরুণাচল প্রদেশে।
3. একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো ।
ANS:-নাইট্রোসোমোনাস।
4. প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কী ?
ANS:-CO₂ .
5. গণ্ডারের বিজ্ঞানসম্মত নাম কী ?
ANS:-রাইনোসেরাস ইউনিকরনিস।
6. শব্দদূষণ মাপার একককে কী বলে ?
ANS:- ডেসিবেল।
7. পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো ।
ANS:- জলদাপাড়া।
8. ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয় ?
ANS:- 1973 সালে।
9. প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কী ?
ANS:- উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন।
10. পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার সংরক্ষণ হয় ?
ANS:-জলদাপাড়া , গোরুমারা ইত্যাদি জাতীয় উদ্যানে।
11. কোন উদ্ভিদকে টেরর অব বেঙ্গল ( Terror of Bengal ) বলা হয় ?
ANS:- কচুরিপানাকে।
সংক্ষিপ্ত প্রশ্ন
- ভঙ্গুর ও অভঙ্গুর পদার্থ বলতে কী বোঝায় ?
- জীববৈচিত্র্য বলতে কী বোঝায় ?
- নাইট্রিফিকেশন কাকে বলে ? নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও ।
- গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো ।
- ভারতীয় একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দু’টি সংরক্ষণ ব্যবস্থা উল্লেখ করো ।
- ডিনাইট্রিফিকেশন কাকে বলে ?
রচনাধর্মী প্রশ্ন
- গ্রিনহাউস প্রভাব কী ? গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো ।
- সুন্দরবন দ্বীপভূমির নিমজ্জন জীববৈচিত্র্যের উপর প্রভাব কী কী তা বিশ্লেষণ করো ।