উচ্চ মাধ্যমিক Nutrition সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৩ | WBCHSE Higher Secondary Nutrition Syllabus and Number Pattern 2023!

WBCHSE Higher Secondary Nutrition Syllabus 2023 | পুষ্টি বিদ্যা সিলেবাস ও নম্বর বিভাজন | উচ্চ মাধ্যমিক পুষ্টি বিদ্যা সিলেবাস | WBCHSE Class 12 Nutrition Exam Date | Nutrition Updated Syllabus and Number Pattern 2023 | উচ্চ মাধ্যমিক পুষ্টি বিদ্যা  সিলেবাস PDF

ইতিমধ্যে আমরা আলোচনা করেছি WBCHSE Board Higher Secondary Board এর Science ও বিভিন্ন Arts Steam এর Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Higher Secondary Nutrition Subjects এর Syllabus ও Number Pattern এর সম্বন্ধে।

বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায়  এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের Higher Secondary এর পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল Board ।

কিন্তু এবার Higher Secondary Exam 2023 এর প্রশ্ন বিন্যাস ও নম্বর বিভাজন 2019 সালের Syllabus অনুযায়ী হবে। Higher Secondary  এর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা 2023 সালের Nutrition এর নতুন Syllabus এবং Number Pattern এর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

Number Pattern এর সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি এবার কোনরকম পরিবর্তন আনা হয়নি Number Pattern এর ক্ষেত্রে । Syllabus ও Number Pattern এর সম্বন্ধে উভয় নিম্নে আলোচনা করা হলো।

 WBCHSE Higher Secondary Nutrition Syllabus 2023:-

পরীক্ষা দিয়েছিলাম সেটি পুনরায় সংশোধন করে 2021 সালের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা nutrition বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো |

S L No Topic
1 পুষ্টিগত পদ্ধতি এবং ক্যালোরির ধারণা
A দৈহিক  ক্রিয়ার খাদ্যের ব্যবহার- পারিপাক, বিশ্লেষণ ও বিপাক 
B বিশ্রামরত অবস্থায় বিভিন্ন কায়িক শ্রম এবং শরীরবৃত্তিয় পরিস্থিতি
2 পথ্যবিজ্ঞান এবং পরিকল্পনা
A গর্ভবতী ও স্তন্নদাত্রী মায়ের সুসম খাদ্য
B শিশুদের খাদ্য – মাতৃদুগ্ধ বনাম কৃত্রিম দুগ্ধ
C শিশুদের ত্রুটিপূর্ণ আহার – অপুষ্টি একটি কারণ
D স্থানীয়ভাবে প্রাপ্ত সস্তা খাদ্য দ্রব্য থেকে স্বল্প মূল্যে খাদ্য দ্রব্য প্রস্তুতি
E রোগ প্রতিরোধী সরল পথ্য প্রস্তুতি
F খাদ্য সংরক্ষনের পদ্ধতি
3 সমাজের জন্য পুষ্টি
A ভারতের পুষ্টির অভাবজনিত সাধারণ রোগ সমূহ
B রোগ প্রবন শ্রেণীর জন্য অনুপুরুক খাদ্য ব্যবস্থা
C বন্ধন প্রদর্শন সহ জনগণের জন্য পুষ্টিশিক্ষা
D পরিবারের খাদ্য গ্রহণ ও খাদ্যভাস সমীক্ষার পদ্ধতি
E ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্প সমূহ
F খাদ্যমূল্য তালিকার ব্যবহার ও খাদ্যদ্রবের পুষ্টিমূল্য নির্ণয়
4 ব্যবহারিক পুষ্টিবিজ্ঞান
A খাদ্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এর সনাক্তকরণ
B বিদ্যালয়ের জলখাবার প্রস্তুতি
C উদারমোন শ্রেণীর জন্য তরল পথ্য প্রস্তুতি
D প্রাপ্তবয়স্ক মহিলার দৈনন্দিন খাদ্য পরিকল্পনা
E খাদ্য সমীকরণ

WBCHSE Higher Secondary Nutrition Number Pattern:-

FAQ:-

1. WB Higher Secondary  Nutrition Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?
ANS:- 23/03/2023 (বৃহস্পতিবার)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *