WBPSC Food SI Practice Set 6 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set 6 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 6 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 6

  1. ‘বালাকোট’ জায়গাটির অবস্থান কোথায়?

ANS:- পাকিস্তানের উত্তর-পশ্চিমে।

  1. জয়দীপ মুখার্জী কোন খেলায় ভারতীয় দলের হয়ে খেলেছেন?

ANS:- টেনিস।  

  1. কোন শহরে প্রথম Asian games ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল?

ANS:- নিউ দিল্লিতে।

  1. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কী?

ANS:- ক্রিস্টিলিনা জর্জিভা।

  1. মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30 শে জানুয়ারি

ANS:- 1948 সালে।

  1. কত সালে বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

ANS:- ২০শে এপ্রিল ১৮৪৩ খ্রিঃ।

  1. বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ হয়ছিল কবে?

ANS:- ১৫৪০ সালে।

  1. কত সালে জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইণ্ডিয়া সোসাইটি একত্রিত হয়ে ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?

ANS:- ১৮৫১ খ্রিঃ।

  1. এশিয়ার মধ্যে রেলুপথের দৈর্ঘ্য অনুসারে ভারতের স্থান কোথায়?

ANS:- প্রথম।

  1. পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ANS:- কলকাতায়।

  1. কোন দেশ থেকে S-400 ক্ষেপনাস্ত্র কেনা হয়েছে?

ANS:- রাশিয়া।

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি Union Territory নয়?

ANS:- ত্রিপুরা।

  1. পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?

ANS:- প্লাস্টির ব্যাগ।

  1. ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন

ANS:- সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)।

  1. পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?

ANS:- 24

WBPSC Food SI Practice Set

  1. কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন?

ANS:-তারাশংকর বন্দ্যোপাধ্যায়।

  1. কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?

ANS:-মুজাফ্ফরপুর।

  1. 2016 সালে অলিম্পিক গেমস্ কোন শহরে অনুষ্ঠিত হয়?

ANS:-রিও-ডি-জেনেরো।

  1. কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না?

ANS:- দামোদর।

  1. ‘ফিজি’ রাষ্ট্রের অবস্থান কোথায়?

ANS:- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

  1. 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (মহিলাদের একক) সেরার সম্মান লাভ করেন কে?

ANS:- পি. ভি. সিন্ধু।

  1. বর্তমানে চিনে হংকং ছাড়া আর কতগুলো SARs রয়েছে?

ANS:- 1

  1. ‘The Third Pillar’ বইটির লেখকের নাম কী?

ANS:- রঘুরাম রাজন।

  1. গ্রেটা থুনবার্গ কে?

ANS:- আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী।

  1. কোনটি স্বাধীন রাষ্ট্র নয় –

ANS:- স্কটল্যান্ড

  1. দলাই লামার বাসস্থান কোথায়?

ANS:- ম্যাকলিওডগঞ্জ, ধর্মশালা।

  1. মহাত্মা গাঁধী তাঁর অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়?

ANS:- ভারতবর্ষে।

  1. ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনও ছিলেন না?

ANS:- অর্থ।

  1. বিদ্যাসাগরের জন্মভূমি ‘বীরসিংহ’ গ্রামের কোন জেলায়?

ANS:- পশ্চিম মেদিনীপুর জেলায়।

  1. জ্ঞানযোগ, রাজযোগ কার লেখা?

ANS:- স্বামী বিবেকানন্দ।

WBPSC Food SI GK Practice Set

  1. লোকসভায় আসন সংখ্যা কত?

ANS:- 545 টি।

  1. কেন্দ্রীয় সরকার কতগুলি আইন প্রণয়ন করেন?

ANS:- ৯৭টি।

  1. রাজ্য সরকার কতগুলি আইন প্রণয়ন করেন?

ANS:- ৬৭টি।

  1. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?

