পশ্চিমবঙ্গ ANM GNM ২০২১ প্রশ্নপত্র এবং উত্তর | WB ANM GNM 2021 Shift 1 Question Paper with Answer PDF

WB ANM GNM 2021 Shift 1 Question Paper

2021

LIFE SCIENCE : ANM GNM Question Paper

1  . কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? 

  1. অক্সিন
  2.  সাইটোকাইনিন
  3.  জিব্বেরেলিন
  4.  ফ্লোরিজেন

2. যদি উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা 3n=27 হয় তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 

  1.  9
  2.  18
  3.  27
  4.  36

3. নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু, অঙ্গজ জনন সম্পন্ন করে? 

  1. বীজ
  2.  মূল
  3. কান্ড
  4. পাতা
  1. এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপ অনুপাত টি হল
  1.  3:1
  2. 1:2:1
  3.  9:3:3:1
  4.  2:1:1
  1. মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, এর কারণ হলো
  1.  কোরকোদগম প্রক্রিয়ায় নতুন ইস্ট  কোষ  তৈরি হয়।
  2.  শৃংখল থেকে কোরকোদগম প্রক্রিয়ায় নতুন ইস্ট তৈরি হয।
  3.  দ্রুত সংখ্যা বৃদ্ধি পাওয়া  ইস্ট কোষ শশনের ফলে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হয। 
  4. প্রচুর পরিমাণ ইষ্টের উপস্থিতি।
  1. ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে বলে
  1. অ্যাক্রোসেন্ট্রিক 
  2. টেলোসেন্ট্রিক
  3. অ্যাসেন্ট্রিক
  4. মেটাসেন্ট্রিক
  1. নিচের কোন পর্যায়ে DNA -এর সংখ্যা দ্বিগুণ হয়?
  1.  M -দশা
  2. G¹ -দশা
  3. S -দশা
  4.  G² -দশা
  1. ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকার করে না? 
  1. যোগ্যতমের উদবর্তন
  2. B প্রাকৃতিক নির্বাচন
  3.  অস্তিত্বের জন্য সংগ্রাম
  4.  অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
  1. পুনরুৎপাদন বৈশিষ্ট্য কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়? 
  1.  সাইকন
  2.  শামুক
  3.  ঝিনুক
  4. প্লানেরিয়া
  1. মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে?
  1. হাইপোথ্যালামাস
  2.  থ্যালামাস
  3.  পনস্
  4. সেরিবেলাম
  1. নিচের কোনটি RNA এর গঠনগত উপাদান নয়?
  1. রাইবোজ শর্করা
  2. ইউরসিল বেস
  3. থাইমিন বেস 
  4. ফসফরিক অ্যাসিড
  1. হিঞ্জ সন্ধি অবস্থিত-
  1.  ঘাড়
  2. কাঁধ
  3.  করোটি
  4.  হাঁটুতে
  1. কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটএ পরিণত করে?
  1. নাইট্রোব্যাকটর
  2.  নাইট্রোসোমোনাস
  3.  ক্লসট্রিডিয়াম
  4.  থিয়োব্যাসিলাস
  1. হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জ টাইপ- B টিকা হল-
  1.  সংযুক্ত টিকা
  2.  টক্সয়েড টিকা
  3.  নিষ্ক্রিয় জীবাণু টিকা
  4. জীবিত জীবাণু টিকা
  1. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে–
  1.  লঘু মস্তিষ্ক
  2.  গুরু মস্তিষ্ক
  3.  যোজক
  4.  সুষুম্নাশীর্ষক
  1. ক্রিসমাস ডিজিজের অপর নাম হলো
  1.  হিমোফিলিয়া A
  2. হিমোফিলিয়া B
  3.  æ থ্যালাসেমিয়া
  4. ß থ্যালাসেমিয়া
  1. লজ্জাবতী লতার  পত্রকে চলন হল—
  1. আলোকব্যাপ্তি চলন
  2. তাপব্যাপ্তি চলন
  3.  স্পর্শব্যাপ্তি চলন 
  4.  রসায়নব্যাপ্তি চলন
  1. কোন হরমোন টি অমরা থেকে ক্ষরিত হয় না?
  1.  hCG
  2. ইস্ট্রোজেন
  3.  প্রোজেস্টেরন
  4. LH 
  1. মেন্ডেলের দ্বি সংকর জনন প্রক্রিয়ার দ্বিতীয় অপত্য বংশে উৎপন্ন জিনোটাই ও ফিনোটাইপের সংখ্যা কত?
  1. ফিনোটাইপ -4; জিনোটাইপ -9
  2.  ফিনোটাইপ -9; জিনোটাইপ -4
  3.  ফিনোটাইপ -4; জিনোটাইপ -16
  4.  ফিনোটাইপ -4 জিনোটাইপ -8
  1. প্রথম জিনগত উপাদান টি হল—
  1. প্রোটিন
  2.  DNA
  3. RNA 
  4. কার্বোহাইড্রেট
  1. সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তির কারণ—
  1.  কৃত্রিম নির্বাচন
  2. জিন প্রবাহ
  3.  অভিসারী বিবর্তন
  4. অপসারী বিবর্তন
  1. শুক্রাশয় এর কোন কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়?
  1.  টেমস সেল/ কোশ
  2.  জার্ম কোশ
  3. সার্টোলি কোশ
  4.   ইন্টারস্টিসিয়াল কোশ
  1. নিউক্লিওলাস গঠনকারী অঞ্চলটি দেখা যায়?
  1. প্রাথমিক খাজে
  2.  গৌণ খাঁজে
  3. স্যাটেলাইট অঞ্চলে
  4.  টেলোমিয়ার বা প্রান্তীয় অঞ্চলে
  1. ব্লাড ব্যাংকে রক্ততঞ্চয় রোধক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. হেপারিন
  2. হিরুডিন
  3. সোডিয়াম সাইট্রেট
  4.  ক্যালসিয়াম সাইট্রেট
  1. আদার গ্রন্থিকান, আলুর স্ফীতকন্দ, মটর গাছের আকর্ষ কি জাতীয় অঙ্গ?
  1.  সমসংস্থ অঙ্গ
  2.  সমবৃত্তীয় অঙ্গ
  3.  নিষ্ক্রিয় অঙ্গ
  4. প্রতিস্থাপিত অঙ্গ

PHYSICAL SCIENCE : ANM GNM Question Paper

  1. নিচের কোনটি ভেক্টর রাশি?
  1.  ওজন
  2.  ভর
  3. ক্ষেত্রফল
  4. সময়
  1. একজন ছাত্রী 10 m/sec  সময় গতিতে সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসেছে ব্রেক চাপে ও 5 সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? ধরে নাও, ছাত্রী ও সাইকেলের মোট ভর 50 kg ।
  1.  50 নিউটন
  2. 200 নিউটন
  3. 100 নিউটন
  4. 10 নিউটন
  1. সঠিক উত্তরটি নির্বাচন কর- একটি বস্তু কোন তরলে সম্পূর্ণ নিম্নজিত অবস্থায় ভাসমান হবে যদি
  1.  বস্তুর ওজন ও প্লাবতা সমান হয়।
  2.  বস্তুর ওজন প্লাবতার থেকে কম হয়। 
  3. বস্তুর ওজন প্লাবতার থেকে বেশি হয়।
  4.  বস্তুর ওজন ও প্লাবতা দুই-ই শূন্য হয়।
  1. সঠিক উত্তরটি নির্বাচন কর- একটি হিলিয়াম পরমাণুতে থাকে
  1. চারটি প্রোটন ও চারটি ইলেকট্রন
  2.  চারটি নিউট্রন ও চারটি ইলেকট্রন
  3. চারটি প্রোটন ও দুটি ইলেকট্রন
  4. দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন
  1. অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 ও 28 । প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ওই একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে?
  1. 22.4 লিটার
  2.  19.6 লিটার
  3.  25.6 লিটার
  4.  44.8 লিটার
  1. মনে করো কোন নির্দিষ্ট তাপমাত্রায় 50 g  জলে 20 g  সাধারণ লবণ গুলি একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল । তাহলে জলে ওই লবণের দ্রাব্যতা কত?
  1.  70
  2.  40
  3. 30
  4.  100)

32. নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলি সঙ্গে দ্বিতীয় স্তম্ভের দেওয়া শ্রেণীর নাম গুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় কর।

  1.  1-b, 2-c, 3-d, 4-a
  2. 1-a, 2-b, 3-c, 4-d
  3.  1-d, 2-c, 3-a, 4-b
  4.  1-b, 2-d, 3-c, 4-a

33. সঠিক উত্তরটি নির্বাচন কর। একটি বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছই তখন তার

  1.  স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তিও শূন্য হয়।
  2. স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য হয়।
  3.  স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তি সর্বাধিক হয়। 
  4. স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হয়।

34. যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T¹ পরম উষ্ণতায় আয়তন ও চাপ যথাক্রমে V¹ ও P¹ হয় এবং T² পরম উষ্ণতায় যথাক্রমে V² ও P² হয় তবে নিজের কোন সমতুল্যতা সমীকরণটি ঠিক?

