WBPSC Food SI Practice Set 1 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 1 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 1
- ইন্টারনেট ব্যাবস্থার সুযোগ নিয়ে বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে অনলাইন ব্যবস্যা বানিজ্য করার পদ্ধতিকে কি বলে –
ANS:- ই- কমার্স
- উপগ্রহ থেকে ভূ- পর্যবেক্ষণ করার পদ্ধতিকে বলে –
ANS:- রিমোট সেন্সিং
- ভারতের জনসংখ্যা বৃদ্ধির ধারায় যে সময়কালকে বৃহৎ বিভাজন বলা হয় –
ANS:- 1921
- স্বাস্থসাথী প্রকল্প উদ্বোধন হয় –
ANS:- 30th December, 2016
- 2011 সালে ভারতের মোট জনসংখ্যার যে শতাংশ মহিলা হল –
ANS:- 48.5%
- কে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে নিয়োগ করেন –
ANS:- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে প্রধানমন্ত্রীর সচিবালয়
- কবে পাললাদে অরণ্য সত্যাগ্রহ আন্দোলন বন্ধ হয়ে যায় –
ANS:- 1922 সালে ফেব্রুয়ারি মাসে
- অন্ধ্রের গুন্টূর জেলার কারা অরণ্যের অধিকার নিয়ে অরন্য সত্যাগ্রহ শুরু করেন –
ANS:- পাললাদ তালুক ও কুডাপ্পা রায়চেটি তালুক উপজাতি সম্প্রদায়
- পালানাদে অরণ্য সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন –
ANS:- কোনাডা ভেঙ্কাটাপ্পাইয়া
- জাতীয় কংগ্রেস কবে তাঞ্জরে রাজস্ব বৃদ্ধির জন্য আন্দোলন করেন –
ANS:- 1923 সালে
- টেলিগ্রাফ করার পদ্ধতি প্রচলন করেন –
ANS:-স্যামুয়েল মোর্স
- দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের নির্ধারক নয় –
ANS:-স্বদেশ পর্যটকের আগমন
- 2011 সালে যে শতাংশ শহরাঞ্চলে বাস করে –
ANS:- 31.2%
- ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি –
ANS:- প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI)
- 2004 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত মানব উন্নয়ন রিপোর্ট অনুসারে মানব উন্নয়নের দিক থেকে যে জেলার স্থান উপরে –
ANS:- কলকাতা
WBPSC Food SI Practice Set
16. ভারতে প্রাথমিক ক্ষেত্রের অন্তর্ভুক্ত একটি কার্যকলাপ হল
ANS:- মৎস্যচাষ
17. 2010 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার পরিমাণ –
ANS:- 1210 মিলিয়ন
18. ভারতে 2011 সালে পরিকল্পনা কমিশন প্রকাশিত মানব উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, মানব উন্নয়নের দিক থেকে যে রাজ্যের স্থান ছিল সবার ওপরে –
ANS:- কেরালা
19. ভারতের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের দুটি নির্ধারক হল –
ANS:- অর্থনীতিতে পেশাগত কাঠামোর পরিবর্তন এবং জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের পরিবর্তন
20. চারটি পিরিমিডিন বেস বহন করছে
ANS:- G A T C A A T G C.
21. গলগি কমপ্লেক্স থেকে উৎপন্ন হয় –
ANS:- SER
22. কোথায় রায়ত সমিতি গঠিত হয় –
ANS:- অন্ধ্রের গুন্টুর অঞ্চলে
23. হস্তান্তরিত ক্ষমতার অন্তর্ভূক্ত ছিল কোন দুটি বিষয় –
ANS:- শিক্ষা, স্বাস্থ্য
24. ব্রিটিশ যুক্তরাজ্যের জাতীয় সড়কপথের নাম
ANS:- মোটর ওয়েজ
25. ভারতে জি টি রোডের বর্তমান নাম
ANS:- শেরশাহ সুরি মার্কা
26. যে ব্যবস্থার মাধ্যমে ডাকঘর দেশের প্রাকৃতিক সাংস্কৃতিক ঐতিহ্যকে জনসাধারণের কাছে মেলে ধরে তাকে বলে
ANS:- ফিলাটেলি
27. ডাক ও তার বিভাগ পরিচালিত টেলিপ্রিন্টার সেবা ব্যবস্থাকে বলে
ANS:- টেলেক্স
28. যেটি ভারতে উচ্চ জন্মহারের কারণ নয়
ANS:- শিক্ষার প্রসার
29. বর্তমানে পশ্চিমবঙ্গে নিট অভ্যন্তরীন উৎপাদনে যে ক্ষেত্রের অবদান সর্বাধিক
ANS:- সেবাক্ষেত্র
30. পৃথিবীর মোট সড়কপথের দৈর্ঘ্য –
ANS:- ১ কোটি কিলোমিটার
WBPSC Food SI GK Practice Set
31. ফ্রান্সে প্রধান রাজপথপরিচিত –
ANS:- অটোরুস
32. মানুষকে প্রকৃতির সন্তান রূপে বর্ণনা করেছেন
ANS:- সেম্পল
33. পশ্চিমবঙ্গ সরকার গতিধারা প্রকল্প চালু করে –
ANS:- আগস্ট,২০১৪
34. কেন্দ্রীয় তালিকায় ১৯৩৫ এর আইন অনুযায়ী কটি বিষয় ছিল –
ANS:- ৫১ টি
35. প্রাদেশিক তালিকায় ১৯৩৫ এর আইন অনুযায়ী কটি বিষয় ছিল —
ANS:- ৫৫ টি
36. ১৯৩৫ খ্রিঃ আইন অনুসারে কোন দুটি প্রদেশকে পৃথক প্রদেশে পরিণত করা হয় –
ANS:- উড়িষ্যা ও সিন্ধুকে
37. দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ গম উৎপাদক দেশের নাম
ANS:- আর্জেন্টিনা
38. ১৯৩৫ খ্রিঃ আইনকে কে দাসত্বের এক নতুন দলিল বলেছেন
ANS:- জওহরলাল নেহেরু
39. পৃথিবীর শ্রেষ্ঠ চাল রপ্তানী কারক দেশ
ANS:- থাইল্যান্ড
40. পৃথিবীর বৃহত্তম ও কর্মব্যস্ত বিমান বন্দরের নাম –
ANS:- নিউইয়র্ক
41. জাপানের আন্তর্জাতিক বিমান সংস্থার নাম –
ANS:- জাল
42. দুটি নাইট্রোজেন বেসের যে বন্ড উপস্থিত থাকে সেটি হল –
ANS:- হাইড্রোজেন বন্ড
43. কত নম্বর ক্রোমোজোমগুলি নিউক্লিয়ার অরগানাইজার রিজিয়নে উপস্থিত থাকে –
ANS:- 13, 14, 15, 21
44. মানুষের ক্ষেত্রে কোন ধরণের DNA লক্ষ করা যায় –
ANS:- B DNA
45. ‘Left Handed ‘ কোন DNA এর মধ্যে দেখা যায় –
ANS:- Z DNA
46. ডি- অক্সি রাইবোজ সুগারের কোন পজিশনে অক্সিজেন উপস্থিত থাকে না –
ANS:- C2
47. যে পিউরিন বেসের অন্তর্ভুক্ত –
ANS:- অ্যাডেনিন
48. DNA এর শৃঙ্খলের মধ্যে দুটি বেসের দুরুত্ব –
ANS:- 3.4A
49. দ্বিতন্ত্রী DNA কুণ্ডলীর ব্যাস হল –
ANS:- 20A
50. 23 টি নিউক্লিওটাইডের মধ্যে দুরুত্ব –
ANS:- 74.8A
Food SI Questions and Answers
51. দুটি নিউক্লিওটাইডের মধ্যে একটি বন্ড থাকে, সেটি হল –
ANS:- ফসফোডাই এস্টার বন্ড
52. A DNA এর দুটি নিউক্লিওটাইডের মধ্যে দুরত্ব –
ANS:- 2.7A.
53. Z DNA এর দুটি নিউক্লিওটাইডের মধ্যে দুরত্ব –
ANS:- 3.75A
54. দ্বিতন্ত্রী A DNA এর ব্যাস হল –
ANS:- 23A
55. সেক্স ক্রোমোজোম ছাড়া যে ক্রোমোজোম ইউক্যারিওটিক জীবে উপস্থিত থাকে, সেটি হল –
ANS:- অটোজোম
56. লিঙ্কার DNA এর মধ্যে নিউক্লিওটাইড উপস্থিত থাকে –
ANS:- 8 – 114
57. DNA বা জিনের যে ক্ষুদ্রতম একক একটি ত্রুশিং ওভারের জন্য প্রয়োজন তাকে বলে—
ANS:- রেকন
58. শুধুমাত্র RNA তে উপস্থিত থাকে—
ANS:- ইউরাসিল
59. দুটি রাইবোজোম অধঃএকক যে আয়ন দ্বারা যুক্ত অবস্থায় থাকে –
ANS:- Ng2+
60. বৃহৎ প্রাণীকোষ হল—
ANS:- উটপাখির ডিম
61. পদাবিহীন কোষ অঙ্গানু –
ANS:- রাইবোজোম
62. GERL সিস্টেমে ER হল –
ANS:- SER
63. এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর উৎপত্তি হয় —
ANS:- নিউক্লিয় পর্দা থেকে
64. রাইবোজোম গঠিত হয় –
ANS:- RNA ও প্রোটিন দিয়ে
65. 55s ধরণের রাইবোজোম দেখা যায় –
ANS:- ম্যামেলিয়ান মাইটোকন্ড্রিয়াতে
66. গলগিবডি দ্বারা শুক্রানুর যে অংশটি তৈরী হয়
ANS:- অ্যাক্রোজোম
67. ডিকটিও জোমের কোন তল থেকে ক্ষরণকারী থলিগুলি জাইমোজেন দানার আকারে নির্গত হয়—
ANS:- অবতল অংশ
68. ক্লোরোপ্লাস্টের বৃহত্তর থাইলাকয়েডকে বলে-
ANS:- স্ট্রোমাল্যামেলি
69. একটি DNA তে ৮০টি থাইমিন এবং ৮০টি ওয়ানিন বেস আছে। তা হলে মোট নিউক্লিওটাইড উপস্থিত আছে DNA তে –
ANS:- 320 টি
70. পরিপুরক বেসে জোড়ার উদাহরণ—অ্যাডেনিন –
ANS:- থাইমিন
71. যে Sequence টি 3 ‘T G G C A G C C T3′ এর পরিপুরক –
ANS:- A G G C T G C C A
72. মাইক্রোফিলামেন্ট ইনহিবিটার হিসাবে কাজ করে –
ANS:-সাইটোচালাসিন B
73. হিঃ নিউক্লিয়ার DNA দেখা যায় –
ANS:- ক্লোরোপ্লাস্টিডে ও মাইটোকনড্রিয়াতে
74. মাইটোকনড্রিয়া প্রাচুর্য্য সেই সব কোশে দেখা যায় যাদের
ANS:- কার্যক্ষমতা বেশী
75. মাইটোকনড্রিয়াল DNA তে অনুপস্থিত –
ANS:- হিস্টোন প্রোটিন
76. অক্সিজোমের মাথার কাছে AT P ase উৎসেচক থাকে তার নাম —
ANS:- F1.
77. মাইটোকন্ড্রিয়াল DNA নিয়ন্ত্রণ করে –
ANS:- প্রোটিন তৈরী ও নিজের প্রতিলিপি গঠন
78. একটি মাইটোকনড্রিয়া থাকে –
ANS:- Miocwsterias & Chlo- rella & Trypanosoma
79. অক্সিডেটিভ উৎসেচক পাওয়া যায় —
ANS:- মাইটোকনড্রিয়াতে
80.DNA প্রথম আবিষ্কার করেন—
ANS:- Friendrich Micscher
Food SI Exam 2023 Questions and Answers
81. পলিটিন ক্রোমোজোম যে পদ্ধতিতে উৎপন্ন হয় তা হল-
ANS:- এন্ডোমাইটোসিস
82. সবচেয়ে ক্ষুদ্রতম RNA হল –
ANS:- t RNA.
83. DNA এর দ্বিতন্ত্রীর 1 পাকে নিউক্লিওটাইডের সংখ্যা –
ANS:- 10
84. DNA তে অ্যাডেনিন ও থাইমিন এর মধ্যে H বন্ধনীর সংখ্যা-
ANS:- ২টি
85. উদ্ভিদে অপরিণত কোষের প্রাচীর প্রধাণত গঠিত হয়—
ANS:- সেলুলোজ
86. কোষের সাইটোস্কোলটন গঠিত হয়—
ANS:- এন্ডোপ্লাজমিক রেটিকিউলাস
87. একটি কোষ মৃত বলে ঘোষিত হতে পারে যখন ইহা
ANS:- নিউক্লিয়াস হারিয়েছে এবং বিপাকীয়ভাবে মৃত
88. প্লাসটিজোম লক্ষ্য করা যায় —
ANS:- উন্নত উদ্ভিদ কোষে
89. m RNA তৈরী হয় —
ANS:- নিউক্লিয়াস DNA থেকে
90. দ্বিতন্ত্রী RNA থাকে —
ANS:- রিওভাইরাস
91. RNA উপস্থিত থাকে না—
ANS:- প্লাজমা পর্দায়
92. DNA উপস্থিত থাকে –
ANS:- নিউক্লিয়াসে এবং মাইটোকন্ড্রিয়ায়
93. নিউক্লিওটাইড হল –
ANS:- অ্যাডিনোসিন মনোফসফেট
94. ঘানা যে ফসলের বিশেষীকরণ করে —
ANS:- কোকো
95. প্রোক্যারিওটে কোনো নিউক্লিয়াস নেই, সুতরাং রাইবোজোম বায়োজেনেসিম ঘটে—
ANS:- সাইটোপ্লাজমে
96. মাইটোপ্লাস্ট হল—
ANS:- বহিঃপর্দা ছাড়া মাইটোকন্ড্রিয়া
97. মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকে —
ANS:- F0-F1, ATP aso and F5 – F6.
98. Mn সমৃদ্ধ অঙ্গানু হল—
ANS:- মাইটোকনড্রিয়া
99. অনশনের সময় সঞ্চিত খাদ্যের পরিপাক লাইসোজোমের দ্বারা সম্পন্ন হলে তাকে বলে—
ANS:- অটোফ্যাগী
100. লাইসোজোম সম্পর্কিত যে তথ্যটি সত্য নয় –
ANS:- একই রকম আকৃতি বিশিষ্ট ও একই কার্য সম্পাদন করে
WBPSC Food SI Practice Set 1 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 1 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
আপনাদের সুবিধার্থে Practice Set এর PDF Copy টিও প্রদান করা হলো। WBPSC Food SI Practice Set টি Download করার জন্য নিম্নে প্রদান করা Download লিংকে ক্লিক করুন
WBPSC Food SI Practice Set 1 Download Link:-
WBPSC Food SI Practice Set 1 Download Links | Click Here |
WBPSC Food SI Full Practice Set PDF | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |