একাদশ শ্রেণী জীববিজ্ঞান সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Class 11 Biology Syllabus, Number Pattern and Exam Date

WBCHSE Class 11 Biology Syllabus and Number Pattern  | একাদশ শ্রেণির সিলেবাস এবং নম্বর বিভাজন  |  Biology Syllabus Class 11 WBCHSE  | WBCHSE Biology Syllabus PDF  | Class 11 Biology Syllabus in Bengali  |  WBCHSE Class 11 Question Pattern

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board এর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর  Arts বা কলা বিভাগের বিভিন্ন Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা সূচনা করতে চলেছি Science বা বিজ্ঞানের বিভিন্ন Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

আগামী দিনের কথা চিন্তা করে West Bengal Council of Higher Secondary Education Board পরবর্তী Syllabus ও Number Pattern এর মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় | বিগত বছরের করণা মহামারীর কারণে বিপরীত পরিস্থিতি তৈরি হয় যে কারণে Board সিদ্ধান্ত গ্রহণ করে ছিল  2022 সালের একাদশ শ্রেণি এবং উচ্চমাধ্যমিক উভয় শ্রেণীর Biology বিষয় এর Syllabus 30- 35%  কমানোর। কিন্তু বর্তমানকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে তাই Board এই সিদ্ধান্ত নিয়েছে যে অন্যান্য বিষয়ের মত Biology Syllabus ও বাড়িয়ে 2019 এর Syllabus অনুযায়ী করা হয়েছে।

কিন্তু এবার একাদশ শ্রেণীর 2023 এর Question Pattern ও Number Pattern 2019 এখনো অপরিবর্তিত থাকবে। একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের নতুন Syllabus এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করলাম।

WBCHSE Class 11 Biology Syllabus:-

পরীক্ষা দিয়েছিলাম সেটি পুনরায় সংশোধন করে 2021 সালের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা Bbiology বিষয়ের সম্পূর্ণ Syllabus টি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

1. জীবের বৈচিত্র

A)   জীবনের বিজ্ঞান

B)   ট্যাক্সমনি ও সিন্টেমেটিক্স

C)   জীবজগতের শ্রেণীবিন্যাস

2.  উদ্ভিদ প্রাণীর গঠণতন্ত্র

A)   উদ্ভিদদেহের গঠণতন্ত্র

B)   প্রাণীদেহের গঠণতন্ত্র

3.  কোশ : গঠন কার্য

A)  কোশ

B)  সজীব কোশের রাসায়নিক উপাদান

C)  কোশ বিভাজন

4.  উদ্ভিদ শরীরবিদ্যা

A)     জল খাদ্য পুষ্টিদ্রবো এবং গ্যাসের পরিবহন

B)     উদ্ভিদের খনিজ পুষ্টি

C)     শ্বসন

D)     সালোকসংশ্লেষ

E)     উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ

5.   মানব শরীরবিদ্যা

A)  পরিপাক ও বিশেষণ

B)  শ্বাসকার্য ও শ্বসন

C)   দেহতরল ও সংবহণ

D)   রেচনপদার্থ ও তার নির্গমণ

E)   গমন ও চলন

F)    স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়সাধন

G)   রাসায়নিক নিয়ন্ত্রণ ও সমন্বয়সাধন

WBCHSE Class 11 Biology Number Pattern:-

TopicsMCQSAQ(1)    SAQ(2)    SAQ (3)Descriptive TypeTotal
জীবের বৈচিত্র(1×2) =2 (1×2) =2(3×1) =3 7
উদ্ভিদ ও প্রাণীর গঠনতন্ত্র(1×3) =3(1×1) =1(1×2) =2(3×2) =6 12
কোশ : গঠন ও কার্য(1×2) =2 (1×2) =2(3×2) =6(5×1) =515
উদ্ভিদ শরীরবিদ্যা(1×4) =4(1×1) =1(1×2) =2(3×2) =6(5×1) =518
মানব শরীরবিদ্যা(1×3) =3(1×2) =2(1×2) =2(3×2) =6(5×1) =518
Total14410271570

FAQ:-

1. কবে হতে চলেছে আগামী বছরের একাদশ শ্রেণির Biology Exam?

ANS:- 18/03/2023 (শনিবার)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *