নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 12
- ভারতীয় বিপ্লবের ইতিহাসে ‘পূর্ণ স্বরাজ দিবস’ পালিত হয় কোন তারিখে?
ANS:- 26 জানুয়ারি, 1930 সালে।
2. বৈদিক সমাজ ও রাষ্ট্রের ভিত্তি কী ছিল?
ANS:- যৌথ পরিবার।
3. বৈদিক যুগে কয়টি দর্শন ছিল?
ANS:- 6 টি।
4. সব থেকে অর্বাচীন বেদের নাম কী?
ANS:- অথর্ব।
5. প্রাচীন ভারতীয় ইতিহাসে ‘ভারতের শেক্সপীয়র, কাকে বলা হত?
ANS:- মহাকবি কালিদাসকে।
6. বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী?
ANS:- চের।
7. খাজুরাহোর মন্দিরগুলি কোন রাজাদের কীর্তি?
ANS:- চান্দেল বংশ।
8. ভারতে প্রথম আদমশুমারি শুরু হয় কবে?
ANS:- ১৮৭২ সালে।
9. সরলাদেবী চৌধুরাণী স্থাপিত নারী সংঘের নাম কী?
ANS:- ভারত স্ত্রী মহামণ্ডল।
10. কোন পত্রিকায় ‘বয়কট’ এর প্রস্তাব প্রচার করা হয়?
ANS:- সঞ্জীবনী।
11. বাংলার নারীসমাজ কবে ‘অরন্ধন দিবস’ পালন করেছিল?
ANS:- ১৯০৫ সালের ১৬ অক্টোবর।
12. কবে প্রথম ‘রাখিবন্ধন’ উৎসব উদযাপিত হয়?
ANS:- ১৯০৫ সালে ১৬ অক্টোবর।
13. ‘নারী সত্যাগ্রহ সমিতি’-র সম্পাদক কে ছিলেন?
ANS:- শান্তি দাশ।
14. বাসন্তী দেবী কে ছিলেন?
ANS:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী।
15.‘বি-আম্মা’ নামে কে পরিচিত ছিলেন?
ANS:- আবিদা বানু।
16. গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয় কবে?
ANS:- ১৯৩০ সালের ১২ মার্চ।
17. ধরসানা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে?
ANS:- সরোজিনী নাইডু।
18. রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধিজীর ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’-এর আদর্শ প্রচার করেন কে?
ANS:- ঊষা মেহতা।
19. ‘জয়শ্রী’ পত্রিকা কে প্রকাশ করেন?
ANS:- লীলা নাগ।
20. অসমে ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন?
ANS:- কনকলতা বড়ুয়া।
21. ভগিনী নিবেদিতাকে ‘ভারতীয় বিপ্লববাদের উদ্যোগতা’ কে বলেছিলেন?
ANS:- ভূপেন্দ্রনাথ দত্ত।
22. কোন নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন?
ANS:- বীণা দাস।
23. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের উপর লেখা কল্পনা দত্তের গ্রন্থটির নাম কী?
ANS:- চট্টগ্রাম অভ্যুত্থান।
24. রানি ঝাঁসি রেজিমেন্টের প্রধান দায়িত্বে ছিলেন কে?
ANS:- ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন।
25. আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় কবে?
ANS:- ১৯৭৫ সালে।
26. ‘ডন সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
ANS:- ১৯০২ সালে।
27. ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’ প্রতিষ্ঠা করেছিলেন কে?
ANS:- শচীন্দ্রপ্রসাদ বসু।
28. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো কবে গঠিত হয়?
ANS:- 2 জানুয়ারি, 1986 সালে।
29. কবে রবার্ট ক্লাইভ হুগলি অধিকার করেন?
ANS:- 9 জানুয়ারি, 1757 খ্রিঃ।
30. কবে প্রখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর মৃত্যু হয়?
ANS:- 1642 খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি।
31. সিপাহী বিদ্রোহে মদত দেওয়ার অভিযোগে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বিচার শুরু হয় কবে?
ANS:- 7 জানুয়ারি,1858 খ্রিঃ।
32. ভারতের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ নামক ইংরাজি সংবাদপত্রটি করে প্রকাশিত হয়?
ANS:- 1780 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি।
33. ইংরেজ সরকার কবে মাস্টারদা সূর্য সেনকে ফাঁসী দেয়?
ANS:- 11 জানুয়ারি, 1934 খ্রিঃ।
34. কবে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শাস্তি হিসাবে মাথা কেটে নেওয়া হয়?
ANS:- 1649 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি।
35. কবে হিটলার জার্মানির ‘চ্যান্সেলর’ হন?
ANS:- 1933 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি।
36. কবে ময়ূরকে ভারতের ‘জাতীয় পাখি’ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়?
ANS:- 31 জানুয়ারি, 1967 সালে।
37. পোস্টাল ইনসিওরেন্স কবে চালু হয়?
ANS:- 1 ফেব্রুয়ারি, 1884 খ্রিঃ।
38. কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে?
ANS:- 1 ফেব্রুয়ারি, 1855 খ্রিঃ।
39. ‘ভারতীয় ইউনিট ট্রাস্ট’ কবে চালু হয়?
ANS:- 1964 সালের 1 ফেব্রুয়ারি।
40. কবে ফোর্ট উইলিয়াম জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয়?
ANS:- 4 ফেব্রুয়ারি, 1949 সালে।
41. কবে বীণা দাস সেনেট হলে গভর্নর স্ট্যানলিকে গুলি করেন?
ANS:- 6 ফেব্রুয়ারি, 1932 সালে।
42. কবে সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়?
ANS:- 15 জানুয়ারি, 1936 সালে।
43. কবে ‘পবিত্র ভ্যাটিকান সিটির’ প্রতিষ্ঠা হয়?
ANS:- 1929 সালের 11 ফেব্রুয়ারি।
44. কবে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়?
ANS:- 15 জানুয়ারি, 1784 খ্রিস্টাব্দে।
45. মহারাণা প্রতাপের কবে মৃত্যু হয়?
ANS:- 19 জানুয়ারি, 1597 খ্রিস্টাব্দে।
46. কবে কলকাতার সন্নিকটে প্রথম ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়?
ANS:- 16 জানুয়ারি, 1794 সালে।
47. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ তাদের দ্বিতীয় সামরিক অভিযান শুরু করে?
ANS:- 20 জানুয়ারি, 1945 সালে।
48. কবে লেনিনের মৃত্যু হয়?
ANS:- 21 জানুয়ারি, 1924 সালে।
49. কবে মুঘল সম্রাট শাহজাহান-এর বন্দি অবস্থায় আগ্রায় মৃত্যু ঘটে?
ANS:- 22 জানুয়ারি, 1666 খ্রিস্টাব্দে।
50. কবে মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়?
ANS:- 27 জানুয়ারি, 1556 খ্রিস্টাব্দে।
51. কত নং ধারা অনুসারে ভারতের আর্থিক জরুরী অবস্থা ঘোষিত হয়?
ANS:- 360 নং ধারা।
52. কোন সরকারে আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে?
ANS:- মন্ত্রীসভা চালিত সরকারে।
53. ভারতে আজ পর্যন্ত সবচেয়ে বেশী জরুরি অবস্থা জারি হয়েছে কোথায়?
ANS:- পাঞ্জাবে।
54. সংবিধানের কত নম্বর ধারা অনুসারে গ্রামসভা গঠন করা বাধ্যতামূলক করা হয়?
ANS:- 73 তম।
55. কবে ‘মানবাধিকার দিবস’ ঘোষিত বা গৃহীত হয়েছে?
ANS:- 10 ডিসেম্বর, 1948।
56. রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সংবিধানের কত নং ধারায়?
ANS:- 360 নং ধারায়।
57. চিনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ANS:- 1949 সালে।
58. ভারতের নতুন সংবিধানটি কবে গণ পরিষদে গৃহীত হয়?
ANS:- 26 নভেম্বর, 1949 সালে।
59. নামসর্বস্বশাসক কোন শাসন ব্যবস্থায় দেখা যায়?
ANS:- সংসদীয়।
60. অ্যারিস্টটল উদ্দেশ্যের ভিত্তিতে সরকারকে কটি ভাগে ভাগ করেছেন?
ANS:- 2 টি ভাগে।
61. ম্যারিয়ট কটি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাজন করেছেন?
ANS:- 3 টি।
62. উদ্দেশ্যের ভিত্তিতে অ্যারিস্টটলের সরকারের দুটি ভাগ কী কী?
ANS:- স্বাভাবিক ও বিকৃত।
63. আধুনিক রাষ্ট্র বিজ্ঞানীরা সরকারকে কটি ভাগে ভাগ করেছেন?
ANS:- 3 টি।
64. ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ANS:- 3 টি।
65. এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখ?
ANS:- কেন্দ্রীয় সরকারের প্রাধান্য।
66. এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি গুন লেখ?
ANS:- দায়িত্বশীল প্রশাসন।
67. যে শাসন ব্যবস্থায় ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটি মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে – কার মত?
ANS:- অধ্যাপক গার্নারের।
68. কবে জীবনবীমার জাতীয়করণ করা হয়?
ANS:- 19 জানুয়ারি, 1956 সালে।
69. এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটি ত্রুটি লেখ?
ANS:- অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা।
70. কটি পদ্ধতিতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা যায়?
ANS:- 2 টি।
71. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার পদ্ধতি দুটি কী কী?
ANS:- একত্রীকরণ ও বিভাজিতকরণ।
72. পটল গাছের মুকুল কোথায় থাকে?
ANS:- মূলে।
73. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
ANS:- ফুওরিন।
74. কোন দেশের প্রধান জীবিকাই হল মাছ ধরা?
ANS:- আইসল্যান্ড।
75. ‘পশুপালনের দেশ’ বলা হয়?
ANS:- তুর্কিস্তানকে।
76. ‘ভাটির দেশ’ নামে পরিচিত কোন দেশ?
ANS:- বাংলাদেশ।
77. বিশ্বে চীনা বাদামের সর্বাধিক উৎপাদক দেশ কোনটি?
ANS:- ভারত।
78. একটি উত্তপ্ত পদার্থ খুব দ্রুত তাপ বিকিরণের ক্ষমতা পায় কিভাবে?
ANS:- যদি তার উপরিতল কালো ও কর্কশ হয়।
79. আলোক তড়িৎ ক্রিয়ার আবিষ্কর্তা কে?
ANS:- রাদারফোর্ড।
80. ‘সোনালী আঁশের দেশ’ বলা হয় কোন দেশকে?
ANS:- বাংলাদেশকে।
81. কোন পশু একেবারেই জলপান করতে পারে না?
ANS:- কৃষ্ণমৃগ।
82. কোন দেশের এক শ্রেণির গাছের পাতা দিক নির্ণয় করে?
ANS:- আমেরিকা।
83. আমেরিকার প্রথম পারমাণবিক ডুবোজাহাজের নাম কী?
ANS:- নটিলাস।
84. ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত?
ANS:-ট্রম্বেতে।
85. কাঁসা বা বেল-মেটাল জিনিসটি কী?
ANS:-তামা ও টিনের সংকর ধাতু।
86. ক্যালসিয়াম-এর কোন কার্বনেট যৌগ সুন্দর স্ফটিকরূপে পাওয়া যায়?
ANS:-ক্যালসাইট।
87. ডাচ মেটাল কী?
ANS:-তামা ও দস্তার একটি সংকর ধাতু।
88. কোন পাখির জিভ কন্টকময়?
ANS:-কাঠ ঠোকরা।
89. চাঁদের নামানুসারে কোন মৌলের নাম রাখা হয়েছে?
ANS:-সেলিনিয়াম।
90. ‘নিউটন’ কীসের একক?
ANS:- বলের।
91. জলের বাষ্পীভবনের লীনতাপের মান কত একক?
ANS:- ক্যালোরি প্রতি গ্রাম।
92.-273°C উষ্ণতাকে কী নামে অভিহিত করা হয়?
ANS:- পরমশূন্য উষ্ণতা।
93. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী?
ANS:- ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট।
94. 1650 খ্রিস্টাব্দে প্রথম বায়ুপাম্প আবিষ্কার করেন কে?
ANS:-স্যার জেম্স ওয়াট।
95. স্টেপট্রোমাইসিন-এর আবিষ্কর্তা কে?
ANS:-ওয়াক্সম্যান।
96. ‘গোবর গ্যাসের’ প্রধান উপাদানটি কী?
ANS:- মিথেন।
97. দুধ হজম করার জন্য কোন পাচক সাহায্য করে?
ANS:-রেনিন।
98. ডায়নামো কে আবিষ্কার করেন?
ANS:- সেলম্যান এ. মাইকেল ফ্যারাডে।
99. কোন যন্ত্র দিয়ে সরু তার মাপা হয়?
ANS:-স্কুগেজ।
100. কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়?
ANS:-ভিটামিন C
WBPSC Food SI Practice Set 12 Download Link:-
WBPSC Food SI Practice Set 12 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |