WB Primary TET 2023 Child Development & Pedagogy Pedagogy Practice Set 3 | Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers | WB Primary TET 2023 | Primary TET Pedagogy Practice Set | Primary TET Practice Set PDF Download | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 3 | প্রাইমারি টেট শিশু বিকাশ এবং পেডাগজি প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্র্যাকটিস সেট উত্তর সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WB Primary TET 2023 Child Development & Pedagogy Pedagogy Practice Set 2 | অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত করা এই Primary TET Child Development & Pedagogy Practice Set গুলি আপনাদের সাহায্য করবে Primary TET Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের Primary TET এর Practice Set আপনার প্রস্তুতির নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
Primary TET Syllabus 2023 সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
WB Primary TET 2023 Child Development & Pedagogy Practice Set 3
- নীচের কোন্টি চিন্তনের অংশ নয়?
- প্রত্যক্ষণ।
- স্মৃতি।
- কল্পনা।
- বিকাশ।
- “শিখন হল আচরণ, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে নতুন করে আহরণ” এই বক্তব্যটি কোন্ মনোবিদের?
- মনোবিদ স্কিনার।
- মনোবিদ থর্নডাইক।
- মনোবিদ আর্নেস্ট জোন্স।
- শারীরতত্ত্ববিদ প্যাভলভ।
- উচ্চতর চিন্তনের উদ্দেশ্য কী?
- বিষয়কে নিয়ে চিন্তা করে যাওয়া।
- বিষয়কে নিয়ে সংশ্লেষণ করা।
- সমস্যার সমাধান করে সম্পূর্ণতার দিকে এগোনো।
- জ্ঞান-সামগ্রীর মধ্যে শূন্যতার সৃষ্টি।
- ICDS প্রকল্পটি শিক্ষার কোন্ স্তরের সঙ্গে সম্পর্কিত?
- প্রাক্-প্রাথমিক।
- মাধ্যমিক।
- প্রাথমিক।
- উচ্চ প্রাথমিক।
- চিন্তনের ক্ষেত্রে কোনটি প্রয়োজন?
- প্রসারিত প্রক্ষোভ।
- মানসিক বিস্তৃতি।
- ইচ্ছাপ্রণোদিত মনোযোগ।
- উত্তম স্মৃতি।
- ICDS প্রকল্পটি কত খ্রিস্টাব্দে চালু হয়?
- 1984
- 1992
- 2002
- 1975
- শিখন হল _____ দ্বারা আচরণের পরিবর্তন।
- বুদ্ধি।
- সামাজিকতা।
- প্রক্ষোভ।
- অভিজ্ঞতা।
- ICDS প্রকল্পটির দায়িত্বভার গ্রহণ করে কেন্দ্রীয় সরকারের কোন্ দপ্তর?
- শিক্ষা বিভাগ।
- সমাজকল্যাণ বিভাগ।
- শিশুকল্যাণ বিভাগ।
- নারী ও শিশুকল্যাণ বিভাগ।
- যখন ব্যক্তি তার সামনে উপস্থিত কোনো ঘটনা, তথ্য বা ধারণার পরীক্ষা-মূলক অনুসন্ধানের মাধ্যমে (সমস্যা সমাধান পদ্ধতি অনুসরণ করে) বিষয়ের মূলভাবকে আয়ত্ত করেন বা জ্ঞান অর্জন করেন তখন তাকে বলা হয়?
- তথ্যগত শিখন।
- সংযোগ শিখন।
- ধারণা শিখন।
- পদ্ধতিগত শিখন।
- অঙ্গনওয়াড়ি কর্মীগণ কোন বয়সের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করেন?
- দুই থেকে চার বছর।
- দুই থেকে ছয় বছর।
- তিন থেকে ছয় বছর।
- তিন থেকে পাঁচ বছর।
- নীচের কোন ধরনের শিখনকে অনুবর্তন শিখনের একটি রূপ বলা যায়?
- তথ্যগত শিখন।
- ধারণা শিখন।
- সংযোগ শিখন।
- নীতিগত শিখন।
- ‘Adolescence’ কথাটি কোন্ শব্দ থেকে নেওয়া হয়েছে?
- Adult
- Adeloscere
- Adolecere
- Adolescere
- সাইকেল চালানো শেখা কোন ধরনের শিখনের উদাহরণ?
- তথ্যগত।
- নীতি ও সূত্র।
- সামান্যীকরণ।
- পদ্ধতিগত।
- PTTI-এর পুরো কথা কী?
- Progressive Teachers’ Training Institute.
- Pre-primary Teachers’ Training Institute.
- Public Teachers’ Training Institute.
- Primary Teachers’ Training Institute.
- ‘একজন শিক্ষার্থীকে বলা হল হাতের কাজ শেষ করলেই চকলেট পাবে। তখনই শিক্ষার্থীটির কাজ শেষ করার প্রবণতা বেড়ে গেল ও কাজ ভালোভাবে সম্পন্ন হল’ – এটি কোন ধরনের শিখনের উদাহরণ?
- পদ্ধতিগত শিখন।
- তথ্যগত শিখন।
- সংযোগ শিখন।
- নীতি ও সূত্রের শিখন।
- ICDS-এর ক্ষেত্রে CDPO কী?
- Child Development Project Officer.
- Children Development Project Officer.
- Centralised District Project Officer.
- Centralised District Planning Officer.
- কোনটি সঠিক?
- উদ্দীপনা + প্রতিক্রিয়া = আচরণ পরিবর্তন।
- উদ্দীপনা × প্রতিক্রিয়া = অভিজ্ঞতা।
- উদ্দীপনা ≈ প্রতিক্রিয়া = সিদ্ধান্ত।
- উদ্দীপনা = প্রতিক্রিয়া = সামান্যীকরণ।
- VEC-এর পুরো কথা কী?
- Village Education Commission.
- Village Efficiency Commission.
- Village Education Committee.
- Village Emergency Committee.
- বিষয়গত ধারণার বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছোনোর মাধ্যমে যে শিখন হয় তাকে কী বলে?
- ধারণা গঠন।
- সংযোগ শিখন।
- প্রগতিশীল শিখন।
- সামান্যীকরণ শিখন।
- ECCE- এর পুরো কথা কী?
- Early Childhood Care and Education.
- Early Child Care and Education.
- Early Childhood Care and Efficiency.
- Early Childhood Care and Endeavour.
- কোনো তথ্য বা বার্তা বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে সেনসরি রেজিস্টারে পৌঁছোনোর পর বার্তা বা তথ্যটিকে ব্যক্তি যখন নিজের মতো করে গ্রহণ করে তখন তাকে কী বলে?
- সংকেতযুক্তকরণ।
- শিখন সঞ্চালন।
- সংকেত মুক্তকরণ।
- পুনরুত্থাপন।
- DIET-এর পুরো কথা কী?
- District Inspector of Education and Training.
- District Institute of Education and Training.
- Direct Inspection of Education and Training.
- District Initiative for Education and Training.
- পূর্বের কোনো বিষয়কে মনে করতে পারাকে কী বলে?
- প্রত্যাভিজ্ঞা।
- পুনরালোচনা।
- পুনরুদ্রেক।
- কোনোটিই নয়।
- DPEP-এর পুরো কথা কী?
- Developed Primary Education Programme.
- Distance Primary Education Programme.
- District Primary Education Programme.
- Democratic Primary Education Programme.
- ‘রাম অনেকদিন বাদে তার পুরনো স্কুলের এক বন্ধুকে দেখে চিনতে পারল’ – এটি কীসের উদাহরণ?
- শিখন।
- ধারণ।
- প্রত্যাভিজ্ঞা।
- সংকেতযুক্তকরণ।
- ICDS-এর প্রধান কার্যনির্বাহী কে?
- Block Development Officer.
- District Inspector.
- Child Development Project Officer.
- Sub-Inspector.
- MCQ কী ধরনের প্রশ্ন?
- পুনরুদ্রেক ধরনের প্রশ্ন।
- দীর্ঘ সময়ের প্রশ্ন।
- প্রত্যাভিজ্ঞা ধরনের প্রশ্ন।
- কোনোটিই নয়।
- কিন্ডারগার্টেন ব্যবস্থায় কোন উপকরণটি ব্যবহার হয়?
- মাদার প্লে।
- কম্পিউটার।
- রেডিয়ো।
- টেপ রেকর্ডার।
- শূন্যস্থান পূরণ কোন্ ধরনের প্রশ্ন?
- পুনরুদ্রেক ধরনের।
- পুনরালোচনা ধরনের।
- প্রত্যাভিজ্ঞা ধরনের।
- ওপরের সবকটি।
- আত্ম-সক্রিয়তার তত্ত্ব সৃষ্টি করেন কে?
- মন্তেসরি।
- ফ্রয়েবেল।
- রুশো।
- ডিউই।
WB Primary TET 2023 Child Development & Pedagogy Pedagogy Practice Set 3 | Primary TET 2023 Child Development & Pedagogy Questions with Answers | WB Primary TET 2023 | Primary TET Pedagogy Practice Set | Primary TET Practice Set PDF Download | Primary TET 2023 Important Questions and answers | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 3 | প্রাইমারি টেট শিশু বিকাশ এবং পেডাগজি প্র্যাকটিস সেট | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্র্যাকটিস সেট উত্তর সহ
WB Primary TET 2023 Child Development & Pedagogy Practice Set Download Link:
WB Primary TET 2023 Practice Set 3 PDF | Click Here |
Primary TET 2023 Full Practice Set PDF Download | Click Here |
Learn More About WB Primary TET 2023 Recruitment | Click Here |