WBPSC Food SI Practice Set 19 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set 19 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 19 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 19

  1. আত্মীকরণ মূলের উদাহরণ দাও?

ANS:- গুলঞ্চ।

  1. কালার ভিশন হয় কোথায়?

ANS:- রড কোষে।

  1. ইউরিয়া ও পিত্তলবণ সংশ্লেষিত হয় কোথায়?

ANS:- লিভারে।

  1. ফসফরাস থেকে আলো সৃষ্টি করেন কে?

ANS:- হেরিং এ্যান্ড।

  1. লেস্টিসেল/কিউটিক্যাল কী?

ANS:- কাণ্ডের ক্ষুদ্র ছিদ্র যে পথে উদ্ভিদ গ্যাসের আদান প্রদান করে থাকে।

  1. বাওম্যানের ক্যাপসুল মানবদেহের কোথায় দেখা যায়?

ANS:- নেফ্রনে।

  1. অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে উৎসেচক ক্ষরিত হয়?

ANS:- অ্যাসিনার সেল থেকে।

  1. শুক্রাশয়ের আবরণীর নাম কী?

ANS:- টিউনিকা অ্যালবুজিনিয়া।

  1. মেনিনজেস কী?

ANS:- মস্তিষ্কের আবরণী।

  1. অণুচক্রিকা কতদিন বাঁচে?

ANS:- ২-৫ দিন (সর্বাধিক ১০ দিন)।

  1. থার্মোন্যাস্টি চলন দেখা যায় কোথায়?

ANS:- তেঁতুল গাছে।

  1. পোটোসাইট কোষ কোথায় দেখা যায়?

ANS:- নেফ্রনের ব্যাওমেন ক্যাপসুলের অন্তর্গাত্রে।

  1. ‘সামার সলটিং গমন’ কোন প্রাণীতে দেখা যায়?

ANS:- তারামাছ।

  1. রুনার গ্রন্থি দেখা যায় কীসে?

ANS:- ক্ষুদ্রান্ত্রে।

  1. দেহ থেকে গলব্লাডার বাদ দিলে কী হবে?

ANS:- ফ্যাট শোষণে ব্যাঘাত ঘটবে।

WBPSC Food SI Practice Set

  1. পেরিস্টোলিসিক চলন কোথায় দেখা যায়?

ANS:- গ্রাসনালীতে।

  1. ত্বকের উষ্ণতা বৃদ্ধিকারী গ্রাহকটির নাম কী?

ANS:- র‍্যাঁফনির প্রান্তস্থান।

  1. মেসোভ্যারিয়াম কোথায় থাকে?

ANS:- ওভারি বা ডিম্বাশয়ে।

  1. ল্যাকটিয়ালের কাজ কী?

ANS:- ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল শোষণে সাহায্য করা।

  1. পিয়ারের প্যাচ দেখতে পাওয়া যায় কীসে?

ANS:- লিম্ফোসাইটে।

  1. নিউরোসিল কাকে বলা হয়?

ANS:- সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালিকে।

  1. বিভাজিত হয় না এমন একটি প্রাণীকোশের নাম লেখ?

ANS:- স্নায়ুকোশ।

  1. রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কী?

ANS:- অপটিক স্নায়ু।

  1. মস্তিষ্কের কোন অংশ ‘সেতু মস্তিষ্ক’ নামে পরিচিত?

ANS:- পন্‌স।

  1. কোন ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে?

ANS:- তারারন্ধ্র।

  1. পরিণত মানব মস্তিষ্কের ওজন?

ANS:- ১.৩৬ কেজি।

  1. অশ্রুগ্রন্থিতে যে উৎসেচক থাকে?

ANS:- লাইসোজাইম।

  1. চোখের অক্ষিগোলকের বহিরাবরকের নাম?

ANS:- স্ক্লেরা।

  1. পশ্চাৎ মস্তিষ্কের প্রধান অংশ দুটির নাম?

ANS:- মেটেনসেফালন ও মায়েলেনসেফালন।

  1. গ্লসাইটিস রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন?

ANS:- Vit. B2.

  1. ইউরোক্রোম কীসে উপস্থিত থাকে?

ANS:- মূত্রে।

  1. গ্লসাইটিস রোগটি দেখা যায় কোথায়?

ANS:- মুখে।

  1. জীবভর বা বায়োমাস কী?

ANS:- উদ্ভিদ ও প্রাণীর মোট সমষ্টি।

  1. ‘অ্যাজেন্ডা-21’ কী?

ANS:- জীব বৈচিত্র্য ও তার সংরক্ষণ।

  1. কোষবাদের প্রবক্তা?

ANS:- সোয়ান ও স্নেইডেন।

WBPSC Food SI GK Practice Set

  1. Biosphere Reserve কী?

ANS:- যেখানে বিরল প্রজাতির প্রাণীর সমাহার লক্ষ্য করা যায়।

  1. ICBN-এর পুরো নাম কী?

ANS:- ইন্টারন্যাশনাল কোড অব বোটানিক্যাল নোমিনক্লেচার।

  1. ICZN-এর পুরো নাম কী?

ANS:- ইন্টারন্যাশনাল কোড অব জুলজিক্যাল নোমিনক্লেচার।

  1. Institute of Ayurvedic Studies and Research কোথায়?

ANS:- গুজরাটের জামনগরে।

  1. ‘মিনামাটা’ রোগের কারণ কী?

ANS:- পারদ।

  1. ‘ম্যারাসমাস রোগ’ কীসের অভাবে হয়?

ANS:- প্রোটিনের অভাবে।

  1. পৃথিবীর সবচেয়ে বড়ো অমেরুদণ্ডী প্রাণী কোনটি?

ANS:- জায়ান্ট স্কুইড।

  1. PVC কথার অর্থ কী?

ANS:- পলি ভিনাইল ক্লোরাইড।

  1. Dry-Cell-এর অ্যানোড কী দিয়ে তৈরি?

ANS:- Zinc.

  1. ওজোন স্তর নষ্ট করে এরূপ একটি পদার্থ?

ANS:- CFC.

  1. প্লাটিনাম হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কী বলে?

ANS:- অন্তধৃতি।

  1. সীসা বা পেট্রোল দহনে কোন ধাতু পরিবেশ দূষণ করে?

ANS:- লেড।

  1. কৃত্রিম মৌলিক পদার্থটির নাম কী?

ANS:- প্লুটোনিয়াম।

  1. কোন যৌগকে সামান্য উত্তপ্ত করলে O2 পাওয়া যায়?

ANS:- মারকিউরিক অক্সাইড।

  1. একটি টেপ রেকর্ডারের ফিতা কী দিয়ে প্রলেপ দেওয়া হয়?

ANS:- ফেরোম্যাগনেটিক পাউডার।

Food SI Questions and Answers

  1. কী থেকে রেয়ন প্রস্তুত করা হয়?

ANS:- সেলুলোজ থেকে।

  1. নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোষের নাম বল?

ANS:- সীভনল।

  1. উদ্ভিদ দেহের মৃত কলা কোনটি?

ANS:- ফ্লোয়েম তন্তু।

  1. প্যাসিনিয়ান করপাসল্‌ কী?

ANS:- ত্বকে অবস্থিত চাপ গ্রাহক।

  1. নোবেলস্ সেফটি পাওয়ার কী?

ANS:- ডিনামাইট।

  1. প্যানকেক ল্যাণ্ডিং কী?

ANS:- ইঞ্জিন গোটানা অবস্থায় বিমানের জরুরি অবতরণ।

  1. কে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা?

ANS:- দ্বিতীয় পুলকেশী।

  1. 1905 সালে কাশীতে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে কে সভাপতির পদ অলংকৃত করেন?

ANS:- গোপাল কৃষ্ণ গোখলে।

  1. কোন সালে কলকাতায় প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল?

ANS:- 1886 সালে।

  1. 1934 সালের মুম্বই অধিবেশনে কংগ্রেস সভাপতি কে ছিলেন?

ANS:- ডঃ রাজেন্দ্রপ্রসাদ।

  1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে?

ANS:- পুণা ৷

  1. কলকাতায় কোন সালে কংগ্রেসের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়?

ANS:- 1920 সালে।

  1. কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?

ANS:- মুম্বইয়ে।

  1. ‘বৃহত্তর ভারত’ নামে পরিচিত কোন দেশ?

ANS:- দক্ষিণ-পূর্ব এশিয়া।

  1. কোন যুগে আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল?

ANS:- নব্যপ্রস্তর যুগে।

  1. ’আইহোল প্রশস্তি’ কে রচনা করেন?

ANS:- রবিকীর্তি।

  1. ‘এলাহাবাদ প্রশস্তি’-তে কার অনুশাসন আছে?

ANS:- সমুদ্রগুপ্তের।

  1. ‘বাঘাযতীন’ কার ছদ্মনাম?

ANS:- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

  1. ‘অভিনব ভারত’ কে প্রতিষ্ঠা করেন?

ANS:- দামোদর বিনায়ক সাভারকার।

  1. আলিগড় আন্দোলনের প্রবর্তক কে?

ANS:- সৈয়দ আহমেদ খাঁ।

  1. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ANS:- অক্ষয়কুমার দত্ত।

  1. ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করে?

ANS:- 1916 সালে।

  1. বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কী?

ANS:- পুরন্দর।

  1. তাম্রলিপ্ত কার সঙ্গে সম্পর্কিত?

ANS:- হর্ষবর্ধন।

  1. আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?

ANS:- গাম্বিয়া।

  1. ‘কন্টিনেন্টাল ড্রিফ্‌ফ্ট’ কী?

ANS:- মহাদেশীয় সঞ্চালন।

  1. ‘প্রোটেস্টান্ট রোম’ নামে পরিচিত কোন জায়গা?

ANS:- জেনেভা।

  1. ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ কোন দেশের প্রাচীন নাম?

ANS:- ইন্দোনেশিয়ার।

  1. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী?

ANS:- ওজোস ডেল সালাডো (২২,৬১৫ ফুট)।

  1. এটনা কী ও কোথায় রয়েছে?

ANS:- আগ্নেয়গিরি, সিসিলি দ্বীপে।

Food SI Exam 2023 Questions and Answers

  1. আর্জেন্টিনা কথার অর্থ কী?

ANS:- রূপার দেশ।

  1. কুয়ালালামপুর কোন দুটি নদীর সঙ্গম স্থলে?

ANS:- কেলাং ও গোম্বক।

  1. বাংলাদেশে পদ্মা ও ব্রহ্মপুত্র নদ মিলনের পর কী নামে পরিচিতি পেয়েছে?

ANS:- মেঘনা।

  1. নিপার নদী কোন সাগরে পড়েছে?

ANS:- কৃষ্ণসাগরে।

  1. মৃত্যু শয্যায় শুয়ে কে বলেছিলেন, ‘নৌকা ডুবছে তবু আমি সূর্যোদয় দেখব’?

ANS:- ভগিনী নিবেদিতা।

  1. ভাস্কো-দা-গামা যে জাহাজে চড়ে ভারতে এসেছিলেন তার নাম কী?

ANS:- সার্ড দ্রাব্রিয়েল।

  1. সিরিয়ার আগের নাম কী?

ANS:- আরান।

  1. বিড়লা প্লানেটোরিয়াম কোন সৌধের আদলে তৈরি?

ANS:- সাঁচী স্তূপের।

  1. ভূটানের বিমান পরিবহন সংস্থার নাম কী?

ANS:- ড্রুক এয়ার।

  1. ‘পারিবারিক ইতিহাস’ নিয়ে পড়াশুনাকে কী বলে?

ANS:- জেনোলজি।

  1. গ্রীকরা কোন জিনিসকে স্বর্গের প্রাসাদে যাওয়ার রাস্তা বলতেন?

ANS:- ছায়াপথকে।

  1. ইউক্রোরি সাইড কী?

ANS:- পত্নীহত্যা।

  1. ক্রায়োজনিক চুক্তি কী?

ANS:- মিসাইল তৈরি করার উপর নিষেধাজ্ঞা জারি করা।

  1. মানবিক কাজকর্মের জন্য মৌলানা আবদুস সাত্তার কী নামে পরিচিত?

ANS:- ফাদার টেরেসা।

  1. ক্রিকেটে প্লেয়ার অফ স্পেকট্ৰেকলম কাকে বলা হয়?

ANS:- দুই ইনিংসেই শূন্য রান করলে।

  1. ক্রিকেটে কিং পেয়ার কথাটির অর্থ কী?

ANS:- ইনিংসেই প্রথম বলে আউট হয়ে যাওয়া।

  1. ক্রিকেটের পরিভাষায় গ্রেভ ডি গার্স কাদের বলা হয়?

ANS:- মিডল অর্ডার ব্যাটসম্যানদের।

  1. ট্রায়থলন কোন তিনটি খেলার সমাহার?

ANS:- সাইক্লিং, সাঁতার এবং দৌড়।

  1. ক্যারাটের জীবন্ত ঈশ্বর’ কাকে বলা হয়?

ANS:- ইয়ামানুচিকে।

  1. অলিম্পিকের তিন নীতি বাক্য ‘সিটিয়াস, অলটিয়াস ও ফরটিয়াস’ – এর স্রষ্টা কে?

ANS:- ফাদার দিদোঁ।

WBPSC Food SI Practice Set 19 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 19 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 19 Download Link:-

WBPSC Food SI Practice Set 19 Download Link Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here