WBPSC Food SI Practice Set 13 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 13 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 13
- টিপু সুলতানের নিলাম হওয়া তরবারি কোন শিল্পপতি কিনেছেন?
ANS:- বিজয় মালিয়া।
- ভারতে কোন বিশিষ্ট পদাধিকারী ব্যক্তির মৃত্যুতে শুধুমাত্র দিল্লিতেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়?
ANS:- দেশের প্রধান বিচারপতির।
- জওহরলাল নেহেরু কত বছর ভারতের প্রধানমন্ত্রীছিলেন?
ANS:- 18 বছর।
- কাকে ভারতের ‘বিপ্লববাদের জনক’ বলা হয়?
ANS:- বাসুদেব বলবন্দ ফাদকে-কে।
- ‘সত্যশোধক সমাজ’-এর প্রতিষ্ঠাতা কে?
ANS:- জ্যোতিবা ফুলে।
- ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ -এর প্রধান পরিচালক কে ছিলেন?
ANS:- মেজর সত্য গুপ্ত।
- তামিলনাড়ু রাজ্য গঠিত হয় কবে?
ANS:- ১৯৫৩ সালে।
- পাঞ্জাব রাজ্য বিভক্ত হয় কবে?
ANS:- ১৯৬৬ সালে।
- 8 আগস্ট, 1929 সালে ভগৎ সিং-এর সঙ্গে কোন বিপ্লবী সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ফেলেছিলেন?
ANS:- বটুকেশ্বর দত্ত।
- ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের চারটি অভিন্ন সীমান্ত আছে?
ANS:- পন্ডিচেরি।
- কোন মোঘল সম্রাট ‘আলমগীর’ নামে পরিচিত?
ANS:- আরঙ্গজেব।
- হায়দ্রাবাদের প্রাচীন নাম কী ছিল?
ANS:- ভাগ্যনগর।
- কোন ব্রিটিশ স্থপতি ভারতের সংসদ ভবনের নকসা করেছিলেন?
ANS:- হারভার্ট বেকার।
- উইনস্টন চার্চিল কার সম্পর্কে বলেছিলেন ‘হাফ নেকেড সেডিটাস ফকির’ ?
ANS:- মহাত্মা গান্ধী।
- নালন্দা বিশ্ববিদ্যালয় 1200 খ্রিস্টাব্দে কে ধ্বংস করেছিলেন?
ANS:- বখতিয়ার খিলজী।
WBPSC Food SI Practice Set
- শিবাজীর সমসায়মিক ছিলেন কোন সাধু?
ANS:- তুকারাম।
- দিল্লির লালকেল্লা কে তৈরি করিয়েছিলেন?
ANS:- শাহজাহান।
- ‘পদ্মানামা’ নাম নিয়ে কোন শাসক প্রথম ভারতে শাসন কার্য পরিচালনা করেছিলেন?
ANS:- শাহজাহান।
- হায়দ্রাবাদের ‘চারমিনার’ কে প্রতিষ্ঠা করেন?
ANS:- সুলতান কুলি কুতুবশাহ।
- সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে কোন সুফি সন্তের সমাধিস্থল বানিয়েছিলেন?
ANS:- শেখ সেলিম চিস্তি।
- কোন শিখগুরু 1750 সালে অমৃতসর শহরের স্থাপনা করেন?
ANS:- গুরু রামদাস।
- নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল যে জাহাজ থেকে তার নাম কী ছিল?
ANS:- আই. এন. এস. তলোয়ার।
- 1947 থেকে 1953 সালের মধ্যে পাঞ্জাবের রাজধানী কোথায় ছিল?
ANS:- সিমলা।
- মহাত্মা গান্ধী কার মতবাদে সবচেয়ে বেশি প্রভাবিত হন?
ANS:- লিও টলস্টয়ের।
- যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি বৈশিষ্ট্য লেখ?
ANS:- যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি।
- যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি গুণ লেখ?
ANS:- বিকেন্দ্রীকরণ।
- যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি ত্রুটি লেখ?
ANS:- ব্যয়বাহুল্য।
- কবে সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করতে মহাত্মা গান্ধী কলকাতার বেলেঘাটায় একটি বাড়িতে অনশন সত্যাগ্রহ শুরু করেন?
ANS:- 13 জানুয়ারি, 1948 সালে।
- ভারতকে একটি এককেন্দ্রিক লক্ষণযুক্ত যুক্তরাষ্ট্র না বলে যুক্তরাষ্ট্রীয় লক্ষণযুক্ত এককেন্দ্রিক রাষ্ট্র বলে অভিহিত করা যেতে পারে- কে বলেছেন?
ANS:- কে. সি. হোয়ার।
- ‘আধুনিক জীববিজ্ঞানের জনক’ কাকে বলা হয়?
ANS:- অ্যারিস্টটলকে।
- যুক্তরাষ্ট্র গঠনের একটি শর্ত লেখ?
ANS:- সংবিধানের প্রাধান্য রক্ষা।
- যুক্তরাষ্ট্রের সাফল্যের একটি শর্ত লেখ?
ANS:- কেন্দ্রীয় সরকারের নিরপেক্ষ ভূমিকা।
- আধুনিক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবনতার একটি কারণ লেখ?
ANS:- পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা।
- শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি 1988 সালে কে পান?
ANS:- দীনেশ মোহন ।
- কোন পেশায় নিযুক্ত লোকেদের COPS বলে?
ANS:- পুলিশ অফিসার।
WBPSC Food SI GK Practice Set
- ভারতের প্রতিরক্ষা বাহিনীর কোন শাখায় সবচেয়ে বেশি কর্মী রয়েছে?
ANS:- স্থলবাহিনীতে।
- রাষ্ট্রপতি শাসিত সরকারের একটি বৈশিষ্ট্য লেখ?
ANS:- স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি।
- রাষ্ট্রপতি শাসিত সরকারের একটি গুণ লেখ?
ANS:- স্থিতিশীল শাসন ব্যবস্থা।
- ভারতের প্রতিবেশী কোন দেশের রাষ্ট্রীয় পশু গরু?
ANS:- নেপালের।
- স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ‘আল জাজিরা’ -র সদর দপ্তর কোথায়?
ANS:- কাতারে।
- গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ (ফোর্থ এস্টেট) কোনটি?
ANS:- সংবাদ মাধ্যম।
- কোন শহরের ডাকনাম ‘দি বিগ অ্যাপেল’ ?
ANS:- নিউইয়র্ক।
- কোন সোভিয়েত মহাকাশচারি বিমান দুর্ঘটনায় নিহত হন?
ANS:- ইউরি গ্যাগারিন।
- রুশ ভাষায় ‘পেরোস্ত্রোইকা’ শব্দের অর্থ কী?
ANS:- পুনর্গঠন।
- বিশ্বের প্রাচীনতম রেলস্টেশন কোনটি?
ANS:- লিভারপুল।
- সংসদীয় শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখ?
ANS:- মন্ত্রীসভা ও আইনসভায় নিবিড় সম্পর্ক।
- সংসদীয় সরকারের একটি ত্রুটি লেখ?
ANS:- জরুরী অবস্থার অনুপযোগী।
- মুম্বইয়ের দালাল স্ট্রীটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কোন অফিস ভবনটি?
ANS:- স্টক এক্সচেঞ্জ।
- মানচিত্রে কোন দেশের অস্তিত্ব নেই?
ANS:- বেলডোনিয়া।
- এভারেস্ট পর্বত কোন পাথরে তৈরি?
ANS:- চুনাপাথর।
- পাকিস্তানের পতাকায় কী কী রং আছে?
ANS:- সাদা ও সবুজ।
- কোন দেশের পতাকা শুধু সবুজ রঙের ও কোনো প্রতীক চিহ্ন নেই?
ANS:- লিবিয়া।
- বিশ্বে সর্বোচ্চ ডিম উৎপাদনকারী দেশ কোনটি?
ANS:- চীন।
- 1975 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (R.S.S) প্রতিষ্ঠা করেছিলেন কে?
ANS:- কে. বি. হেগড়ে।
- ভারতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এক বিভাগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কে?
ANS:- রাজকুমারী অমৃতা কাউর।
Food SI Questions and Answers
- ভারতের প্রথম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কে?
ANS:- সুব্রক্ষ্মম বিজয়লক্ষ্মী।
- প্রথমে মুখ্যমন্ত্রী ও পরে ভারতের রাষ্ট্রপতি হন কে?
ANS:- নীলম সঞ্জীব রেড্ডি।
- সংসদীয় ব্যবস্থার সাফল্যের একটি শর্ত লেখ?
ANS:- শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি।
- ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
ANS:- পেরাম্বুরে।
- নিউম্যানের সংসদীয় শাসন ব্যবস্থার সাফল্যের একটি শর্ত কী?
ANS:- আত্মসংযম।
- জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি আদর্শ শাসন ব্যবস্থাকে কী বলা হয়?
ANS:- সাধারণতন্ত্র।
- ভারতের সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষার স্থল ছিল রাজস্থানের কোন জেলায়?
ANS:- জয়সলমীর।
- কোন দেশ মিরাজ যুদ্ধ বিমান তৈরি করে ?
ANS:- ফ্রান্স।
- সাধারণতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
ANS:- বংশানুক্রমিক পদ থাকে না।
- একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় উদাহরণ লেখ?
ANS:- ভারত।
- জাতীয় ঐক্য ও জাতীয় শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকার সংরক্ষনের রাজনৈতিক পদ্ধতি হল যুক্তরাষ্ট্র – কার মত?
ANS:- ডাইসির।
- নোবেল পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, নেহেরু পুরস্কার, টেম্পলটন পুরস্কার ও ভারতরত্ন পেয়েছেন কোন ব্যক্তি?
ANS:- মাদার টেরেসা।
- আকাশবাণীর মুখ্য কার্যালয় কোন শহরে?
ANS:- নতুন দিল্লিতে।
- সংসদে কোন বিল উত্থাপনের আগে রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন?
ANS:- যে কোনো রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন সংক্রান্ত বিল।
- মন্ত্রীসভার দ্বারা শাসন কার্য পরিচালিত হয়, ভারতের এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হল-
ANS:- পণ্ডিচেরি।
- সাধারনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি দেশের নাম হল-
ANS:- ভারত।
- কোন দেশের সংসদ রাষ্ট্রীয় পঞ্চায়েত?
ANS:- নেপাল।
- একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন হল-
ANS:- ইথিলিন।
- একটি প্রকল্পিত হরমোনের নাম হল-
ANS:- ফ্লোরিজেন।
- কোন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়?
ANS:- অক্সিন।
- বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমোন হল-
ANS:- অ্যাবসাইসিক অ্যাসিড।
- একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমোনের নাম হল-
ANS:- অক্সিন।
- যে হরমোন ‘অ্যান্টি জিব্বেরেলিন’ নামে পরিচিত-
ANS:- অ্যাবসাইসিক অ্যাসিড।
- ‘Altophobia’-কে দৈর্ঘ্য ভীতি বলা হয়, তাহলে গভীরতা ভীতি কাকে বলে?
ANS:- Bathophobia.
- সমুদ্র জলের রং কী?
ANS:- বর্ণহীন।
Food SI Exam 2023 Questions and Answers
- Crescograph যন্ত্রটি কোন বিজ্ঞানী তৈরি করেন?
ANS:- জগদীশচন্দ্র বসু।
- বেঁচে আছে এমন সবচেয়ে প্রাচীন মেরুদণ্ডী প্রাণীটির নাম কী?
ANS:- হ্যাগ্ ফিশ।
- গ্যালিলিওর প্রথম বৈজ্ঞানিক আবিষ্কার কি?
ANS:- পেন্ডুলাম।
- সালফিউরিক অ্যাসিডের অপর নাম কী?
ANS:- অয়েল অব ভিটিওল।
- সিস্টেম এনার্জির একক কী?
ANS:- ক্ষমতা জুল।
- এক গ্রাম অর্থাৎ কত ডাইন?
ANS:- 981 ডাইন।
- অনুবীক্ষণ যন্ত্রের তলায় প্রথম কে কোষ দেখেছিলেন?
ANS:- Robert Hooke.
- সবচেয়ে বেশি ফসিল পাওয়া গেছে এমন দুটি জায়গার নাম হল-
ANS:- Utah (USA) and Holtz Maden (Ger-d many).
- কার্বন ডাই-অক্সাইড কেন আগুন নেভাতে সাহায্য করে?
ANS:- অক্সিজেনকে দূরে সরিয়ে দেয়।
- ঘাস খায় এমন প্রাণীকে কী বলে?
ANS:- Herbivorous.
- শান্তি পুরস্কার ছাড়া অন্যান্য নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করেন কে?
ANS:- সুইডেনের রাজা।
- আমাদের দেশের সশস্ত্রবাহিনীর মেডিকেল কলেজ কোন শহরে অবস্থিত?
ANS:- পুণে।
- শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন কোনটি?
ANS:- প্ল্যানেটোরিয়াম।
- মনীষ মালহোত্রা, হেমন্ত ত্রিবেদী, রোহিত বল-এরা কোন ক্ষেত্রে বিখ্যাত?
ANS:- ফ্যাশন ডিজাইন।
- কোনটি বিশ্বের সবচেয়ে বড় হীরকখণ্ড?
ANS:- গোল্ডেন জুবিলি ডায়মন্ড।
- কোন গ্রহের রাত ও দিন সবচেয়ে দীর্ঘ?
ANS:- বৃহস্পতি।
- ডিজনি কার্টুনে ডোনাল্ড চরিত্রটা কোন প্রাণীর?
ANS:- পাতিহাঁস।
- এক হেক্টর কত একরের সমান?
ANS:- 2.5 একর।
- সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
ANS:- বুধ।
- যক্ষ্মারোগ প্রতিরোধে কোন টিকা ব্যবহার করা হয়?
ANS:- BCG
WBPSC Food SI Practice Set 13 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 13 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 13 Download Link:-
WBPSC Food SI Practice Set 13 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |