WBPSC Food SI Practice Set 14 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set 14 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 14 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 14

  1. সবচেয়ে হালকা ধাতু কোনটি?

ANS:- লিথিয়াম।

  1. ভারি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত?

ANS:- দুই।

  1. টাংস্টেনের প্রতীক কী?

ANS:- W.

  1. অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী?

ANS:- Al2O3.

  1. সীসার আকরিক কোনটি?

ANS:- গ্যালেনা।

  1. আলোর প্রতিফলন করতে পারে এমন অধাতু হল-

ANS:-সিলিকন।

  1. NTP-তে 32 gm. অক্সিজেনের আয়তন কত?

ANS:- 22.4 লিটার।

  1. বক্সাইটের সংকেত কী?

ANS:- AI2O3, 2H2O.

  1. কোন অধাতু তড়িৎ-এর পরিবাহী?

ANS:- গ্রাফাইট।

  1. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?

ANS:- অ্যানথ্রাসাইট।

  1. সোডিয়াম থায়োসালফেট কী প্রকৃতির?

ANS:- জারক।

  1. IAA-র পুরো নাম কী?

ANS:- Indole Acetic Acid.

  1. IBA-র পুরো নাম কী?

ANS:- Indole Butyric Acid.

  1. কোন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?

ANS:- ফ্লোরিজেন।

  1. একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম লেখ?

ANS:- জিব্বেরেলিন।

  1. কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিনের জৈব সংশ্লেষ হয়?

ANS:- ট্রিপটোফ্যান।

  1. উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্যকারী হরমোনের নাম কী?

ANS:- সাইটোকাইনিন।

  1. কোন হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে?

ANS:- কাইনিন।

  1. পত্ররন্ধ্র বন্ধ করার জন্য দায়ী কোন উদ্ভিদ হরমোন?

ANS:- অ্যাবসাইসিক অ্যাসিড।

  1. জিব্বেরেলিন-এর রাসায়নিক সংকেত কী?

ANS:- C19H2206.

  1. পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে কোন হরমোনের পরিমাণ বেড়ে যায়?

ANS:- অক্সিন।

  1. জিব্বেরেলিন-এর আবিষ্কার করেন কে?

ANS:- এইচি কুরোসাওয়া।

  1. অক্সিনের রাসায়নিক নাম কী?

ANS:- ইনডোল অ্যাসিটিক অ্যাসিড।

  1. `জিব্বেরেলিন-এর রাসায়নিক নাম কী?

ANS:- জিব্বেরেলিক অ্যাসিড।

  1. একটি বীজহীন ফলের নাম লেখ?

ANS:- আঙুর।

  1. জলে দ্রবণীয় দুটি উদ্ভিদ হরমোন হল?

ANS:- অক্সিন ও জিব্বেরেলিন।

  1. অ্যাডনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কী?

ANS:- সাইটোকাইনিন।

  1. মানুষের দেহে সবচেয়ে শক্ত জয়েন্ট কোনটি?

ANS:- নিতম্বের জয়েন্ট।

  1. গমনে অক্ষম কোন প্রাণী?

ANS:- স্পঞ্জ।

  1. রক্তে RBC-এর সংখ্যা বেড়ে গেলে কী হয়?

ANS:- পলিসাইথিমিয়া।

  1. পটাশিয়ামের অভাবে উদ্ভিদের কী রোগ হয়?

ANS:- ক্লোরোসিস।

  1. ব্যাঙের করোটির স্নায়ুর সংখ্যা কটি?

ANS:- 10 জোড়া।

  1. মানবদেহে সুযুম্না স্নায়ুর সংখ্যা কটি?

ANS:- 31 জোড়া।

  1. ব্যাকটিরিয়া কী?

ANS:- একপ্রকার জীবাণু।

  1. আমাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত?

ANS:- 46 টি। (23 জোড়া)

WBPSC Food SI GK Practice Set

  1. কোন গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলে?

ANS:- পিটুইটারি।

  1. কী ‘বীজহীন ফল’ উৎপাদন করতে সাহায্য করে?

ANS:- অক্সিন।

  1. ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন?

ANS:- থাইরক্সিন।

  1. আপদকালীন হরমোন কোনটি?

ANS:- অ্যাড্রিনালিন।

  1. কোন প্রাণীর চোখে পেকটিন থাকে?

ANS:- পায়রা।

  1. পায়রার বায়ুথলি কটি?

ANS:- 9 টি।

  1. একটি পটকাবিহীন মাছের নাম লেখ?

ANS:- হাঙর।

  1. কোন প্রাণী ত্বক দ্বারা জল শোষণ করে

ANS:- মোলক।

  1. জলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী হল –

ANS:- তিমি।

  1. কোন জীবাশ্ম প্রমাণ করে মাছ থেকে উভচরের সৃষ্টি—

ANS:- ডিপলোভটিবন।

  1. টেস্ট ক্রিকেটে উইকেট কিপার বাদ দিলে ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড কার দখলে –

ANS:- কলিন কাউড্রে, ইংল্যান্ড। [114 টি টেস্টে 120 টি ক্যাচ।]

  1. ক্রিকেটার সি. কে. নাইডুর পুরো নাম কী –

ANS:- কানাইয়া নাইডু।

  1. কেন্দ্রীকরন পদ্ধতিতে যুক্তরাষ্ট্র হয়েছে এমন একটি যুক্তরাষ্ট্রের নাম লেখো –

ANS:- মার্কিন যুক্তরাষ্ট্র।

  1. ভারতীয় পার্লামেন্টের কটি কক্ষ –

ANS:- ২ টি।

  1. ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী –

ANS:- রাজ্যসভা।

  1. ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষের নামকী?

ANS:- লোকসভা।

  1. Modern Constitutions গ্রন্থটি কার লেখা?

ANS:- কে. সি. হোয়ার।

  1. কত নং ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে?

ANS:- 280 নং ধারায়।

  1. অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়?

ANS:- 5 বছর অন্তর।

  1. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1951 সালে।

Food SI Questions and Answers

  1. দ্বিতীয় অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1956 সালে।

  1. ‘ক্রাইম অ্যাণ্ড পানিসমেন্ট’ কার লেখা?

ANS:- ফিয়োডোর মিখাইলোভিচ্ দস্তয়েভস্কি।

  1. প্রথম কোন বাংলা বই ‘জ্ঞানপীঠ’ সাহিত্য পুরস্কার পায়, লেখক কে?

ANS:- গণদেবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

  1. কত নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি সমগ্র দেশের জন্য পদস্থ প্রশাসনিক কর্মচারী এবং পদস্থ পুলিশ কর্মচারী নিয়োগ করতে পারেন?

ANS:- 312 নং ধারায়।

  1. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সার্বভৌমত্ব নির্ধারন করা এক দুঃসাধ্য প্রচেষ্টা-কার অভিমত?

ANS:- অধ্যাপক ল্যাস্কির।

  1. পিতলের উপাদান হল-

ANS:- তামা ও দস্তা।

  1. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল –

ANS:- ডলোমাইট।

  1. গ্লবার সল্টের রাসায়নিক নাম হল –

ANS:- সোডিয়াম সালফেট।

  1. ‘ইসাবেলা’ কবিতাটি কার লেখা?

ANS:- জন কিটসের।

  1. ‘মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড’ কার লেখা?

ANS:- জুল ভার্ন।

  1. ‘ফিফথ কলাম’ কার লেখা?

ANS:- আর্নেস্ট হেমিংওয়ে।

  1. ‘বর্ন ফ্রি’ কে লিখেছিলেন?

ANS:- অ্যাডমসন।

  1. ‘দি ক্লক’ কার লেখা?

ANS:- আগাথা ক্রিস্টির।

  1. ‘লাস্ট ফর লাইফ’ কার লেখা?

ANS:- আরফিন স্টোনের।

  1. আগাথা ক্রিস্টির পুরো নাম কী?

ANS:- আগাথা মেরি ক্লারিসা ক্রিস্টি।

  1. ‘রম্যাণি বীক্ষ্য’ কার লেখা?

ANS:- সুবোধ কুমার চক্রবর্তীর।

  1. Henry র আসল নাম কী?

ANS:- উইলিয়াম সিডনি পোর্টার।

  1. ‘কাস্তে’ কার লেখা?

ANS:- দীনেশ দাস।

  1. ‘বল বল বল সবে/শত বীণা বেণু রবে’ গানটির রচয়িতাকে?

ANS:- অতুলপ্রসাদ সেন।

  1. ভারতের প্রথম মহিলা স্পীকার কে?

ANS:- সুশীলা নায়ার (দিল্লি)।

  1. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সবকটি মৌলিক বৈশিষ্ট্যই ভারতে উপস্থিত – কার অভিমত?

ANS:- দুর্গাদাস বসুর।

  1. ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ধরনের কে বলেছেন?

ANS:- ড. আম্বেদকর।

  1. বিশ্বের সর্বপ্রাচীন যুক্তরাষ্ট্রীয় সংবিধানের নাম কী?

ANS:- আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান।

  1. এশিয়ার কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?

ANS:- জাপান, 11 ফেব্রুয়ারি, 1970 সালে।

  1. ভারতের ‘পোস্টেজ স্ট্যাম্প’ কোথায় ছাপা হয়?

ANS:- ভারতের সিকিউরিটি প্রেস (নাসিক)।

Food SI Exam 2023 Questions and Answers

  1. বিশ্বের কর্ম ব্যস্ততম এয়ারপোর্ট কোনটি?

ANS:- শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

  1. কোন শহর মীনাক্ষী মন্দিরের জন্য বিখ্যাত?

ANS:- মাদুরাই।

  1. ঘন্টায় কত মাইল গতিবেগকে এক ‘নট’ বলে –

ANS:- 1.151 মাইল বা 1.84 কিলোমিটার প্রতি ঘন্টায়।

  1. বিমান থাকার শেডকে কী বলে?

ANS:- হ্যাঙার।

  1. মেক্সিকোর মুদ্রাকে কী বলে?

ANS:- পেসো।

  1. কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান গঠিত হয়?

ANS:- 1887 সালে।

  1. ভারতে কোন আইনে প্রথম যুক্তরাষ্ট্রের ধারনা প্রবর্তন করা হয়?

ANS:- 1935 সালের ভারত শাসন আইনে।

  1. 1935 সালের আইনে ‘ভারতীয় যুক্তরাষ্ট্র’ কথাটি ব্যবহার করা হয় – তা কত নং ধারায়?

ANS:- 5 নং ধারায়।

  1. ভাকরা বাঁধের স্থপতি কে?

ANS:- হেনরি স্লোকাম।

  1. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলার কে ছিলেন?

ANS:- স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

  1. ভারতের প্রথম উপগ্রহের নাম কী, কবে পাঠানো হয়েছিল?

ANS:- আর্যভট্ট, 19 এপ্রিল, 1975 সালে সকাল ন’টায়।

  1. কোন গ্রন্থটি বিশ্বের সর্বাধিক ভাষায় অনূদিত হয়েছে?

ANS:- বাইবেল।

  1. বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গের নাম কী?

ANS:- লারডার টানেল, 24.51 কিমি. দীর্ঘ, নরওয়ে। সুইজারল্যান্ডের গোথার রোড টানেল দ্বিতীয়।

  1. প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ারের নাম কী?

ANS:- নীলমণি মিত্র।

  1. আমেরিকার প্রথম ‘সবাক’ ছবি কী?

ANS:- ডন জোয়ান (1927 সালে)।

  1. অলিম্পাস পাহাড় কোথায় অবস্থিত?

ANS:- গ্রীসে।

  1. ভারতে তৈরি প্রথম যুদ্ধের ট্যাঙ্কের নাম কী?

ANS:- বৈজয়ন্ত ট্যাঙ্ক।

  1. জার্মানির কোন সংস্কৃত পণ্ডিতের স্মৃতিতে দিল্লিতে একটি হল আছে?

ANS:- ম্যাক্সমুলার।

  1. কে প্রথম মানুষ, যে দক্ষিণ মেরুতে পা দিয়েছিলেন?

ANS:- রোনাল্ড অ্যামুন্ডসন (নরওয়ের), 4 ডিসেম্বর, 1911 সালে।

  1. পৃথিবী ঘন্টায় কত কিলোমিটার বেগে ঘুরছে ?

ANS:- ঘন্টায় 1,05,616 থেকে 1,09,158 কিলোমিটার বেগে ঘুরছে।

WBPSC Food SI Practice Set 14 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 14 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 14 Download Link:-

WBPSC Food SI Practice Set 14 Download Link Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here