মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 | Madhyamik Geography Suggestion 2024

Madhyamik Geography Suggestion 2024 | Madhyamik Geography Suggestion | Madhyamik 2024 Geography Suggestion | Madhyamik Geography Last Minute Suggestion 2024 | Class 10 Geography Suggestion 2024 | Madhyamik Geography MCQ Suggestion 2024 | Madhyamik Geography SAQ Suggestion 2024 | Madhyamik Geography Full Suggestion 2024 | Madhyamik Geography Map Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 | ভূগোল সাজেশন 2024 | ভূগোল সাজেশন | দশম শ্রেণী ভূগোল সাজেশন |মাধ্যমিক ভূগোল ম্যাপ সাজেশন 2024

প্রিয় মাধ্যামিক শিক্ষার্থী, যারা এই বছর অর্থাৎ Madhyamik 2024 Exam দেবে, তাদের জন্য আমারা নিয়ে এসেছি Madhyamik Geography Suggestion 2024 – মাধ্যামিক ভূগোল সাজেশন 2024 । বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তৈরি করা আমাদের এই Madhyamik Geography Suggestion 2024 – ভূগোল সাজেশন 2024 । আশাকরি আপনাদের সকলের খুব সাহায্যকারী হয়ে উঠবে এই মাধ্যামিক ভূগোল সাজেশন 2024 ।

Madhyamik Geography Suggestion 2024

5 Marks: Madhyamik Geography Suggestion 2024

 মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 5

  1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ।
  2. জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্র সহ লেখ।
  3. পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ।
  4. ইক্ষু, গম, চা চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ?
  5. হিমবাহ ও জলধরার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখ।
  6. বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ লেখ।
  7. উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস চিত্রসহ লেখ।
  8. বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণ লেখ।
  9. বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লেখ।
  10. বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখ।
  11. প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো।
  12. ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখ।
  13. ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখ।
  14. ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখ।
  15. ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখ।

 

3 Marks: Madhyamik Geography Suggestion 2024

 মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 3

  1. গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য?
  2. রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য?
  3. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখ।
  4. মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন?
  5. ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়?
  6. স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখ।
  7. ওজোন স্তরের গুরুত্ব লেখ।
  8. ওজন বিনাশের কারণ লেখ।
  9. বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? কিভাবে সৃষ্টি হয়?
  10. ‘অশ্ব অক্ষাংশ’ বলতে কী বোঝ?
  11. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য লেখ।
  12. সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের পার্থক্য লেখ।
  13. জোয়ার ভাটার সুফল কুফল লেখ।
  14. জৈব ভঙ্গুরও জৈব অঙ্গুর বর্জ্যর পার্থক্য লেখ।
  15. 3R কি?
  16. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখ।
  17. করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
  18. মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায় লেখ।
  19. বহুমুখী পরিকল্পনা কাকে বলে উদ্দেশ্য লেখ।
  20. বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ।
  21. পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ কি?
  22. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি?
  23. নগরায়নের তিনটি সমস্যা লেখ।
  24. ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ।
  25. উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখ।

 

2 Marks: Madhyamik Geography Suggestion 2024

 মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2

  1. পর্যায়ন কি?
  2. বার্গসুন্ড কি?
  3. হিমরেখা কি?
  4. ধারণ অববাহিকা কাকে বলে?
  5. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি?
  6. ওয়াদি কাকে বলে?
  7. পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে?
  8. বার্খান কাকে বলে?
  9. হিমশৈল কাকে বলে?
  10. মরুভূমির সম্প্রসারণ রোদের দুটি উপায় লেখ?
  11. অ্যারোসল কি?
  12. ট্রপোস্ফিয়ার কে ক্ষুব্দ মণ্ডল ও স্ট্রাটোস্ফিয়ার কে শান্ত মন্ডল বলা হয় কেন?
  13. সমোষ্ণরেখা কাকে বলে?
  14. নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রামস কি?
  15. গর্জনশীল চল্লিশা কাকে বলে?
  16. অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক এর পার্থক্য লেখ।
  17. অ্যালবেডো কাকে বলে?
  18. শৈবাল সাগর কি?
  19. সিজিগি কি?
  20. পেরিজি অ্যাপোজি কি?
  21. তরল বর্জ্য বলতে কী বোঝো?
  22. ই-বর্জ্য বলতে কি বোঝো?
  23. ল্যান্ডফিল্ড ভরাটকরণ কি?
  24. জৈব অভঙ্গর বর্জ্য কাকে বলে?
  25. ইউট্রিফিকেশন কি?
  26. পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে?
  27. মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
  28. মালনাদ ও ময়দান কি?
  29. দুন কি?
  30. ভাঙ্গর ও খাদার এর দুটি পার্থক্য?
  31. ডেকান ট্রাপ কি?
  32. অরণ্য সংরক্ষণের দুটি পদ্ধতি লেখ?
  33. খারিফ শস্য রবি শস্য পার্থক্য?
  34. বিশুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য?
  35. দূর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
  36. আধুনিক শিল্প দানব, উদীয়মান শিল্প কাকে বলে?
  37. অনুসারী শিল্প কাকে বলে?
  38. ধারণযোগ্য উন্নয়ন কি?
  39. সোনালী চতুর্ভূজ কি?
  40. পরিবহন ও যোগাযোগ এর পার্থক্য?
  41. দূর সংবেদন কি?
  42. জিও স্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ কাকে বলে?
  43. সেন্সর কি?
  44. ফলস কালার কম্পোজিশন বা FCC কি?
  45. পিক্সেল কি?

 

1 Marks: Madhyamik Geography Suggestion 2024

 মাধ্যামিক ভূগোল সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1

  1. পৃথিবীতে জল ভাগের পরিমাণ বেশি বলে পৃথিবীকে কী বলা হয়?
  2. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
  3. পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখ।
  4. পৃথিবীর সর্বাধিক লোয়েস সমভূমি কোথায় আছে?
  5. পৃথিবীর উচ্চতম সীমান্ত সড়ক কোনটি?
  6. ভারতের কোথায় ‘রসে মতানে’ ভূমিরূপ দেখা যায়?
  7. আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কী বলে?
  8. কোন স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা হয়?
  9. নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়?
  10. মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী?
  11. উত্তর আমেরিকার প্রবাহিত একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম লেখো।
  12. নদীগঠিত তীব্র বাঁক সম্পন্ন হ্রদের নাম কী?
  13. ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম করো।
  14. কোন কোন সাগরে জোয়ার-ভাটা হয় না?
  15. কোন জোয়ারের সাথে নদীতে বান ডাকে?
  16. বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রীনহাউস গ্যাসটির নাম লেখ।
  17. বায়ুর চাপ মাপার একক কী?
  18. অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়?
  19. আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখ।
  20. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী?
  21. নাতিশীতোষ্ণ মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়?
  22. আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখ।
  23. পশ্চিমবঙ্গে প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে?
  24. ভারতের একটি শুষ্কমুক্ত বন্দরের নাম লেখো।
  25. ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
  26. নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?
  27. পিরপানজাল ও জাস্কার পর্বত শ্রেনীর মধ্যে কোন উপত্যকা অবস্থিত?
  28. হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থ কী বলে?
  29. বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে কোন গ্যাস রয়েছে?
  30. ওজোনস্তর ক্ষয় পেলে মূলত কী ঘটবে?
  31. সূর্যতাপের কত অংশ পৃথিবীতে এসে পৌঁছোয়?
  32. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?
  33. জলাভূমি থেকে কী ধরনের গ্রিনহাউস গ্যাস উত্থিত হয়?
  34. পেরু, ইকুয়েডরে প্রবল বৃষ্টির কারণ কী?
  35. কোন অক্ষাংশকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে?
  36. সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়?
  37. একটি নিয়ত বায়ুর নাম লেখ।
  38. আয়ন বায়ুর অন্য নাম কী?
  39. আপেক্ষিক আদ্রতা কে কিভাবে প্রকাশ করা হয়?
  40. মৌসুমী বায়ুর একটি বৈশিষ্ট্য লেখ।
  41. একটি তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নাম লেখ।
  42. সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কে?
  43. আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম লেখ।
  44. ভারত মহাসাগরের উত্তর ভাগের স্রোতগুলি কোন্ কোন্ বায়ু দ্বারা প্রবাবিত হয়?
  45. কোন বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?
  46. ভারত ও চীনের মধ্যে সীমারেখাকে কী বলে?
  47. কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন গিরিপথ?
  48. পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি?
  49. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
  50. ভারতের একটি শীতল মরুভূমির নাম করো।
  51. শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কী?
  52. পৃথিবীর উচ্চতম সেতু কোথায় তৈরি হয়েছে?
  53. গঙ্গার প্রধান উপনদী কোনটি?
  54. দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখ।
  55. একটি সাধু জলের হ্রদের নাম করো।
  56. পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেচবাঁধের নাম লেখ।
  57. ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
  58. ভারতের জলবায়ুর মুখ্য নিয়ন্ত্রক কে?
  59. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখ।
  60. ভারতের দুটি সমভাপন্ন শহরের নাম লেখ।
  61. ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?
  62. রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়?
  63. লোয়েস মৃত্তিকা ভারতের কোন রাজ্যে দেখা যায়?
  64. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
  65. তামিলনাড়ুর কাবেরী নদীর মোহনায় যে অরণ্য দেখা যায় তার নাম কী?
  66. ভারতে উৎপন্ন দুটি পানীয় ফসলের নাম লেখ।
  67. দুটি অর্থকরী ফসলের নাম লেখ।
  68. আখ উৎপাদনের পৃথিবীতে ভারতের স্থান কত?
  69. পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের নাম করো।
  70. ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
  71. SAIL-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  72. তথ্য প্রযুক্তি শিল্পে এগিয়ে ভারতের দুটি শহরের নাম লেখ।
  73. কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলে?
  74. সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মোট লোকসংখ্যা কত?
  75. জনসংখ্যা মানচিত্র কীসের ওপর নির্ভর করে?
  76. বর্তমানে ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে?
  77. স্থলপথের সর্বশ্রেষ্ঠ পরিবহণ মাধ্যম কোনটি?
  78. পৃথিবীর প্রথম ডাক যোগাযোগ ব্যবস্থা কোথায় কত সালে গড়ে ওঠে?
  79. ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
  80. পশ্চিম ঘাট পর্বত মালার দক্ষিণতম গিরিপথটির নাম কী?
  81. পশ্চিম হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কী বলে?
  82. ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখ।
  83. বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম?
  84. এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?
  85. কাগজ শিল্প থেকে কি বর্জ্য নির্গত হয়?
  86. দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখ।
  87. বর্জ্য ‘পুনর্নবীকরণ’ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, উদাহরণ দাও।
  88. প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
  89. গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটেছে?
  90. একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম কর।
  91. একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম কর।
  92. কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়?
  93. দুটি সংক্রামক বর্জ্যের নাম লেখ লেখ।
  94. ISRO- এর সম্পূর্ণ নাম লেখ।
  95. এশিয়ার মধ্যে কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?
  96. উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস কোনটি?
  97. সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  98. ভুসমলয় উপগ্রহের কক্ষপথকে কী বলে?
  99. রিমোর্ট সেন্সিং শব্দের অর্থ কী?
  100. স্বাভাবিক উদ্ভিদকে টপোশিটে কি রঙে দেখানো হয়?

Madhyamik Geography Map Suggestion 2024

 মাধ্যামিক ভূগোল ম্যাপ সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 10

মাধ্যমিক ভূগোলের ম্যাপ সাজেশন দেখার জন্য নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

Click Here

Madhyamik All Subject Suggestion 2024

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ | Madhyamik Bengali Suggestion 2024

মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024 | Madhyamik English Suggestion 2024

মাধ্যমিক গণিত সাজেশন 2024 | Madhyamik Mathematics Suggestion 2024

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | Madhyamik History Suggestion 2024

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Life Science Suggestion 2024

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Physical Science Suggestion 2024

Madhyamik English Writing Skill Suggestion 2024

মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশন ২০২৪ | Madhyamik Bangla Rachana Suggestion 2024

Madhyamik Geography Suggestion 2024 | মাধ্যমিক ভূগোল সাজেশন 2024

Madhyamik Geography Suggestion 2024 / WB Madhyamik Geography 2024 / MP Exam 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2024 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2024 বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে মাধ্যমিক ভূগোল সাজেশন (Madhyamik Geography Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion / Madhyamik Class 10th Geography Suggestion 2024 / Class X Geography Suggestion / Madhyamik Exam Geography Suggestion / Geography Madhyamik Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / Madhyamik Geography Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2024 / দশম ভূগোল পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ / দশম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৪ (Madhyamik Geography Suggestion 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion 2024 / Madhyamik Class 10th Geography Suggestion 2024 / Class X Geography Suggestion 2024 / Madhyamik Pariksha Geography Suggestion 2024 / Madhyamik Geography Exam Guide 2024 / Madhyamik Geography MCQ , Short, Descriptive Type Question and Answer 2024 / Madhyamik Geography Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *