মাধ্যমিক ২০১৮ জীবন বিজ্ঞান প্রশ্নপত্র এবার Download করুন উত্তর সহ | Madhyamik 2018 Life Science Question Paper Solved (PDF)!

2018

LIFE SCIENCE

Time: 3 Hours 15 Minutes

Full Mark: 90

(For Regular and Sightless Regular Candidates)

 

বিভাগ: ‘ক’

 

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখ।১×১৫=১৫ 

১.১ সূর্যশিশির নামক পতঙ্গভূক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শের আশামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে । এটি হল—

ক) সিসমোন্যাস্টি 

খ) থার্মোন্যাস্টি

গ) ফটোন্যাস্টি

ঘ) কেমোন্যাস্টি 

১.২ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় এর গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল— 

ক) TSH 

খ) ADH 

গ) ACTH 

ঘ) ইস্ট্রোজেন

১.৩ নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ—

ক) গ্রাহক কারক বহির্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র অন্তঃবাহী স্নায়ু কেন্দ্র

খ) স্নায়ু কেন্দ্র গ্রাহক অন্তর্বাহী স্নায়ু কারক বহির্বাহী স্নায়ু

গ) বহির্বাহী স্নায়ু গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র কারক

ঘ) গ্রাহক→ অন্তঃর্বাহী স্নায়ু→ স্নায়ু কেন্দ্র→ বহির্বাহী স্নায়ু→ কারক

১.৪ মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস কে অবলুপ্ত হতে দেখা যায়—

ক) অ্যানাফেজ

খ) প্রোফেজ

গ) মেটাফেজ

ঘ) টেলোফেজ

১.৫ নিচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয়—

ক) ডি- অক্সিরাইবোজ শর্করা

খ) ইউরাসিল ক্ষারক

গ) থাইমিন ক্ষারক 

ঘ) ফসফরিক অ্যাসিড

১.৬ যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক—

ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদনে অপরিহার্য

খ) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর

গ) যৌন জননে একটি মাত্র জন্ডিত্ত জীব থেকেই অপত্য জিব সৃষ্টি হতে পারে। 

ঘ) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মত হয়। 

১.৭ নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F² জনুর জেনোটাইপিক অনুপাত—

ক) 1:2:1

খ) 3:1

গ) 9:3:3:1 

ঘ) 2:1:2 

১.৮ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না—

ক) রোলার জিভ

খ) হিমোফিলিয়া

গ) থ্যালাসেমিয়া

ঘ) কানের যুক্তলতি

১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায়  F² জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে—

ক) 3:1

খ) 2:1:1

গ) 9:3:3:1

ঘ) 1:2:1 

১.১০ নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম—

ক) শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম

খ) ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম

গ) পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম

ঘ) বক ও মাছরাঙ্গার মধ্যে সংগ্রাম

১.১১ নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি—

ক) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি

খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি

গ) তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি

ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি

১.১২ বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশ টি ছিল যেন—

ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ

খ) সমুদ্র জলের ঠান্ডা ঘন সুপ

গ) নদীর জলে ঠান্ডা ঘন সুপ

ঘ) মাটির তলার জলে তপ্ত ঘন সুপ

১.১৩ নিচের কোন জীবাণু টি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে—

ক) নাইট্রোসোমোনাস

খ) অ্যাজোটোব্যাকটার

গ) সিউডোমোনাস 

ঘ) থায়োব্যাসিলাস

১.১৪ এক্সহ-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল—

ক) সুন্দরবন বাঘ্র সংরক্ষণ প্রকল্প

খ) করবেট জাতীয় উদ্যান

গ) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ

ঘ) ক্রায়ো সংরক্ষণ

১.১৫ জল দূষণের ফলে নিচের যেটি ঘটে তা হল—

ক) বিশ্ব উষ্ণায়ন

খ) ইউট্রফিকেশন

গ) বধিরতা

ঘ) ব্রংকাইটিস

Madhyamik All Subjects Suggestion 2024 (Click Here)

বিভাগ: ‘খ’

 

২. নির্দেশ অনুসারে নিচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর লেখ।                              ১×২১=২১

নিচের বাক্যগুলোতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গুলি পূরণ কর (যে কোন পাঁচটি):               ১×৫=৫

২.১ আয়োডিনের অভাবে_________  হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। 

ANS:-থাইরয়েড 

২.২ মেরুদন্ডী প্রাণীদের ভ্রুনের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময়_______ কোশ বিভাজন ঘটে। 

ANS:- মাইটোসিস 

২.৩ মটর গাছের ভিন্ন ভিন্ন________ একই ফিনোটাইপ দেখাতে পারে। 

ANS:- জিনোটাইপ 

২.৪ ________ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। 

ANS:- ডাইভার্জেন্ট

২.৫ স্থানীয় জীব বৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল________। 

ANS:- আমাজন সেলফিন ক্যাটফিশ 

২.৬ বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে_______ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। 

ANS:- বায়ুদূষণ 

 

নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি):                              ১×৫=৫

২.৭ হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। 

ANS:- সত্য 

২.৮ DNA -তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। 

ANS:- মিথ্যা

২.৯ মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জুনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। 

ANS:- মিথ্যা

২.১০ ল্যামার্কের মতে জিব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। 

ANS:- সত্য

২.১১ অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO² এবং NO² গ্যাস। 

ANS:- সত্য

২.১২ অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে। 

ANS:- মিথ্যা 

 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও । (যে কোনো পাঁচটি)                                                    ১×৫=৫

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.১৩  CSF 
২.১৪ ক্রসিং ওভার
২.১৫ হিমোফিলিয়া
২.১৬ কোয়াসারভেট
২.১৭ JFM
২.১৮ গ্রাফটিং
১. বৃহৎ কোলয়েড সমন্বয়
২. জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
৩. মিয়োসিস
৪. অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী  গমন 
৫. মানুষের X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ 
৬. মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
৭. স্টক এবং সিয়ন

ANS:- 2.13-(f) ,  2.14- (g) ,  2.15- (e),  2.16 – (a), 2.17-(b), 2.18-(c)

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। (যে কোন ছটি):                                     ×= 

২.১৯ বিসদৃশটি  বেছে লেখ:

বামনত্ব, গলগন্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ

ANS:- থ্যালাসেমিয়া হল অদ্ভুত এক রোগ । বিশ্রাম এর কারণে সব হরমোনের ভারসাম্যহীনতার স্বীকার হয়।

২.২০ মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ কর। 

ANS:- চোখের বলের লেন্স রেটিনার উপর আলো ফোকাস করতে সাহায্য করে এবং চোখকে বিভিন্ন দূরত্বের বস্তুর উপর ফোকাস করতে সাহায্য করে।

২.২১ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড়া দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

মাইটোসিস : ভ্রুণমূল:: ________ : রেণুমাত্রিকোশ। 

ANS:- মিয়োসিস

২.২২ গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? 

ANS:-না, গিনিপিগের ক্ষেত্রে, bbRR এবং bbRr দুটি জিনোটাইপের ফিনোটাইপ এক নয়।

২.২৩ মেন্ডেলের দ্বি সংকর জননের পরীক্ষায় F² জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত টি লেখ। 

ANS:- মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস এক্সপেরিমেন্টের F2 জেনারেশনে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাত হল 9:3:3:1।

২.২৪ লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ কর। 

ANS:ম্যানগ্রোভ বা সুন্দরী উদ্ভিদের লবণ সহনশীলতার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এই ধরনের একটি প্রক্রিয়া হল যে তারা তাদের পাতার গ্রন্থিগুলির মাধ্যমে সমুদ্রের জলের চেয়ে অনেক বেশি ঘনত্বে লবণ নির্গত করে।

২.২৫ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো:

স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR, স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস,  স্থানীয় জীব সম্পদের স্থিতিশীল ব্যবহার।

ANS:- PBR বা “পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার” এমন একটি শব্দ যা অন্য তিনটি অন্তর্ভুক্ত করে।

২.২৬ সিঙ্গালিলা জাতীয় উদ্যানের সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখ। 

ANS:- রেড পান্ডা সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী।

 

Madhyamik Life Science Suggestion 2024 (Click Here)

বিভাগ: ‘

. নিচের ১৭ টি প্রশ্ন থেকে যেকোনো ১২ টি প্রশ্নের উত্তর দুইতিনটি বাক্যে লেখ।              ×১২=২৪ 

৩.১ নিজের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে । এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখ। 

  • যখন শ্বাসনালীতে খাদ্য কণা ঢুকে পড়ে
  • যখন নাকের মধ্যে কোন বিজাতীয় বস্তু ঢুকে পড়ে

৩.২ চোখের কোন কোন বৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? 

৩.৩ নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোন গুলির নাম তালিকাভুক্ত করো:

  • রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ
  • থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান
  • স্ত্রীদেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রজেস্টেরন হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান
  • উদ্বেগ জনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা

৩.৪ বিশ্রামত একটি প্রাণী গমনে উদ্যোক্ত হলো। এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ কর। 

৩.৫ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখ: 

  • প্রকৃতি
  • সংখ্যা

৩.৬ স্পাইরোগাইরা ও প্লানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? 

৩.৭ মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ কর। 

৩.৮ মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। 

৩.৯ একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হল । জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কি কি উদ্যোগ নিতে পারে তা লেখ।

৩.১০ দ্বিসংকর জনন পরীক্ষায়  F² জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ থেকে সকল সম্ভাব্য গ্যামেট গুলি কি কি হতে পারে? 

৩.১১ পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি? 

৩.১২ মানবদেহের মেরুদন্ডে ও  খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ। 

৩.১৩ ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখ। 

৩.১৪ “মানুষের ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে”— দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ কর। 

৩.১৫ ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিনাম কি কি হতে পারে। 

৩.১৬ শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে? 

৩.১৭ মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা উল্লেখ কর: 

  • খাদ্য উৎপাদন
  • ওষুধ প্রস্তুতি

 

বিভাগ: ‘

. নিচের ছয়টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে:                                         ×=৩০

৪.১ একটি প্রতিবর্ত চাপে চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর: (৩+২) =৫

ক) গ্রাহক

খ) সংজ্ঞাবহ স্নায়ু

গ) স্নায়ু কেন্দ্র

ঘ) চেষ্টীয় স্নায়ু                                                     

অথবা

একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর: (৩+২=৫)

ক) ক্রোমাটিয়ে

খ) সেন্ট্রোমিয়ার

গ) নিউক্লিয়ার অরগানাইজার

ঘ) টেলোমিয়ার                                                    

 

৪.২ একটি কোশচক্রের এন্টারফেজ এর বিভিন্ন দশা একই কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় ? একটি কোশচক্রে বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে?      (৩+২=৫)

অথবা

একটি ফার্নের জনুঃক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। “প্রফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীত ধর্মী পরিবর্তন ঘটে”—এরূপ দুটি বিপরীত ধর্মী পরিবর্তন লেখ। (৩+২=৫) 

৪.৩ মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার— এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দিস সংকর জননের পরীক্ষা করেছিলেন । এই পরীক্ষায় F² জনুতে যে-কটি হলুদ ও গোলাকার বিজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়, তাদের জিনোটাইপগুলো লেখ। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত কর।             (২+৩=৫)

অথবা

মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর । “বংশগতির বৈজ্ঞানিক ধারণা করে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী”— এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের তিনটি কারণ উল্লেখ কর।        (২+৩=৫)

৪.৪ উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকার (RBC) বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত? খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও।        (২+৩=৫)            

অথবা

একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা কর। রুই মাছের জলজ অভিযোজন এ পটকার ভূমিকা কি কি?                        (৩+২=৫)

৪.৫ “মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে”— এর স্বপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন কর। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও।                                                          (৩+২=৫)

অথবা

নাইট্রোজেন চক্রের তাপ সমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও।                        ৫ 

৪.৬ পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্রের কি কি সমস্যা হতে পারে?    (৩+২=৫)

অথবা

সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যান এ যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ কর । ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে?    (২+৩=৫) 

Previous Years Madhyamik Life Science Question Paper

Madhyamik Life Science Question Paper 2023 Click Here
Madhyamik Life Science Question Paper 2022 Click Here
Madhyamik Life Science Question Paper 2020 Click Here
Madhyamik Life Science Question Paper 2019 Click Here
Madhyamik Life Science Question Paper 2018 Click Here
Madhyamik Life Science Question Paper 2017 Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *