একাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা সিলেবাস এবং নম্বর বিভাজন ২০২৩ | Class 11 Environment Studies Syllabus, Number Pattern, and Exam Date!

Class 11 Environment Studies Syllabus West Bengal Board | একাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা  সিলেবাস এবং নম্বর বিভাজন | Class 11 Environment Studies Number Pattern | Class 11  Environment Studies Number Pattern in Bengali

ইতিমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে আলোচনা করেছি Higher Secondary Environment Studies এর সম্বন্ধে বিস্তারিত তুমি যদি এই বছর এর Higher Secondary এর ছাত্র হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবে এ সম্বন্ধে বিস্তারিত।

আজকের আর্টিকেলে তোমরা বিস্তারিত জানতে পারবে Class 11 তথা একাদশ শ্রেণির Enviornment Studies বা পরিবেশ বিদ্যা বিষয়ের Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত। সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ইতিমধ্যে Board এর পক্ষ থেকে আগামী বছরের Class 11 এর Exam Reduce Syllabus এ নেওয়া হবে না। বরং Exam  নেওয়া হবে 2019 সালের Full Syllabus অনুযায়ী। বিশেষ দ্রষ্টব্য:- এই বছরেও  Number Pattern পরিবর্তন করা হয়নি।তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী বছর 21/03/2023 সোমবার এ অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী Class 11 বা একাদশ শ্রেণীর Environment Studies Exam।

WBCHSE Class 11 Environment Studies Syllabus:-

আমরা বিগত বছর অর্থাৎ 2022 সালে যে পরিবর্তিত সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম সেটি পুনরায় সংশোধন করে 2021 সালের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষা 2023 সালে নেওয়া হবে | একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি সম্পর্কে নিন্মে বিস্তারিত ভাবে আলোচনা করলাম |

Sl No.Topic
1মানুষ ও পরিবেশ
2পরিবেশ ও উন্নয়ন
3পরিবেশ দূষণ ও বিশ্বপর্যায়ের বিচারজ্য
4শক্তি সম্পদ

 WBCHSE Class 11 Environment Studies Number Pattern:-

TopicMCQSAQDescriptive TypeTotal
মানুষ ও পরিবেশ             (1×2) =2(1×2) =2(8×2) =1620
পরিবেশ ও উন্নয়ন           (1×9) =9(1×3) =3(8×1) =820
পরিবেশ দূষণ ও বিশ্বপর্যায়ের বিচারজ্য বিষয়              (1×5) =5(1×7) =7(8×1) =820
শক্তি সম্পদ                  (1×8) =8(1×4)=4         (8×1) =820
Total24164080