Madhyamik 2024 Geography Question Paper with Answer | মাধ্যমিক ২০২৪ ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ (PDF)

Madhyamik 2024 Geography Question Paper

2024

GEOGRAPHY

Time: 3 Hours 15 Minutes

Full Mark: 90

বিভাগ

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:  (১×১৪ = ১৪)

১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো –

(ক) ভূমিকম্প

(খ) অগ্নুৎপাত

(গ) পাত সঞ্চালন

(ঘ)আবহবিকার

১.২ পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে –

(ক) বার্গস্রুন্ড

(খ) ক্লেভাস

(গ) অ্যারেট

(ঘ) সার্ক

১.৩ বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো –

(ক) স্ট্র্যাটোস্ফিয়ার

(খ) মেসোস্ফিয়ার

(গ) ট্রপোস্ফিয়ার

(ঘ) আয়নোস্ফিয়ার

১.৪ বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন

(ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়

(খ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়

(গ) উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে

(ঘ) অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়

১.৫ ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো –

(ক) ৬ ঘন্টা

(খ) ৬ ঘণ্টা ১৩ মিনিট

(গ) ৬ ঘণ্টা ৩০ মিনিট

(ঘ) ৬ ঘণ্টা ৪৫ মিনিট

১.৬ সমুদ্রের যে স্থানে উয় ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে –

(ক) হিমানী সম্প্রপাত

(খ) হিমশৈল

(গ) হিমপ্রাচীর

(ঘ) হিমগুল্ম

১.৭ বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো

(ক) ধানের খোসা

(খ) ফ্লাই অ্যাশ

(গ) পলিথিন

(ঘ) ক্যাডমিয়াম

১.৮ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো –

(ক) ডাল হ্রদ

(খ) নৈনিতাল

(গ) উলার হ্রদ

(ঘ) প্যাংগং হ্রদ

১.৯ ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো –

(ক) শিলং মালভূমি

(খ) হিমালয়ের পাদদেশ অঞ্চল

(ঘ) ছোটোনাগপুর মালভূমি

(গ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল

১.১০ ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো –

(ক) লোহিত মৃত্তিকা

(খ) পলি মৃত্তিকা

(গ) কৃষ্ণ মৃত্তিকা

(ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা

১.১১ ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত –

(ক)  লক্ষ্ণৌ

(খ) নাগপুর

(গ) কটক

(ঘ) মুম্বই

১.১২ বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো –

(ক) কাগজ শিল্প

(গ) দোহন শিল্প

(খ) লৌহ–ইস্পাত শিল্প

(ঘ) পেট্রোরসায়ন শিল্প

১.১৩ ভারতের ডেট্রয়েটবলে পরিচিত

(ক) জামশেদপুর

(খ) আহমেদাবাদ

(গ) পুনে

(ঘ) চেন্নাই

১.১৪ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো

(ক) সবুজ

(খ) লাল

(গ) গাঢ় নীল

(ঘ) হলুদ

 

বিভাগ

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুএবং অশুদ্ধ হলে পাশে লেখো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)

২.১.১ নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়।

Ans:- শুদ্ধ।

২.১.২ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।

Ans:- অশুদ্ধ।

২.১.৩ সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।

Ans:- শুদ্ধ।

২.১.৪ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা।

Ans:- অশুদ্ধ।

২.১.৫ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত।

Ans:- অশুদ্ধ।

২.১.৬ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ।

Ans:- শুদ্ধ।

২.১.৭ মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপেলো।

Ans:- অশুদ্ধ।

 

২. ২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):

২.২.১ প্রপাতকূপ (প্রাগুপুল) সৃষ্টি হয় _____ এর পাদদেশে।

Ans:- জলপ্রপাত।

২.২.২ বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় _____ শক্তির প্রভাবে।

Ans:- কোরিওলিস।

২.২.৩ নিরক্ষীয় অঞ্চলে _____ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।

Ans:- পরিচলন।

২.২.৪ শীতল _____ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।

Ans:- ল্যাব্রাডর।

২.২.৫ ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি _____ বর্জ্য।

Ans:- চিকিৎসা সংক্রান্ত।

২.২.৬ ন্যাপথা _____ শিল্পের প্রধান কাঁচামাল।

Ans:- পেট্রোরাসায়নিক।

২.২.৭ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল ______।

Ans:- অরুণাচল প্ৰদেশ।

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):  (১×৬=৬)

২.৩.১ চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়?

Ans:- দ্রবণ।

২.৩.২ বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়?

Ans:- আয়োনোস্ফিয়ার।

২.৩.৩ কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?

Ans:- ভারত মহাসাগর।

২.৩.৪ কর্ণাটিকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।

Ans:- দাক্ষিণাত্য মালভূমি।

২.৩.৫ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে?

Ans:- আমফান।

২.৩.৬ শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য?

Ans:- ম্যানগ্রোভ।

২.৩.৭ খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী?

Ans:- পাইপলাইন।

২.৩.৮ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো

Ans:- সমোন্নতি রেখা।

 

২.৪. বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো:   (১×৪=৪)

বামদিক ডানদিক
২.৪.১ কাশ্মীর উপত্যকা ১। আল্পীয় উদ্ভিদ
২.৪.২ লুনি নদী ২। সংকর ইস্পাত কেন্দ্ৰ
২.৪.৩ রডোডেনড্রন। ৩। জাফরান
২.৪.৪ সালেম ৪। রাজস্থান

Ans:- ২.৪.১ কাশ্মীর উপত্যকা – ৩। জাফরান, ২.৪.২ লুনি নদী – ৪। রাজস্থান, ২.৪.৩ রডোডেনড্রন – ১। আল্পীয় উদ্ভিদ, ২.৪.৪ সালেম – ২। সংকর ইস্পাত কেন্দ্ৰ।  

 

বিভাগ

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  (২×৬ = ১২)

৩. ১ নগ্নীভবনের সংজ্ঞা দাও।

অথবা,

কার্যকারী সৌর বিকিরণবলতে কী বোঝো?

৩.২ ‘আপেক্ষিক আর্দ্রতারসংজ্ঞা দাও।

অথবা,

অ্যাপোজি জোয়ারবলতে কী বোঝো?

৩.৩ এত ‘কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও।

অথবা,

বর্জ্যের পৃথকীকরণ কী?

৩.৪ কয়ালবলতে কী বোঝো?

অথবা,

কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গানদীর সৃষ্টি করেছে?

৩.৫ বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও।

অথবা,

শিকড় আলগা শিল্পবলতে কী বোঝো?

.৬ দূর সংবেদনের সংজ্ঞা দাও।

অথবা,

জিও স্টেশনারি উপগ্রহবলতে কী বোঝো?

 

বিভাগ

৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (৩×৪=১২)

৪.১ হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন?

অথবা,

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।

.২ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যোর পার্থক্য লেখো।

অথবা,

পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো।

৪.৩ মৃত্তিকা সংরক্ষণের যে কোন তিনটি পদ্ধতি উল্লেখ করো।

অথবা,

ভারতীয় কৃষির মুখা তিনটি সমস্যা আলোচনা করো।

৪.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো।

অথবা,

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।

 

বিভাগ

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)

৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:   (৫×২ = ১০)

৫.১১ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।

৫.২.২ পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উয়ায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো।

৫.১.৩ ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

৫.১.৪ পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো।

 

৫. ২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:    (৫×২ = ১০)

৫.২.১ ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।

৫.২.২ ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো।

৫.২.৩ ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪ ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো।

 

বিভাগ

৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:   (×১০ =১০)

৬.১ মেঘালয় মালভূমি।

৬.২ মালাবার উপকূল।

৬.৩ নর্মদা নদী।

৬.৪ শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল।

৬.৫ একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল।

৬.৬ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র।

৬.৭ পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল।

৬.৮ উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ী নির্মাণ শিল্প কেন্দ্ৰ।

৬.৯ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর।

৬.১০ বেঙ্গালুরু।

 

অথবা,

(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

৬. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও:   (×১০ =১০)

৬.১ ভারতের নবীনতম রাজ্য কোনটি?

৬.২ মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো।

৬.৩ সিন্ধু নদের একটি উপনদীর নাম উল্লেখ করো।

৬.৪ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী?

৬.৫ পাগ্লাবের শীতকালীন বৃষ্টিপাতের উৎস কী?

৬.৬ ডেকানট্র্যাপ অঞ্চলে কোন ধরণের মৃত্তিকা দেখা যায়?

৬.৭ ভারতের প্রধান কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত?

Madhyamik 2024 Geography Question Paper | Madhyamik Geography Question Paper 2024 | Madhyamik Geography Question Paper 2024 with Answer | Madhyamik 2024 Geography Question Paper Solved (PDF) | Madhyamik Geography Question Paper 2024 PDF Download | Class 10 Geography Question Paper 2024 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৪ | মাধ্যমিক ২০২৪ ভূগোল প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২৪ ভূগোল প্রশ্নপত্র PDF Download

Previous Years Madhyamik Geography Question Paper

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2024 Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023 Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2022 Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2020 Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2019 Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017 Click Here