একাদশ শ্রেণী কম্পিউটার আপ্লিকেশন সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Class 11 Computer Application Syllabus and Number Pattern 2023

WBCHSE Higher Secondary Computer Application Syllabus 2023 | কম্পিউটার আপ্লিকেশন  সিলেবাস ও নম্বর বিভাজন | একাদশ শ্রেণী কম্পিউটার আপ্লিকেশন সিলেবাস | WBCHSE Class 11 Computer Application Exam Date | Computer Application Updated Syllabus and Number Pattern 2023 | একাদশ শ্রেণী Computer Application সিলেবাস PDF

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board Higher Secondary Board এর Science ও বিভিন্ন Arts Steam এর Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Class 11 Computer Application Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের Higher Secondary এর পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল Board ।

কিন্তু এবার Higher Secondary Exam 2023 এর প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2019 সালের Syllabus অনুযায়ী হবে। Higher Secondary  এর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Class 11 Computer Application এর নতুন Syllabus এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।

WBCHSE Class 11 Computer Application Syllabus 2023 :-

SL No.Topic
1Logic Gate and Combination Circuits
ALogic Gate
BUniversal  Gates
CBasic Gates Using Universal Gates
DTwo Level Circuits
ECombinational Circuits
2Networking
AIntroduction to Networking
BComponents of a Network
CNetwork Topologies
DNetwork Connection Device
ELAN Protocols
FSwitching Technique
GUse of Modem
HTCP/ IP Protocols
IIP Addressing
JDomain Name System
KURL
LIntroduction to Internet
MHTML
3Database Management System
AIntroduction to Database
BRelational Model
CRelational Algebra
DSQL
4Introduction to Spread Sheet
5Using MS Access
6Practical
AUsing MS Excel and Access
BWeb Page design using HTML
CProject Work

WBCHSE Class 11 Computer Application Number Pattern:-

TopicMCQSAQDescriptive TypeTotal
Logic Gate and Combination Circuits(1×5)=5       (1×3)=3     (7×1)=715
Networking(1×6)=6      (1×7)=7       (7×1)=720
Database Management System(1×6)=6      (1×2)=2      (7×1)=715
Introduction to Spread Sheet(1×2)=2      (1×1)=1      (7×1)=710
Using MS Access(1×2)=2      (1×1)=1      (7×1)=710
Total21143570

FAQ:-

1.  Class 11 Computer Application Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?

ANS:- 21/03/2023 (মঙ্গলবার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *