মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBBSE Madhyamik Physical Science Syllabus and Number Pattern 2023 !

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সিলেবাস এবং নম্বর বিভাজন | WBBSE Madhyamik Physical Science Syllabus 2023 | WBBSE Madhyamik Physical Science Number Pattern 2023

আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আগামী বছর অর্থাৎ 2023 সালের Madhyamik Routine ও বেশ কয়েকটি Subjects এর Syllabus, Number Pattern এর সমন্ধে। আজ আমরা আলোচনা করতে চলেছি WBBSE Board এর Physical Science Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান অচল  থাকার জন্য আগের বছরে Madhyamik Syllabus (30-35)% কমানো হয়েছিলো। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে Board এর তরফ থেকে এই সিদ্ধান্ত  গ্রহণ করা হয় যে এইবার পূর্ণ Syllabus এই নেওয়া হবে আগামী Madhyamik Physical Science Exam।

Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।

WBBSE Madhyamik Physical Science Syllabus 2023 :-

SL NoTopic
1সাধারণ অংশ
Aপরিবেশের জন্য ভাবনা
Bগ্যাসের আচরণ
Cরাসায়নিক গণনা
2পদার্থবিদ্যা
Aতাপের ঘটনা সমূহ
Bআলো
Cচলতড়িৎ
Dপরমাণুর নিউক্লিয়াস
3রসায়ন
Aপর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
Bআয়নীয় ও সমযোজী বন্ধন
Cতড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
Dপরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
Eধাতু বিদ্যা
Fজৈব রসায়ন

WBBSE Madhyamik Physical Science Number Pattern:-

TopicMCQSAQ(1)SAQ(2)SAQ(3)Total
পরিবেশের জন্য ভাবনা(1×1)=1   (1×2)=2   (2×1)=2    5
গ্যাসের আচরণ(1×1)=1   (1×2)=2   (2×1)=2   (3×1)=3   8
রাসায়নিক গণনা     (1×1)=1     (3×1)=3   4
তাপের ঘটনা সমূহ   (1×1)=1   (1×1)=1    (3×1)=3   5
আলো                     (1×2)=2   (1×2)=2   (2×1)=2        (3×2)=6   12
চলতড়িৎ(1×2)=2   (1×2)=2   (2×1)=2   (3×2)=6   12
পরমাণুর নিউক্লিয়াস(1×1)=1   (1×1)=1    (3×1)=3   5
পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা(1×1)=1   (1×2)=2    (3×1)=3   6
আয়নীয় ও সমযোজী বন্ধন(1×1)=1   (1×1)=1   (2×2)=4   6
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া(1×1)=1   (1×2)=2    (3×1)=3   6
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন(1×1)=1   (1×2)=2   (2×1)=2   (3×1)=3   8
ধাতু বিদ্যা           (1×1)=1   (1×2)=2   (2×1)=2    5
জৈব রসায়ন(1×1)=1   (1×2)=2   (2×1)=2   (3×1)=3   8
Total1521183690

FAQ:-

1.    WB Madhyamik Physical Science Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?
ANS:- 03/03/2023 (শুক্রবার)