WBPSC Food SI Practice Set 18 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set 18 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 18 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

 

WBPSC Food SI Practice Set 18

 

  1. ইয়েলো ফিভার কী?

ANS:- এক প্রকার জ্বর।

  1. নিউরোপ্লাজম কী?

ANS:- স্নায়ুকোশের সাইটোপ্লাজম।

  1. স্নায়ুকোশের নিউক্লিয়াস কোথায় থাকে?

ANS:- কোশদেহে।

  1. অ্যাক্সনের বাইরের আবরণীকে কী বলা হয়?

ANS:- অ্যাক্সোলেমা।

  1. অ্যাক্সনস্থিত সাইটোপ্লাজমকে কী বলা হয়?

ANS:- অ্যাক্সোপ্লাজম।

  1. CNS পুরো নাম কী?

ANS:- সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।

  1. CSF-এর পুরো নাম কী?

ANS:- সেরিব্রোস্পাইনাল ফ্লুইড।

  1. মস্তিষ্কের কোন অংশে পারকিনজি কোশ থাকে?

ANS:- সেরিবেলাম।

  1. একটি চেষ্টীয় স্নায়ু হল-

ANS:- অকিউলোমোটর।

  1. স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধককে কাকে বলা হয়?

ANS:- অ্যাক্সন।

  1. মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কী?

ANS:- গুরুমস্তিষ্ক।

  1. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরকের নাম কী?

ANS:- মেনিনজেস।

  1. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?

ANS:- লঘুমস্তিষ্ক বা সেরিবেলাম।

  1. হাইপোথ্যালামাস মস্তিষ্কের কোন অংশ ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে?

ANS:- সুষুম্নাশীর্ষক।

  1. ক্ষুদ্রতম করোটি স্নায়ু নাম কী?

ANS:- ট্রকলিয়ার স্নায়ু।

WBPSC Food SI Practice Set

  1. স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে?

ANS:- সুষুম্নাকাণ্ড।

  1. ভারতীয় রাজনীতিতে ‘দ্য ফার্স্ট কমনার’ কাকে বলে?

ANS:- লোকসভার স্পিকারকে।

  1. কোন দেশের মানুষ শুধু শিস দিয়ে কথা বলেন?

ANS:- ক্যানারি দ্বীপপুঞ্জের অধিবাসীরা।

  1. পৃথিবীতে প্রথম পুলিশি ব্যবস্থা কোথায় চালু হয়?

ANS:- ইংল্যান্ডে।

  1. ‘চিকানো-ইংলিশ’ কী?

ANS:- মেক্সিকান আমেরিকানরা যে ইংরাজিতে কথা বলেন।

  1. ‘জ্যাম-ই’ কী?

ANS:- ওয়েস্ট ইন্ডিজের জামাইকার ব্যবহৃত ইংরাজি।

  1. জাপানি ভাষা কোন লিপিতে লেখা হয়?

ANS:- কানা লিপি।

  1. এস্কিমোদের ভাষার দুইটি রূপ কী কী?

ANS:- ইয়াক এবং ইন।

  1. ‘অলচিকি’ কী?

ANS:- সাঁওতালি লিপি।

  1. কোনো দেশ ছাড়া আর কোন সংস্থা ডাক টিকিট প্রকাশ করে?

ANS:- রাষ্ট্রপুঞ্জ।

  1. কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম থাকে না?

ANS:- ব্রিটেন।

  1. অস্ট্রিয়ার সরকারি ভাষা কী?

ANS:- জার্মান।

  1. আফগানিস্তানের সরকারি ভাষা কী?

ANS:- পুশতো এবং দারি।

  1. মহিলা কমিশনের কোন সদস্য পরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন?

ANS:- ক্লিমেন্ট এটলি।

  1. হিটলারের গোপন পুলিশি বাহিনীর নাম কী?

ANS:- গেস্টাপো।

  1. লেনিনের প্রকৃত নাম কী?

ANS:- ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।

  1. একমাত্র কোন ব্যক্তিকে ‘মরণোত্তর নোবেল শান্তি’ দেওয়া হয়েছে?

ANS:- রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব ড্যাগ হ্যামার শিল্ডকে।

  1. ‘দ্য থিংকা’ কোন ভাস্করের কীর্তি?

ANS:- অগস্ত রদ্যা।

  1. ‘লুরিয়াভস্কা’ কী?

ANS:- মস্কোর কুখ্যাত কারাগার।

  1. দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কী?

ANS:- গন্ধর্বনারায়ণ মিত্র।

WBPSC Food SI GK Practice Set

  1. ফার্সী ভাষায় রামায়ণ কে রচনা করেন?

ANS:- বদায়ুনী।

  1. কে বলেছিলেন, ‘ঈশ্বর আমাকে বন্দুকের হাত থেকে বাঁচান, শত্রুদের আমি নিজেই দেখে নেব’?

ANS:- ভলতেয়ার।

  1. সাহিত্যে কোন দেশের কোন প্রধানমন্ত্রী নোবেল পান?

ANS:- ইংল্যান্ডের উইনস্টন চার্চিল।

  1. ‘ও ক্যালকাটা’ কার লেখা?

ANS:- কেনেথ টিনান।

  1. শেক্সপীয়রের স্ত্রীর নাম কী?

ANS:- অ্যান হ্যানাওয়ে।

  1. ‘লিজেন্ড’ কার আত্মজীবনীর নাম?

ANS:- নেপোলিয়ন বোনাপার্ট।

  1. ‘জ্ঞানপীঠ’ পুরস্কার কে প্রচলন করেন।

ANS:- শান্তিপ্ৰসাদ জৈন।

  1. ‘কাস্তে কবি’ কে?

ANS:- দীনেশ দাস।

  1. ‘ডায়েরী 1996’ কার আত্মজীবনী?

ANS:- কার্ল লুইস।

  1. ‘এ নেটিভ’ ছদ্মনামে কে লিখতেন?

ANS:- মধুসূদন দত্ত।

  1. শঙ্কু মহারাজের আসল নাম কী?

ANS:- কমল গুহ।

  1. ‘ফ্রিডম্স ডটারস্’ (Freedom Daughter’s) বইটির সম্পাদক কে –

ANS:- সোনিয়া গান্ধী।

  1. ‘ফল অফ আ স্প্যারো’ কার আত্মজীবনী?

ANS:- পক্ষী বিশারদ সেলিম আলির।

  1. ‘দ্য সিক্রেট অফ চাইল্ড’ কে লিখেছেন?

ANS:- মারিয়া মন্তেসরী।

  1. ’বোতল পুরাণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে ছিলেন?

ANS:- দাদাঠাকুর।

Food SI Questions and Answers

  1. কলকাতার ফুটবলে ‘বড়ো মিঞা’ কাকে বলা হয়?

ANS:- মহঃ হাবিবকে।

  1. খেলার জগতে ‘লৌহ মানবী’ কাকে বলা হয়?

ANS:- মাটিনা নাভ্রাতিলোভা।

  1. বিশ্বকাপ ফুটবলের উদ্যোক্তা কে?

ANS:- মঁসিয়ে জুলে রিমে।

  1. কোন দেশের জাতীয় ফুটবল দলকে ‘লাল শয়তান’ বলে?

ANS:- বেলজিয়াম।

  1. ‘মরুভূমির পেলে’ কাকে বলা হয়?

ANS:- সৌদি আরবের মনিদ আবদুল্লা।

  1. ভূটানের জাতীয় খেলা কী?

ANS:- তিরন্দাজি।

  1. একদিনের ক্রিকেটে ফিল্ডিং সারকেল কার পরিকল্পনা?

ANS:- টনি গ্রেগের।

  1. ‘আদুবে’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ANS:- দাবা।

  1. কপিল দেবের ডাক নাম কী?

ANS:- কুক্কু ৷

  1. মেয়েদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপের ট্রফিটির নাম কী?

ANS:- জ্যাক হেওয়ার্ড ট্রফি।

  1. ‘হাজার মুখের মানুষ’ কাকে বলা হত রূপসজ্জার রাজা?

ANS:- লন চ্যানিকে।

  1. ‘ডিজনি ল্যান্ড’ আসলে কী?

ANS:- ক্যালিফোর্নিয়ার এক বিনোদন উদ্যান।

  1. শেক্সপীয়রের সময় লন্ডনের বিখ্যাত থিয়েটার হলটির নাম কী?

ANS:- গ্রোব থিয়েটার।

  1. মিকি মাউসকে নিয়ে প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?

ANS:- স্টিমবোট উইলি।

  1. মিকি মাউসের আসল নাম কী?

ANS:- মার্টিনার।

  1. মিকি মাউস চরিত্রে প্লে-ব্যাকে প্রথম কার গলা শোনা যায়?

ANS:- ওয়াল্ট ডিজনির নিজের গলা।

  1. ওয়াল্ট ডিজনির উড়ুক্কু হাতিটির নাম কী?

ANS:- ডাম্বো।

  1. ওয়াল্ট ডিজনির ‘আলাদিন’ ছবিতে খলনায়ক চরিত্রের নাম কী?

ANS:- উজির জাফর।

  1. জন, পল, জর্জ ও রিঙ্গো – এরা কারা?

ANS:- ওয়াল্ট ডিজনির ’জাঙ্গল বুক’ ছবির বানরের নাম।

  1. ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিতে ভূতের রাজার কণ্ঠস্বরটি কার?

ANS:- সত্যজিৎ রায়ের নিজের।

  1. চ্যাপলিনের আত্মজীবনীমূলক ছবি কোনটি?

ANS:- লাইফ টাইম ।

  1. কোন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে কবিগুরু ‘মোহর’ নামে ডাকতেন?

ANS:- কনিকা বন্দ্যোপাধ্যায়।

  1. কোন ছবিতে অভিনেত্রী শাবানা আজমি নিজের কণ্ঠে চারখানা গান গেয়েছেন?

ANS:- আঞ্জুমান।

  1. ‘A passage to India’ ছবিতে কোন বাঙালি অভিনেতা অভিনয় করেছেন?

ANS:- ভিক্টর ব্যানার্জী।

  1. উত্তম কুমারের আসল নাম কী?

ANS:- অরুণ কুমার চট্টোপাধ্যায়।

  1. ‘সুপার ম্যান’ ছবিতে সুপার ম্যানের অভিনয় কে করেছেন?

ANS:- ক্রিস্টোফার রিভ।

  1. ‘সবারে জানি আমি’ কোন বিখ্যাত অভিনেত্রীর আত্মজীবনী।

ANS:- কানন দেবী।

  1. মার্কিন দেশের মুক্তি সংগ্রামে বিখ্যাত সেই গান We shall overcome কার রচিত?

ANS:- পিট সিগার।

  1. রবীন্দ্রনাথ কোন গায়িকাকে ‘সুরশ্রী’ উপাধি দিয়েছিলেন?

ANS:- কেশরবাঈ।

  1. চলচ্চিত্রের কোন দুই প্রধান ব্যক্তিত্ব অক্সফোর্ডের অনারারি ডি. লিট উপাধি পেয়েছেন?

ANS:- চার্লি চ্যাপলিন এবং সত্যজিৎ রায় ।

Food SI Exam 2023 Questions and Answers

  1. বিখ্যাত গায়ক কুমার শানুর আসল নাম কী?

ANS:- কেদার ভট্টাচার্য।

  1. অভিনেতা মিঠুন চক্রবর্তীর আসল নাম কী?

ANS:- গৌরাঙ্গ চক্রবর্তী।

  1. ‘দাদামণি’ নামে কোন অভিনেতা পরিচিত?

ANS:- অশোক কুমার।

  1. ‘গোরা’ ছবির সুরকার কে?

ANS:- কাজী নজরুল ইসলাম।

  1. ‘ফিনিক্স পুরস্কার’ কীসের সাথে যুক্ত?

ANS:- যাদুবিদ্যা।

  1. LAMP কথাটির পুরো নাম কী?

ANS:- লিবারেল অ্যাসোসিয়েশন ফর দ্য মুভমেন্ট অফ পিপল।

  1. কলকাতা পুলিশের ডগ স্কোয়ার্ডের প্রথম আলোড়ন সৃষ্টিকারী কুকুর দুটির নাম কী?

ANS:- লাকি ও মিতা।

  1. পৃথিবীর সব থেকে বড় জাহাজ কোনটি?

ANS:- সিওয়াইজ জায়েন্ট বা জারে ভিকিং বা নক নেভিস।

  1. কোন শহরকে ‘অরেঞ্জ মিট অফ ইন্ডিয়া’ বলা হয়?

ANS:- নাগপুরকে।

  1. কোন প্রাণীর 11 টি মস্তিষ্ক?

ANS:- রেশম গুটি পোকার।

  1. ‘স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব’ কীসের স্লোগান?

ANS:- ফরাসি বিপ্লবের।

  1. ‘ফেরোমেন’ কী?

ANS:- পিঁপড়ের শরীর থেকে নিঃসৃত হরমোন।

  1. ভারতের কোন বিজ্ঞানী উদ্ভিদের ক্রোমোজোম নিয়ে গবেষণা করে ‘পদ্মভূষণ’ উপাধি পেয়েছেন?

ANS:- অৰ্চনা শৰ্মা ।

  1. আলোর গতি কে আবিষ্কার করেন?

ANS:- ওলাস রোমার।

  1. প্লাস্টিকের উদ্ভাবক কে?

ANS:- আলেকজাণ্ডার পার্কস।

  1. ‘আলফা ক্যানিস মাজোরিস’ কী?

ANS:- উজ্জ্বলতম তারা।

  1. পৃথিবীর সূর্য ঘড়িটি কোথায় রয়েছে, তার নাম কী?

ANS:- ভারতের জয়পুরে, সম্রাট যন্ত্র।

  1. ‘উড-স্পিরিট’ কী?

ANS:- মিথাইল অ্যালকোহল।

  1. ‘পায়োনোমিটার’ কী?

ANS:- মাটি, পাথর বা খনিজ কণার আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপার যন্ত্র।

  1. ‘ম্যাগনেটোস্ফিয়ার’ কী?

ANS:- পৃথিবীর বায়ুমণ্ডলের সবথেকে উপরের অংশ।

WBPSC Food SI Practice Set 18 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 18 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 18 Download Link:-

WBPSC Food SI Practice Set 18 Download Link Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *