মাধ্যমিক ২০১৮ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র এবার Download করুন উত্তর সহ | Madhyamik 2018 Physical Science Question Paper Solved (PDF)!

2018

PHYSICAL SCIENCE

Time:- 3 Hours 15 Minutes

Full Markas :- 90

নতুন পাঠ্যক্রম

(কেবল মাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলি উত্তর দিতে হবে, প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করেছে)

‘ক’ বিভাগ

  1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখ: 1×15=15 

1.1 গ্রীন হাউজ গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? 

a)N²

b)CH

c)CO²

d)H²O বাষ্প 

1.2 বয়েলের সূত্র অনুযায়ী PV-P লেখচিত্র কোনটি? 



ANS:- b)

1.3 কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? 

a)CO²

b)C² H

c)C² H6

d)C² H²

1.4 কোন কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল-

a)m

b)m¹

c)°C¹

d)C

1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? 

a)সদ ও অবশীর্ষ

b)অসদ ও অবশীর্ষ

c)সদ ও সমশীর্ষ

d)অসদ ও সমশীর্ষ 

1.6 কোন আলোকরশ্মির একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে, এর চুক্তি কোণ কত হবে? 

a)

b)180°

c)30°

d)90°

1.7 নিচের একক গুলির মধ্যে কোনটি রোষের SI একক? 

a)ভোল্ট

b)অ্যাম্পিয়ার

c)কুলম্ব

d)ওহম

1.8 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? 

a)আর্ত লাইন

b)লাইভ লাইন

c)নিউট্রাল লাইন

d)লাইফ ও নিউট্রাল উভয় লাইন

1.9 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত ß রশ্মি হল

a)ইলেকট্রনের স্রোত

b)প্রোটনের স্রোত

c)নিউট্রনের স্রোত

d)তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

1.10 দ্বিপর্যয় সারণীতে শ্রেণী সংখ্যা কত? 

a)7

b)8

c)9

d)18

1.11 নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? 

a)NaCI 

b)LiH

c)K CL

d)CaO

1.12 নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে

a)গলিত NaCI 

b)তরল HCL 

c)গলিত NaCI 

d)গ্লুকোজের জলীয় দ্রবণ

1.13 কপার সালফেট এর জলীয় দ্রবণের অতিরিক্ত পরিমান জলীয় অ্যামোনিয়া  যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? 

a)হলুদ

b)সবুজ

c)গাঢ় নীল

d)বাদামি

1.14 নিচের কোন ধাতু শংকরের জিঙ্ক বর্তমানে? 

a)C³ H5

b)C² H

c)C² H²

d)C² H6

1.15 নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? 

a)C³ H5

b)C² H

c)C² H²

d)C² H6

Madhyamik All Subjects Suggestion 2024 (Click Here)

‘খ’ বিভাগ

2.     নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় )  :

       2.1 বায়ো গ্যাসের একটি ব্যবহার লেখো।                                 

ANS:- বায়োগ্যাসের একটি ব্যবহার হলো- এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

অথবা, ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO -এর ভূমিকা কী?

ANS:- ওজোন স্তরের NO ওজনের দ্রুত বিয়োজন ঘটায়।

ভূমিকা : NO + 03 —-> NO2 + O2

              NO2 + O —–> NO + O2

2.2 – কাঠকয়লা, পেট্রোল ও ইথাইনের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? 

ANS:- কাঠকয়লা, পেট্রোল ও ইথাইনের মধ্যে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি।

2.3- স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?

ANS:- চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে -273°C উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে।

2.4 – PV= W/M.RT – সমীকরণটিতে M – এর একক কী?

ANS:- PV= W/M.RT – সমীকরণটিতে M – এর একক হলো g.mol^-1

2.6 – আলোক রস্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো?

ANS:-আলোক রস্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে -আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়ো।

2.7 –  মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

ANS:- মোটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

2.8 –  উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?

ANS:- উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে যায়।

2.9 –  ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?

ANS:- ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।

2.10- আলফা,বিটা, গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উর্ধ্বক্রমে সাজাও।

ANS:- আলফা> বিটা<গামা।

অথবা, 

কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?

ANS:- নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস।

Madhyamik Physical Science Suggestion 2024 (Click Here)

 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর:                                            1×4=4

              বামস্তম্ভ  ডানস্তম্ভ 

2.11.1 একটি ক্ষার ধাতু   

2.11.2 যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা

2.11.3 হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়    

2.11.4 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল            

a) F

b) Fe

c) K

d) CI 

2.1 – একটি ক্ষার ধাতু  –  c) K

2.2- যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে  –  d) CL

2.3- হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় –  b) Fe

2.4 -সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল  –  a) F

2.12 – CaO -এ কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?

ANS:-ক্যালসিয়াম অক্সাইডে তড়িৎযোযী বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান।

2.13 – আমার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে গেলে কী ব্যবহার করা হয়?

ANS:- তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে তামার চামচ ব্যবহার করা হয়।

অথবা,

একটি যৌগের উদাহরণ দাও জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য ।                                                              

ANS:- HCl, NaOH, KOH ।

2.14 –  অথবা একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য।

ANS:-অ্যাসিটিক অ্যাসিড হলো এমন একটি যৌগ  যার জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য |

 2.15 তরল অ্যামোনিয়ার  একটি ব্যবহার লেখ?                              

ANS:-পরীক্ষাগারে গুরুত্বপূর্ণ বিকারক হিসেবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তথা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়।

অথবা,  

অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখ।                       ANS:- (NH4Cl)

 2.16 নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতিতে অ্যামোনিয়ার ক্লোরাইড এর জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়?                             

ANS:-সোডিয়াম নাইট্রাইট (NaNO2) 

    2.17 CH³ CH² CHO  এর IUPAC নাম লেখ ।                             

ANS:-IUPAC Name : Propaldehyde

অথবা,  

CH³CH²CH²OH  এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখ?            

ANS:- ইথানল                

    2.18 পলি ( টেট্রাফ্লোওরো) ইথিলিনের একটি ব্যবহার উল্লেখ কর।                                                   

ANS:- বেনজালডিহাইড এর মিশ্রণে অত্যন্ত উচ্চ চাপ প্রয়োগ করার পর তারা একটি সাদা, মোমজাতীয় উপাদান তৈরি করে।

‘গ’ বিভাগ

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়ার( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)    (2×9)=18                                                               

   3.1 মিথেন হাইড্রেট কি?                                                                                                                                       

   3.2 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?         অথবা,

স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাস কে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?                                                                             

   3.3 কোনো উওল লেন্সের আলোককেন্দ্র বলতে কি বোঝায়?                                                               

 অথবা, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?                                                                       

   3.4 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখ?                            2                                                                   

   3.5 লুইস- এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো।                    

অথবা, 

সোডিয়াম ক্লোরাইড এর বন্ধন Na-CI হিসেবে প্রকাশ করা যায় না কেন?                                      

   3.6 একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও?                                                       

   3.7 জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H² S  গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখ।                      

 3.8 MSO4 (M= ধাতু) এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে লেখ। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখ।                                                                                          

অথবা, 

কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ কর।                    

   3.9 ক্লোরিন এর সঙ্গে মিথেনের প্রতিস্থাপনের বিক্রিয়ার শর্তটি কি? বিক্রিয়াটি মোর প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ টি লেখ।                                                                                                           অথবা, 

ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ।                

‘ঘ’ বিভাগ

4.   নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) 

4.1 বয়েলের সূত্র , চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা কর।            4.2 আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পৎপাদনের জন্য প্রয়োজনীয় SO² উৎপাদন করা হয়  । বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হল: –

4 FeS²+ 11O²→Fe²O³+SO²  512gSO² উৎপাদনের জন্য কত গ্রাম FeS² প্রয়োজনে? (Fe=56, S=32, O=16) 

অথবা

কোন ধাতব কার্বনেটের 200 g কে উত্তপ্ত করলে 112 g  ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় । গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 । বিক্রিয়ার টিতে কত মৌল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়? 

4.3 তাপ পরিবাহিতা কাকে বলে ? SI একক কি?                        

অথবা

 কোন কঠিন পদার্থের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে পদার্থটির প্রতি ক্ষেত্র ফলে যে পরিমাণ প্রসারণ হয় তাও ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে।                                          

4.4 উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় ? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?                                   

4.5 কোন মাধ্যমে আলোর বেগ 2×108 m/s  হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক  কত?          

অথবা,

    বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ুতে √2 বায়ুতে আলোক রশ্মির কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চুক্তি কোণ কত হবে নির্ণয় কর।                        

4.6 তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখ।                     

4.7 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। তুল্য রোধ কত হবে নির্ণয় কর।                 অথবা,

একটি বাড়িতে 2 টি 60 ওয়াট বাতি এবং 2 টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখা গুলি দৈনিক 5 ঘন্টা করে চলে।  প্রতি ইউনিটের দাম 4 টাকা  হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। ( ধরে নাও, 1 মাস = 30 দিন) 

4.8 æ  ও γ রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা কর। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ কর।                   

4.9 কোন মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে Li, Rb, K ও Na  কি বোঝায়? কে আয়োনাইজেশন শক্তির উদ্যোগ ক্রমে সাজাও।                           

অথবা,

হাইড্রোজেন এর ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌল গুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলোর দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ কর।

4.10 তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে ? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহৃত হয়? 

4.11 হেবার পদ্ধতিতে এমনই আর শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখ ।

4.12 একটি জৈব যৌগের আণবিক সংকেত C² H⁴ O² । যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলে দ্রবণের  NaHCO যোগ করলে CO² নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত কর। জৈব যৌগটি সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখক । 

অথবা,

জৈব ও অজৈব যৌগের  তিনটি ধর্মে তুলনা কর। 

Madhyamik 2018 Physical Science Question Paper Download Important Links:-

Madhyamik 2018 Physical Science Question Paper Download Link Click Here
Madhyamik Physical Science Question Pattern and Syllabus Click Here