WB Primary TET 2023 Child Development & Pedagogy Pedagogy Practice Set 2 | Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers | WB Primary TET 2023 | Primary TET Pedagogy Practice Set | Primary TET Practice Set PDF Download | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 2 | প্রাইমারি টেট শিশু বিকাশ এবং পেডাগজি প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্র্যাকটিস সেট উত্তর সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WB Primary TET 2023 Child Development & Pedagogy Pedagogy Practice Set 2 | অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত করা এই Primary TET Child Development & Pedagogy Practice Set গুলি আপনাদের সাহায্য করবে Primary TET Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের Primary TET এর Practice Set আপনার প্রস্তুতির নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
Primary TET Syllabus 2023 সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
WB Primary TET 2023 Child Development & Pedagogy Practice Set 2
- ভাষার বিকাশের ক্ষেত্রে কোন্ স্তরটি অত্যন্ত সংবেদনশীল?
- শৈশব স্তর।
- মধ্য বাল্য স্তর।
- প্রারম্ভিক বাল্য স্তর।
- প্রাক জন্ম স্তর।
- থর্নডাইকের শিখনের সূত্রগুলির মধ্যে নীচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
- অনুশীলনের সূত্র।
- উপমানের সূত্র।
- প্রস্তুতির সূত্র।
- ফললাভের সূত্র।
- “The play way’ বইটির রচয়িতা কে?
- জন ডিউই।
- ক্যালড ওয়েল কুক।
- রুশো।
- ফ্রয়েবেল।
- নীচের কোন্টি ‘S-type’ অনুবর্তন?
- প্রাচীন অনুবর্তন।
- ধারণার অনুবর্তন।
- সক্রিয় অনুবর্তন।
- নিয়ম শিখনের অনুবর্তন।
- পিতা-মাতার কাছে সন্তানের প্রারম্ভিক বাল্যকাল কী হিসেবে পরিচিত?
- খেলা স্তর (Playing stage)
- ঝঞ্ঝাটপূর্ণ স্তর (Troublesome stage)
- সমস্যা কেন্দ্রিক স্তর (The problem centred stage)
- উপরোক্ত সবগুলি।
- গেস্টাল্ট কথার অর্থ কী?
- অবয়ব।
- আকৃতি।
- বিকৃতি।
- সামগ্রিক ধারণা।
- শিশুর বিকাশের কোন্ স্তরকে প্রাক্ বিদ্যালয় স্তর বলে?
- শৈশবকাল।
- প্রারম্ভিক বাল্যকাল।
- বাল্যকাল।
- অন্তিম বাল্যকাল।
- গেস্টাল্টরা নীচের কোন্টির ওপর অধিক গুরুত্ব দিয়েছে?
- প্রত্যক্ষণ।
- সংবেদন।
- ধারণা।
- নিয়ম।
- মনোবিদগণ কোন সময়কে মানবজীবনের ভিত্তিকাল (Foundation stage) বলেছেন?
- শৈশবকাল।
- প্রারম্ভিক বাল্যকাল।
- প্রান্তিক বাল্যকাল।
- কৈশোরকাল।
- গেস্টাল্ট মনোবিদরা কোন্ ধরনের শিখনে গুরুত্ব আরোপ করেছে?
- অন্তদৃষ্টি।
- প্রত্যক্ষণ।
- সমগ্রতাবাদ।
- সবকটি।
- ডাইড্যাকটিক অ্যাপারেটাস ব্যবহৃত হয় কোথায়?
- নার্সারি বিদ্যালয়।
- মন্তেসরি বিদ্যালয়।
- কিন্ডারগার্টেন বিদ্যালয়।
- বুনিয়াদি শিক্ষাব্যবস্থায়।
- নীচের কোন্টি অনুবর্তনের সাহায্যে করা যায়?
- সু-অভ্যাস গঠন।
- অক্ষর গঠন।
- প্রক্ষোভ দূরীকরণ।
- সবকটি।
- ‘কাসা-দাই-বামবিনি’ কথাটির অর্থ কী?
- পিতৃগৃহ।
- বিদ্যালয় গৃহ।
- মাতৃগৃহ।
- শিশুদের গৃহ
- নীচের কোন্টি R-type অনুবর্তন –
- প্রাচীন অনুবর্তন।
- সক্রিয় অনুবর্তন।
- কোনোটিই নয়।
- উপরের সবকটি।
- কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন কে?
- মন্তেসরি।
- ফ্রয়েবেল।
- রুশো।
- ডিউই।
- স্কিনারের সক্রিয় অনুবর্তন কোন্ শিখনের সূত্রের ওপর নির্ভরশীল?
- অনুশীলনের সূত্র।
- প্রতিক্রিয়ার সূত্র।
- প্রস্তুতির সূত্র।
- ফললাভের সূত্র।
- কৈশোরকালকে ‘ঝড়ঝঞ্ঝার কাল’ বলেছেন কে?
- স্ট্যানলি হল।
- পিকুনাস।
- আর্নেস্ট জোনস।
- এরিকসন।
- অন্তর্দৃষ্টি শিখনে কোন্ প্রক্রিয়া অধিক সম্পর্কযুক্ত?
- সামান্যীকরণ।
- পৃথকীকরণ।
- ধারণা গঠন।
- সামান্যীকরণ ও পৃথকীকরণ।
- মানবজীবনের বিকাশের কোন্ স্তরকে দুঃখ-কষ্টের কাল বা পীড়নের কাল বলা হয়?
- শৈশবকাল।
- কৈশোরকাল।
- বাল্যকাল।
- প্রান্তীয় বাল্যকাল।
- নীচের কোনটি গেস্টাল্টবাদীদের প্রবর্তিত শিখনের বৈশিষ্ট্য?
- পরিবর্তিত প্রত্যক্ষণ।
- উদ্দীপক ও প্রতিক্রিয়ার পৃথকীকরণ।
- সামগ্রিক বোধ।
- সবকটি।
- কিন্ডারগার্টেন শব্দের অর্থ কী?
- শিশুর বৃদ্ধি।
- শিশুর চাহিদা।
- শিশুর গৃহ।
- শিশু উদ্যান।
- নীচের কোনটি গেস্টাল্টবাদীদের মতে শিখন ব্যবস্থা?
- শ্রেণিকক্ষে বিষয়বস্তু সামগ্রিকভাবে উপস্থাপন।
- সমস্যার সামগ্রিক সমাধান।
- শিক্ষার্থীদের সামনে সমস্যামূলক পরিস্থিতির উপস্থাপন।
- ওপরের সবকটি।
- নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে?
- স্পেন্সার।
- মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান।
- জন ডিউই।
- মন্তেস্বরী।
- বৌদ্ধিক মানচিত্রের ধারণা দেন কে?
- থর্নডাইক।
- প্যাভলভ।
- স্কিনার।
- টলম্যান।
- মনোবিজ্ঞানীগণ-এর কাছে শিশুর জীবন বিকাশের কোন্ স্তর ‘উদ্ঘাটন স্তর’ অথবা ‘প্রশ্ন-উত্তর স্তর’ নামে পরিচিত?
- শৈশবকাল।
- কৈশোরকাল।
- প্রারম্ভিক বাল্যকাল।
- অন্তিম বাল্যকাল।
- শিক্ষাবিদগণের মতে, চিন্তন হল মনের ____ পরিচায়ক।
- অস্বস্তির।
- অবনতির।
- অস্তিত্বের।
- অসামঞ্জস্যের।
- শিখন-এর ধারণা সঙ্গে নিম্নের কোন্ বাক্যটি অধিক সাযুজ্যপূর্ণ?
- শিখন হল বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আচরণ ধারার পরিবর্তন।
- শিখন হল একটি অভ্যন্তরীণ স্বতঃস্ফূর্ত ও জন্মগত বিকাশের প্রক্রিয়া।
- শিখন হল আচরণ পরিবর্তনের প্রক্রিয়া।
- শিখন হল অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া
- চিন্তন কী?
- যে-কোনো সমস্যা সম্পর্কে গভীর আলোচনা।
- বিশ্লেষণ ও সংশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছোনো।
- মনের জটিল বহিঃপ্রকাশ।
- যে-কোনো জ্ঞানদায়ক অবগতি।
- কোন্ মনোবিজ্ঞানীর মতে বিকাশ প্রক্রিয়ায় চারটি মৌলি উপাদান হল পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক সঞ্চালন এবং সমতা আনয়ন?
- পিয়াজেঁ।
- স্কিনার।
- আর্নেস্ট জোন্স।
- পিকনাস।
- শিখন হল উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সম্বন্ধ স্থাপন। এই মতবাদের প্রবক্তা কে?
- মনোবিদ স্কিনার।
- মনোবিদ থর্নডাইক।
- মনোবিদ আর্নেস্ট জোন্স।
- শারীরতত্ত্ববিদ প্যাভলভ।
WB Primary TET 2023 Child Development & Pedagogy Pedagogy Practice Set 2 | Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers | WB Primary TET 2023 | Primary TET Pedagogy Practice Set | Primary TET Practice Set PDF Download | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 2 | প্রাইমারি টেট শিশু বিকাশ এবং পেডাগজি প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্র্যাকটিস সেট উত্তর সহ
WB Primary TET 2023 Child Development & Pedagogy Practice Set Download Link:
WB Primary TET 2023 Practice Set 2 PDF | Click Here |
Primary TET 2023 Full Practice Set PDF Download | Click Here |
Learn More About WB Primary TET 2023 Recruitment | Click Here |