ANS:- লুম্বিনি।

  1. Howdy Modi অনুষ্ঠানটি কোন শহরে হয়েছিল?

ANS:- হিউস্টন।

  1. নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?

ANS:- মায়ানমার।

  1. রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল-

ANS:- যুদ্ধ বিমান।

  1. 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেলেন—

ANS:- রভীশ কুমার।

  1. সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্ত রয়েছে-

ANS:- জেনেভায়।

  1. লাওনেল মেসি কোন দেশের নাগরিক?

ANS:- আর্জেন্টিনা।

  1. কে মুষ্টিযোদ্ধা?

ANS:- মঞ্জ রানি।

  1. সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুন্ন হয়েছে?

ANS:- জন্ম এবং কাশ্মীর।

  1. 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোথায়?

ANS:- কলম্বোতে।

  1. পলাশীর যুদ্ধ হয়েছিল কত সালে?

ANS:- 1757 সালে।

  1. ‘কমনওয়েলথ্ গেমস্’কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয়?

ANS:- 2010 সালে।

  1. বিশ্বের বৃহত্তম rain forest-এ অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিক কালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল?

ANS:- ব্রাজিল।

  1. অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়?

ANS:- ক্যানবেরা।

  1. টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি-শত রান করেছেন?

ANS:- বিরাট কোহলি।

  1. কোনটি অতীতে পর্তুগীজদের কলোনি ছিল না?

ANS:- চন্দননগর।

  1. স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন

ANS:- সি. রাজাগোপালাচারী।

Food SI Questions and Answers

  1. ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন

ANS:- রাষ্ট্রপতি।

  1. কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল

ANS:- দক্ষিণ আফ্রিকা।

  1. কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে ‘হাই কমিশনার’ বলা হয়?

ANS:- যুক্তরাজ্য (ইংল্যান্ড)।

  1. অমরকন্টক শহরটি কোথায় অবস্থিত?

ANS:- মধ্যপ্রদেশে।

  1. ভারতীয় সংবিধানের 370 নং ধারা বাতিল করার জন্য কোন রাষ্ট্র ভারত সরকারের সমালোচনা করেছে?

ANS:- তুরস্ক।

  1. ‘অশনিসংকেত’ গ্রন্থের রচয়িতা কে?

ANS:- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

  1. শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর কোন জেলায় অবস্থিত?

ANS:- হুগলি জেলায়।

  1. ভারতের ‘পূর্বমুখী কর্ম (Look East) নীতির সূচনা করেন কে?

ANS:- নরসিমা রাও।

  1. ISRO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ANS:- বেঙ্গালুরুতে

  1. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি পরিত্যাগ করেন কত সালে?

ANS:- 1919 সালে।

  1. ভারতের পরমাণুশক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন?

ANS:- হোমি ভাবা।

  1. কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?

ANS:- উমেশ চন্দ্র ব্যানার্জী।

  1. Usain Bolt কে?

ANS:- দূরপাল্লার দৌড়বিদ।

  1. স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন?

ANS:- 1893 সালে।

  1. আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন?

ANS:- খ্রিস্টপূর্ব 327-এ।

  1. প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ANS:- হ্যামিল্টন।

  1. বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়?

ANS:-20 অক্টোবর।

  1. নালন্দা বিশ্ববিদ্যালয় কবে UNESCO এর তরফ থেকে বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়?

ANS:- 2016.

  1. চাঁদ সম্পর্কিত গবেষণাকে কী বলে?

ANS:- সেলেনোলজি।

  1. রাজস্থানের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?

ANS:- ভরতপুর।

  1. পানামা খাল কবে তৈরি হয়?

ANS:- 1914 সালে।

  1. কাকে ভারতবর্ষের ম্যাকিয়াভেলি বলা হয়?

ANS:- চাণক্য।

  1. প্রথম কোন ভারতীয় ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান করেন?

ANS:- কপিল দেব।

  1. প্রথম কোন ভারতীয় স্ট্যালিন পুরস্কার পান?

ANS:- সৈফুদ্দিন কিচলু।

  1. ‘Coolie’ গ্রন্থটির রচয়িতা কে?

ANS:- মুলক রাজ আনন্দ।

  1. ভারত ছাড়া কোন দেশের জাতীয় ফুল হল পদ্ম?

ANS:- ভিয়েতনাম।

  1. রোহিনটন বোরিয়া ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

ANS:- ক্রিকেট।

  1. 49 ডিগ্রি সমান্তরাল লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত?

ANS:- কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।

  1. কোন দেশের সংসদ ভবন ‘ডুমা’ নামে পরিচিত?

ANS:- রাশিয়া।

  1. ‘ফুগডি’কোন রাজ্যের লোকনৃত্য?

ANS:- গোয়া।

Food SI Exam 2023 Questions and Answers

  1. Indian School of Mines’ কোথায় অবস্থিত?

ANS:- ধানবাদ।

  1. ‘ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি’ কে বর্ণনা করেন?

ANS:- ডি বগলি।

  1. রৌদ্রের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র কোনটি?

ANS:- ব্ল্যাক বাল্ব থার্মোমিটার।

  1. সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি বিক্রিয়ার মাধ্যমে একটি গ্যাস উৎপন্ন করে যা বায়ুমন্ডলের UV রশ্মি ধরে রাখে,সেই গ্যাসটি হল –

ANS:- O3.

  1. ধান ক্ষেতে গ্যাস উৎপন্ন হয় যা গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সম্পর্কিত তা হল-

ANS:- মিথেন।

  1. গ্রীন হাউস গ্যাস নয় –

ANS:- হাইড্রোজেন।

  1. বায়োস্ফিয়ার কী?

ANS:- সজীববস্তু দ্বারা দখল করা স্থান।

  1. একটি বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় কোরকে কী বলা হয়?

ANS:- স্যানটাম স্যানকটোরাম।

  1. পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?

ANS:- সুন্দরবন।

  1. জীব বিজ্ঞানীরা 5th June তারিখ স্মরণ করে-

ANS:- বিশ্ব পরিবেশ দিবস হিসাবে।

  1. প্রধান বায়ু দূষণকারী পদার্থ হল –

ANS:- Co.

  1. অম্লবৃষ্টিতে থাকে-

ANS:- So2, No2.

  1. একটি শিল্পোন্নত ধনশালী দেশেও মূলধনের আপেক্ষিক অপ্রাচুর্যতা দেখা দিতে পারে – এই বক্তব্য – ঠিক না ভুল?

ANS:- ঠিক।

  1. তাইওয়ানের উত্তর-পশ্চিমাঞ্চলে চা পাতাকে সেঁজিয়ে যে সুগন্ধি চা প্রস্তুত করা হয় তাকে কি বলে?

ANS:- ওলং চা।

  1. কার্পাস বয়ন শিল্পে কার্ডিফ, স্পিনিস, উইভিং, ডাইং, ব্লিচিং একই জায়গায় করা হলে তাকে কি বলে?

ANS:- কম্পোজিট মিল।

  1. উৎপাদন সম্ভাবনা রেখার ওপর অবস্থিত প্রতিটি বিন্দুই নির্দেশ করে –

ANS:- উৎপাদনগত দক্ষতা।

  1. তাজমহল কোনটির প্রভাবে বিপন্ন?

ANS:- So2.

  1. বিশ্বের গ্রিণ হাউসের প্রভাবে কোন গ্যাসটির অবদান সবার্ধিক?

ANS:- Co2.

  1. যেটি So2 দূষণের বিশেষ নির্দেশক –

ANS:- লাইকেন।

  1. প্রথম স্বচ্ছ জেলার স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গের কোন জেলা?

ANS:- নদিয়া।

WBPSC Food SI Practice Set 6 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 6 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 6 Download Link:-

WBPSC Food SI Practice Set 6 Download Links Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here