HS 2015 Geography Question Paper with Answer

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৫ | উচ্চমাধ্যমিক ২০১৫ ভূগোল প্রশ্নপত্র এবং উত্তর | উচ্চমাধ্যমিক ২০১৫ ভূগোল প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF) | উচ্চমাধ্যমিক ২০১৫ ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ (PDF) | HS 2015 Geography Question Paper with Answer | HS Geography Question Paper 2015 | HS 2015 History Question Paper | HS 2015 Geography Question Paper Solved | HS Geography Question Paper 2015 PDF Download | Class 12 Geography Question Paper 2015

HS 2015 Geography Question Paper with Answer

2015

GEOGRAPHY

Time  – 3 hours 15 minute

Full Marks – 70

PART – B (MARKS – 35)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (1×21=21)

(i) মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালি গড়ে ওঠে তাকে বলে

(a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী

(b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী

(c) জাফরীরূপী জলনির্গম প্রণালী

(d) সমান্তরাল জলনির্গম প্রণালী

(ii) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়

(a) চীন সাগর

(b) বঙ্গোপসাগর

(c) বিস্কে উপসাগর

(d) ক্যারিবিয়ান সাগর

(iii) একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো

(a) ঘূর্ণিঝড়

(b) ভূমিকম্প

(c) সুনামি

(d) বাঁধের ছাড়া জলে বন্যা

(iv) প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো

(a) লৌহ ইস্পাত শিল্প

(b) পশম সংগ্রহ

(c) নরম কাঠের বাণিজ্য

(d) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা

(v) কার্পাস বজ্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো

(a) কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে

(b) বাজারের কাছে

(c) নদীর ধারে

(d) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে

(vi) শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন

(a) ওয়েবার

(b) লস্

(c) হুভার

(d) ভন থুনেম

(vii) চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে

(a) অঙ্গারযোজন

(b) আর্দ্র বিশ্লেষণ

(c) জলযোজন

(d) জারণ

(viii) ভারতে পরিযান সর্বাধিক ঘটে

(a) গ্রাম থেকে শহরে

(b) শহর থেকে শহরে

(c) গ্রাম থেকে গ্রামে

(d) শহর থেকে গ্রামে

(ix) ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে

(a) মৌজা

(b) হ্যামলেট

(c) শুষ্কবিন্দু বসতি

(d) আর্দ্র বিন্দু বসতি

(x) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো

(a) সাক্ষরতার হার

(b) মোট অভ্যন্তরীণ উৎপাদন

(c) প্রত্যাশিত আয়ুষ্কাল

(d) ক্রয়ক্ষমতার সমতা

(xi) হলদিয়া শিল্পকেন্দ্রে যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো

(a) কংসাবতী ও হলদি নদী

(b) কেলেঘাই ও হলদি নদী

(c) রূপনারায়ণ ও হলদি নদী

(d) হুগলি ও হলদি নদী

(xii) যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে

(a) ফিয়র্ড

(b) টম্বোলো

(c) স্পিট

(d) হুক

(xiii) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো

(a) লিথোসল

(b) রেগোসল

(c) পলিমৃত্তিকা

(d) পডজল

(xiv) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রীনহাউস গ্যাস নয় সেটি হলো

(a) CO₂   

(b) O₂   

(c) O₃   

(d) CFC

(xv) ভারতে জীববৈচিত্র্যের উন্নবিন্দু বলে পরিগণিত হয়

(a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য

(b) গাঙ্গেয় সমভূমি

(c) ছোটোনাগপুর মালভূমি

(d) থর মরুভূমি

(xvi) মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো

(a) স্থানান্তর কৃষি

(b) প্রথাগত কৃষি

(c) সেচন কৃষি

(d) শুষ্ক কৃষি

(xvii) ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হলো

(a) < 1   

(b) >1   

(c) 1   

(d) 0

(xviii) 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হলো

(a) পশ্চিমবঙ্গ

(b) কেরালা

(c) উত্তরপ্রদেশ

(d) বিহার

(xix) ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো

(a) 1000

(b) 5000

(c) 10,000

(d) 1,00,000

(xx) পানামা খাল যুক্ত করেছে

(a) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

(b) আটলান্টিক ও ভারত মহাসাগরকে

(c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

(d) প্রশান্ত ও ভারত মহাসাগরকে

(xxi) ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো

(a) দামোদর উপত্যকা অঞ্চল

(b) হলদিয়া শিল্পাঞ্চল

(c) হুগলি শিল্পাঞ্চল

(d) ডিগবয় নাহারকাটিয়া অঞ্চল

 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (1×14=14)

(i) “OPEC’-এর তাৎপর্য কী?

Ans:- OPEC হলো খনিজ তেল রপ্তানিকারক দেশসমূহের সংগঠন যা দেশগুলির তেল উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত নীতি নির্ধারণ ও স্বার্থরক্ষার কাজে নিযুক্ত।

(ii) ভিলাই-এর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন্ অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে?

Ans:- ভিলাই-এর লৌহ ইস্পাত কেন্দ্রটি ছত্তিশগড়ের দাল্লি রাজহারা এবং বায়লাডিলা অঞ্চল থেকে আকরিক লোহা সংগ্রহ করে।

অথবা,

বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত?

Ans:-বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত।

(iii) জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়?

Ans:-জনবিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়।

অথবা,

মানুষ জমির অনুপাত-এর সংজ্ঞা দাও?

Ans:-মানুষ জমি অনুপাত হলো কার্যকর জমির আয়তন ও জনসংখ্যার পরিমাণের অনুপাত।

(iv) নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা যায়?

Ans:- নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইন-সিটু কনজারভেশন বা স্ব-স্থানে সংরক্ষণ বলে অভিহিত করা যায়

(v) অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে?

Ans:- একটি বৃহৎ শিল্পকে কেন্দ্র করে উক্ত শিল্পজাত দ্রব্য ব্যবহার করে যে সমস্ত ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্পগুচ্ছ বলে।

(vi) এল নিনো কী?

Ans:- ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বপ্রান্তে পেরু, ইকুয়েডরের পশ্চিম উপকূল দিয়ে কোনো কোনো বছর ডিসেম্বর-জানুয়ারি মাসে যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এলনিনো বলে।

অথবা,

ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন্ বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে?

Ans:- পশ্চিমা বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে।

(vii) রেগোলিথ কাকে বলে?

Ans:- আবহবিকারের ফলে শিলা দীর্ঘদিন ধরে ভাঙতে ভাঙতে বড়, মাঝারি, ছোট বিভিন্ন দানায় পরিণত হয়। এই শিলাচূর্ণ ভূ-ত্বকের ওপর এক পাতলা নরম আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে।

অথবা,

আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়?

Ans:- চুনাপাথর বিশিষ্ট শিলাস্তরে দেখা যায়।

(viii) ভারতের প্রধান সয়াবীন উৎপাদনকারী রাজ্য গুলির নাম করো

Ans:- তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।

(ix) কোনো শহরের ‘কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল’ বলতে কী বোঝো?

Ans:- কেন্দ্ৰীয় বাণিজ্যিক অঞ্চল হলো কোনো শহরের ব্যবসা ও পৌর কর্মতৎপরতার কেন্দ্রস্থল।

অথবা,

ভারতে ‘মেগাসিটি’-র ন্যূনতম জনসংখ্যা কত?

Ans:- ভারতের মেগাসিটির নূন্যতম জনসংখ্যা হল 50 লক্ষ।

(x) ‘সোনালি চতুর্ভুজ’ বলতে বোঝায়?

Ans:- ভারতের চারটি বৃহৎ মেট্রোপলিটন শহর যথা দিল্লী, কোলকাতা, মুম্বাই, চেন্নাইকে 6 চ্যানেল বিশিষ্ট চারটি জাতীয় সড়কপথ দ্বারা যুক্ত করা হয়েছে যাকে সোনালি চতুর্ভুজ বলে।

(xi) ‘শস্যাবর্তন’ কাকে বলে?

Ans:- একই কৃষিজমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হয় যাতে জমির উর্বরা শক্তি বজায় থাকে, একেই শস্যাবর্তন বলে।

অথবা,

বাজারভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝায়?

Ans:- শহরের বাজারে দৈনন্দিন প্রয়োজনীয় টাকা, আনাজ বা সবজি সরবরাহের জন্য শহরের অদূরে সড়কপথের সান্নিধ্যে যে সবজি খামার বা বাজারভিত্তিক উদ্যান কৃষি গড়ে ওঠে।

(xiii) নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা গঠিত হয়?

Ans:- নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চারনোজেম মাটি দেখা যায়।

অথবা,

এলুভিয়েশন’ কাকে বলে?

Ans:- মৃত্তিকার ওপরের স্তরে যেসব খনিজ পদার্থ থাকে সেগুলি বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নীচের দিকে স্থানান্তরিত হয়। এইভাবে মৃত্তিকার ওপরের স্তর থেকে নীচের স্তরে পদার্থের পরিবহন প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে।

(xiv) প্রবাল প্রাচীর কাকে বলে?

Ans:- মৃত প্রবালের চুনাগঠিত কঠিন আবরণগুলি অগভীর সমুদ্র তলদেশে জমে যে দীর্ঘ অপ্রশস্ত ভূ-ভাগ তৈরি হয় তাকে প্রবাল প্রাচীর বলে।

 

PART – A (MARKS – 35)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (7×5=35)

(a) নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির সচিত্র বিবরণ দাও। ‘রিয়া’ ও ‘ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো।  (4+3)

অথবা,

কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কীরূপে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো?  (5+2)

(b) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কী? মৌসুমি বায়ুর ওপর ‘জেট বায়ুপ্রবাহ’-র প্রভাব বিশ্লেষণ করো।   (4+3)

অথবা,

বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্যের গুরুত্ব কী ? ‘দুর্যোগ’ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নিরূপণ করো?  (3+2+2)

(c) ‘স্বাভাবিক ক্ষয়চক্র’ তত্ত্বটি আলোচনা করো। জল নির্গমন প্রণালীর সাথে তা নীচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো?  (4+3)

(d) ‘কোয়াটারনারি’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্যগুলি কী কী? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবের মূল্যায়ন করো ? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো?  (3+2+2)

অথবা,

পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো? কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? ‘আইসোডোপেন’ কী?  (3+2+2)

(e) জনবণ্টনে ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা করো? কার্যাবলি অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করো? ‘ক্ষুদ্র’ ও ‘বৃহৎ’ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কী?  (3+2+2)

HS 2015 Geography Question Paper with Answer | HS Geography Question Paper 2015 | HS 2015 History Question Paper | HS 2015 Geography Question Paper Solved | HS Geography Question Paper 2015 PDF Download | Class 12 Geography Question Paper 2015 | উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৫ | উচ্চমাধ্যমিক ২০১৫ ভূগোল প্রশ্নপত্র এবং উত্তর | উচ্চমাধ্যমিক ২০১৫ ভূগোল প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF) | উচ্চমাধ্যমিক ২০১৫ ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ (PDF)

HS Geography Previous Years Question Paper:

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2024 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2022 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2020 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2019 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2016 Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2015 Click Here