মাধ্যমিক ২০১৯ জীবন বিজ্ঞান প্রশ্নপত্র এবার Download করুন PDF সহ (Bengali) | Madhyamik 2019 Life Science Question Paper Solved (PDF)!

 

2019

Life Science

Time: 3 Hours 15 minutes

Full Marks: 90

 

বিভাগ-‘ক’

 

১. প্রতিটি প্রশ্ন এর সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ:     ১×১৫=১৫

   ১.১ ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন কর

ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত

খ) উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়

গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়

ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন

 

১.২ নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি  চিহ্নিত কর

ক) FSH, LH ও প্রোল্যাকটিন হলো বিভিন্ন ধরনের GTH

খ) অ্যাড্রিনালিল হার্দ উৎপাদ কমায়

গ) ইনসুলিনকোষ পর্দার মাধ্যমে কোশের ভেতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে

ঘ) প্রজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে

 

১.৩ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ কর—

ক) ১০ জোড়া

খ) ৩১ জোড়া

গ) ১২ জোড়া

ঘ) ২১ জোড়া

 

১.৪ অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি সনাক্ত কর–

ক) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে

খ) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়

গ) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয়

ঘ) ক্রোমোজোম ও বেম তন্তু গঠিত হয় না

 

১.৫ মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো–

ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়

খ) জীবের জননঙ্গের ও ভ্রুণের বৃদ্ধি ঘটায়

গ) বংশগত প্রকরণবাহী হাপ্লয়েড গামেট উৎপাদন করে

ঘ) কোন কোন প্রাণীদেহে কোন অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে

 

১.৬ সঠিক জোড়াটি নির্বাচন করো এবং লেখো–

ক) বহুবিভাজন– হাইড্রা

খ) খন্ডি ভবন– স্পাইরোগাইরা

গ) পুনরুৎপাদন– ফার্ন

ঘ) কোরকোদগম– প্ল্যানেরিয়া

 

১.৭ নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত কর–

ক) কান্ডের দৈর্ঘ্য– বেঁটে

খ) বীজের আকার– কুঞ্চিত

গ) বীজপত্রের বর্ণ– হলুদ

ঘ) ফুলের বর্ণ– সাদা

 

১.৮ RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো–

ক) এক ধরনের

খ) চার ধরনের

গ) দুই ধরনের

ঘ) তিন ধরনের

 

১.৯ নিচের কোন দুটি চিহ্ন টাইপ মটর গাছের কুঞ্জিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো–

ক) RRYY ও rryy

খ) RRYy ও  RrYy

গ) RRyy  ও  Rryy

ঘ) rrYY  ও rrYy

 

১.১০ নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা সনাক্তকরণ–

ক) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছ এদের মধ্যে সংগ্রাম

খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম

গ) একই জায়গার ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম

ঘ) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম

 

১.১১ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছ টি সঠিকভাবে নিরূপণ কর–

ক) অস্তিত্বের জন্য সংগ্রাম

খ) প্রকরণের উৎপত্তি

গ) অর্জিত গুণের বংশানুসরণ

ঘ) প্রাকৃতিক নির্বাচন

 

১.১২ নিচের কোন প্রাণীটি বিশেষ নিত্য ভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান-প্রদান করে তা সনাক্ত কর–

ক) শিম্পাঞ্জি

খ) আরশোলা

গ) ময়ূর

ঘ) মৌমাছি

 

১.১৩ নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তা জিব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তার স্থির কর–

ক) খবরের কাগজ

খ) জীবজন্তুর মলমূত্র

গ) পচা পাতা

ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক

 

১.১৪ নিচের কোন শয্যাটি গরুমারা ,করবেট, কুলিক, নন্দাদেবী– এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন কর–

ক) বায়োস্ফিয়ার রিজার্ভ , অভয়ারণ্য, জাতীয়উদ্যান,  জাতীয় উদ্যান

খ) জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান ,বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য

গ) জাতীয় উদ্যান,  জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ

ঘ) অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য

 

১.১৫ বায়ুতে পরাগরেণু,  ছত্রাকের রেনু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তার স্থির কর–

ক) যক্ষা

খ) অ্যাজমা

গ) ম্যালেরিয়া

ঘ) ডেঙ্গু

 

বিভাগ-‘খ’

 

  1. নীচের ২৬ টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উওর নির্দেশ অনুসারে লেখ:           ১×২১=২১ 

নিচের বাক্য গুলির শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি)        ১×৫=৫

 

২.১ __________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ।

ANS:- অ্যাড্রিনালিনী

২.২ __________ অনুরঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম।

ANS:- DNA

২.৩ একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে__________ বলে।

ANS:- সিনগ্যামি

২.৪ জীবন উৎপত্তির আধি পর্যায়ে__________ ছিল কিছু বৃহৎ কোলয়েড অনুর সমন্বয়।

ANS:- কোয়াসার্ভেট

২.৫ সর্পগন্ধা গাছের মূল থেকে_________ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

ANS:- রেসারপিন

২.৬ নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেন এর মধ্যে রেখে এস্ক-সিটু সংরক্ষণ কে_________ বলে।

ANS:- ক্রায়োপ্রিজারভেশন

 

নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যেকোনো পাঁচটি):               ১×৫=৫ 

 

২.৭ বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘু মুত্র নির্গত হয়।

ANS:- সত্য

২.৮ শুষ্ক উদ্ভিদের স্ত্রী-স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।

ANS:- মিথ্যা

২.৯ মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।

ANS:- মিথ্যা

২.১০ ডারউইনের মতে জিপ জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।

ANS:- সত্য

২.১১ পশ্চিমবঙ্গের ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।

ANS:- মিথ্যা

২.১২ অ্যাসিটাইল কোলিনও অ্যাড্রিনালিন হলো নিউট্রোট্রান্সমিটার।

ANS:- সত্য

 

A- স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- থামবে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক  নং  উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখ (যেকোনো পাঁচটি)        ১×৫=৫ 

A ‘স্তম্ভ’B ‘স্তম্ভ’
২.১৩ প্রেসবায়োপিয়াক) BbRr 
২.১৪ বৃদ্ধির কোশীয় বিভেদন দশাখ) হ্যালডেন 
২.১৫ কালো অমসৃণোমযুক্ত গিনিপিগের জিনোটাইপগ) নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ
২.১৬ হট ডাইলিউট স্যুপ ঘ) জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উন্নয়ন
২.১৭ অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়ঙ) প্রাণী কোশ বিভাজনের সময় বেম তন্তু গঠন
২.১৮ সেন্ট্রোজোমচ) কলা , অঙ্গ ও তন্ত্র গঠন
 ছ) bbrr

ANS:-

A ‘স্তম্ভ’ B ‘স্তম্ভ’
২.১৩ প্রেসবায়োপিয়া গ) নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ
২.১৪ বৃদ্ধির কোশীয় বিভেদন দশা চ) কলা , অঙ্গ ও তন্ত্র গঠন
২.১৫ কালো অমসৃণোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ ক) BbRr 
২.১৬ হট ডাইলিউট স্যুপ  খ) হ্যালডেন 
২.১৭ অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় ঘ) জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উন্নয়ন
২.১৮ সেন্ট্রোজোম ঙ) প্রাণী কোশ বিভাজনের সময় বেম তন্তু গঠন

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছয়টি)                                                ১×৬=৬

 

২.১৯  বিসদৃশ্য শব্দটি বেছে লেখো— গ্লাসোফ্যারিঞ্ঝিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন।

ANS:- অক্সিটোসিন।

২.২০ অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তবর্তী প্রকোষ্টে অবস্থিত তরলটির কাজ কি? 

 ANS:- এর কাজ হল চোখের আকৃতি বজায় রাখা,পুষ্টি প্রদান করা ও আলোর প্রতিসারণে সাহায্য করা ।

২.২১ নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোড়া টি সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: জোড়াকলম: আম::___________ : জবা।

ANS:- শাখাকলম ।

২.২২ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায়  হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি ?

ANS:- কারণ প্রচ্ছন্নধর্মী জিনটি ক্স ক্রোমোজোম এ অবস্থান করে ।

২.২৩ মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি কি?

ANS:-1:2:1

২.২৪ সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? 

ANS:- অপসারী বিবর্তন।

২.২৫ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়টি খুঁজে বার করো এবং লেখ: কৃষি ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড , জল দূষণ , কলকারখানা থেকেও উৎপন্ন তরল বর্জ্য। 

ANS:-ভূণ, ভাজক কলা, কাহোসংবচ্চন মাধ্যমে সংরক্ষিত হয়

২.২৬ কোন ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থ্থায় অনুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়।

ANS:- জলদূষণ।

বিভাগ- ‘গ’

 

৩. নিচের ১৭ টি প্রশ্ন থেকে যে-কোনো ১২ টি প্রশ্নের উত্তর দাও দুই তিন বাক্যে লেখ:      ২×১২=২৪

৩.১ দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথ টি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও।

৩.২ মেনিনজেস ওCSF -এর অবস্থান বিবৃত কর।

৩.৩ উদ্ভিদের বীজ ও পর্ব মধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা কর। 

৩.৪ অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখ। 

৩.৫ মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিড এর মধ্যে খন্ড বিনিময় ঘটে— এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ কর।

৩.৬ অযৌন ও যৌন জননের মাধ্যমে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ কর: জনিতৃ জিবের সংখ্যা অপত্য জনুর প্রকৃতি। 

৩.৭ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশা গুলি শনাক্ত করণ কর : ক্রোমোজোমগুলির কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা, বেম তন্তুর বিলুপ্তি, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি, অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন। 

৩.৮ মটর গাছের ক্ষেত্রে পৃথকি ভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো।  এরকম বিপরীত গুনসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখ। 

৩.৯ একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা,  একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যা সন্তান হল। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখ।

৩.১০ মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখ।

৩.১১’বাঘ বিলুপ্তি হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হল’।—বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রামের লিপ্ত থাকবে তা ভেবে লেখো। 

৩.১২ লবণ সহণের জন্য সুন্দরী গাছের যেকোনো দুটি অভিযোজন বর্ণনা কর।

৩.১৩ শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকার শিকার করে তা ব্যাখ্যা কর।

৩.১৪ নিম্নলিখিত দুশো গুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো— গ্রিনহাউস গ্যাস, SPM, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক।

৩.১৫ জলজসখলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীব বৈচিত্রের ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও। 

৩.১৬ একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থা গুলি লেখ এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানে নাম লেখ। 

৩.১৭ “চোরা শিকার ভারতের প্রাণী বৈচিত্রের বিপন্নতার একটি প্রধান কারণ” —যে যে কারণে এই চোরাশিকার ঘটে তার চারটি কারণ নির্ধারণ করো। 

 

বিভাগ- ‘গ’

 

৪. নিচের ছয়টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখ:              ৫×৬=৩০

 

৪.১ একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন কর এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর—  ৩+২=৫

ক) ড্রেনড্রন

খ) রেনভিয়ার-এর পর্ব

গ) মায়োলিন সিদ

ঘ) সোয়ান কোশ

অথবা

প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত কর:                                                ৩+২=৫

ক) মেরু অঞ্চল 

খ) বেম তন্তু

গ) ক্রোমাটিড

ঘ) সেন্ট্রোমিয়ার 

 

৪.২ কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? ” মিয়োসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক”— তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে?    ২+৩=৫

অথবা

উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা কর। 

৪.৩ একটি বিশুদ্ধ কালো (BB)ও অমসৃণ লোমযুক্ত (RR) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা (bb) ও মসৃণ লোমযুক্ত (rr) গিনিপিগের সঙ্গে সংকরায়নের ফলাফল F² জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত কর ।          ৩+২=৫ 

অথবা

থ্যালাসেমিয়া আক্রান্ত কোন শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? সে ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়?     ৩+২=৫

৪.৪ জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা কর।  ৫ 

অথবা

ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃদপিন্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে ঐ ব্যক্তি মতবাদের স্বপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে?             ২+৩=৫ 

৪.৫ নাইট্রোজেন চক্রের যেকোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকার বিশ্লেষণ করো। ” বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম কারণ” —  যুক্তিসহ উক্তিটি সমর্থন কর। ৩+২=৫

অথবা

গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীব-বৈচিত্রের বিপন্নতার দুটি উদাহরণ দাও । নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যেকোন প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা কর।          ২+৩=৫

৪.৬ “ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন”— পরিবেশের কি কি প্রভাব পড়তে পারে তার  সারসংক্ষেপ কর। শীতকালের শিশু ও বয়স্কদের নানা শ্বাস জনিত সমস্যা দেখা যায়— এরূপ দুটি সমস্যার নাম লেখ এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত কর। ৩+২=৫

অথবা

সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত তিনটি সমস্যা শনাক্ত করলে—

  • খাদ্য খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত
  • নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস
  • উষ্ণতা বৃদ্ধির উপর এদের প্রভাব কি কি হতে পারে তা বিশ্লেষণ কর। 

সুন্দরবন হটস্পট এর অবস্থান ও এর বৈচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রজাতি নাম লেখ।        ৩+২=৫ 

 

Madhyamik 2019 Life Science Question Paper Download Important Links:-

Madhyamik 2019 Life Science Question Paper Download LinkClick Here
Madhyamik Life Science Question Pattern and SyllabusClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *