Primary TET 2023 Child Development Suggestion | Primary TET 2023 Last Minutes Suggestion | Primary TET Child Development Suggestion 2023 | WB Primary TET 2023 Child Development Suggestion | Primary TET 2023 Child Development Questions with Answers | WB Primary TET 2023 | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট শিশু বিকাশ সাজেশন | প্রাইমারি টেট শিশু বিকাশ সাজেশন ২০২৩ | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী আপনাদের অনুরোধে ChhatroSathi Team এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার পরামর্শে প্রস্তুত করা হয়েছে Primary TET 2023 Suggestion যার মধ্য থেকে নিম্নে দেওয়া হল Primary TET 2023 Child Development Suggestion । পরীক্ষায় বসার আগে এক নজরে দেখে নিন এই Primary TET 2023 Child Development Suggestion
Primary TET 2023 Child Development Suggestion
WB Primary TET 2023 Child Development Suggestion হিসেবে নিম্নে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া হল যা Primary TET Exam 2023 এর জন্য ভীষণ সাহায্যকারী হয়ে উঠবে।
- House of children’ কী নামে সকলের কাছে পরিচিত?
Ans:- ‘কাসা-দাই-বামবিনি’
- প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে কোন উপাদানটি কার্যকরী ভূমিকা গ্রহণ করে?
Ans:- দৈহিক স্বাস্থ্য, ক্লান্তি অবসন্নতা এবং মানসিক ক্ষমতা
- 6 বছর থেকে 11 বছর বয়সে শিশু তুলনামূলক রোগা হতে থাকে, কারণ-
Ans:- এই সময় শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে
- নীচের কোনটির মাধ্যমে কৈশোরকালীন অবস্থায় সুখ অনুভূতি হয়?
Ans:- বন্ধুদের সঙ্গে একত্রিত অবস্থায় থাকলে, নিজেদের দৈহিক আকার এবং কাঠামো প্রদর্শনের মাধ্যমে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের মাধ্যমে।
- শিখন হল একটি-
Ans:- আচরণগত পরিবর্তন, অভিজ্ঞতা এবং অভ্যাসের ফল, তুলনামূলক স্থায়ী পরিবর্তন
- শিখনের সর্বোত্তম অর্থ হল-
Ans:- আচরণের পরিবর্তন
- জীবন বিকাশের সবথেকে কঠিনতম সময় হল-
Ans:- কৈশোরকাল
- শিশুর বৃদ্ধির সংকেত লিপিবদ্ধ থাকে, তার দেহে অবস্থিত –
Ans:- DNA-তে
- শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় —
Ans:- সর্বাঙ্গীণ বিকাশ
- চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি কোন্ স্তরের অন্তর্ভুক্ত?
Ans:- প্রান্তীয় বাল্য
- শিশুর বিকাশগত পরিবর্তন কীসের মাধ্যমে প্রকাশ পায়?
Ans:- আচার-আচরণের মাধ্যমে
- শিশুর বিকাশ প্রক্রিয়া যে দশায় শুরু হয়, সেটি হল-
Ans:- ভ্ৰূণজ দশা
- শিশু বিকাশের কোন পর্যায়টিকে ‘জীবনের রহস্যময় দশা’ হিসেবে বিবেচনা করা হয়?
Ans:- শৈশবকাল
- শিশুর বা ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি নানা দিকের উন্নত এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া হল –
Ans:- বিকাশ
- শিখন এক ধরনের কী প্রক্রিয়া?
Ans:- আচরণমূলক
- পিয়াজেঁর তত্ত্ব অনুযায়ী শিশুর বিকাশের পর্যায়কে মোটামুটি ক-টি ভাগে ভাগ করা যায়?
Ans:- চারটি
- শিক্ষা মনোবিজ্ঞান হল –
Ans:- মনোবিজ্ঞানের ফলিত শাখা
- নীচের কোন্ বিষয়টির তুলনামূলকভাবে কম?
Ans:- শিক্ষার লক্ষ্য
- নীচের কোন্টি ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রভাব দৈহিক বিকাশের উদাহরণ?
Ans:- একটি শিশুর দাঁত উঠেছে
- নীচের কোনটি বিকাশের নীতি নয়?
Ans:- ক্ৰমবিচ্ছিন্ন
- কোন্ সময়কালকে ‘Pre-gang’ স্তর বলা হয়?
Ans:- 6-11 বছর
- জীবনবিকাশের কোন্ সময়কালে ‘Overlapping দেখা যায় ?
Ans:- 11-16 বছর বয়সে
- নীচের কোন্টি বৃদ্ধির নীতি নয়?
Ans:- সর্ব বয়সে বৃদ্ধির হার একই হয়
- কোন্ বয়সকালকে শৈশব বা Infancy বলা হয়?
Ans:- 0-2 বছর
- আদি বা প্রাথমিক বাল্যকাল স্তরের বয়সসীমা কত?
Ans:- 2 -5 বছর
- উত্তর বাল্যকালের বয়সসীমা কত?
Ans:- 5 – 11 বছর
- 19-40 বছর বয়সসীমাকে বিকাশের কোন্ স্তর বলা হয়?
Ans:- প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক
- জীবন বিকাশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্তরের ভাগ ক-টি?
Ans:- 3
- মধ্য প্রাপ্তবয়স্ক স্তরের বয়সসীমা কত?
Ans:- 40 – 60 বছর
- বিকাশ হল —
Ans:- ব্যক্তিগত প্রক্রিয়া
- কোন্ বাক্যটি সঠিক নয়?
Ans:- বৃদ্ধি গুণগত পরিবর্তন, বিকাশ পরিমাণগত পরিবর্তন
- বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নির্দেশক বাক্য কোন্টি?
Ans:- বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল সার্বিক বিষয়
- একটি শিশুর বিকাশ বলতে বোঝায় —
Ans:- কর্ম পারদর্শিতা বৃদ্ধি
- শিশুর দৈহিক বিকাশে কোন্ বিষয়টি কোনো প্রভাব বিস্তার করে না?
Ans:- শিশুর বুদ্ধি
- ICDS-এর সম্পূর্ণ নাম কী?
Ans:- Integrated Child Development Services
- বিকাশ হল ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক ইত্যাদি চাহিদার ফল।
Ans:- মিথস্ক্রিয়ার
- নীচের কোনটি সঠিক নয়?
Ans:- বৃদ্ধি সারাজীবনব্যাপী
- মনোবিজ্ঞানীদের মতে, বিকাশ হল —
Ans:- আচরণের পরিবর্তন
- বিকাশের ক্ষেত্রে প্রথম ভূমিকা বংশগতি না পরিবেশের, এ বিষয়ে বিতর্কটি —
Ans:- প্রকৃতি বনাম লালনপালন বিষয়ক
- নীচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত?
Ans:- ওজন বৃদ্ধি
- নীচের কোনটি বিকাশ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত?
Ans:- আত্মবিশ্বাসের জাগরণ
- বৃদ্ধি কথাটি কোন্ বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
Ans:- পরিমাণগত পরিবর্তন
- বিকাশ কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত বৈশিষ্ট্য হল —
Ans:- গুণগত পরিবর্তন
- নৈর্ব্যক্তিকভাবে পরিমাপ করা সম্ভব হয়
Ans:- বৃদ্ধিকে
- ‘বৃদ্ধি’ কথাটির ক্ষেত্রে কোন্ বিশেষণটি প্রযোজ্য?
Ans:- পরিমাপযোগ্য
- বিকাশ কথাটির ক্ষেত্রে কোন্ বিশেষণটি প্রযোজ্য?
Ans:- পর্যবেক্ষণযোগ্য
- বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ শুরু হয় কোন্ স্তরে?
Ans:- উত্তর বাল্যকালে
- বীরপূজার (Hero Worship) প্রবণতা দেখা যায় —
Ans:- কৈশোরকালে
- কোন্ বয়সে শিশুর দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত থাকে?
Ans:- প্রথম 2 বছর
- মনোবিদ ফ্রয়েডের মতে নীচের কোন্ সময়কে সুপ্তকামের স্তর বলা হয়?
Ans:- বাল্যকাল
- প্রথম প্রাক্-প্রাথমিক শিক্ষাব্যবস্থার কথা কে বলেন?
Ans:- প্লেটো
- শিশুর শিক্ষাকে খেলাভিত্তিক করতে চেয়েছিলেন —
Ans:- ক্যান্ড ওয়েল কুক
- ভারতবর্ষে বুনিয়াদি শিক্ষার জন্ম হয় সেবাগ্রাম পদ্ধতি থেকে। এই পদ্ধতি প্রবর্তন করেন —
Ans:- মহাত্মা গান্ধি
- দুই বোন মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান সর্বপ্রথম কোন্ দেশে নার্সারি বিদ্যালয় স্থাপন করেন?
Ans:- ইংল্যান্ডে 1909 খ্রিস্টাব্দে
- চাকুরিজীবী পিতা-মাতারা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের ওপর নির্ভর করেন তা হল-
Ans:- ক্লেশ
- শিশুর জীবন বিকাশ বলতে বোঝায় —
Ans:- সর্বাঙ্গীণ বিকাশ
- বৃদ্ধি প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে কখন?
Ans:- পরিণমনে
- কোন্ বয়সে একটি স্বাভাবিক শিশু Babbling করতে সক্ষম?
Ans:- 4 মাসের কাছাকাছি সময়ে
- ভাষা বিকাশের Holophrase স্তর কোন্ বয়সে দেখা যায়?
Ans:- 10 -12 মাস বয়সে
- জন্মের সময় কোনো শিশু তার পূর্বপুরুষদের যেসব বৈশিষ্ট্য নিয়ে আসে, তাকে কী বলা হয়?
Ans:- বংশগতি
Primary TET 2023 Child Development Suggestion | Primary TET 2023 Last Minutes Suggestion | Primary TET Child Development Suggestion 2023 | WB Primary TET 2023 Child Development Suggestion | Primary TET 2023 Child Development Questions with Answers | WB Primary TET 2023 | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট শিশু বিকাশ সাজেশন | প্রাইমারি টেট শিশু বিকাশ সাজেশন ২০২৩ | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Primary TET 2023 Suggestion Link
Primary TET 2023 Child Pedagogy Suggestion | Click Here |
Primary TET 2023 Full Practice Set PDF Download | Click Here |
Learn More About WB Primary TET 2023 Recruitment | Click Here |