Madhyamik Geography Suggestion 2024 | Madhyamik Geography Suggestion | Madhyamik 2024 Geography Suggestion | Madhyamik Geography Last Minute Suggestion 2024 | Class 10 Geography Suggestion 2024 | Madhyamik Geography MCQ Suggestion 2024 | Madhyamik Geography SAQ Suggestion 2024 | Madhyamik Geography Full Suggestion 2024 | Madhyamik Geography Map Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 | ভূগোল সাজেশন 2024 | ভূগোল সাজেশন | দশম শ্রেণী ভূগোল সাজেশন |মাধ্যমিক ভূগোল ম্যাপ সাজেশন 2024
প্রিয় মাধ্যামিক শিক্ষার্থী, যারা এই বছর অর্থাৎ Madhyamik 2024 Exam দেবে, তাদের জন্য আমারা নিয়ে এসেছি Madhyamik Geography Suggestion 2024 – মাধ্যামিক ভূগোল সাজেশন 2024 । বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তৈরি করা আমাদের এই Madhyamik Geography Suggestion 2024 – ভূগোল সাজেশন 2024 । আশাকরি আপনাদের সকলের খুব সাহায্যকারী হয়ে উঠবে এই মাধ্যামিক ভূগোল সাজেশন 2024 ।
Madhyamik Geography Suggestion 2024
5 Marks: Madhyamik Geography Suggestion 2024
মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 5
- হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ।
- জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্র সহ লেখ।
- পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ।
- ইক্ষু, গম, চা চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ?
- হিমবাহ ও জলধরার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখ।
- বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ লেখ।
- উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্রসহ লেখ।
- বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণ লেখ।
- বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লেখ।
- বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখ।
- প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো।
- ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখ।
- ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখ।
- ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখ।
- ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখ।
3 Marks: Madhyamik Geography Suggestion 2024
মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 3
- গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য?
- রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য?
- বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখ।
- মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন?
- ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়?
- স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখ।
- ওজোন স্তরের গুরুত্ব লেখ।
- ওজন বিনাশের কারণ লেখ।
- বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? কিভাবে সৃষ্টি হয়?
- ‘অশ্ব অক্ষাংশ’ বলতে কী বোঝ?
- ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য লেখ।
- সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের পার্থক্য লেখ।
- জোয়ার ভাটার সুফল কুফল লেখ।
- জৈব ভঙ্গুরও জৈব অঙ্গুর বর্জ্যর পার্থক্য লেখ।
- 3R কি?
- বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখ।
- করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
- মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায় লেখ।
- বহুমুখী পরিকল্পনা কাকে বলে উদ্দেশ্য লেখ।
- বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ।
- পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ কি?
- ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি?
- নগরায়নের তিনটি সমস্যা লেখ।
- ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ।
- উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখ।
2 Marks: Madhyamik Geography Suggestion 2024
মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2
- পর্যায়ন কি?
- বার্গসুন্ড কি?
- হিমরেখা কি?
- ধারণ অববাহিকা কাকে বলে?
- নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি?
- ওয়াদি কাকে বলে?
- পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে?
- বার্খান কাকে বলে?
- হিমশৈল কাকে বলে?
- মরুভূমির সম্প্রসারণ রোদের দুটি উপায় লেখ?
- অ্যারোসল কি?
- ট্রপোস্ফিয়ার কে ক্ষুব্দ মণ্ডল ও স্ট্রাটোস্ফিয়ার কে শান্ত মন্ডল বলা হয় কেন?
- সমোষ্ণরেখা কাকে বলে?
- নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রামস কি?
- গর্জনশীল চল্লিশা কাকে বলে?
- অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক এর পার্থক্য লেখ।
- অ্যালবেডো কাকে বলে?
- শৈবাল সাগর কি?
- সিজিগি কি?
- পেরিজি অ্যাপোজি কি?
- তরল বর্জ্য বলতে কী বোঝো?
- ই-বর্জ্য বলতে কি বোঝো?
- ল্যান্ডফিল্ড ভরাটকরণ কি?
- জৈব অভঙ্গর বর্জ্য কাকে বলে?
- ইউট্রিফিকেশন কি?
- পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে?
- মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
- মালনাদ ও ময়দান কি?
- দুন কি?
- ভাঙ্গর ও খাদার এর দুটি পার্থক্য?
- ডেকান ট্রাপ কি?
- অরণ্য সংরক্ষণের দুটি পদ্ধতি লেখ?
- খারিফ শস্য রবি শস্য পার্থক্য?
- বিশুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য?
- দূর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
- আধুনিক শিল্প দানব, উদীয়মান শিল্প কাকে বলে?
- অনুসারী শিল্প কাকে বলে?
- ধারণযোগ্য উন্নয়ন কি?
- সোনালী চতুর্ভূজ কি?
- পরিবহন ও যোগাযোগ এর পার্থক্য?
- দূর সংবেদন কি?
- জিও স্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ কাকে বলে?
- সেন্সর কি?
- ফলস কালার কম্পোজিশন বা FCC কি?
- পিক্সেল কি?
1 Marks: Madhyamik Geography Suggestion 2024
মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1
- পৃথিবীতে জল ভাগের পরিমাণ বেশি বলে পৃথিবীকে কী বলা হয়?
- পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
- পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখ।
- পৃথিবীর সর্বাধিক লোয়েস সমভূমি কোথায় আছে?
- পৃথিবীর উচ্চতম সীমান্ত সড়ক কোনটি?
- ভারতের কোথায় ‘রসে মতানে’ ভূমিরূপ দেখা যায়?
- আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কী বলে?
- কোন স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা হয়?
- নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়?
- মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী?
- উত্তর আমেরিকার প্রবাহিত একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম লেখো।
- নদীগঠিত তীব্র বাঁক সম্পন্ন হ্রদের নাম কী?
- ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম করো।
- কোন কোন সাগরে জোয়ার-ভাটা হয় না?
- কোন জোয়ারের সাথে নদীতে বান ডাকে?
- বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রীনহাউস গ্যাসটির নাম লেখ।
- বায়ুর চাপ মাপার একক কী?
- অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়?
- আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখ।
- পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী?
- নাতিশীতোষ্ণ মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়?
- আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখ।
- পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে?
- ভারতের একটি শুষ্কমুক্ত বন্দরের নাম লেখো।
- ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
- নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?
- পিরপানজাল ও জাস্কার পর্বত শ্রেনীর মধ্যে কোন উপত্যকা অবস্থিত?
- হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থ কী বলে?
- বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে কোন গ্যাস রয়েছে?
- ওজোনস্তর ক্ষয় পেলে মূলত কী ঘটবে?
- সূর্যতাপের কত অংশ পৃথিবীতে এসে পৌঁছোয়?
- পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?
- জলাভূমি থেকে কী ধরনের গ্রিনহাউস গ্যাস উত্থিত হয়?
- পেরু, ইকুয়েডরে প্রবল বৃষ্টির কারণ কী?
- কোন অক্ষাংশকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে?
- সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়?
- একটি নিয়ত বায়ুর নাম লেখ।
- আয়ন বায়ুর অন্য নাম কী?
- আপেক্ষিক আদ্রতা কে কিভাবে প্রকাশ করা হয়?
- মৌসুমী বায়ুর একটি বৈশিষ্ট্য লেখ।
- একটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নাম লেখ।
- সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কে?
- আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম লেখ।
- ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি কোন্ কোন্ বায়ু দ্বারা প্রবাবিত হয়?
- কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?
- ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে কী বলে?
- কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন গিরিপথ?
- পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি?
- ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
- ভারতের একটি শীতল মরুভূমির নাম করো।
- শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কী?
- পৃথিবীর উচ্চতম সেতু কোথায় তৈরি হয়েছে?
- গঙ্গার প্রধান উপনদী কোনটি?
- দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখ।
- একটি সাধু জলের হ্রদের নাম করো।
- পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেচবাঁধের নাম লেখ।
- ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
- ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে?
- ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখ।
- ভারতের দুটি সমভাপন্ন শহরের নাম লেখ।
- ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?
- রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়?
- লোয়েস মৃত্তিকা ভারতের কোন রাজ্যে দেখা যায়?
- ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
- তামিলনাড়ুর কাবেরী নদীর মোহনায় যে অরণ্য দেখা যায় তার নাম কী?
- ভারতে উৎপন্ন দুটি পানীয় ফসলের নাম লেখ।
- দুটি অর্থকরী ফসলের নাম লেখ।
- আখ উৎপাদনের পৃথিবীতে ভারতের স্থান কত?
- পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম করো।
- ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
- SAIL-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- তথ্য প্রযুক্তি শিল্পে এগিয়ে ভারতের দুটি শহরের নাম লেখ।
- কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলে?
- সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মোট লোকসংখ্যা কত?
- জনসংখ্যা মানচিত্র কীসের ওপর নির্ভর করে?
- বর্তমানে ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে?
- স্থলপথের সর্বশ্রেষ্ঠ পরিবহণ মাধ্যম কোনটি?
- পৃথিবীর প্রথম ডাক যোগাযোগ ব্যবস্থা কোথায় কত সালে গড়ে ওঠে?
- ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
- পশ্চিম ঘাট পর্বত মালার দক্ষিণতম গিরিপথটির নাম কী?
- পশ্চিম হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কী বলে?
- ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখ।
- বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম?
- এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?
- কাগজ শিল্প থেকে কি বর্জ্য নির্গত হয়?
- দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখ।
- বর্জ্য ‘পুনর্নবীকরণ’ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, উদাহরণ দাও।
- প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
- গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটেছে?
- একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম কর।
- একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম কর।
- কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়?
- দুটি সংক্রামক বর্জ্যের নাম লেখ লেখ।
- ISRO- এর সম্পূর্ণ নাম লেখ।
- এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?
- উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস কোনটি?
- সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ভুসমলয় উপগ্রহের কক্ষপথকে কী বলে?
- রিমোর্ট সেন্সিং শব্দের অর্থ কী?
- স্বাভাবিক উদ্ভিদকে টপোশিটে কি রঙে দেখানো হয়?
Madhyamik Geography Map Suggestion 2024
মাধ্যামিক ভূগোল ম্যাপ সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 10
মাধ্যমিক ভূগোলের ম্যাপ সাজেশন দেখার জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
Madhyamik All Subject Suggestion 2024
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ | Madhyamik Bengali Suggestion 2024
মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024 | Madhyamik English Suggestion 2024
মাধ্যমিক গণিত সাজেশন 2024 | Madhyamik Mathematics Suggestion 2024
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | Madhyamik History Suggestion 2024
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Life Science Suggestion 2024
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Physical Science Suggestion 2024
Madhyamik English Writing Skill Suggestion 2024
মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশন ২০২৪ | Madhyamik Bangla Rachana Suggestion 2024
Madhyamik Geography Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2024
Madhyamik Geography Suggestion 2024 / WB Madhyamik Geography 2024 / MP Exam 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2024 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2024 বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে মাধ্যমিক ভূগোল সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion 2024 / Class X Geography Suggestion / Madhyamik Exam Geography Suggestion / Geography Madhyamik Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / Madhyamik Geography Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2024 / দশম ভূগোল পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ / দশম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৪ (Madhyamik Geography Suggestion 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion 2024 / Madhyamik Class 10th Geography Suggestion 2024 / Class X Geography Suggestion 2024 / Madhyamik Pariksha Geography Suggestion 2024 / Madhyamik Geography Exam Guide 2024 / Madhyamik Geography MCQ , Short, Descriptive Type Question and Answer 2024 / Madhyamik Geography Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।