WB Primary TET Question Paper 2017 PDF with Answers | প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর PDF সহ

TET Exam 2017 | WB Primary TET Question Papers 2017 | WB TET Previous Year Question Papers with Solutions | Primary TET Exam Question Papers PDF Download | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র | প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর।

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WB Primary TET Question Papers 2017 । পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তর সহকারে তৈরি করা WB Primary TET Question Papers 2017 PDF With Answer যা আপনাদের সাহায্য করবে আগত প্রতিটি Primary TET Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের Primary TET Exam Question Papers PDF আপনার Primary TET Exam প্রস্তুতির নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

Primary TET Exam 2023 এর সমন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

Primary TET Exam 2023

Primary TET Syllabus 2023 সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

Primary TET Syllabus 2023

WB Primary TET Question Papers 2017

2017

SECTION – I

LANGUAGE -I : BENGALI

  1. নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক?
  • পশ্চাৎ+ আগত = পশ্চাতাগত
  • যড় + দর্শন = ষড়দর্শন
  • ণিচ্ + অন্ত = ণিজন্ত
  • পশু + আচার = পশ্যাচার
  1. নীচের যুক্তব্যঞ্জনগুলি ভেঙে যে ব্যঞ্জন পাওয়া যায়, তার নিরিখে নীচের কোন বিকল্পটি অশুদ্ধ?
  • ক্ষ্ম = ক্ + ষ্ + ম্
  • হ্ম = হ্ + ম্
  • জ্ঞ = ঞ্ + জ্
  • হ্ন = হ্ + ন্
  1. নীচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন।

(a) বাংলায় বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ

(b) বাংলায় বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যঞ্জনধ্বনি ঘোষ

(c) বাংলায় বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঘোষ

(d) বাংলায় বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যঞ্জনধ্বনি অঘোষ

বিকল্প

  (a) (b) (c) (d)
(A) শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ
(B) শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ
(C) অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ
(D) শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ

  1. নীচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন।

(a) বাংলায় বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ

(b) বাংলায় বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ

(c) বাংলায় ‘ড়’ মহাপ্রাণ ধ্বনি

(d) বাংলায় ‘ঢ়’ মহাপ্রাণ ধ্বনি

বিকল্প

  (a) (b) (c) (d)
(A) শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ
(B) শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ
(C) অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ
(D) শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ

  1. প্রাণপণ যত্ন ব্যতিরেকে বিদ্যালাভ সম্ভব নয়। নিম্নরেখ পদটি
  • পদান্বয়ী অব্যয়।
  • সমুচ্চয়ী অব্যয়।
  • নিত্যসম্বন্ধী অব্যয়।
  • অনন্বয়ী অব্যয়।
  1. আমি তোমায় কিছু কথা বলতে চাই। উদ্ধৃত বাক্যটিতে
  • ‘তোমায়’ মুখ্যকর্ম, ‘কথা’ গৌণকর্ম।
  • ‘তোমায়’ গৌণকর্ম, ‘কথা’ মুখ্যকর্ম।
  • ‘তোমায়’, ‘কথা’ দুটিই মুখ্যকর্ম।
  • ‘তোমায়’, ‘কথা’ দুটিই গৌণকর্ম।

নিম্নলিখিত গদ্যাংশটি পড়ে 7 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর দিন।

ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যুঘটনা ঘটিল। ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই। মার যখন মৃত্যু হয় আমার তখন বয়স অল্প। অনেকদিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন, কখন যে তাঁহার জীবনসংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই। এতদিন পর্যন্ত যে-ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। কিন্তু তাঁহার রোগের সময় একবার কিছুদিন তাঁহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়— তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তঃপুরের তেতালার ঘরে থাকিতেন। যে-রাত্রিতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম, তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, “ওরে তোদের কী সর্বনাশ হল রে!” তখনই বউঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্ৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন—পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে এই আশঙ্কা তাঁহার ছিল। স্তিমিত প্রদীপে, অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল কিন্তু কী হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না। প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যুসংবাদ শুনিলাম তখনো সে-কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাঁহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ংকর সে-দেহে তাহার কোনো প্রমাণ ছিল না, সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে-রূপ দেখিলাম তাহা সুখসুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না। কেবল যখন তাঁহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাঁহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক-দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে, এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাঁহার নিজের এই চিরজীবনের ঘরকরনার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। বেলা হইল, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম; গলির মোড়ে আসিয়া তেতালায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম – তিনি তখনো তাঁহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন।

বাড়িতে যিনি কনিষ্ঠা বধু ছিলেন তিনিই মাতৃহীন বালকদের ভার লইলেন। তিনিই আমাদিগকে খাওয়াইয়া পরাইয়া সর্বদা কাছে টানিয়া, আমাদের যে কোনো অভাব ঘটিয়াছে তাহা ভুলাইয়া রাখিবার জন্য দিনরাত্রি চেষ্টা করিলেন। যে-ক্ষতি পূরণ হইবে না, যে-বিচ্ছেদের প্রতিকার নাই, তাহাকে ভুলিবার শক্তি প্রাণশক্তির একটা প্রধান অঙ্গ : শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে, তখন সে কোনো আঘাতকে গভীরভাবে গ্রহণ করে না, স্থায়ী রেখায় আঁকিয়া রাখে না। এইজন্য জীবনে প্রথম যে-মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল, তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দপদে চলিয়া গেল। ইহার পরে বড়ো হইলে যখন বসন্তপ্রভাতে একমুঠা অনতিস্ফুট মোটা মোটা বেলফুল চাদরের প্রান্তে বাঁধিয়া খ্যাপার মতো বেড়াইতাম—তখন সেই কোমল চিক্কণ কুঁড়িগুলি ললাটের উপর বুলাইয়া প্রতিদিনই আমার মায়ের শুভ্র আঙুলগুলি মনে পড়িত আমি স্পষ্টই দেখিতে পাইতাম যে-স্পর্শ সেই সুন্দর আঙুলের আগায় ছিল সেই স্পর্শই প্রতিদিন এই বেলফুলগুলির মধ্যে নির্মল হইয়া ফুটিয়া উঠিতেছে; জগতে তাহার আর অন্ত নাই—তা আমরা ভুলিই আর মনে রাখি।

কিন্তু আমার চব্বিশ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়। তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদশোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। শিশু বয়েসের লঘু জীবন বড়ো বড়ো মৃত্যুকেও অনায়াসেই পাশ কাটাইয়া ছুটিয়া যায়—কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই। তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুক পাতিয়া লইতে হইয়াছিল।

  1. উদ্ধৃত গদ্যাংশে ‘অনতিস্ফুট’ শব্দটির অর্থ হল
  • ফোটেনি এমন।
  • সম্পূর্ণ ফোটেনি এমন।
  • সম্পূর্ণ ফুটেছে এমন।
  • ফুটে গিয়ে ঝরে পড়েছে এমন।
  1. উদ্ধৃত গদ্যাংশে এক-দমকায়’ পদটি যেভাবে ব্যবহৃত হয়েছে
  • ক্রিয়াবিশেষণ রূপে।
  • বিশেষ্যের বিশেষণ রূপে।
  • সর্বনামের বিশেষণ রূপে।
  • বিশেষ্য রূপে।
  1. “বাড়িতে যিনি কনিষ্ঠা বধু ছিলেন তিনিই মাতৃহীন বালকদের ভার লইলেন।” উদ্ধৃত বাক্যটিতে বিশেষণ পদ রয়েছে
  • ২টি।
  • ১টি।
  • ৩টি।
  • ৪টি।
  1. “তখনই বউঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্ৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন।” উদ্ধৃত বাক্যটিতে অসমাপিকা ক্রিয়াপদের সংখ্যা
  • ২টি।
  • ৪টি।
  • ৬টি।
  • ৭টি।
  1. “… শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে …” উদ্ধৃত বাক্যাংশটির বিধেয় হল
  • শিশুকালে সেই নবীন ও প্রবল থাকে।
  • সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে।
  • শিশুকালে নবীন ও প্রবল থাকে।
  • সেই প্রাণশক্তি।
  1. নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক?
  • নিয়ন্ + তা = নিয়ন্তা
  • বৃন + হিত = বৃংহিত
  • উন্‌ + নয়ন = উন্নয়ন
  • তদ্ +ত্ব = তত্ত্ব।
  1. সন্ধির সূত্র অনুযায়ী নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক
  • দ্ + ক্ হলে ‘দ’-এর জায়গায় ‘e’ হয়।
  • দ + প্ হলে ‘দ’-এর জায়গায় ‘e’ হয়।
  • দ + ল হলে ‘দ’-এর জায়গায় ‘ধ’ হয়।
  • দ্+স্ হলে ‘দ’-এর জায়গায় ‘ৎ’ হয়।
  1. নীচে প্রদত্ত মন্তব্য ও তার সমর্থনে যুক্তির মধ্যে শুদ্ধ-অশুদ্ধ বিচারের নিরিখে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন।

মন্তব্য: ব্যাকরণের পুরুষ কথাটির সঙ্গে স্ত্রী-পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই।

যুক্তি: ব্যাকরণে পুরুষ হল ক্রিয়ার আশ্রয়।

বিকল্প

  • মন্তব্য ও যুক্তি দুই-ই শুদ্ধ।
  • মন্তব্য ও যুক্তি দুই-ই অশুদ্ধ।
  • মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ।
  • মন্তব্য অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ।
  1. নীচের কোনটি ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ নয়?
  • ত্রিদিব।
  • রত্নাবতী।
  • সুরবা।
  • সুরপথ।
  1. তোমার স্কুল কি আজ ছুটি ছিল? উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য হল
  • তুমি (উহ্য)।
  • তোমার।
  • তোমার স্কুল।
  • আজ।
  1. নীচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক?
  • ইরাবান।
  • সমুদ্ভাসন।
  • পাটক।
  • কলাভৃৎ।
  1. “হঠাৎ বলেন, ‘গেলুম গেলুম, আমায় ধরে তোল!” উদ্ধৃত অংশটির নিম্নরেখ ক্রিয়াপদের কাল
  • সাধারণ বর্তমান কাল।
  • পুরাঘটিত বর্তমান কাল।
  • সাধারণ অতীত কাল।
  • পুরাঘটিত অতীত কাল।
  1. নীচের কোন্ বাক্যটিতে গঠনগত ভুল আছে?
  • আকণ্ঠ খেয়ে হাঁসফাঁস করছি।
  • সব ছেলেরা, চলে এসো।
  • সবাই শুধু আমার কথা শোনো।
  • নিজের নিজের বই হাতে রাখো।

 নিম্নলিখিত গদ্যাংশটি পড়ে 20 থেকে 24 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর দিন।

আমার জীবনের ঘটনা বিশেষ কিছুই নাই এবং আমার জীবনচরিত্র লিপিবদ্ধ করিবার যোগ্য নহে।

আমার জন্মের তারিখ ৬ই মে ১৮৬১ খ্রিস্টাব্দ। বাল্যকালে ইস্কুল পালাইয়াই কাটাইয়াছি। নিতান্তই লেখার বাতিক ছিল বলিয়া শিশুকাল হইতে কেবল লিখিতেছি। যখন আমার বয়স ১৬ সেই সময় ভারতী পত্রিকা বাহির হয়। প্রধানত এই পত্রিকাতেই আমার গদ্য লেখা অভ্যস্ত হয়।

আমার ১৭ বছর বয়সে মেজদাদার সঙ্গে বিলাত যাই—এই সুযোগে ইংরাজি শিক্ষার সুবিধা হইয়াছিল। লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপক হেনরি মর্জির ক্লাসে ইংরাজি সাহিত্য চর্চা করিয়াছিলাম।

এক বৎসরের কিছু ঊর্ধ্বকাল বিলাতে থাকিয়া দেশে ফিরিয়া আসি। জাহাজে “ভগ্নহৃদয়” নামক এক কাব্য লিখিতে শুরু করি—দেশে আসিয়া তাহা শেষ হয়। অল্পকালের মধ্যে সন্ধ্যা সঙ্গীত, প্রভাতসঙ্গীত, প্রকৃতির প্রতিশোধ প্রকাশিত হইয়াছিল। আমার ২৩ বৎসর বয়সে শ্রীমতী মৃণালিনী দেবীর সহিত আমার বিবাহ হয়।

ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, রাজা ও রাণী, সোনার তরী প্রভৃতি কাব্যগুলি পরে পরে বাহির হইয়াছে। তাহাদের প্রকাশের তারিখ প্রভৃতি আমার মনে নাই।

সোনার তরী কবিতাগুলি প্রায় সাধনা পত্রিকাতেই লিখিত হইয়াছিল। আমার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত সুধীন্দ্রনাথ তিন বৎসর এই কাগজের সম্পাদক ছিলেন— চতুর্থ বৎসরে ইহার সম্পূর্ণভার আমাকে লইতে হইয়াছিল। সাধনা পত্রিকায় অধিকাংশ লেখা আমাকে লিখিতে হইত এবং অন্য লেখকদের রচনাতেও আমার হাত ভূরিপরিমাণে ছিল।

এই সময়েই বিষয় কর্মের ভার আমার প্রতি অর্পিত হওয়াতে সর্বদাই আমাকে জলপথে ও স্থলপথে পল্লীগ্রামে ভ্রমণ করিতে হইত কতকটা সেই অভিজ্ঞতার উৎসাহে আমাকে ছোটো গল্প রচনায় প্রবৃত্ত করিয়াছিল।

সাধনা বাহির হইবার পূর্বেই হিতবাদী কাগজের জন্ম হয়। যাঁহারা ইহার জন্মদাতা ও অধ্যক্ষ ছিলেন তাঁহাদের মধ্যে কৃষ্ণকমলবাবু, সুরেন্দ্রবাবু, নবীনচন্দ্র বড়ালই প্রধান ছিলেন।

কৃষ্ণকমলবাবুও সম্পাদক ছিলেন, সেই পত্রে প্রতি সপ্তাহেই আমি ছোটো গল্প সমালোচনা ও সাহিত্য প্রবন্ধ লিখিতাম। আমার ছোটো গল্প লেখার সূত্রপাত ঐখানেই। ছয় সপ্তাহকাল লিখিয়াছিলাম। সাধনা চারিবৎসর চলিয়াছিল। বন্ধ হওয়ার কিছুদিন পরে একবৎসর ভারতীর সম্পাদক ছিলাম, এই উপলক্ষ্যেও গল্প ও অন্যান্য প্রবন্ধ কতকগুলি লিখিতে হয়।

আমার পরলোকগত বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের বিশেষ অনুরোধে বঙ্গদর্শন পত্র পুনরুজ্জীবিত করিয়া তাহার সম্পাদনভার গ্রহণ করি। এই উপলক্ষ্যে বড়ো উপন্যাস লেখায় প্রবৃত্ত হই। তরুণ বয়সে ভারতীতে বৌঠাকুরাণীর হাট লিখিয়াছিলাম। ইহাই আমার প্রথম বড়ো গল্প।

এই সময়ে আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করি। ব্রহ্মবান্ধব উপাধ্যায় তখন আমার সহায় ছিলেন- তখন তাঁহার মধ্যে রাষ্ট্রনৈতিক উৎসাহের অঙ্কুরমাত্রও কোনোদিন দেখি নাই— তিনি তখন একদিকে বেদান্ত অন্যদিকে রোমান ক্যাথলিক খ্রিস্টানধর্মের মধ্যে নিমগ্ন ছিলেন। কোনোকালেই বিদ্যালয়ের অভিজ্ঞতা আমার না থাকাতে উপাধ্যায়ের সহায়তা আমার পক্ষে বিশেষ ফলপ্রদ হইয়াছিল। বিদ্যালয়ের দুই এক বৎসর চলার পর ১৩০৭ সালে আমার স্ত্রীর মৃত্যু হয়।

বঙ্গদর্শন পাঁচবৎসর চালাইয়া তাহার সম্পাদকতা পরিত্যাগ করিয়াছি। এক্ষণে বিদ্যালয় লইয়া নিযুক্ত আছি।

উপাধ্যায় ৺মোহিতচন্দ্র সেন মহাশয়ের সহিত আমার আলাপ করাইয়া দিয়াছিলেন। তিনি আমার বিদ্যালয়ের প্রতি বিশেষ শ্রদ্ধাবান ছিলেন—কিছুকাল ইহাকে তিনি চালনা করিয়াছিলেন। এই সময়ে তিনি আমার কাব্যগ্রন্থাবলী বিস্তর পরিশ্রমে Edit করিয়াছিলেন। সেই গ্রন্থে বিষয় ভেদ অনুসারে আমার সমস্ত কবিতাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করিয়া তিনি প্রকাশ করিয়াছেন।

আমার জীবন ও রচনার ইতিহাস সংক্ষেপে উপরে লিখিয়া দিলাম। সন তারিখের কোনো ধার ধারি না।

আমার অতি বাল্যকালেই মা মারা গিয়াছিলেন–তখন বোধ হয় আমার বয়স ১১/১২ বৎসর হইবে। তাহার মৃত্যুর দুই একবৎসর পূর্বে আমার পিতা আমাকে সঙ্গে করিয়া অমৃতসর হইয়া ড্যালহৌসী পর্ব্বতে ভ্রমণ করিতে যান- সেই আমার বাহিরের জগতের সহিত প্রথম পরিচয়। সেই ভ্রমণটি আমার রচনার মধ্যে নিঃসন্দেহ যথেষ্ট প্রভাব বিস্তার করিয়া ছিল। সেই তিনমাস পিতৃদেবের সহিত একত্র সহবাসকালে তাঁহার নিকট হইতে ইংরাজি ও সংস্কৃতভাষা শিক্ষা করিতাম এবং মুখে মুখে জ্যোতিষশাস্ত্র আলোচনা ও নক্ষত্র পরিচয়ে অনেক সময় কাটিত। এই যে স্কুলের বন্ধন ছিন্ন করিয়া মুক্ত প্রকৃতির মধ্যে তিনমাস স্বাধীনতার স্বাদ পাইয়াছিলাম ইহাতেই ফিরিয়া আসিয়া বিদ্যালয়ের সহিত আমার সংস্রব বিচ্ছিন্ন হইয়া গেল। এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি—এখন আমার আর পালাইবার পথ নাই—ছাত্ররাও যাহাতে সর্বদা পালাইবার পথ না খোঁজে সেইদিকেই আমার দৃষ্টি।

  1. “সেই পত্রে প্রতি সপ্তাহেই আমি ছোটো গল্প সমালোচনা ও সাহিত্যপ্রবন্ধ লিখিতাম।” উদ্ধৃত অংশটিতে ‘সেই পত্রে বলতে যে পত্রিকার কথা বোঝানো হয়েছে, সেটি হল
  • বঙ্গদর্শন।
  • প্রবাসী।
  • হিতবাদী।
  • তত্ত্ববোধিনী।
  1. নীচের কোন বানানটি শুদ্ধ?
  • দক্ষিণায়ন।
  • দক্ষিণায়ণ।
  • দক্ষিনায়ন।
  • দক্ষিনায়ণ।
  1. “এই সময়েই আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করি।” নিম্নরেখ ক্রিয়াপদের রূপটির কাল:
  • সাধারণ বর্তমান কাল।
  • সাধারণ অতীত কাল।
  • পুরাঘটিত বর্তমান কাল।
  • পুরাঘটিত অতীত কাল।
  1. নীচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন।

(a) বাংলায় ‘ই’, ‘এ’, ‘অ্যা’ পশ্চাৎ ধ্বনি

(b) বাংলায় ‘উ’, ‘ও’, ‘অ’ সম্মুখ ধ্বনি

(c) বাংলায় ‘আ’ কেন্দ্রীয় ধ্বনি

(d) বাংলায় ‘উ’, ‘s’, ‘অ’ পশ্চাৎ ধ্বনি

বিকল্প

  (a) (b) (c) (d)
(A) শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ
(B) শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ
(C) অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ
(D) শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ

  1. “এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি…” উদ্ধৃত অংশে কোন্ ঘটনার শোধ দেওয়ার কথা বলা হয়েছে?
  • বাবার কাছে ইংরেজি ও সংস্কৃত ভাষা শেখার।
  • বিদ্যালয় স্থাপন করেও মনোমতো উপায়ে কাজ করতে না পারার।
  • বাবার সঙ্গে ঘুরে আসার পরে আর বিদ্যালয়ে যোগদান না করার।
  • ছাত্রদের সর্বদা পালানোর পথ খুঁজতে চাওয়ার।
  1. “এই সময়ে তিনি আমার কাব্যগ্রন্থাবলী বিস্তর পরিশ্রমে Edit করিয়াছিলেন।” নিম্নরেখ পদটির বর্ণ বিশ্লেষণ করে পাওয়া যায়
  • ক্ + অ + ব্ + অ + য্ + অ + গ্ + র্ + অ + ন্ + হ্ + অ + ব্ + অ + ল্ + ঈ
  • ক্ + আ + ব্ + য্ + অ + গ্ + র্ + অ + ন্ +হ্ + আ + ব্ + অ + ল্ + ঈ
  • ক্ + আ + ব্ + য্ + অ + গ্ + র্ + অ + ন্ + থ্ + আ + ব্ + অ + ল্ + ঈ
  • ক্ + আ + ব্ + অ + য্  + অ + গ্ + র্ + অ + ন্ + থ্ + আ + ব্ + অ + ল্ + ঈ
  1. লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নীচের কোন্ মন্তব্য শুদ্ধ?
  • ‘ওজস্বী’ শব্দটি স্ত্রীলিঙ্গবাচক।
  • ‘ওজস্বী’ শব্দের স্ত্রীলিঙ্গ ‘ওজস্বিনী’।
  • ‘ওজস্বীন’ শব্দের স্ত্রীলিঙ্গ ‘ওজস্বী’।
  • ‘ওজস্বী’ শব্দের স্ত্রীলিঙ্গ ‘ওজস্বীনি’।
  1. ‘স্ত্রী’-এর মধ্যে যুক্ত হয়ে থাকা বর্ণের সংখ্যা
  • ১ টি
  • ২ টি
  • ৩ টি
  • ৪টি
  1. বাংলা ভাষায় ‘দ’ ধ্বনিটি
  • দন্ত্য ধ্বনি।
    মূর্ধন্য ধ্বনি।
  • তালব্য ধ্বনি।
  • কণ্ঠ্য ধ্বনি।
  1. উদ্ধৃত অংশটিতে কতগুলি সাময়িক পত্রের নাম রয়েছে?
  • ৩টি।
  • ৪টি।
  • ৫টি।
  • ৬টি।
  1. নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয় ?
  • মহা + ঋষভ = মহার্ষভ
  • ভরত + ঋষভ = ভরতর্ষভ
  • উত্তম + ঋণ = উত্তমর্ণ
  • শীত + ঋত = শীতার্ত

Primary TET English Question Papers 2017:

SECTION – II

LANGUAGE – II : ENGLISH

Read the following passage to answer Q. nos. 1 to 4:

When children develop their mother tongue, they are simultaneously fostering a whole host of other essential skills, such as critical thinking and literacy skills. It is this skill-set that take with them into formal education, and research tells us that any skill and concept gained in the learner’s home language don’t need to be re-taught when they transfer to a second language. Language and mother tongue also play a huge role in the development of personal, social and cultural identity. Children with a strong foundation in their first language often display a deeper understanding of themselves and their place within society. along with an increased sense of well-being and confidence. Naturally, this flows down into every aspect of their lives, including their academic achievement. In all education the primary place should be given to training in the exact and free use of mother tongue. Mother tongue is the true vehicle of mother wit. Another medium of speech may bring with it a current of new ideas, But the mother tongue is one with the air in which a man is born. It is through the vernacular that new conceptions of the mind should press their way to birth in speech. A man’s native speech is almost like his shadow, inseparable from his personality. In our way of speech, we must, as the old saying runs, drink water out of our own cistern, for each one of us is a member of a community. It is through our vernacular, through our folk speech that most of us attain the characteristic expression of our nature.

  1. A man’s indigenous speech is almost like his
  • soul.
  • shadow.
  • pillow.
  • attire.
  1. Through the vernacular, most human beings accomplish
  • artificiality.
  • fragmented expression.
  • wrong ideas.
  • characteristic expression.
  1. According to the old saying, we should drink water out of our own
  • packet.
  • tavern.
  • cistern.
  • box.
  1. In education, training in the free use of mother tongue should be given
  • secondary place.
  • primary place.
  • tertiary place.
  • intermediary place.

     Mark the correct arrangement of the following words as these would appear in the dictionary, from first to last: (Q. no. 5 & 6)

  1. (1) receptacle (ii) reception (iii) receptionist (iv) receptive
  • (i), (ii), (iii), (iv)
  • (ii), (i), (iv), (iii)
  • (iii), (iv), (i), (ii)
  • (iv), (iii), (i), (ii)
  1. (1) precipitate (ii) precedent (iii) precision (iv) precious
  • (iii), (i), (iv), (ii)
  • (ii), (iv), (i), (iii)
  • (1), (iii), (ii), (iv)
  • (ii), (i), (iv), (iii)

Mark correctly the antonyms of the following words: (Q. no. 7 & 8)

  1. sporadic
  • continuous
  • interval
  • decent
  • repel
  1. malice
  • intention
  • benevolence
  • spite
  • morose

 Mark correctly the plural forms of the following words: (Q. no. 9-11)

  1. corpus
  • corpusses
  • corpora
  • corpos
  • corpori
  1. appendix
  • appendixes
  • appendices
  • appendiexes
  • appendieces
  1. cactus
  • cactuss
  • cacti
  • cactu
  • cactis

Mark correctly the change in gender of the following words: (Q. no. 12-14)

  1. protector
  • protecti
  • protectoress
  • protectress
  • protectum
  1. gander
  • goose
  • heifer
  • gandress
  • duchess
  1. colt
  • doe
  • sow
  • filly
  • ewe

Mark correctly the synonyms of the following words: (Q. no. 15 & 16)

  1. conscientious
  • scrupulous
  • rebellious
  • mischievous
  • ridiculous
  1. abhor
  • simplicity
  • boast
  • abstract
  • detest

 Read the following passage to answer Q. nos. 17 to 20:

The man who perpetually hesitates which of the two things he will do first, will do neither. The man who resolves but changes his resolution at the first counter-suggestion of a friend, who fluctuates from opinion to opinion, from plan to plan and veers like a weathercock to every point of the compass, with every breath of caprice that blows, can never accomplish anything great or useful. Whimsicality and vacillations are the bedrocks on which the edifice of failure is constructed. Nothing worthy, nothing fruitful is born out of a mind that is like a ship without a radar, drifting aimlessly on the high ocean of life. It is only the man who first consults wisely, then resolves firmly and then executes his purpose with inflexible perseverance, undismayed by those petty difficulties which daunt a weaker spirit, that can advance to prominence in any field. The course is to be taken wisely and firmly. Once taken, it has to be pursued with heoric resolution. With indomitable spirit and unquestionable dedication to the purpose, one can conquer the universe.

  1. The course is to be taken with
  • wisdom and hesitation.
  • care and thoughtless action.
  • bravery and whimsicality.
  • firmness and wisdom.
  1. In the passage, an indecisive man is compared to a
  • wall clock.
  • magnet.
  • compass.
  • weathercock.
  1. With firm spirit and proper dedication, the universe can be
  • won
  • lost
  • sold
  • hired
  1. One can advance to prominence in any field if one
  • thinks only.
  • only resolves wisely.
  • only plans to execute the purpose properly.
  • resolves, consults and executes properly.

 Mark correctly the appropriate form of verbs that fit in the blanks: (Q. no. 21-23)

  1. If I ______ a bird, I would fly.
  • am
  • was
  • were
  • have been
  1. He found the book he ______.
  • has lost
  • was lost
  • had lost
  • would have lost
  1. Hardly had the girl ______ writing, when the teacher collected her answer script.
  • had finished
  • have finished
  • finished
  • finishes

 Mark the correct spelling from the options given below: (Q. no. 24-26)

  1. (A) assimilate (B) asimilate (C) assimillate (D) asimilate
  2. (A) apalling (B) appalinng (C) appalling (D) appaling
  3. (A) rejuvinate (B) rejuvenate (C) rijuvinate (D) rejuvenate

 Mark correctly the part of the sentences which has an error. If the sentences are correct mark ‘D’ (No . error): (Q. no. 27 & 28)

  1. Samir has to    trudge over the     steep mountain path.    No error.

             (A)                              (B)                           (C)                              (D)

 

  1. Treasure Island is    one of the best pirate stories    that ever written.   No error.

                    (A)                                             (B)                                      (C)                     (D)

 Mark correctly the appropriate prepositions that fit in the blanks: (Q. no. 29 & 30)

  1. An application was written to the officer is pursuance ________ the instructions given.
  • by
  • upon
  • for
  • of
  1. The distance of the school _______ the railway station is two kilometres.
  • over
  • from
  • on
  • to

Primary TET Child Development & Pedagogy Question Papers 2017:

SECTION – III

CHILD DEVELOPMENT & PEDAGOGY

  1. শিখনের অ্যাসেসমেন্ট অভীষ্ট সাধন করে যখন
  • এটি শিক্ষার্থী ও শিক্ষকের ‘ফিডব্যাক’ হিসেবে কাজ করে।
  • এটি বছরের শেষে একবার মাত্র করা হয়।
  • এটি তুলনামূলক মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পারদর্শিতার পার্থক্য করে।
  • এটি ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ও চাপের সৃষ্টি করে।
  1. নিম্নোক্ত কোন দক্ষতাগুলি মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জরুরি?
  • জীবন দক্ষতাসমূহ।
  • অভিযোজন দক্ষতাসমূহ।
  • যোগাযোগ দক্ষতাসমূহ।
  • সংখ্যাগত দক্ষতাসমূহ।
  1. একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে যাতে তারা একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে অপর বিষয়ের সম্পর্ক স্থাপন করতে পারে। এটি সাহায্য করে
  • ব্যক্তিগত পার্থক্যকে।
  • শিক্ষার্থীর স্বাধীনতায়।
  • শক্তিদায়ী উদ্দীপকের সরবরাহে।
  • অনুবন্ধ এবং জ্ঞানের সঞ্চালনে।
  1. শিক্ষাদান প্রক্রিয়ায় শিক্ষার্থীর পারফরম্যান্স একটি
  • নির্ভরশীল চল।
  • স্বাধীন চল।
  • মধ্যস্থ চল।
  • নিয়ন্ত্রিত চল।
  1. শিক্ষার্থীর কাজের একটি সংগ্রহ যাতে একটি বিশেষ স্থানের শিক্ষার্থীদের বৃদ্ধি, আত্ম-প্রতিবিম্ব এবং কৃতিত্ব জানা যায় তাকে বলা হয়
  • মূল্যায়ন।
  • বিচারকরণ।
  • পোর্টফোলিও।
  • কিউমুলেটিভ নথি।
  1. শিক্ষাগত বৈশিষ্ট্য:   পরিমাপের উপায়

(a) পারদর্শিতা               (I) পরীক্ষা

(b) শিখন                     (II) অ্যাসেসমেন্ট

(c) আগ্রহ                    (III) সাক্ষাৎকার

উপযুক্ত জুটি হল

  • (a) – (III)
  • (b) – (II)
  • (c) – (1)
  • (b) – (I)
  1. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অন্তর্ভূক্তিকরণ
  • সাধারণ শিশুদের পক্ষে ক্ষতিকারক।
  • বিদ্যালয়ের বোঝা বাড়িয়ে তুলবে।
  • মনোভাব, বিষয়বস্তু এবং শিক্ষাদানের পদ্ধতির বদল দাবী করে।
  • একটি অবাস্তব লক্ষ্য।
  1. প্রতিভাবান শিক্ষার্থীদের নিরিখে ‘acceleration’-এর অর্থ
  • তাদের মূল্যায়নের পদ্ধতি ত্বরান্বিত করা।
  • তাদের পাঠসংক্রান্ত কার্যাবলীর লেনদেন ত্বরান্বিত করা।
  • স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে আগেই উপরের শ্রেণিতে উন্নীত করা।
  • তাদের সহপাঠক্রমিক কার্যাবলী দ্রুততর করা।
  1. I, II, III এবং IV এই চারটি MCQ ধরনের প্রশ্নে সঠিক উত্তরের শতকরা হার হল যথাক্রমে 05, 20, 50 এবং 85। অন্যসব বিষয় একই থাকলে সর্বোত্তম প্রশ্নটি হবে
  • I
  • II
  • III
  • IV
  1. একটি অভীক্ষায় একই জাতীয় অনেক প্রশ্ন আছে। অভীক্ষাটি হবে
  • পারদর্শিতার অভীক্ষা
  • নির্ণায়ক অভীক্ষা।
  • পূর্বাভাসমূলক অভীক্ষা।
  • ক্রাইটেরিয়ন রেফারেন্সড টাইপ।
  1. বিকাশের স্তরগুলি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ।

(i) শিক্ষণ ও শিখনের স্বাচ্ছন্দ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য।

(ii) একটি শিশু যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা জানা ও বোঝার জন্য।

(iii) শিশুর সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করার জন্য।

উপরিউক্ত বক্তব্যগুলির মধ্যে কোন সেটটি (A, B, C, D) কার্যকরী শিক্ষাদানের জন্য উপযোগী?

  • শুধুমাত্র (i)
  • শুধুমাত্র (ii)
  • (i) ও (iii) উভয়ই
  • (i), (ii) ও (iii)
  1. গুণের জন্য সহজেই গণক ব্যবহার করা যায়, তবুও শিক্ষার্থীদের হাতে-কলমে গুণ শেখাই কারণ
  • শিক্ষার ঐতিহ্য বজায় রাখা।
  • গুণের ফলাফল যাচাই করা।
  • সৃজনশীলতার বিকাশ।
  • চিন্তা ও যুক্তির বিকাশ।
  1. SE মডেলের SE শিখন-শিক্ষণের স্তরগুলি হল:

(i) মূল্যায়ন (Evaluation)

(ii) অন্বেষণ (Exploration)

(iii) সম্প্রসারণ (Elaboration)

(iv) ব্যাখ্যা (Explanation)

(v) নিযুক্তি (Engagement)

স্তরগুলির সঠিক সজ্জা হল

  • (i), (ii), (iii), (iv), (v)
  • (i), (iii), (ii), (iv), (v)
  • (v), (ii), (iv), (iii), (i)
  • (v), (iv), (ii), (iii), (i)
  1. বিকাশের cephalocaudal সূত্র অনুসারে বিকাশ অগ্রগতি পায়।
  • বিভিন্ন থেকে সমন্বিত কার্যাবলীর দিকে।
  • মাথা থেকে পায়ের আঙুলের দিকে।
  • গ্রাম্য থেকে শহুরে এলাকার দিকে।
  • সাধারণ থেকে বিশেষ কার্যাবলীর দিকে।
  1. লিঙ্গভেদ একটি
  • শারীরবৃত্তীয় ধারণা।
  • জন্মগত গুণ।
  • সামাজিক ধারণা।
  • জীবতাত্ত্বিক অস্তিত্ব/সত্তা।
  1. শিক্ষার নিরিখে সামাজিকীকরণ হল
  • সামাজিক পরিবেশের সাথে অভিযোজন ও সংগতিসাধন।
  • সবসময় সামাজিক নিয়ম মেনে চলা।
  • নিজের জন্য সামাজিক নিয়ম সৃষ্টি করা।
  • সমাজে বড়োদের শ্রদ্ধা করা।
  1. মুর্শিদাবাদের ভূগোল এবং ইতিহাস একসাথে অর্থপূর্ণ, দ্রুত ও আকর্ষণীয়ভাবে পড়ানোর উপায়টি হবে
  • খেলাভিত্তিক
  • অনুবন্ধ পদ্ধতি।
  • আরোহ পদ্ধতি।
  • গল্প বলা।
  1. একটি শিশু জানে 4+2=6, কিন্তু জানে না 4=6-2। শিশুটির বিকাশের স্তর হল
  • সেন্সরিমোটর (Sensorimotor)
  • প্রিঅপারেশন (Preoperation) 
  • কনক্রিট অপারেশন (Concrete operation)
  • ফর্মাল অপারেশন (Formal operation)
  1. উডওয়ার্থ “individual” কথাটির দ্বারা বুঝিয়েছেন
  • দেহকে।
  • মনকে।
  • ব্যক্তির আচরণকে।
  • মানসিক প্রক্রিয়া ও দৈহিক আচরণ উভয়কে।
  1. বুদ্ধির Triarchic তত্ত্ব অনুযায়ী বাস্তব বুদ্ধি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিকল্পটি ভুল?
  • পরিবেশকে পুনরায় আকার দেওয়া।
  • বাস্তবসম্মতভাবে একজনের প্রসঙ্গেই ভাবা।
    যে পরিবেশে শিশু সফল হয় সেই পরিবেশটি নির্বাচন করা।
  • পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া।
  1. “শিক্ষার অধিকার আইন-2009″ 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষার নিশ্চয়তা প্রদান করে। এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে বোঝায়
  • ব্যয়বহুল টি. এল. এম.-এর ব্যবহার।
  • মুখস্থ বিদ্যা।
  • শ্রেণিকক্ষের সাথে বাস্তব জগতের / পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন।
  • চাপিয়ে দেওয়া শৃঙ্খলা।
  1. প্রশ্নগুচ্ছ হল
  • একটি যন্ত্র যেখানে অনেক প্রশ্ন থাকে যার উত্তর উত্তরদাতা নিজেই দেন।
  • একটি যন্ত্র যেখানে অনেক লোকের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করা হয়।
  • একটি যন্ত্র যার দ্বারা শ্রেণির কাজের থেকে উত্তর সংগ্রহ করা হয়।
  • একটি যন্ত্র যার দ্বারা বিভিন্ন প্রশ্ন প্রস্তুত করা হয়।
  1. লেড ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ তত্ত্ব অনুযায়ী নিম্নোক্ত কোন পদ্ধতিটি ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য উপযোগী?
  • আদর্শায়িত অভীক্ষা।
  • বাস্তবভিত্তিক অনুস্মরণ প্রশ্নাবলী।
  • নৈর্ব্যক্তিক বহুনির্বাচনী প্রশ্নাবলী।
  • সহযোগিতামূলক প্রকল্প।
  1. ‘আরশোলা পাখি নয়’ এই ভাবে পাখির উপর প্রথম পাঠে ঋণাত্মক উদাহরণের সাহায্যে পাঠদান শুরু করতে নিষেধ করেছিলেন
  • ব্রুনার।
  • পিয়াজেঁ।
  • স্কিনার।
  • বিনে।
  1. বিদ্যালয়ে সহপাঠক্রম সংক্রান্ত কার্যক্রমে নিম্নলিখিত কোনটি অপ্রয়োজনীয়?
  • শিক্ষাক্ষেত্রে প্রাসঙ্গিকতা।
  • গঠনমূলক।
  • গণতান্ত্রিক পরিবেশ।
  • অসহযোগিতা।
  1. শিক্ষার্থী সম্পর্কে কয়েকটি উক্তি:

(i) শিশুরা জ্ঞানের নিষ্ক্রিয় প্রাপক।

(ii) শিশুরা সমস্যা সমাধানকারী।

(iii) শিশুরা বিজ্ঞানসম্মত অন্বেষণে আগ্রহী।

(iv) শিশুরা পরিবেশের সক্রিয় অনুসন্ধানকারী।

শিক্ষার্থীদের সম্পর্কে উক্তিগুলির মধ্যে কোন সেটটি ঠিক?

  • (ii), (iii) এবং (iv)
  • (i), (ii), (iii) এবং (iv)
  • (i), (ii) এবং (iii)
  • (i), (ii) এবং (iv)
  1. চমস্কির মতে ভাষাশিক্ষার ক্ষেত্রে ব্যক্তির একটি জন্মগত ক্ষমতা হল তার অনন্য জীবতাত্ত্বিক বংশগতির ফলশ্রুতি, একে বলে
  • ল্যাঙ্গুয়েজ অ্যাডাপটেশান ডিগ্রী।
  • ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস।
    ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপটান্স ডিসায়ার।
  • ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার ডোমেইন।
  1. নিম্নলিখিত কোন বিকল্পটি শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাপনা?
  • শ্রেণিকক্ষের গণতান্ত্রিক পরিবেশ।
  • যেহেতু এটি পিতা-মাতার কাজ তাই শিক্ষকের কোনও ভূমিকা না থাকা।
  • নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষের পরিবেশ।
  • শ্রেণিকক্ষে স্বৈরাচারী পরিবেশ।
  1. শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ হল
  • স্কীমা।
  • প্রেষণা।
  • উদ্দীপক।
  • প্রতিক্রিয়া।
  1. একজন শিক্ষার্থী বই-এর রচনাকে কিছু পরিবর্তন করে মুখস্থ করল। এই প্রক্রিয়াটি হবে –
  • অ্যাডপশন (Adoption)
  • অর্গানাইজেশন (Organization)
  • অ্যাসিমিলেশন (Assimilation)
  • অ্যাকোমোডেশন (Accommodation)

Primary TET Mathematics Question Papers 2017:

Math এর প্রশ্নপত্র এবং উত্তরের জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুনঃ

Click Here

Primary TET Environmental Science Question Papers 2017:

SECTION – V

ENVIRONMENTAL SCIENCE

  1. মেঘালয়ের খাসি-জয়ন্তিয়াদের একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে –
  • চেরাপুঞ্জিতে।
  • মফলং-এ।
  • শিলং-এ।
  • হাফলং-এ
  1. I. পদ্ধতিতে মোট একক হল
  • তিনটি মূল একক এবং একটি সহায়ক একক।
  • পাঁচটি মূল একক এবং একটি সহায়ক একক।
  • সাতটি মূল একক এবং দুটি সহায়ক একক।
  • সাতটি মূল একক এবং সাতটি সহায়ক একক।
  1. শ্রেয়া খেয়াল করল যে তার মায়ের নখগুলি চামচ আকৃতির হয়ে গেছে। সে ভীষণ চিন্তিত। এই অবস্থা কী থেকে হতে পারে?
  • কলেরা।
  • অ্যানিমিয়া।
  • জ্বর।
  • ম্যালেরিয়া।
  1. স্প্রিং তুলার সাহায্যে কোথায় ৷ কিগ্রা তুলো বেশী পাওয়া যাবে?
  • মেরুতে।
  • 45° অক্ষাংশে।
  • 45° দ্রাঘিমাংশে।
  • বিষুবরেখায়।
  1. সূর্য গ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন।
  • পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে।
  • সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে।
  • চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে।
  • কোন অবস্থায় তিনটি একই সরলরেখায় থাকে না।
  1. ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু?
  • সোডিয়াম।
  • ম্যাগনেসিয়াম।
  • পারদ।
  • লিথিয়াম।
  1. নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষক্রিয়া থেকে হয়?
  • ইটাই ইটাই রোগ।
  • মিনামাটা রোগ।
  • ডিসলেক্সিয়া।
  • অ্যালবিনিজম।
  1. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায়
  • তিন লক্ষ কিলোমিটার।
  • চার লক্ষ কিলোমিটার।
  • পাঁচ লক্ষ কিলোমিটার।
  • ছয় লক্ষ কিলোমিটার।
  1. খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিক তন্ত্রের বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয়। নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্ত্রিক গ্রন্থি দ্বারা ক্ষরিত হয়?
  • ইরিপসিন।
  • কাইমোট্রিপসিন।
  • টায়ালিন।
  • পেপসিন।
  1. পরিবেশবিদ্যার শিক্ষক/শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোনটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ হিসেবে দেবেন?
  • চিড়িয়াখানা।
  • জাতীয় উদ্যান।
  • অভয়ারণ্য।
  • বায়োস্ফিয়ার রিজার্ভ।
  1. মৃত্তিকার উর্বরতাশক্তি বজায় রাখতে এবং মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য?
  • রাসায়নিক সার প্রয়োগ।
  • ব্যবহার না করে জমি পরিত্যক্ত রেখে প্রাকৃতিক প্রক্রিয়ায় উর্বরতা বৃদ্ধি।
  • কম্পোস্ট ও জৈব সার ব্যবহার।
  • অঞ্চলের বনভূমি কেটে পুড়িয়ে যে ছাই উৎপন্ন হয় তার মিশ্রণের ফলে উর্বরতা বৃদ্ধি (জুম চাষ)।
  1. ছায়াপথ প্রকৃতপক্ষে –
  • কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের সীমা নির্দেশ করে।
  • প্রতিটি ঋতুর সীমা নির্দেশ করে।
  • পৃথিবীর আবর্তনের ফলাফল নির্দেশ করে।
  • সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে।
  1. চন্দ্রকেতুগড়ের (বর্তমান ভগ্নাবশেষ) অস্তিত্ব গড়ে উঠেছিল
  • ইছামতী নদীর অববাহিকায়।
  • চূর্ণী নদীর অববাহিকায়।
  • জলঙ্গি নদীর অববাহিকায়।
  • বিদ্যাধরী নদীর অববাহিকায়।
  1. আফসানা খাতুন 2009 সালের 14ই মে কেন তৎকালীন রাষ্ট্রপতির শুভেচ্ছা পেয়েছিলেন?
  • নিজের বাল্যবিবাহ নিজে রোধ করেছিলেন প্রতিবাদ করে।
  • শিশুশ্রমিকদের অন্যায্যভাবে কাজ করানোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।
  • অন্য একটি নাবালিকাকে আক্রমণের হাত থেকে বাঁচিয়েছিলেন।
  • এক যৌননিগ্রহকারী ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন।
  1. খাওয়ার সময় কথা বললে, কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালিতে ঢুকে পড়ে। একটি ঢাকনির মতো অংশ আছে যা খাদ্যকণাকে শ্বাসনালি ও ফুসফুসের ভেতর ঢুকতে বাধা প্রদান করে। সেই ঢাকনির মতো অংশটি হল
  • জিহা।
  • এপিগ্লটিস।
  • গলবিল।
  • মটিস।
  1. বায়ুদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল
  • সিলিকোসিস।
  • মিনামাটা।
  • ব্ল্যাকফুট।
  • এনকেফেলাইটিস।
  1. মিড ডে মিলে রান্নার জন্য যে লবন ব্যবহৃত হয় তার ফর্মুলা হল –
  • NaCl
  • KCl
  • MgCl2
  • CaCl2
  1. মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে বলে
  • রেগোলিথ।
  • সয়েল প্রোফাইল।
  • এলুভিয়েশন।
  • ইলুভিয়েশন।
  1. পরিবেশবিদ্যার শিক্ষক/শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিতি বিপাকের উদাহরণ হিসেবে দেবেন?
  • শ্বসন।
  • পুষ্টি।
  • সালোকসংশ্লেষ।
  • বৃদ্ধি।
  1. অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে ভৌমজলের স্তরের বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক হল
  • সরল।
  • বিপরীত।
  • সমানুপাতিক।
  • ব্যস্তানুপাতিক।
  1. চোখের যে সমস্যায় দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে বলে
  • মায়োপিয়া।
  • ক্যাটার্যাক্ট।
  • হাইপারমেট্রোপিয়া।
  • প্রেসবায়োপিয়া।
  1. 1950 সালের 26 জানুয়ারিতে ‘সাধারণতন্ত্র দিবস’ পালিত হয় কারণ ওইদিন থেকে
  • ভারতবর্ষ স্বাধীনরাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
  • ভারতবর্ষ ও পাকিস্তান দুটি পৃথক দেশ হিসেবে পরিগণিত হয়েছিল।
  • দেশের নিজস্ব আইনবিধি হিসাবে ভারতবর্ষে সংবিধান প্রচলিত হয়েছিল।
  • ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু।
  1. নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী?
  • রুপো।
  • সোনা।
  • জিঙ্ক।
  • তামা।
  1. গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়। যেমন, উচ্চরক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়?
  • ধুতুরা।
  • তামাক।
  • সর্পগন্ধা।
  • কফি।
  1. কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশী লাফায়?
  • বলের ওজন কম বলে।
  • পাহাড়ে ভূমি সমতল নয় বলে।
  • কম অভিকর্ষ বল বলে।
  • বায়ুমণ্ডলীয় অবস্থা বারবার পরিবর্তন হয় বলে।
  1. গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে।
  • যেখানে ভাগীরথী নদীতে দামোদর মিশেছে।
  • যেখানে ভাগীরথী নদীতে রূপনারায়ণ মিশেছে।
  • যেখানে ভাগীরথী নদীতে হলদি মিশেছে।
  • যেখানে ভাগীরথী নদীতে অজয় মিশেছে।
  1. পরিবেশবিদ্যার শিক্ষক/শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন। এই তালিকায়, কোন প্রাণীটি অমেরুদণ্ডী নয়?
  • সাইকন।
  • কাটলফিস।
  • জেলিফিস।
  • হাঙ্গর।
  1. রীতা তার ছাত্রদের যক্ষ্মা সম্বন্ধে পড়ালেন। এই রোগের জীবাণু মানবদেহে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে। নিম্নলিখিত কোনটি যক্ষ্মা রোগের জীবাণু?
  • সালমোনেল্ল।
  • ছত্রাক।
  • মাইকোব্যাকটেরিয়াম।
  • ক্লসট্রিডিয়াম।
  1. পাহাড়ে রান্না হতে বেশী সময় লাগে
  • কম আর্দ্রতার জন্য।
  • কম চাপের জন্য।
  • উঁচুতে রান্না করতে অসুবিধা বলে।
  • কম তাপমাত্রার জন্য।
  1. একটি তরল অধাতু হল
  • পারদ।
  • ব্রোমিন।
  • কার্বন।
  • সালফার।

TET Exam 2017 | WB Primary TET Question Papers 2017 | WB TET Previous Year Question Papers with Solutions | Primary TET Exam Question Papers PDF Download | পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র | প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর।

WB Primary TET Question Papers 2017 PDF Download Link:

Primary TET Exam 2017 Question Papers PDF Download Link Click Here
WB TET Previous Year Question Papers with Solutions Click Here
Learn more about Primary TET Exam 2023 Click Here