  1.  P¹V¹/T¹=P²V²/T²
  2.  P¹T¹/V¹=P²T²/V²
  3. P¹/V¹T¹=P²V²T²
  4.  P¹V¹T¹=P²V²T²

35. বহুদুরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষর বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয় । সেই বিন্দুকে বলে-

  1.  মেরু
  2. বক্রতা কেন্দ্র
  3. ফোকাস
  4. অক্ষ

36. মনে কর একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f । তাহলে লেন্সটির এক দিকে অক্ষের উপর ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে

  1. লেন্সের অপরদিকে f  দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
  2. লেন্সের অপরদিকে 2f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
  3. লেন্সের অপরদিকে f  দূরত্বে একটি সম শীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে
  4.  লেন্সের অপরদিকে 2f দূরত্বে একটি অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে

37. সঠিক উত্তরটি নির্বাচন কর-একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপরদিকে

  1.  একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে
  2. বেগুনি, নীল, আকাশ,  সবুজ,  হলুদ, কমলা ও লাল -এর সাতটি রঙের পট্টি পাওয়া যাবে
  3. একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে
  4. কোনো আলোর পট্টি পাওয়া যাবে না

38. নিম্নোক্ত মৌল গুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?

  1. কার্বন
  2.  সোডিয়াম
  3.  আরগন
  4.  নিকেল

39.সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক এসিডের সঙ্গে ফেরাস সালফাইড এর বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল-

  1.  হাইড্রোজেন সালফাইড
  2. মিথেন
  3.  কার্বন মনোক্সাইড
  4.  নাইট্রোজেন

40) নিম্নোক্ত যৌগ গুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ?

  1. C²H²
  2.  CO²
  3.  NaCl
  4. H²O

MATHEMATICS : ANM GNM Question Paper

41. 42 cm ব্যাস এর একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 cm লম্বা চোঙআকৃতি দন্ড তৈরি করলে দ্বন্দ্বটির ব্যাস কত হবে?

  1. 84 cm 
  2.  42 cm
  3. 21 cm
  4.  7 cm

42. রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনের শেষ করে । আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে, মাধবের তারচেয়ে 6 দিন বেশি সময় লাগে।  রাম একা কাজটি কতদিনে শেষ করবে?

  1.  12 দিন
  2. 3 দিন
  3.  6 দিন
  4.  9 দিন

43. দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে

  1. 1:3
  2.  1:9
  3.  1:8
  4.  1:18

44. 2,4,6 ও 10 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল গুলি সমানুপাতি হবে?

  1.  3
  2.  4
  3.  5
  4.  2

45. একটি গ্রামের বর্তমান জনসংখ্যা N ও প্রতিবছর জনসংখ্যার বৃদ্ধির হার 2x% হলে 5 বছর পরে মোট জনসংখ্যা কত হবে?

  1.  N[1+x/100]5
  2.  N[1+x/50]5
  3.  N[1+x100]100
  4.  N[1-x/50]5

 

ENGLISH : ANM GNM Question Paper

46. Choose the word which has nearly the same meaning as ADMONISH.

  1. Praise
  2.  Appeal
  3.  Support
  4. Rebuke 

47. Choose the word which is opposite in meaning to JEER.

  1.  Clear
  2. Mock
  3. Praise 
  4. Sneer

48. choose the word that can replace both the words in bold italics  in the two given sentences.

i. The management did not find him suitable for the job of a clerk.

ii. Akash could not arrange all parts of the machine properly.

  1. fit 
  2.  employ
  3.  finish
  4.  adjust

49. Choose the word which can most appropriately replace the bold italicized words in the given sentence.  A person can be sentenced to death for killing another human being

  1. patricide
  2.  homicide
  3. genocide
  4.  fratricide

50. Choose the option which can based replace the group of words given:

  1.  versatile
  2.  talented
  3.  gifted
  4.  excellent

51. Observe the two italicized word in the following two sentences and give your observation by choosing any one option below.

i.  We should not interfere in one’s personal affairs.

ii. The Personnels of civil services are procud of.

  1.  Only sentence -I is correct.
  2. Only sentence -II is correct
  3.  Both sentence I and II are correct. 
  4.  Neither sentence I nor sentence II is correct.

52. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete.

Only those who have completed seventeen years of age are_______ to apply for the examination.

  1. eligible
  2. legible
  3. selected
  4.  illegible 

53. Fill in the blank with the most appropriate word/group of words to make the sentence meaningfully complete.

The horse stampeded and tore_______ the street.

  1.  after
  2. off
  3. down
  4.  out

54. Fill in the blank with the most appropriate word/group of words to make the sentence meaningfully complete.

Mohan tries his best to keep________ the reputation of his family.

  1.  up 
  2. over
  3.  to
  4.  on

55. Find out which part of the sentence has an error.

If we have faith in Almighty / everything will turn out  / to be alright / and safe. 

                        (A )                                                  (B)                                  (C  )                      (D)

 

GENERAL KNOWLEDGE : ANM GNM Question Paper

56. ‘Jungle Book’ বইটি লিখেছিলেন

  1.  সত্যজিৎ রায়
  2. অনিতা দেশাই
  3.  চার্লস ডিকেন্স
  4.  রুডইয়ার্ড কিপলিং 

57. এলাহাবাদ শহরের নতুন নাম কি?

  1. প্রয়াগরাজ
  2. সারাভাই নগর
  3.  যমুনা নগর
  4.  সঙ্গমপুরী

58. কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়?

  1. 1925
  2.  1965
  3.  1945
  4.  1955

59. মনোসডিয়াম গ্লুটামেট -কে সাধারণভাবে কি বলা হয়?

  1. বেকিং পাউডার
  2. সাধারণ লবণ
  3. ভিনেগার
  4. আ-জিনো-মোটো 

60. নিচের কোনটি মানব শরীরে বৃহত্তম অঙ্গ

  1. হার্ট
  2. লিভার
  3.  অ্যাপেন্ডিক্স
  4. পাকস্থলী

LOGICAL REASONING : ANM GNM Question Paper

61. Ans: (B)

62. Ans: (C)

63. Find the odd one out.

  1. April 
  2.  May
  3.  July
  4.  August

64. Find the right option below where the two given words have the same relationship as, ‘LIGHT – CANDLE’

  1. Exercise — Strength
  2.  Power — Battery 
  3.  Dieting — Overweight
  4.  Car — Engine

65. Choose the right option which will complete the first word and begin the second word. E X (…) A C L E

  1. pert
  2. pect
  3.  pire
  4.  tent 

ANM GNM 2021 Question Paper Sift 1 | ANM GNM 2021 Question Paper Sift 1 with Answer | ANM GNM 2021 Question Paper Sift 1 PDF Download | ANM GNM Question Paper 2021 Sift 1 | ANM GNM 2021 প্রশ্নপত্র এবং উত্তর | ANM GNM 2021 Sift 1 প্রশ্নপত্র এবং উত্তরসহ

ANM GNM 2021 Shift 1 Question Paper PDF Download Link:

WB ANM GNM 2021 Shift 1 Question Paper Download LinkClick Here
Learn more about WB ANM GNMClick Here

ANM GNM Previous Years Question Paper PDF | ANM GNM Previous Years Question Paper with Answer | ANM GNM Previous Years Question Paper PDF Download | ANM GNM প্রশ্নপত্র এবং উত্তর | ANM GNM প্রশ্নপত্র এবং উত্তর PDF ডাউনলোড | ANM GNM বিগত বছরের প্রশ্নপত্র এবং উত্তর

WB ANM GNM Previous Year Question Paper

ANM GNM 2023 Question PaperDownload
ANM GNM 2022 Question Paper (Sift 1)Download
ANM GNM 2022 Question Paper (Sift 2)Download
ANM GNM 2021 Question Paper (Sift 1)Download
ANM GNM 2021 Question Paper (Sift 2)Download