WBPSC Food SI Practice Set 11 (Complete) | সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট (PDF সহ)

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 11

 1. বর্তমানে যে অস্বাস্থ্যকর সিন্থেটিক দুধ বিক্রি হচ্ছে তার উপাদান কী?

ANS:-পাম তেল।

 1. ঝাঁঝি কোন পুকুরে হয়?

ANS:- যেখানে নাইট্রোজেন কম থাকে।

 1. ভারতের সবচেয়ে বড় পাখি কী?

ANS:- গ্রেট বাস্টার্ড।  

 1. সেরা কথা বলা পাখি কোনটি?

ANS:- পাহাড়ী ময়না।

 1. কোন পাখি সবচেয়ে বুদ্ধিমান?

ANS:- কাক/ফিঙে।

 1. কোথায় 1973 সালে ‘ব্যাঘ্র প্রকল্প’ গঠিত হয়?

ANS:- সুন্দরবনে।

 1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কী?

ANS:- ভেনেজুয়েলার অ্যাঞ্জেল।

 1. মিয়েন্ডার কথাটি কিভাবে এসেছে?

ANS:-মেইয়েনড্রস নদীর নাম থেকে।

 1. নদীর উচ্চগতির প্রধান কাজ কী?

ANS:-অবঘর্ষণ।

 1. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোথায় অবস্থিত?

ANS:-আমাজন অববাহিকায়।

 1. চীনের কোন নদী অববাহিকায় লোয়েশ দেখা যায়?

ANS:-হোয়াংহো নদীতে।

 1. পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি?

ANS:-পেরুর কল্কা নদীর গিরিখাত।

 1. ভারতের কোথায় পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়?

ANS:- কৃষ্ণা নদীতে।

 1. ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীতে দেখা যায়?

ANS:-নর্মদা নদীতে।

 1. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?

ANS:-জে ডব্লিউ পাওয়েল।

 1. কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে?

ANS:-মহাদেশীয় হিমবাহ।

 1. বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলা হয়?

ANS:- ভ্যালি ট্রেন।

 1. পর্বতের গা ও হিমবাহের মধ্যে সৃষ্ট ফাঁককে কী বলে?

ANS:-বার্গমুণ্ড।

 1. পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত বিমান বন্দর কোনটি?

ANS:- লে লাদাখ (3,256 ফুট উঁচু)।

 1. ‘ক্যারট’ এককে বিশুদ্ধ সোনার মাপ কত?

ANS:- 24K.

 1. একনালী দেহী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য কী?

ANS:- এদের পায়ু নেই।

 1. জলের নীচে শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম কী?

ANS:- হাইড্রোফোন।

 1. কোনটি ল্যাটিন আমেরিকার বৃহত্তম শহর?

ANS:-মেক্সিকো শহর।

 1. অন্তঃমহাদেশীয় রেলপথগুলির মধ্যে বৃহত্তম কোনটি?

ANS:-ট্রান্স সাইবেরিয়ান।

 1. নিউইয়র্কের পুরানো নাম কী?

ANS:-নিউ আমস্টারডাম।

 1. ইউরোপের দীর্ঘতম নদীটি কী?

ANS:-ভল্গা।

 1. ভল্গা নদীটি কোথায় গিয়ে পড়েছে?

ANS:-কাস্পিয়ান সাগরে।

 1. ভারতের কোথায় হীরক খনি উল্লেখযোগ্য?

ANS:-কর্ণাটক মালভূমির গোলকুণ্ডায়।

 1. মধ্যপ্রদেশের ‘কাটনি অঞ্চল’ কীসের জন্য বিখ্যাত?

ANS:-সিমেন্ট কারখানা।

 1. প্রথম টেস্ট বিজয়ী হয়েছিল কোন ক্রিকেট দল?

ANS:-অস্ট্রেলিয়া।

 1. ফ্রেঞ্চ ফ্রাঙ্ক মুদ্রা কোথায় ব্যবহার করা হয়?

ANS:-মেক্সিকোতে।

 1. টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি কে করেছিলেন?

ANS:-W.L. মারডক।

 1. টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম ট্রিপল সেঞ্চুরি কে করেছিলেন?

ANS:-অ্যান্ডি স্যান্ডহাম।

 1. এশিয়া কাপ হকি খেলায় সর্বোচ্চ সংখ্যক গোল দেয় কোন দেশ?

ANS:-পাকিস্তান (17 গোল)।

 1. বাস্কেটবলের ও ভলিবলের জন্ম কোন দেশে হয়েছিল?

ANS:-মার্কিন যুক্তরাষ্ট্রে।

 1. কত নং ধারা অনুসারে ভারতে রাজ্যস্তরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়?

ANS:- 356 নং ধারা।

 1. এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বিচার বিভাগ কেমন?

ANS:-দুর্বল প্রকৃতির।

 1. প্রথম পার্লামেন্টীয় সরকারের উৎপত্তি কোথায় হয়?

ANS:-ব্রিটেনে।

 1. কোন আইন অনুযায়ী কলিকাতার সুপ্রিম কোর্ট গঠিত হয়?

ANS:-রেগুলেটিং অ্যাক্ট।

 1. ড. দীপক সরকারের শ্রেণী বিভাগ করেছেন কোন নীতির ভিত্তিতে?

ANS:-ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে।

 1. রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীরা দায়ী থাকে কার কাছে?

ANS:-রাষ্ট্রপতির কাছে।

 1. যুক্তরাষ্ট্রে সংবিধান কত ধরনের?

ANS:-2 ধরনের।

 1. ভারতীয় পার্লামেন্টের উচচকক্ষে প্রতিনিধিত্বের সংখ্যা নির্ধারিত হয় কীসের ভিত্তিতে?

ANS:-জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে।

 1. “ভারতীয় সংবিধান সম্পূর্ণ ভাবে যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক নয়, এটি উভয়ের মিশ্রণ” – কে বলেছেন?

ANS:-সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু।

 1. ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধরনের কে বলেছেন?

ANS:-ড. বি. আর আম্বেদকর।

 1. রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় কোন নীতি অনুসৃত হয়?

ANS:-ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।

 1. সংখ্যাগত দিক থেকে অ্যারিস্টটল শাসন ব্যবস্থাকে কটি ভাগে ভাগ করেছেন?

ANS:-3 টি।

 1. আমেরিকার কোন রাষ্ট্রপতি পোলিও আক্রান্ত ছিলেন?

ANS:- রুজভেল্ট।

 1. কোন ধরনের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষে উপযোগী?

ANS:-যুক্তরাষ্ট্রীয়।

 1. ভারতে কোন ধরনের নাগরিকত্ব আছে?

ANS:-এক নাগরিকত্ব।

 1. বৈচিত্র্যপূর্ণ দেশের পক্ষে কোন ব্যবস্থা উপেযাগী?

ANS:- যুক্তরাষ্ট্রীয়।

 1. একটি প্রজাতান্ত্রিক দেশের নাম লেখ?

ANS:-ভারতবর্ষ।

 1. ভারতের শাসন ব্যবস্থা কেমন?

ANS:-আধা-যুক্তরাষ্ট্রীয়।

 1. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

ANS:-15 জন। [5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য ]

 1. পৃথিবী-বিখ্যাত কোন বিজ্ঞানী ইউনেস্কোর (UNESCO) সদস্য ছিলেন?

ANS:-আইনস্টাইন ও মাদাম কুরী।

 1. ইউনিসেফের (UNICEF) সদর দফতর কোথায় অবস্থিত?

ANS:-নিউইয়র্কে।

 1. মানবাধিকার ঘোষণাপত্রে কটি ধারা আছে?

ANS:-42 টি।

 1. জাপানে কোন ধরনের শাসন ব্যবস্থা দেখা যায়?

ANS:-সংসদীয়।

 1. আন্তর্জাতিক আদালতে কতজন বিচারপতির উপস্থিতিতে ‘ফোরাম’ গঠিত হয়?

ANS:- 9 জন।

 1. 1947 সালে জানুয়ারি মাসে কার সভাপতিত্বে মানবিক অধিকার বিষয়ে কমিশন গঠিত হয়?

ANS:- শ্রীমতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

 1. আলেকজাণ্ডারের ভারত আক্রমণের সময়ে নন্দবংশে রাজত্ব করতেন কে?

ANS:- ধননন্দ।

 1. কার সংস্পর্শে সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনে পরিবর্তন শুরু হয়?

ANS:-চিত্তরঞ্জন দাস।

 1. ছিয়াত্তরের মন্বন্তরের ভয়াবহ বিবরণ কোথায় লিপিবদ্ধ আছে?

ANS:- বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে।

 1. বাঘা যতীনের কাছে জার্মানির প্রতিশ্রুতি মতো অস্ত্র কোন জাহাজে আসার কথা ছিল?

ANS:-ম্যাভেরিক।

 1. নানা সাহেব কে ছিলেন?

ANS:-দ্বিতীয় বাজিরাও-এর দত্তকপুত্র।

 1. কাকে প্রথম ‘ভারতের সম্রাজ্ঞী’ অভিধায় ভূষিত করা হয়েছিল?

ANS:-ভিক্টোরিয়া।

 1. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সাম্রাজ্যের আয়তন সর্বাধিক বৃদ্ধি পায়?

ANS:- আরঙ্গজেব।

 1. দেওয়ানী লাভের অর্থ কী?

ANS:-রাজস্ব আদায়ের অধিকার।

 1. কলিকাতার কোন পত্রিকা রাওলাট আইনকে এক ‘ভয়াবহ ভ্রান্তি’ বলে বর্ণনা করেছে?

ANS:-অমৃতবাজার পত্রিকা।

 1. প্রথম সুতো কলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ANS:-কাওয়াসজী নানাভাই।

 1. ভারতের রেলপথ ও ডাক ব্যবস্থার জনক কে?

ANS:-লর্ড ডালহৌসি।

 1. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের খলনায়ক ছিলেন কারা?

ANS:-মাইকেল ও-ডায়ার।

 1. বঙ্গভঙ্গকে এক গুরুতর ‘জাতীয় বিপর্যয়’ হিসাবে মন্তব্য করা হয় কিভাবে?

ANS:-বেঙ্গলি পত্রিকায়।

 1. কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়?

ANS:-লর্ড ক্যানিং।

 1. ইয়ান্দাবুর সন্ধি স্থাপিত হয় কোন কোন দেশের মধ্যে?

ANS:-ব্রিটেন ও ব্রহ্মদেশের মধ্যে।

 1. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল?

ANS:-শ্রীরঙ্গপত্তম।

 1. ইলেকট্রো ম্যাগনেটিক থিওরি কে আবিষ্কার করেন?

ANS:-জে. ম্যাক্সওয়েল।

 1. কোন বিখ্যাত অর্থনীতিবিদের নাম রবীন্দ্রনাথ নিজে রেখেছিলেন?

ANS:-অমর্ত্য সেন।

 1. পি.সি. সরকার বংশের এক যাদুকর কোন বাদশাকে মুগ্ধ করেছিলেন?

ANS:- জাহাঙ্গীর।

 1. প্রাচীন রাজা রবি ভার্মা কীসের সঙ্গে যুক্ত?

ANS:-চিত্র।

 1. ভারতের সবচেয়ে পুরানো নাচ কী?

ANS:- ভাঙ্গাড়া।

 1. ‘শঙ্কু’ চরিত্রের স্রষ্টা কে?

ANS:- সত্যজিৎ রায়।

 1. চণ্ডীগড় শহরের নকসা করেন কে?

ANS:-লি করবুসার।

 1. দিল্লির শহরের নকসা করেন কে?

ANS:-লুটেনস ও বেকার।

 1. সবরমতি আশ্রম (আমেদাবাদ)- শহরের নকসা করেন কে?

ANS:-জওহর কলা।

 1. কেন্দ্র (জয়পুর) ও বিধান ভবন (ভোপাল) এর নকশা করেন কে?

ANS:-চার্লস এপিরেল ৷

 1. সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রদান করা হয় কটি ভাষার উপর?

ANS:-25 টি।

 1. জ্ঞানপীঠ পুরস্কার কোন ভাষার লেখাকে দেওয়া হয় না?

ANS:-ইংরেজি।

 1. ভারতে প্রথম পাইলটের লাইসেন্স পেয়েছিলেন কে?

ANS:- জাহাঙ্গীর টাটা।

 1. অলিম্পিকের মূলনীতি কী?

ANS:-‘Citius-Altius-Fortius’ এর অর্থ হল – ‘Faster- Higher-Stronger’.

 1. প্রাচীন অলিম্পিক বন্ধ করে দিয়েছিলেন কোন রোমান রাজা?

ANS:-থিওডোরাস।

 1. কণিষ্ক বৌদ্ধধর্মের কোন গোষ্ঠীটির অনুগামী ছিলেন?

ANS:-মহাযান।

 1. কারবালা কোথায় অবস্থিত?

ANS:-ইরাকে।

 1. বেদগুলির মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র উল্লিখিত রয়েছে?

ANS:-ঋকবেদে।

 1. মগধের প্রাচীনতম রাজধানী কী ছিল?

ANS:-গিরিব্রজ।

 1. ইথিওপিয়ার রাজস্বের একটা বড় উৎস কোনটি?

ANS:- কফি রপ্তানি।

 1. কোন বংশ ভারতের প্রথম সাম্রাজ্য গঠনকারী ছিল?

ANS:-নন্দবংশ।

 1. কে নালন্দা এবং বিক্রমশীলার বৌদ্ধদের মঠগুলি ধ্বংস করে দেয়?

ANS:-কুতুবউদ্দিন আইবক।

 1. ‘রায়তওয়াড়ি বন্ধবস্থ পদ্ধতি’ কোন মুঘল সম্রাটের আমলে চালু হয়?

ANS:-আকবরের।

 1. সবথেকে প্রাচীন ‘স্মৃতি’ কী?

ANS:-মনু স্মৃতি।

 1. এশিয়ায় ইউরোপের প্রথম ও শেষ উপনিবেশ কোথায় ছিল?

ANS:-ম্যাকাও-তে।

WBPSC Food SI Practice Set 11 Download Link:-

WBPSC Food SI Practice Set 11 Download LinkClick Here
WBPSC Food SI Full Practice SetClick Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *