2018
GEOGRAPHY
Time: 3 Hours 15 Minutes
Full Mark: 90
বিভাগ: ‘ক’
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: ১×১৪=১৪
১.১ শুষ্ক অঞ্চলে গিরিখাত কে বলা হয়—
ক) ক্যানিয়ন
খ) ‘V’ আকৃতির উপত্যকা
গ) মন্থকূপ
ঘ) ধান্দ
১.২ পাখির পায়ের মতো আকৃতির বদ এর গঠিত হয়েছে—
ক) নীলনদের মোহনায়
খ) হোয়াংহোর মোহনায়
গ) সিন্ধু নদের মোহনায়
ঘ) মিসিসিপি মৌসৌরীর মোহনায়
১.৩ উল্কাপিন্ড ও পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে—
ক) আয়োনোস্ফিয়ার
খ) স্ট্র্যাটোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার
১.৪ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—
ক) সাইক্লোন
খ) টুইস্টার
গ) টাইফুন
ঘ) হ্যারিকেন
১.৫ শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্জার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হল—
ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল
খ) গিনি উপকূল
গ) ফ্লোরিডা উপকূল
ঘ) পেরু উপকূল
১.৬ মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে—
ক) ১৮০°
খ) ৩৬০°
গ) ৯০°
ঘ) ১২০°
১.৭ নিম্নলিখিত বর্জ্য পদ্ধটি জৈব অভঙ্গ বর্জ্য—
ক) প্লাস্টিক বর্জ্য
খ) কৃত্রিম রবার বর্জ্য
গ) অ্যালুমিনিয়াম পাত
ঘ) সবকটিই প্রযোজ্য
১.৮ নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—
ক) মধ্যপ্রদেশ
খ) অন্ধ্রপ্রদেশ
গ) বিহার
ঘ) উত্তরপ্রদেশ
১.৯ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—
ক) খাদার
খ) ভাঙ্গর
গ) ভাবর
ঘ) বেট
১.১০ ভারতে একটি লবণাত্মক হ্রদের উদাহরণ হল—
ক) প্যাংগং হ্রদ
খ) ভীমতাল
গ) ডাল হ্রদ
ঘ) লোকটাক হ্রদ
১.১১ ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে—
ক) গাঙ্গেয় সমভূমি
খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
গ) সুন্দরবন
ঘ) মরু অঞ্চল
১.১২ গম হলো একটি—
ক) রবি শস্য
খ) খারিফ শস্য
গ) জায়িদ শস্য
ঘ) পানীয় ফসল
১.১৩ উত্তরের শ্রীনগর থেকে দক্ষিনে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেয়া হয়েছে—
ক) পূর্ব-পশ্চিম করিডর
খ) সোনালী চতুর্ভুজ
গ) উত্তর দক্ষিণ করিডর
ঘ) উত্তর মধ্য করিডর
১.১৪ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল—
ক) IRS
খ) LANDSAT
গ) SPOT
ঘ) Station
বিভাগ: ‘খ’
২. ২.১ নিম্নলিখিত বাক্য গুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখ। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ১×৬=৬
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্তব্যের সৃষ্টি হয়।
ANS:- অ
২.১.২ বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
ANS:- শু
২.১.৩ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।
ANS:- অ
২.১.৪ প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনুর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়।
ANS:- অ
২.১.৫ বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।
ANS:- অ
২.১.৬ পেট্রোর রসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ আখ্যা দেওয়া হয়।
ANS:-শু
২.১.৭ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো ‘প্ল্যাটফর্ম’।
ANS:-শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (যে কোনো ছয়টি উত্তর দাও): ১×৬=৬
২.২.১ _______নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত।
ANS:-মিয়েনড্রেস
২.২.২ হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল গুলিকে________ বলে।
ANS:- ক্রেভাস
২.২.৩ বায়ুমন্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়া কে_______ বলে।
ANS:-বৈপরিত্য উপত্যাকা
২.২.৪ ভরা কোটাল এর সময় সমুদ্রের জল প্রবল বেজে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বলা__________ হয়।
ANS:-বানডাকা বা জোয়ারি বান
২.২.৫ যে সকল বর্জ্য নিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে__________ বলে।
ANS:- জৈব ভঙ্গুর বজ্র বা পচনশীল বজ্র
২.২.৬ ________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
ANS:- শিলং
২.২.৭ ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার________ শতাংশ।
ANS:- 74.4
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি): ১×৬=৬
২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত?
ANS:- আর্গ
২.৩.২ বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে?
ANS:- স্ট্র্যাটোস্ফিয়ার
২.৩.৩ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি?
ANS:-প্ল্যাঙ্কটন
২.৩.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও?
ANS:- ইউরেনিয়াম
২.৩.৫ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
ANS:- গোদাবরী
২.৩.৬ ভারতের কোন অরণ্যের সিংহ পাওয়া যায়?
ANS:- গির
২.৩.৭ ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখ?
ANS:-দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC
২.৩.৮ কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়?
ANS:- ভূ-বৈচিত্র্যসূচক
২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখ: ১×৪=৪
বামদিক | ডানদিক |
২.৪.১ তাল ২.৪.২ ঝুম চাষ ২.৪.৩ চিকমাগালুর ২.৪.৪ বারাণসী |
১. কফি গবেষণা কেন্দ্র ২. ডিজেল রেল ইঞ্জিন ৩. পশ্চিম হিমালয়ের হ্রদ ৪. মৃত্তিকা ক্ষয় |
ANS:- ২.৪.১ তাল – (৩) পশ্চিম হিমালয়ের হ্রদ
২.৪.২ জুম চাষ – (৪) মৃত্তিকা ক্ষয়
২.৪.৩ চিকমাগালুর – (১) কফি গবেষণা কেন্দ্র
২.৪.৪ বারাণসী – (২) ডিজেল রেল ইঞ্জিন
বিভাগ: ‘গ’
৩. নিচের অংশগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ২×৬=১২
৩.১ ‘অপসারণ গর্ত’ কিভাবে সৃষ্টি হয়?
অথবা,
হিমশৈল কি?
৩.২ চিনুক কি?
অথবা,
অ্যাপোজি জোয়ার কাকে বলে?
৩.৩ বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়?
অথবা,
বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো?
৩.৪ কর্ণাটক মালভূমির দুটি ভূ-প্রাকৃতিক অংশের নাম লেখ।
অথবা,
বৃষ্টির জল সংরক্ষণে দুটি উদ্দেশ্য কি কি?
৩.৫ ধাপ চাষের গুরুত্ব কি?
অথবা,
ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?
৩.৬ উপগ্রহ চিত্র বলতে কী বোঝো?
অথবা,
ভূবৈচিত্রসূচক মানচিত্রে সংজ্ঞা দাও।
বিভাগ: ‘ঘ’
৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৩×৪=১২
৪.১ নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা কর।
অথবা,
ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন?
৪.২ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কি কি?
অথবা,
বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়?
৪.৩ ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা কর।
অথবা,
আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো?
৪.৪ ভূবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি?
অথবা,
ভূবৈচিত্রসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ কর।
বিভাগ: ‘ঙ’
৫. ৫.১ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৫.১.১ হিমবাহ ও জলধারার মিলিত সঞ্জয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ গুলি চিত্রসহ বিবরণ দাও।
৫.১.২ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা কর।
৫.১.৩ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
৫.১.৪ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ গুলি ব্যাখ্যা কর।
৫.২ যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫×২=১০
৫.২.১ ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫.২.২ ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ গুলি ব্যাখ্যা কর।
৫.২.৪ ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণ গুলি আলোচনা করো।
বিভাগ: ‘চ’
৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও: ১×১০=১০
৬.১ শিবালিক পর্বত।
৬.২ কৃষ্ণা নদী।
৬.৩ ভারতের শুষ্কতম অঞ্চল।
৬.৪ ভারতের একটি লৌহ মৃত্তিকা যুক্ত অঞ্চল।
৬.৫ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার।
৬.৬ উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল।
৬.৭ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার।
৬.৮ পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর।
৬.৯ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র।
৬.১০ ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।
Madhyamik 2018 Geography Question Paper Download Important Links:-
Madhyamik 2018 Geography Question Paper Download Link | Click Here |
Madhyamik Geography Question Pattern and Syllabus | Click Here |