উচ্চ মাধ্যমিক সংস্কৃত সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | Higher Secondary Sanskrit Syllabus, Number Pattern and Exam Date

WBCHSE Higher Secondary Sanskrit Syllabus | দ্বাদশ শ্রেণী সংস্কৃত সিলেবাস এবং নম্বর বিভাজন | WBCHSE Higher Secondary Sanskrit Number Pattern

WBCHSE Board এর Arts বা কলা বিভাগের অন্যতম একটি বিষয় Sanskrit বা সংস্কৃত এবং এই বিষয়টির গুরুত্ব দিন দিন বেড়েই চলছে কলা বিভাগের ছাত্রছাত্রীদের কাছে। সম্প্রতি WBCHSE Board কর্তৃক আগামী বছর অর্থাৎ 2023 এ হতে চলা Sanskrit Higher Secondary Exam এর পরিবর্তিত Syllabus ও Number Pattern সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে । তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বছর 25/03/2023 শনিবার এ অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী Higher Secondary বা দ্বাদশ শ্রেণীর Sanskrit Exam।

তুমি যদি আগামী বছরের Higher Secondary এর পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই জেনে রাখা দরকার আগামী বছর এর Sanskrit Syllabus এবং Number Pattern । Board এর সিদ্ধান্ত অনুযায়ী এইবার Reduce Syllabus বাদ দিয়ে 2019 সালের সম্পূর্ণ Syllabus এই Exam নেওয়া হবে ।

আর Number Pattern এর সমন্ধে জানিয়ে রাখি  এবার কিন্তু umber Pattern পরিবর্তন করা হয়নি আগের বছরের Number Pattern এবারও নেওয়া হবে Higher Secondary Sanskrit Exam। Syllabus ও Number Pattern এর সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WBCHSE Higher Secondary Sanskrit Syllabus :-

  1. গল্প:-
TopicWriter
আর্যাবর্তবর্ণনম্ত্রিবিক্রম ভট্ট
বনগতা গুহা                   গোবিন্দ কৃষ্ণ মোদক

2. কবিতা :-

TopicWriter
গঙ্গাস্তোত্রম শঙ্করচার্য
শ্রীমদ্ভগবদ্গীতাকর্মযোগ (তৃতীয় অধ্যায়)

3. নাটক :-

TopicWriter
বাসন্তীকস্বপ্নম (প্রথম : অংক)কৃষ্ণমাচার্য্য

4. সংস্কৃত সাহিত্যের ইতিহাস:-

  • Classical :- ভাস – স্বপ্নবাসবদ্ত্তম, শুদ্রক -মৃচ্ছকটিকম, কালিদাস – অভিজ্ঞান শুকুন্তলম, কালিদাস – মেঘদূতম, জয়দেব –গীতগোবিন্দ।
  • Scientific:- আর্যভট্ট, বরাহমিহির, জ্যোতিবিদ্যা, গণিত চরক ও সুশ্রত।

5. ভাবসম্প্রসারণ :-আর্যাবর্তবর্ণনম্, বনগতা গুহা ,গঙ্গাস্তোত্রম , শ্রীমদ্ভগবদ্গীতা (চারটি অধ্যায় এর মধ্যে যে কোন একটি লিখতে হবে) ।

6. সংস্কৃত ব্যাকারণ:- কারক বিভক্তি,সমাস, তদ্ধিত প্রত্যয়, শব্দ যুগলের অর্থ পার্থক্য, এককথায় প্রকাশ,পরিনিষ্ঠিত রূপ ।

7. ভাষাতত্ব:-

  • ইন্দো – ইউরোপীও ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় ও দুটি প্রধান শ্রেণী বিভাগ ও 10 টি উপশ্রেণীর নাম ।
  • ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা ।

8. বাংলা থেকে সংস্কৃত অনুবাদ:-

  • পঞ্চতন্ত্র
  • হিতোপদেশ

9. অনুচ্ছেদ রচনা :- পাঠ্যবহির্ভূত যেকোনো বিষয়ে চার বা পাঁচ লাইন।

WBCHSE Higher Secondary Sanskrit Number Pattern:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *