Updated WBCHSE HS Biological Science Syllabus 2023 | দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান সিলেবাস এবং নম্বর বিভাজন | উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান সিলেবাস | WBCHSE Biological Science Final Exam Date | HS Biology Syllabus and Number Pattern
জীব বিদ্যা Biological Science WBCHSE Board এর Science Steam এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ Subject । এক কথায় Higher Secondary Science Steam Biological Science ছাড়া অসম্পূর্ণ। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি Class 11 এর Biological Science এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজ তোমরা জানতে পারবে Higher Secondary Biological Science Syllabus ও Number Pattern এর সম্বন্ধে বিস্তারিত।
বিগত দুই বছর ধরে আমরা করোনার মতো মহামারীর কবলে পড়ায় এতদিন আমরা একটা ভয়াবহ আতঙ্ককের মধ্যে থেকে নিজের জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করেছি |করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে 2022 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও 2021 সালের সংক্ষিপ্ত Syllabus অনুযায়ী হবে বলে বিজ্ঞপ্তি জানিয়েছিল Board । প্রতিবছরের মতো এবছরও Higher Secondary Result ঘোষণার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয় পরবর্তী বছর এর Biological Science এর Syllabus ও Number Pattern।
WBCHSE Higher Secondary Biological Science Syllabus 2023:-
সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী এই বছর এর Biological Science Exam নেওয়া হবে 2019 Syllabus তথা পূর্ণ Syllabus অনুযায়ী । নিম্নে Syllabus এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Sl No. | Chapter |
1 | Reproduction |
A) | Reproduction in Organisms |
B) | Sexual Reproduction in Flowering Plants |
C) | Human Reproduction |
D) | Reproductive Health |
2 | Genetics and Evolution |
A) | Heredity and Variation |
B) | Molecular Basis of Inheritance |
C) | Evolution |
D) | Mechanism of Evolution |
3 | Biology in Human Welfare |
A) | Health and Diseases |
B) | Improvement in Food Production |
C) | Microbes in Human Welfare |
4 | Biotechnology |
A) | Biotechnology Its Application |
5 | Ecology and Environment |
A) | Ecology Environment and Pollution |
B) | Ecosystem |
C) | Biodiversity and Conservation |
D) | Environment Issues |
WBCHSE Higher Secondary Biological Science Number Pattern:-
Topic | MCQ | SAQ(1) | SAQ(2) | SAQ(3) | Descriptive Type | Total |
Reproduction | (1×3) =3 | (1×1) =1 | (2×1) =2 | (3×1) =3 | (5×1) =5 | 14 |
Genetics and Evolution | (1×4) =4 | (1×1) =1 | (2×1) =2 | (3×2) =6 | (5×1) =5 | 18 |
Biology in Human Welfare | (1×2) =2 | (1×1) =1 | (2×1) =2 | (3×3) =9 | 14 | |
Biotechnology | (1×2) =2 | (2×1) =2 | (3×2) =6 | 10 | ||
Ecology and Environment | (1×3) =3 | (1×1) =1 | (2×1) =2 | (3×1) =3 | (5×1) =5 | 14 |
Total | 14 | 4 | 10 | 27 | 15 | 70 |