WBPSC Food SI Practice Set 24 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 24 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 24
- হাওড়া ও দিল্লির মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক কোনটি?
Ans:- NH19.
- ভারতে রেলবগি ও রেল ইঞ্জিন তৈরি হয় কোথায়?
Ans:- ম্যাঙ্গালোর,জামশেদপুর, চিত্তরঞ্জন, বারাণসী।
- লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় প্রধান কাঁচামালগুলি কী কী?
Ans:- আকরিক লৌহ,ম্যাঙ্গানিজ এবং ডলোমাইট।
- পেট্রো-রাসায়নিক শিল্পে কোন কাঁচামাল প্রয়োজন?
Ans:- খনিজ তেল।
- IISCO-এর সম্পূর্ণ নাম কী?
Ans:- Indian Iron and Steel Company.
- ভারতের সর্বপ্রথম কোন কোম্পানি রেলইঞ্জিন তৈরি করে?
Ans:- টাটা আয়রন অ্যান্ড স্টিল।
- ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?
Ans:- গুরগাঁও।
- কত সালে ট্রেনের কামরাতে বৈদ্যুতিক আলো জ্বলে?
Ans:- 1902 সালে।
- 1956 সালে এশিয়ার প্রথম নিউক্লিয়ার রি-অ্যাক্টর তৈরি হয় ভারতে, এর নাম কী?
Ans:- অপ্সরা।
- ড. নরম্যান বোরলগ বিখ্যাত হয়েছেন কেন?
Ans:- সবুজ বিপ্লবের জন্য।
- ভারতের প্রথম সুতাকল গড়ে উঠেছে কোথায়?
Ans:- হাওড়ার ঘুষুড়ি।
- কাকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়?
Ans:- আহমেদাবাদকে।
- ‘Central Drug Research Institute’ কোথায় অবস্থিত?
Ans:- লক্ষ্ণৌতে।
- ‘মিচিগান’ হ্রদটি কোন দেশের?
Ans:- আমেরিকার।
- বেঙ্গুয়েলা কারেন্ট কী?
Ans:- একটি শীতল সমুদ্রস্রোত।
WBPSC Food SI Practice Set
- জ্যাক-এমঁ কার সময়ে ভারতে এসেছিলেন?
Ans:- রঞ্জিত সিং।
- তুলসী দাস কার আমলের লোক?
Ans:- আকবরের।
- এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
Ans:- 1784 সালে।
- ‘নরেন্দ্রদিত্য’ উপাধি গ্রহণ করেছিলেন?
Ans:- শশাঙ্ক।
- ‘Artificial Limb Centre’ কোথায় অবস্থিত?
Ans:- পুণে।
- ‘সিদি সাইদ’ মসজিদ কোথায় অবস্থিত?
Ans:- আমেদাবাদ।
- টাইপ রাইটার আবিষ্কার করেন কে?
Ans:- সোলস।
- বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত?
Ans:- দ্বারকেশ্বর।
- টাকলা মাকান কী?
Ans:- চিনের একটি মরুভূমি।
- পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত?
Ans:- ওড়িশা।
- এক শৃঙ্গ গন্ডার কোন জাতীয় পার্কে দেখা যায়?
Ans:- কাজিরাঙ্গ
- কোন সময় সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে আসে?
Ans:- 22 এবং 23 ডিসেম্বর।
- চেক মহাকাব্য ‘আলফ্রেড’ এর রচনাকার কে?
Ans:- ইয়ান নেরুদা।
- জাপানি মহাকাব্য রূপে কোন রচনাটি চিহ্নিত?
Ans:- হেইকে মনোগাতারি।
- আর্নেস্ট হেমিংওয়ে কোন উপন্যাসের জন্য নোবেল পুরস্কার পান?
Ans:- The Old Man and The Sea.
- ‘The Rime of the Ancient Mariner’ এর লেখক কে?
Ans:- Samuel Taylor Coleridge.
- আফ্রিকার কোন সাহিত্যিক প্রথম নোবেল পুরস্কার পান?
Ans:- Wole Soyinka, 1986 সালে।
- বিখ্যাত ‘The Mayor of Casterbridge’ উপন্যাসের লেখক কে?
Ans:- টমাস হার্ডি।
- কোন বিতর্কিত উপন্যাসটির জন্য ডঃ লরেন্স বিখ্যাত?
Ans:- Lady Chatterley’s Lover.
- ‘Earth’ নামক উপন্যাসের রচয়িতা কে?
Ans:- Emile Zola.
WBPSC Food SI GK Practice Set
- রুশ উপন্যাস ‘Crime and Punishment’ কার লেখা?
Ans:- Fyodor Dostoevsky (ফিওডোর দস্তয়েভস্কি)।
- উইনস্টন চার্চিলের দ্বিতীয় মহাযুদ্ধভিত্তিক গ্রন্থ কী?
Ans:- Memories of the Second World War.
- কোন প্রধানমন্ত্রী যুদ্ধ বিষয়ক প্রতিবেদন রচনার জন্য ‘নোবেল লরিয়েট’ হন?
Ans:- উইনস্টন চার্চিল।
- Pearl S. Buck কোন উপন্যাসের জন্য ‘পুলিৎজার’ পুরস্কার পান?
Ans:- The Good Earth.
- প্রথম কোন কবি ইংরেজিতে হোমারের মহাকাব্য অনুবাদ করেন কে?
Ans:- আলেকজাণ্ডার পোপ।
- সাহিত্যে কোন মহিলা প্রথম ‘নোবেল লরিয়েট’ হন?
Ans:- Selma Lagerlof.
- কোন ইংরেজ লেখক ‘Q’ ছদ্মনামে প্রসিদ্ধি পেয়েছেন?
Ans:- Arthur Quiller-Couch.
- Lewis Carroll কোন রচনার জন্য বিশ্ববিখ্যাত –
Ans:- Alice’s Adventures in Wonderland.
- ‘Ben-Hur’ লিখে কে খ্যাতি লাভ করেন?
Ans:- Lew Wallace.
- The Canterbury Tales এর রচয়িতা কে?
Ans:- Geoffrey Chaucer.
- ‘ডন জুয়ান’ কোন সৈনিক কবির রচনা
Ans:- জর্জ গর্ডন বায়রন।
- ‘Death of a Clerk’ গল্পটির লেখক কে?
Ans:- Anton Chekhov.
- Eliot- এর প্রকৃত নাম কী?
Ans:- Mary Ann Evans.
- ‘Madonna’ নামে কোন কবিরা পরিচিত?
Ans:- Milton ও Homer.
- উইলিয়াম শেক্সপীয়রের লেখা ক্ষুদ্রতম নাটক কোনটি?
Ans:- The Comedy of Errors.
- ‘The Pickwick Papers’ লিখে কে খ্যাতি অর্জন করেন?
Ans:- Charles Dickens.
- কোন বাংলা উপন্যাসটি প্রথম ‘রবীন্দ্র-স্মৃতি পুরস্কার’ লাভ করে?
Ans:- সতীনাথ ভাদুড়ীর ‘জাগরী’।
- কোন বাঙালি প্রথম ‘সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার’ লাভ করেন?
Ans:- জীবনানন্দ দাস।
- কোন বাঙালি প্রথম ‘জ্ঞানপীঠ সম্মান’- এ সম্মানিত হন?
Ans:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- কোন বাংলা কাব্য প্রথম ‘সরস্বতী সম্মান’ লাভ করে?
Ans:- শঙ্খ ঘোষের গন্ধর্ব কবিতাগুচ্ছ ।
Food SI Questions and Answers
- ইংরেজিতে কোন বাংলা নাটকটি প্রথম অনূদিত হয়
Ans:- দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’।
- মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক কোনটি?
Ans:- শর্মিষ্ঠা।
- প্রথম কোন বাঙালি লেখিকা ‘জ্ঞানপীঠ সম্মান’-এ সম্মানিত হন?
Ans:- আশাপূর্ণা দেবী।
- কোন বাংলা উপন্যাসটি প্রথম ‘জ্ঞানপীঠ সম্মান’-এ ভূষিত হয়?
Ans:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’ ।
- ‘তারাপদ’ কোন গল্পের চরিত্র?
Ans:- অতিথি।
- কোন লেখকের সৃষ্ট চরিত্রের নাম ‘স্বামী’?
Ans:- আর. কে. নারায়ণ।
- কোন লেখক বাংলায় গোয়েন্দা গল্প লিখে বিখ্যাত হয়েছেন যাঁর দুটি চরিত্রের নাম জয়ন্ত ও মাণিক?
Ans:- হেমেন্দ্রকুমার রায়।
- এক মহিলার বাংলায় লেখা প্রথম আত্মজীবনী বইটির নাম কী ও তার লেখিকার নাম কী?
Ans:- ‘আমার জীবন’, লেখিকা রামসুন্দরী দেবী।
- শেক্সপীয়রের কোন নাটকে মানুষের সাতটি দশার কথা বলা হয়েছে?
Ans:- As You Like It.
- ‘জাগরী’ উপন্যাস কার লেখা?
Ans:- সতীনাথ ভাদুড়ীর।
- শেক্সপীয়রের কোন নায়িকা বেলমন্ড প্রাসাদে বাস করত?
Ans:- ‘The Merchant of Venice’ নাটকের নায়িকা পোর্সিয়া (Portia)।
- শেক্সপীয়রের কোন নাটকের দৃশ্যে ভোজসভায় প্রেতাত্মা এসেছিল?
Ans:- হ্যামলেট (Hamlet)।
- জাঙ্গল বয় চলচ্চিত্র প্রযোজনা করে এক টেনিস তারকা, তাঁর নাম কী?
Ans:- বিজয় অমৃতরাজ।
- কে বলেছিলেন নোবেল পুরস্কার সুয়েজের পূর্ব পাড়ে নিয়ে আসবেন এবং তিনি কথা রেখেছিলেন?
Ans:- সি. ভি. রামন।
- পর্তুগীজ শাসন থেকে কোন প্রেসিডেন্ট আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন?
Ans:- জন এফ. কেনেডি।
- কোন বিখ্যাত শিকারি কুকুরের নাম ‘রবিন’?
Ans:- জিম করবেট।
- ‘ফায়ার’ ছবির গল্প লেখক এক বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা তিনি কে?
Ans:- গুলজার।
- কোন ধর্মগুরু অমৃতসর শহরের কাছে লৌহগড় দুর্গ তৈরি করেছিলেন?
Ans:- গুরু হরগোবিন্দ।
- বৃহদন্ত্রের অন্য নাম কী?
Ans:- কোলন।
- ঔরঙ্গাবাদের বর্তমান নাম কী?
Ans:- শম্ভুজীনগর।
- সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতিকে সংবিধানের শুরুতেই সংস্থান করা হয়েছিল?
Ans:- ৮ জন।
- প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন?
Ans:- রাষ্ট্রপতি।
- টেনিসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন কে?
Ans:- মার্টিনা হিঙ্গিস।
- ক্রিকেট খেলা শুরু হবার কতক্ষণ আগে টস হয়?
Ans:- 10 মিনিট।
- বিশ্বের প্রথম টেস্ট খেলা কবে হয়?
Ans:- 1877 সালে, ১৫ মার্চ, মেলবোনে।
Food SI Exam 2023 Questions and Answers
- ভারতীয় মহিলা ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে প্রথম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন কে?
Ans:- শান্তা রঙ্গস্বামী।
- কলকাতার জাদুঘর প্রতিষ্ঠা করেন কে?
Ans:- উদ্ভিদ বিজ্ঞানী ড. নাথানিয়েল ওয়ালিচ।
- ‘জয় জওয়ান, জয় কিষাণ’ উক্তিটি কার?
Ans:- লাল বাহাদুর শাস্ত্রীর।
- কুকি উপজাতিরা কোথায় বসবাস করে?
Ans:- মণিপুরে।
- মধ্যযুগে নানকিনের অত্যাশ্চর্য স্থাপত্য কী?
Ans:- চীনামাটির মিনার।
- কোন দেশে প্রথম ন্যাপথলিন আবিষ্কার হয়?
Ans:- ইংল্যান্ডে।
- ডালহৌসি স্কোয়ারের পূর্ব নাম কী?
Ans:- গ্রীন পার্ক।
- কলকাতার জাদুঘর প্রতিষ্ঠা করেন কে?
Ans:- উদ্ভিদ বিজ্ঞানী ও ডঃ নামানিয়েল ওয়ালিক।
- ভারতে প্রকাশিত প্রথম বিজ্ঞান বিষয়ক পত্রিকা কোনটি?
Ans:- সায়েন্স অ্যাণ্ড কালচার।
- ফুসফুসের মধ্যে যে জালিকা আছে তার নাম কী?
Ans:- ব্রঙ্কিওলস।
- আয়ুর্বেদ কে আবিষ্কার করেন?
Ans:- আত্রেয়।
- ‘এলিসা’ কী?
Ans:- এইডস্ নির্ধারণ পরীক্ষা।
- নীলাভ-সবুজ শৈবালের নাম কী?
Ans:- নস্টক।
- ব্লিচিং পাউডারের মধ্যে ঝাঁঝালো গন্ধের কারণ কী?
Ans:- ক্লোরিন (CI2 ) এর জন্য।
- রবারকে শক্ত করতে কোন পদার্থ ব্যবহৃত হয়?
Ans:- গন্ধক।
- কোন নোবেল বিজয়ীকে বলা হয় ‘আধুনিক পরমাণুতত্ত্বের প্রতিষ্ঠাতা’?
Ans:- নিলস্ বোর।
- ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হল?
Ans:- কিডনি।
- কোন উদ্ভিদ গমন করতে পারে ?
Ans:- ভলভক্স।
- অনুচক্রিকার অপর নাম কী?
Ans:- থ্রম্বোসাইট ।
- বর্ণান্ধ মানুষ কোন দুটি রং-এর মধ্যে তফাৎ করতে পারে না?
Ans:- লাল ও সবুজ।
WBPSC Food SI Practice Set 24 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 24 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 24 Download Link:-
WBPSC Food SI Practice Set 24 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |