WBPSC Food SI Practice Set 23 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set 23 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট 23 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে। WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 23

  1. অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে?

Ans:- নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড।

  1. একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও?

Ans:- পলিইথিলিন।

  1. কৃত্রিম পলিমারের মনোমারের নাম কী?

Ans:- ইথিলিন।

  1. সরলতম অ্যালকনের নাম কী?

Ans:- মিথেন।

  1. অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপাদনকে কী বলা হয়?

Ans:- নাইট্রিফিকেশন।

  1. Welding-এর জন্য উচ্চ উষ্ণতা সৃষ্টিকারী অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে কোন জৈব যৌগটি ব্যবহৃত হয়?

Ans:- অ্যাসিটিলিন।

  1. PVC-এর পুরো নাম কী?

Ans:- পলি ভিনাইল ক্লোরাইড।

  1. কার্বন ডাই-অক্সাইডের অভাবে কোন গ্যাসের উৎপত্তি বন্ধ হয়ে যায়?

Ans:- অক্সিজেন গ্যাস।

  1. সর্বাপেক্ষা তড়িৎ সুপরিবাহী ধাতু কোনটি?

Ans:- সিলভার (100), তারপর কপার (97) ও সোনা (76)।

  1. বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?

Ans:- ব্যারোমিটার।

WBPSC Food SI Practice Set

  1. বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কী?

Ans:- অ্যানিমোমিটার।

  1. নিকেল স্টীলে কত শতাংশ নিকেল থাকে?

Ans:- 3.25 শতাংশ।

  1. উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ দেখা যায় কীসের অভাবে?

Ans:- ম্যাগনেসিয়াম এর অভাবে।

  1. কোন পদার্থকে তিনটি ভৌত অবস্থায় পাওয়া যায় না?

Ans:- ক্যালসিয়াম অক্সাইড।

  1. ম্যালাকাইট কোন ধাতুর প্রধান আকরিক?

Ans:- তামা।

  1. শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন জীবাণু বাস করে?

Ans:- রাইজোবিয়াম।

  1. রেচন কী?

Ans:- অপচিতি বিপাক।

  1. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে?

Ans:- নোনা মাটিকে।

  1. আলোক এবং তাপমাত্রার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের ব্যাপ্তি চলনকে কী বলে?

Ans:- নিক্‌টিন্যাস্টি।

  1. হাঁসের পালক জলে ভেজে না কেন?

Ans:- তৈলাক্ত থাকে বলে।

  1. মাছ কীসের সাহায্যে জলে নিজের ভারসাম্য রক্ষা করে?

Ans:- পটকার সাহায্যে।

  1. উড়ন্ত গিরগিটিকে কী বলে?

Ans:- ড্রাকো।

  1. কোন গাছের পাতায় সিস্টোলিথ থাকে?

Ans:- বটগাছের পাতায়।

  1. প্ল্যানেরিয়ার রেচন অঙ্গ কী?

Ans:- ফ্লেমকোষ।

  1. দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?

Ans:- প্লীহা।

WBPSC Food SI Practice Set

  1. অনেক সময় মূত্রের রং হলুদ হয় কেন?

Ans:- পিত্তরসে বিলিরুবিনের উপস্থিতির জন্য।

  1. লেবুতে কোন ভিটামিন সর্বোচ্চ পরিমাণে থাকে?

Ans:- Vitamin C.

  1. ভারতে ডিজেল রেল ইঞ্জিন তৈরি করা হয় কোথায়?

Ans:- বেনারসে। 

  1. মনট্রিল কোন নদীর তীরে অবস্থিত?

Ans:- অটোয়া।

  1. মুন্ডা উপজাতি কোন রাজ্যে দেখা যায়?

Ans:- বিহারে।

  1. ম্যাককিনলে কী?

Ans:- একটি পর্বতশীর্ষ।

  1. এন্নোর বন্দর কোথায় অবস্থিত?

Ans:- তামিলনাড়ুতে।

  1. মুর্শিদকুলি খাঁ কবে বাংলার সুবেদার হন?

Ans:- 1701 সালে।

  1. ভারতে মিলেট গবেষণাগার কোথায় রয়েছে?

Ans:- যোধপুর (রাজস্থান)।

  1. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

Ans:- ষষ্ঠ।

  1. ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত?

Ans:- কাশাড়গড়ে।

  1. নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?

Ans:- আসামে।

  1. ‘বাংলার দুঃখের নদী’ কাকে বলা হয়?

Ans:- দামোদরকে।

  1. পান্নালাল ঘোষ কীসের সঙ্গে যুক্ত?

Ans:- বাঁশি।

  1. নরওয়ের মুদ্রার নাম কী?

Ans:- ক্রোনার।

Food SI Questions and Answers

  1. আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত?

Ans:- সবরমতি।

  1. সমুদ্রের জলে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবকে কী বলে?

Ans:- প্ল্যাংকটন।

  1. ‘কত্থক’ নাচ কোন অঞ্চলের সাথে যুক্ত?

Ans:- উত্তর ভারত।

  1. কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

Ans:- 261 খ্রিস্টপূর্ব (B.C.)।

  1. টিন উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?

Ans:- মালয়েশিয়া।

  1. মালাক্কা প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

Ans:- সুমাত্রা ও মালয়েশিয়া।

  1. সর্ববৃহৎ চিড়িয়াখানা কোথায় অবস্থিত?

Ans:- কলকাতাতে।

  1. ওভাল গ্রাউন্ড কোথায় অবস্থিত?

Ans:- লন্ডনে।

  1. কয়ালী তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?

Ans:- গুজরাটে।

  1. প্রথম বাদ্যযন্ত্র কোনটি?

Ans:- Shepherd’s Pipe.

  1. কে প্রথম ইংল্যান্ডের মহিলা প্রধানমন্ত্রী হন?

Ans:- মার্গারেট থ্যাচার।

  1. ‘Labour Problem in Indian Industry’ নামে একটি বই লিখেছিলেন এবং ভারতের রাষ্ট্রপতি পদও অলংকৃত করেছিলেন, তিনি কে?

Ans:- ভি. ভি. গিরি।

  1. কে সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন?

Ans:- ম্যাজিলন।

  1. কোন মহিলা প্রথম হিলালয়ের চূড়ায় আরোহণ করেন?

Ans:- শ্রীমতী জুনকো তাবেই।

  1. কে প্রথম দু’বার হিমালয়ের চূড়ায় আরোহণ করেন?

Ans:- নাউআং গোম্বু।

  1. কোন দেশ সর্বপ্রথম চাঁদে মানুষ অবতরণ করাতে সক্ষম?

Ans:- আমেরিকা।

  1. কোন মহাকাশযান সর্বপ্রথম চন্দ্রের কক্ষপথে পরিক্রমণ করে?

Ans:- রাশিয়ার লুনার-10.

  1. কে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রী হন?

Ans:- স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা।

  1. প্রথম মহিলা মহাকাশ যাত্রী কে?

Ans:- ভ্যালেনটিনা টেরেসকোভা।

  1. কে প্রথম মহাকাশযানে পায়চারি করেন?

Ans:- আমেরিকার এডওয়ার্ড হোয়াইট।

Food SI Questions and Answers

  1. মুসোলিনীর প্রকৃত নাম কী ছিল?

Ans:- বেনিটো।

  1. হনসু দ্বীপের হিডা পর্বতকে কী বলে?

Ans:- জাপানি আল্পস।

  1. চীনের সর্বপ্রধান বন্দর কোনটি?

Ans:- সাংহাই।

  1. সিরো-কিউমুলাস মেঘ কী দিয়ে গঠিত হয়?

Ans:- অতি ক্ষুদ্র তুষারকণা দিয়ে।

  1. ‘মারডেকা কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?

Ans:- ফুটবল।

  1. বিশ্বের বৃষ্টিবহুল স্থান কোনটি?

Ans:- চেরাপুঞ্জি।

  1. মনসবদারী প্রথা চালু করেন কে?

Ans:- আকবর।

  1. পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি?

Ans:- পামীর।

  1. ভারতের ‘খনিজ ভাণ্ডার’ কাকে বলা হয়?

Ans:- ছোটনাগপুর মালভূমি।

  1. নন্দ বংশের শেষ রাজা কে?

Ans:- ধননন্দ।

  1. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য ভূমিদান করেন কে?

Ans:- আকবর।

  1. ‘অব্যক্ত’ কার লেখা?

Ans:- জগদীশ চন্দ্র বসুর।

  1. নাগাল্যান্ডের সরকারি ভাষার নাম কী?

Ans:- ইংরাজি।

  1. ক্রিপস্ মিশন কবে ভারতে আসে?

Ans:- 1942 সালে।

  1. কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?

Ans:- পৃথিবীকে।

  1. ‘ভারতনাট্যম’ নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

Ans:- কেরালা এবং তামিলনাড়ু।

  1. নিকলো কন্টি কার আমলে ভারতে আসেন?

Ans:- দ্বিতীয় দেবরায়।

  1. ‘হে রাম’ উক্তিটি কার?

Ans:- মহাত্মা গান্ধীর।

  1. ‘Central Fuel Research Institute’ কোথায় অবস্থিত?

Ans:- ধানবাদে।

  1. ‘As you like it’ গ্রন্থটির রচয়িতা কে?  

Ans:- উইলিয়াম শেক্সপীয়র।

WBPSC Food SI Practice Set

  1. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?

Ans:- 1527 সালে বেনারসে।

  1. বেরিং প্রণালী কাদের পৃথক করেছে?

Ans:- এশিয়া এবং উত্তর আমেরিকাকে।

  1. কোন দেশে সব থেকে বেশি রূপা উৎপাদন হয়?

Ans:- মেক্সিকো।

  1. ‘নাগিন হ্রদ’ কোথায় অবস্থিত?

Ans:- শ্রীনগরে।

  1. বাংলা সাহিত্যে ‘বীরবল’ নামে কে পরিচিত?

Ans:- প্রমথ চৌধুরী সৈয়দ।

  1. মুসলমান সাহিত্য সমাজ স্থাপন করেছিলেন কে?

Ans:- আমির আলি।

  1. ‘কালাহারি’ মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

Ans:- আফ্রিকা।

  1. রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

Ans:- কপুরথালাতে।

  1. ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ প্রথম?

Ans:- কানাডা।

  1. পৃথিবীতে প্রথম কোন দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল?

Ans:- রাশিয়ায়।

  1. কোন দেশের সবথেকে ভালো জমি সুরক্ষা ব্যবস্থা আছে?

Ans:- সুইজারল্যান্ড।

  1. প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী কে হন?

Ans:- সুচেতা কৃপালিনী।

  1. ভারতের অভিলেখ আদালত কোনটি?

Ans:- সুপ্রিমকোর্ট।

  1. সুপ্রিমকোর্টে আপিল করা যায় না কোন আদালতের রায়ের বিরুদ্ধে?

Ans:- সামরিক আদালতের।

  1. ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত কোনটি?

Ans:- সুপ্রিমকোর্ট।

  1. সুপ্রিমকোর্টের কোন এলাকা হাইকোর্টের নেই?

Ans:- পরামর্শদান এলাকা।

  1. হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত?

Ans:- 62 বছর।

  1. রাজ্য বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা কত?

Ans:- 500 টি।

  1. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে?

Ans:- 1951 সালে।

  1. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন, ভাতা কি পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ?

Ans:- না।

WBPSC Food SI Practice Set 23 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট 23 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 23 Download Link:-

WBPSC Food SI Practice Set 23 Download LinkClick Here
WBPSC Food SI Full Practice SetClick Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *