একাদশ শ্রেণী সংস্কৃত সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Higher Secondary Sanskrit Syllabus, Number Pattern and Exam Date  

WBCHSE Class 11 Sanskrit Syllabus | একাদশ শ্রেণী সংস্কৃত সিলেবাস এবং নম্বর বিভাজন | WBCHSE Class 11 Sanskrit Number Pattern

গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম Higher Secondary Sanskrit Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত । আজকের এই আর্টিকেলের মাধ্যমে তোমরা জানতে পারবে Class 11 বা একাদশ শ্রেণির Sanskrit Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত।

WBCHSE Board ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আগামী বছর অর্থাৎ 2023 Class 11 Sanskrit Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। এই আর্টিকেল এর মাধ্যমে তোমরা জানতে পারবেন বোর্ড কর্তৃক  নির্দেশিত নতুন Syllabus এর সম্বন্ধে বিস্তারিত। আগামী বছরের সকল একাদশ শ্রেণির সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বছর 25/03/2023 শনিবার এ অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী Class 11  বা একাদশ  শ্রেণীর Sanskrit Exam।

বিগত বছর 30-35% Reduce Syllabus এ Exam নেওয়া হয়েছিল । যা এবার পরিবর্তন করে 2019 এর Syllabus টিকেই গ্রহণ করা হয়েছে পরবর্তী Exam এর জন্য। অর্থাৎ এই বছর Full Syllabus এই নেওয়া হবে সমস্ত Exam। নিম্নে Sanskrit Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো ।

WBCHSE Class 11 Sanskrit Syllabus:-

  1. গদ্য:-
Sl No.Topic
1দশকুমারচরিতম
2ব্রাহ্মণচৌরপিশাচকথা

2. কবিতা:-

Sl No.TopicWriter
1দশাবতারস্তোত্রমজয়দেব
2মেঘদূতমকালিদাস

3. নাটক:-

Sl No.Topic
1ভারতবিবেকম

4. ভাবসম্প্রসারণ

5. সংস্কৃত সাহিত্যের ইতিহাস

  • চার বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা
  • রামায়ণ, মহাভারত, গল্পসাহিত্য

6. ব্যাকারণ ও অনুবাদ :- সন্ধি, শব্দরূপ, ধাতুরূপ, পরিণীষ্টিতরূপ, অব্যয়, কারক

7. বোধ পরীক্ষণ

8. অনুবাদ (  সংস্কৃত থেকে বাংলা )

WBCHSE Class 11 Sanskrit Number Pattern:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *