WBPSC Food SI Practice Set 22 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set 22 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 22 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে। WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 22

  1. পৃথিবীতে কে সবচেয়ে বেশি রক্ত দান করেন?

ANS:- ফরাসি দেশের জোসেফ এলমালে।

  1. পৃথিবীতে সবচেয়ে বেশি দৈহিক ওজনের লোক কে ছিলেন?

ANS:- আমেরিকান মিলস্ ডারডেন।

  1. পৃথিবীতে প্রাচীনতম ফুলের ফসল কোথায় পাওয়া গেছে?

ANS:- আমেরিকায়।

  1. সৌদি আরবের সবচেয়ে বড় তৈলখনির নাম কী?

ANS:- ঘাওয়ার।

  1. পৃথিবীতে সবচেয়ে বড় ও বিখ্যাত অভিধানের এক ক্ষুদে সংস্করণ কোথায় প্রকাশিত হয়?

ANS:- লন্ডনে।

  1. পৃথিবীর সবচেয়ে বড় ও দামী ক্যামেরা কোথায় বানানো হয়েছিল?

ANS:- ইংল্যান্ডে।

  1. পৃথিবীর কোথাকার বর্ণমালার বর্ণ সংখ্যা অন্যান্য দেশের বর্ণমালার তুলনায় বেশি?

ANS:- কাম্পুচিয়ার।

  1. পাখির এমন কোন অঙ্গ আছে যার দ্বারা পাখি নিজের শরীর হাল্কা রাখে ও প্রয়োজনে শ্বাসক্রিয়া চালায়?

ANS:- বায়ুথলি।

  1. কখন ‘দৈনিক টেলিগ্রাফ’ প্রথম প্রকাশিত হয়েছিল?

ANS:- 1885 খ্রিঃ।

  1. ‘Wye’ কী?

ANS:- গ্রেট ব্রিটেনের একটি নদী।

WBPSC Food SI Practice Set

  1. ‘সাদা সীসা’ কী?

ANS:- লেড কার্বোনেট।

  1. নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম কী?

ANS:- টেকটাম।

  1. একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখ?

ANS:- ব্যাসিলাস মাইকয়ডিস।

  1. অ্যামোনিয়া থেকে নাইট্রেট ও নাইট্রাইট সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কী বলে?

ANS:- নাইট্রিফিকেশন।

  1. একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী জীবাণুর নাম লেখ?

ANS:- অ্যাজোটোব্যাকটর ও কসট্রিডিয়াম।

  1. নাইট্রোজেনযুক্ত একটি সারের নাম লেখ?

ANS:- ইউরিয়া।

  1. উদ্ভিদ তার প্রয়োজনীয় নাইট্রোজেন কোথায় থেকে সংগ্রহ করে?

ANS:- মাটি।

  1. অ্যামিনোফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াদের কী বলা হয়?

ANS:- অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া।

  1. দুটি শিম্বগোত্রীয় উদ্ভিদের নাম লেখ?

ANS:- সোয়াবিন, মটর।

  1. নাইট্রোজেন আবদ্ধকারী দুটি শৈবাল কী কী?

ANS:- অ্যানাবিনা ও নস্টক।

  1. বায়ুতে নাইট্রোজেনের স্বাভবিক পরিমাণ কত?

ANS:- ৭৭.১৭%।

  1. বায়ুর নাইট্রোজেনের মূল উৎস কী?

ANS:- N2– যুক্ত অজৈব সার।

  1. মাটিতে নাইট্রোজেন কেমন অবস্থায় থাকে?

ANS:- নাইট্রেট ও নাইট্রাইট লবণ।

  1. নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পদ্ধতির নাম কী?

ANS:- হ্যাবার বশ।

  1. মটর গাছের মূলের অর্বুদে বসবাসকারী অণুজীবটির নাম কী?

ANS:- রাইজোবিয়াম।

Food SI Questions and Answers

  1. নাইট্রোজেন অক্সাইডগুলির মধ্যে প্রধান বায়ুদুষক অক্সাইডগুলির নাম কী কী?  

ANS:- NO এবং NO2.

  1. একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম লেখ?

ANS:- অ্যাজোটোব্যাকটর।

  1. কোন মৌলের স্ফুটনাঙ্ক সর্বাপেক্ষা কম?

ANS:- জেনন।

  1. কোন মৌল পারমাণবিক চুল্লীতে ব্যবহৃত হয়?

ANS:- ইউরেনিয়াম-235.

  1. আধুনিক ফটোগ্রাফির আবিষ্কর্তা কে?

ANS:- লুই ম্যাকুইস।

  1. কত খ্রিস্টাব্দে কে ইলেকট্রিক কারেন্ট আবিষ্কার করেন?

ANS:- 1960 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।

  1. পৃথিবীতে সবচেয়ে ক্ষুদে সাপ কোথায় দেখা যায়?

ANS:- বারবাডোজ।

  1. পৃথিবীতে সবচেয়ে লম্বা সাপের নাম কী?

ANS:- দক্ষিণ আমেরিকার কলম্বিয়া অঞ্চলের অ্যানাকোন্ডা।

  1. গাছপালাদের জন্য হাসপাতাল পৃথিবীর কোথায় আছে?

ANS:- জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বেথমান গার্ডেনে।

  1. ভারতীয় কোন বিজ্ঞানী আবিষ্কার করেন যে, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে গাছের উৎপাদন ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয়?

ANS:- জগদীশচন্দ্র বসু।

  1. কোন গাছ মৃদু যন্ত্র সঙ্গীত শুনলে তাড়াতাড়ি বেড়ে ওঠে?

ANS:- ডেইজি।

  1. পেলিকান কাকে বলে?

ANS:- জলের মুরগীকে।

  1. আইবেক্স কাকে বলে?

ANS:- বাঁকা শিং যুক্ত ছাগলকে।

  1. ক্যামিলিয়ান কী?

ANS:- গিরগিটি।

  1. হোমিওপ্যাথির প্রবক্তা কে?

ANS:- স্যামুয়েল ক্রিস্টিয়ান ফ্রেডরিক হ্যানিম্যান।

WBPSC Food SI Practice Set

  1. এশিয়া মহাদেশের সর্বাপেক্ষা উন্নত দেশের নাম কী?

ANS:- জাপান।

  1. কোন খনিজ পদার্থের অভাবে রক্ত তঞ্চনে বিঘ্ন ঘটে?

ANS:- ক্যালসিয়াম।

  1. ভারতের কোন সেনানায়ক আজীবন ‘ফিল্ড মার্শাল’ হিসেবে পরিগণিত হন?

ANS:- জেনারেল কে. এম. ক্যারিয়াপ্পা।

  1. কোন সেনাধ্যক্ষের কর্ম নিপুণতার জন্য ভারতের স্থলবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধাবাহিনী হিসেবে পরিগণিত হয়?

ANS:- জেনারেল কে. এম. ক্যারিয়াপ্পা।

  1. শিয়ালদহ স্টেশনের রেল লাইনের নকসা প্রথম তৈরি কে করেন?

ANS:- মার্ক ব্রুনেল।

  1. কত খ্রিস্টাব্দে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে প্রথম রেলগাড়ি চলাচল শুরু হয়?

ANS:- 1862 খ্রিঃ।

  1. কোন পারস্য দেশীয় রাজা রাজ্য শাসন ছাড়াও জ্যোতির্বিজ্ঞানে খ্যাতি লাভ করেন?

ANS:- উলুঘ বেগ।

  1. কোথায় এবং কে মাত্র চৌদ্দ বছর বয়সে স্নাতক হন?

ANS:- আমেরিকার ডঃ মেরিল কেনেথ উলফ।

  1. কোন দেশের শিশুদের গলা লম্বা করার জন্য তামার স্প্রিং পরিয়ে রাখা হতো?

ANS:- ব্রহ্মদেশে (ক্যারেন উপজাতি)।

  1. আলেকজাণ্ডার সুনঝানেৎসি কে?

ANS:- রাশিয়ার বিখ্যাত লেখক।

  1. একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফিল্ম ছেড়ে রাজনীতিতে নেমে পড়েন এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি কে?

ANS:- এন.টি.রামা রাও।

  1. Pearl Harbour কৰে আক্রান্ত হয়েছিল?

ANS:- 7th ডিসেম্বর,1941 সালে।

  1. বিখ্যাত সাংবাদিক খুশবন্ত সিং একসময় এক বিখ্যাত পত্রিকার সম্পাদক ছিলেন, তার নাম কী?

ANS:- দি ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া।

  1. ভারতের কোন প্রধানমন্ত্রী 14 নভেম্বর, 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

ANS:- জওহরলাল নেহেরু।

  1. 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর কোন ভারতীয় নেতা জন্মগ্রহণ করেন?

ANS:- মহাত্মা গান্ধী।

  1. কণিষ্কের রাজধানী কোথায় ছিল?

ANS:- পুরুষপুর বা পেশোয়ার।

  1. জৈনদের মতে কতজন তীর্থঙ্কর জৈন ধর্ম প্রচার করেন?

ANS:- 24 জন।

  1. জৈন ধর্মের মূল প্রবর্তক কে?

ANS:- পার্শ্বনাথ।

  1. কে ‘Rasaratnakara’ লেখেন?

ANS:- নাগার্জুন।

  1. নন্দাদেবী পর্বত কোথায় অবস্থিত?

ANS:- হিমালয় (গাড়োয়াল)।

Food SI Questions and Answers

  1. ‘Rabson’ কোথায় অবস্থিত?

ANS:- কানাডায়।

  1. ভিনিগারের রাসায়নিক নাম কী?

ANS:- অ্যাসেটিক অ্যাসিড।

  1. Siam -এর নতুন নাম কী?

ANS:- থাইল্যান্ড।

  1. লাক্ষাদ্বীপের প্রাচীন নাম কী?

ANS:- আমিনদিভি।

  1. ভারতে ‘নিউক্লিয়ার সায়েন্স’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

ANS:- ডঃ হোমি জাহাঙ্গীর ভাবা।

  1. পেন্টাগন কোথায় অবস্থিত?

ANS:- ওয়াশিংটন, আমেরিকা।

  1. কোন দেশ সবচেয়ে বেশি কোবাল্ট সাপ্লাই করে?

ANS:- জিম্বাবোয়ে।

  1. প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়?

ANS:- সুশ্রুতকে।

  1. গঙ্গার অপর নাম কী?

ANS:- ভাগীরথী।

  1. কৃত্রিম সিল্ক কে আবিষ্কার করেন?

ANS:- জোসেফ ডব্লু সোয়ান।

  1. ‘Diogo cam explore’ কাকে বলে?

ANS:- কঙ্গো নদীকে।

  1. কোন সময়ে ভগবান বুদ্ধের মৃত্যু হয়?

ANS:- 486 খ্রিঃ পূর্বাব্দে।

  1. ‘Uncle Vanya’-র লেখক কে?

ANS:- চেকভ।

  1. ‘Synthetic dyes’-এর আবিষ্কারক কে?

ANS:- উইলিয়াম পারকিন্স।

  1. STC কথাটির অর্থ কী?

ANS:- State Trading Corporation of India Ltd.

  1. জ্যামিতির জনক কাকে বলা হয়?

ANS:- Thales কে (যদি অপশনে ইউক্লিড না থাকে)।

  1. কবে পৃথিবীতে প্রথম কৃত্রিম উপায়ে বৃষ্টি ঘটানোর চেষ্টা সাফল্য লাভ করে?

ANS:- 1950 সালে ইসরায়েল।

  1. ‘চায়না ক্লে’ কাকে বলে?

ANS:- কেওলিনকে।

  1. মার্কিন সুপ্রিমকোর্ট কোন পদ্ধতি অনুসারে বিচারকার্য সম্পাদন করে?

ANS:- যথাবিহিত আইন পদ্ধতি অনুসারে।

  1. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত

ANS:- হেগ শহরে (Hague), হল্যান্ড।

  1. কোন সুপ্রিম কোর্ট মার্কিন সুপ্রিমকোর্ট ও বৃটেনের বিচার বিভাগের মধ্যবর্তী পর্যায়ে অবস্থিত?

ANS:- ভারতের সুপ্রিমকোর্ট।

  1. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কী ছিল?

ANS:- হরিলাল জে কানাইয়া।

  1. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী?

ANS:- শ্রীমতি ফতেমা বিবি।

  1. পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের চেয়ে ভারতের সুপ্রিমকোর্ট অধিক ক্ষমতায় অধিকারী – কে বলেছেন?

ANS:- কৃষ্ণস্বামী আয়ার।

  1. সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন হ্রাস পায় কখন?

ANS:- আর্থিক জরুরি অবস্থার সময়।

WBPSC Food SI Practice Set

  1. সুপ্রিমকোর্ট কোন ক্ষেত্রে লেখ জারি করতে পারে?

ANS:- মৌলিক অধিকার।

  1. রাষ্ট্রপতি কোন বিচারপতিকে পদচ্যুত করতে পারেন কীভাবে?

ANS:- সংসদে ইমপিচমেন্টের মাধ্যমে।

  1. ‘কেন্দ্র বনাম রাজ্য বা দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে বিরোধ’ সুপ্রিমকোর্টের কোন এলাকার মধ্যে পড়ে?

ANS:- মূল এলাকা।

  1. ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি?

ANS:- সুপ্রিমকোর্ট।

  1. সংবিধানের কত নং ধারায় সুপ্রিমকোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে?

ANS:- 124-147 নং ধারায়।

  1. সংবিধানের কত নং ধারায় প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে?

ANS:- 214 নং ধারায়।

  1. রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি?

ANS:- হাইকোর্ট।

  1. হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে?

ANS:- রাষ্ট্রপতি।

  1. দুটি রাজ্যের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে কে?

ANS:- সুপ্রিমকোর্ট।

  1. হাইকোর্ট কার অধীনে থেকে বিচারকার্য সম্পাদন করে?

ANS:- সুপ্রিমকোর্টের।

  1. কত নং ধারায় সুপ্রিমকোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে?

ANS:- 124 (1) নং ধারায়।

  1. সুপ্রিমকোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন কে?

ANS:- রাষ্ট্রপতি।

  1. মৌলিক অধিকার রক্ষা করে কে?

ANS:- বিচারব্যবস্থা।

  1. আইনের ব্যাখ্যা করে কোন বিভাগ?

ANS:- বিচারবিভাগ।

  1. কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন?

ANS:- 143 নং ধারা অনুযায়ী।

WBPSC Food SI Practice Set 22 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট 22 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 22 Download Link:-

WBPSC Food SI Practice Set 22 Download LinkClick Here
WBPSC Food SI Full Practice SetClick Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *