WBPSC Food SI Practice Set 17 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 17 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 17
- পৃথিবীর প্রথম গোয়েন্দা গল্পটি লিখেছিলেন কে?
ANS:- এডগার অ্যালান পো।
- এডগার অ্যালান পোর প্রথম গোয়েন্দা গল্পের নাম কী?
ANS:- মার্ডার ইন দ্য রু-মর্গ।
- ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত কে?
ANS:- জার্মানির জোহানেস গুটেনবার্গ।
- বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে?
ANS:- ১৭৭৭ সালে।
- কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপন করেন কে?
ANS:- জেমস অগাস্টাস হিকি।
- বাংলার কোন প্রেস প্রথম সরকারি ছাপাখানায় পরিণত হয়?
ANS:- চুঁচুড়ায় প্রতিষ্ঠিত প্রেসটি।
- কার্বন ব্ল্যাকের কাজ কী?
ANS:- রং ও ছাপার কালি তৈরিতে এবং গাড়ির টায়ার প্রস্তুতিতে।
- রঙিন ফটোগ্রাফি কে আবিষ্কার করেন?
ANS:- লিগম্যান।
- বাংলা তথা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কোনটি?
ANS:- বেঙ্গল গেজেট।
- ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?
ANS:- সচ্চিদানন্দ বিষ্ণুঘাটে।
- ‘শ্রীরামপুর এয়ী’ বলা হত কাদের?
ANS:- উইলিয়াম কেরি, জেসুয়া মার্শম্যান,উইলিয়াম ওয়ার্ড।
- বাংলাদেশে প্রথম বর্ষপঞ্জি প্রকাশ করেন কে?
ANS:- জন জাকারিয়া কেরনিয়ানডার।
- ‘ক্যালকাটা গেজেট’ -এর প্রকাশনা করেন কে?
ANS:- ফ্রান্সিস গ্ল্যাডউইন।
- চন্দ্রশেখর ভেঙ্কটরমনের উল্লেখযোগ্য আবিষ্কার কী?
ANS:- রমন এফেক্ট।
- ‘বেঙ্গল কেমিক্যালস’ প্রতিষ্ঠা করেন কে?
ANS:- আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
WBPSC Food SI Practice Set
- ‘টেগোর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠা করেন কে?
ANS:- দ্বারকানাথ ঠাকুর।
- ‘ব্রহ্মচর্যাশ্রম’ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে?
ANS:- ১৯০১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর।
- কবে শহীদ মিনার তৈরি হয়?
ANS:- 1828 সালে (ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মেজর জেনারেল ডেভিড অক্টারলোনির স্মৃতিতে)।
- চলচ্চিত্র অভিনেতা রবি কাপুর কোন নামে বিখ্যাত?
ANS:- জিতেন্দ্র।
- ‘দক্ষিণ ব্রিটেন’ কোন দেশকে বলা হয়?
ANS:- নিউজিল্যান্ডকে।
- শ্বেতভাল্লুক কোথায় দেখা যায়?
ANS:- উত্তর মেরু অঞ্চলে।
- সূর্যকে বড় দেখায় কোন কালে?
ANS:- শরৎকালে।
- কম্পিউটারে ‘আই সি’ কী দ্বারা তৈরি হয়?
ANS:- সিলিকন।
- প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
ANS:- মাদাগাস্কার।
- ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
ANS:- 564 কিমি।
- কোন নদীটির মোহনায় ব-দ্বীপ নেই?
ANS:- তাপ্তি।
- হীরকের কঠিনত্বের কারণ কী?
ANS:- চতুস্তলক গঠন।
- কোন ভারতীয় মনীষীর নামে সবচেয়ে বেশি রাস্তার নামকরণ হয়েছে?
ANS:- মহাত্মা গান্ধী।
- ‘দি এলিমেন্টস’-এর রচয়িতা কে?
ANS:- ইউক্লিড।
- প্রথম কোন ভারতীয় দল কলকাতার ফুটবল লিগ জয় করে?
ANS:- মহামেডান স্পোর্টিং, 1934 সালে।
- ‘স্বাধীন, অবশেষে আমি স্বাধীন, সর্ব শক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ’। শেষ পর্যন্ত আমি আজ স্বাধীন।’ কার সমাধিফলকে এই পংক্তিগুলি লেখা আছে?
ANS:- মার্টিন লুথার।
- কার ঘোড়ার নাম ছিল ‘বুসিফেলাস’?
ANS:- আলেকজাণ্ডার দ্য গ্রেট।
- বেতার কেন্দ্রের নাম ‘আকাশবাণী’ দিয়েছিলেন কে?
ANS:- রবীন্দ্রনাথ ঠাকুর।
- কোনদিন নোবেল পুরস্কারগুলি দেওয়া হয়?
ANS:- নোবেলের মৃত্যু বার্ষিকীর দিন।
- ‘সেবক’ ছদ্মনামের আড়ালে কোন বাঙালি নাট্যকার নাটক লিখেছিলেন?
ANS:- গিরীশচন্দ্র ঘোষ।
WBPSC Food SI GK Practice Set
- দেবগুপ্ত আসলে কে ছিলেন?
ANS:- শশাঙ্ক মিত্র।
- হিউয়েন সাঙ ভারতে ছিলেন কত বছর?
ANS:- 14 বছর।
- ‘কৌলিন্য প্রথা’ প্রবর্তন করেন কে?
ANS:- বল্লাল সেন।
- ‘কাদম্বরী’ রচনা করেন কে?
ANS:- বাণভট্ট।
- ‘উত্তরাপথস্বামী’ বলে অভিহিত হয়েছেন কে?
ANS:- ধর্মপাল।
- বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ ছিলেন কে?
ANS:- প্রথম মহেন্দ্ৰ বর্মন।
- কোণারকের বিখ্যাত সূর্যমন্দির নির্মাণ করেন কে?
ANS:- প্রথম নরসিংহ।
- কোন পাল রাজার নাম অনুসারে বিক্রমশীলা মহাবিহার স্থাপিত হয়?
ANS:- ধর্মপাল।
- বাংলার প্রথম ‘নির্বাচিত নরপতি’ কে?
ANS:- গোপাল।
- পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
ANS:- অপরাজিত বর্মন।
- ভারত-পাকিস্তান যুদ্ধ প্রথম কবে হয়?
ANS:- 1947 সালে।
- দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় কবে?
ANS:- 1206 খ্রিস্টাব্দে।
- মহম্মদ ঘোরী ভারত আক্রমণ করেন কবে?
ANS:- 1191 খ্রিস্টাব্দে।
- অলবিরুনী ভারতে আসেন কোন সময়ে?
ANS:- সুলতান মামুদের সময়।
- লোদি বংশের শেষ সুলতান কে?
ANS:- ইব্রাহিম লোদি।
- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
ANS:- খিজির খাঁ।
- সুলতানি যুগে কোন ভাষা সাহিত্যের বিবর্তনে সবচেয়ে উল্লেখযোগ্য উন্মেষ ঘটে?
ANS:- উর্দু ভাষার।
- কাকে ‘হিন্দুস্তানের তোতাপাখি’ বলা হয়?
ANS:- আমির খসরুকে।
- ‘শাহনামা’ কাব্যের রচয়িতা কে?
ANS:- কবি ফিরদৌসি।
- রবীন্দ্রনাথ ঠাকুর যে চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন তার নাম কী?
ANS:- নটীর পূজা।
Food SI Questions and Answers
- কোন বিখ্যাত গণিতজ্ঞ শিশুদের জন্য বই লিখতেন?
ANS:- লুইস ক্যারল।
- কত সালে ‘গীতাঞ্জলি’ প্রকাশ করা হয়?
ANS:- 1911 সালে।
- ‘হিন্দুমেলার’ উদ্যোক্তা কে ছিলেন?
ANS:- নবগোপাল মিত্র।
- ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কী?
ANS:- মিলনস্থল।
- কোন ক্রিকেটারকে ‘ব্ল্যাকব্র্যাডম্যান’ বলা হয়?
ANS:- হ্যাডলীকে।
- টোকিওর পুরানো নাম কী?
ANS:- ইডো।
- কী ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছে?
ANS:- পালি।
- কোন ক্রিকেটার টেস্ট ম্যাচে সর্বাধিক ক্যাচ ধরে রেকর্ড সৃষ্টি করেন?
ANS:- রাহুল দ্রাবিড় (210 টি ক্যাচ)।
- কোন বিষয়ে নোবেল পুরস্কার সবশেষে প্রবর্তিত হয়?
ANS:- অর্থনীতিতে নোবেল, 1969 খ্রিঃ।
- রকেটের সর্বনিম্ন গতিবেগ প্রতি সেকেন্ডে কত?
ANS:- 4 কিমি.।
- মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছিলেন?
ANS:- রবীন্দ্রনাথ ঠাকুর।
- কলকাতার চিড়িয়াখানা প্রতিষ্ঠার সঙ্গে এক বাঙালির নাম জড়িয়ে আছে, কে তিনি?
ANS:- রাজেন্দ্রলাল মল্লিক।
- ভারতের কোন শহরে শতকরা একশো জনই স্বাক্ষর হয়েছেন?
ANS:- কেরলের কোট্রায়াম শহর।
- কোন দিনটিকে ‘বিশ্ব প্রাণী দিবস’ বলে?
ANS:- 3 অক্টোবর।
- কোন রাষ্ট্রের দেশি ভাষা তায়ালোগ?
ANS:- ফিলিপিন্স।
- শেষ জীবনে শাহজাহান যে দুর্গে বন্দি দশা কাটিয়েছিলেন, সেই বিখ্যাত দুর্গের নাম?
ANS:- আগ্রা ফোর্ট।
- সম্রাট হর্ষবর্ধনের দুটি গ্রন্থের নাম কী?
ANS:- নাগানন্দ ও প্রিয়দর্শিকা। এছাড়া ‘রত্নাবলী’ নামেরও একটি গ্রন্থ লিখেছিলেন।
- কোন নোবেলপ্রাপ্ত ঔপন্যাসিক তাঁর প্রায় সমস্ত লেখাই লিখেছেন চীনের পটভূমিকায়?
ANS:- পার্ল. এস. বাক।
- ‘জনতা এক্সপ্রেস’ কার লেখা?
ANS:- এম. বেঙ্কটরামনের।
- কোন মার্কিন প্রেসিডেন্টকে বলা হয় ‘মহান মুক্তিদাতা’?
ANS:- আব্রাহাম লিঙ্কন।
- কত সালে রবীন্দ্রনাথের মৃত্যু হয়?
ANS:- 1941 সালে।
- কফি হাউসের আগে কী নাম ছিল?
ANS:- এ্যালবার্ট হল।
- কত সালে ফোর্ট উইলিয়াম তৈরি হয়?
ANS:- 1773 সালে।
- ফুটবল মাঠে গোল লাইন থেকে পেনাল্টি স্পটের দূরত্ব কত?
ANS:- 12 গজ।
- সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য এক বিখ্যাত লেখকের নাম পর পর ন’বার উঠেছিল, কিন্তু প্রতিবারই তাঁর নাম নাকচ হয়ে যায়। কে সেই লেখক?
ANS:- লিও টলস্টয়।
Food SI Exam 2023 Questions and Answers
- টেস্ট ইনিংসে ভারতের সর্বনিম্ন রান কত হয়েছিল?
ANS:- 42 রান (ইংল্যান্ডের বিরুদ্ধে 1974 সালে)।
- ‘ডুরান্ড কাপ’ কার নাম অনুসারে চালু হয়?
ANS:- ডুরান্ড।
- বিশ্বের কোন ক্রিকেটার একমাসের মধ্যে হাজার রান করে রেকর্ড গড়েন?
ANS:- ডব্লিউ. জি. গ্রেস।
- টেস্ট ক্রিকেটে প্রথম 300 উইকেট কে পেয়েছেন?
ANS:- ফ্রেনিড টুম্যান, ইংল্যান্ড, 1965 সালে।
- ডিকেন্সের কোন উপন্যাসে একটি চরিত্র পকেটমারদের জন্য স্কুল চালাত?
ANS:- অলিভার টুইস্ট।
- ক্রিকেটে হেলমেট প্রথম কে ব্যবহার করেন?
ANS:- ডেনিস অ্যামিস।
- ‘শিনবেইকিয়া’ কী?
ANS:- জাপানের সর্বশেষ নবীন ধর্ম।
- কোন লেখিকার আত্মজীবনীমূলক উপন্যাস ‘কালা গুলাব’?
ANS:- অমৃতা প্রীতম।
- সেন্ট হেলেনা দ্বীপের কোন বাড়ীতে নেপোলিয়নকে বন্দি করে রাখা হয়েছিল?
ANS:- লংউড হাউসে।
- কার নামে আমেরিকার নামকরণ হয়?
ANS:- আমেরিগো ভেসপুচি।
- নেপোলিয়ন বোনাপার্ট ও শ্রী অরবিন্দের মিল কোথায় –
ANS:- দু’জনেরই জন্ম তারিখ 15 আগস্ট।
- রেডিওর ‘এফ.এম.’-এর পুরো কথাটি কী?
ANS:- ফ্রিকোয়েন্সি মডুলেশন।
- ‘জায়েন্ট পান্ডা’ কোন প্রতিষ্ঠানের প্রতীক চিহ্ন?
ANS:- ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের।
- গ্রীক স্ট্রীট কোথায়?
ANS:- লন্ডনে।
- নিউইয়র্কের কোন রাস্তা আমোদ প্রমোদ ও থিয়েটারের জন্য বিখ্যাত?
ANS:- এডওয়ে।
- ‘স্ট্রিট আরব’ কাদের বলে?
ANS:- গৃহহীন শিশুদের।
- ‘1600, পেনসিলভেনিয়া অ্যাভেনিউ’ কার ঠিকানা?
ANS:- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন (হোয়াইট হাউস)।
- জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এই তিনটি দেশের মধ্যে দিয়ে কোন রাস্তা গিয়েছে?
ANS:- অটোবানস্ ন্যাশনাল হাইওয়ে।
- ফ্রান্সের কুখ্যাত মৃত্যুদন্ডের যন্ত্রটির নাম কী?
ANS:- গিলোটিন।
- ভারতে প্রথম বিমান চালকের লাইসেন্স কে পেয়েছিলেন?
ANS:- জে. আর. ডি. টাটা।
WBPSC Food SI Practice Set 17 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 17 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 17 Download Link:-
WBPSC Food SI Practice Set 17 Download Link | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |