2019
PHYSICAL SCIENCE
Time:- 3 Hours 15 Minutes
Full Marks :- 90
নতুন পাঠ্যক্রম
(কেবল মাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলি উত্তর দিতে হবে, প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করেছে)
বিভাগ ‘ক’
1 . বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখ: 1×15
1.1 নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে?
a)N²
b)O²
c)CH⁴
d)He
1.2 STP- তে 2.24L অধিকার করে-
a)4.4g CO²
b)0.64g SO²
c)28g CO
d)16g O²
(C=12,O=16,S=32)
1.3 1 মোল C,1 মোল O²-র সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO²-এর কতগুলি অণু উৎপন্ন হবে?
a) 6.022×10²³
b)1.806× 10²⁴
c)6.022×10²²
d)6.022×10²⁴
1.4 কঠিন এর কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে?
a)এক
b)দুই
c) তিন
d)চার
1.5 নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
a)X- রশ্মি
b)γ রশ্মি
c) অবলোহিত রশ্মি
d)অতিবেগুনী রশ্মি
1.6 প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চুত্যির মান হবে
a)75°
b) 15°
c)7.5°
d)37.5°
1.7 অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ V এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে নিচের কোনটি সত্য
a)V æ I
b)V æ I²
c)V æ I-¹
d)V æ I-²
1.8 তড়িৎচালক বল(V),কার্য(W)ও আধান (Q)-এর মধ্যে সম্পর্ক টি হল
a)Q = WV
b)Q = v/w
c)Q = V/W2
d)Q = W/V
1.9 তেজস্ক্রিয় পরমানু থেকে ß-কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর
a)ভর সংখ্যা বাড়ে
b) পারমাণবিক সংখ্যা বাড়ে
c)ভর সংখ্যা কমে
d)পারমাণবিক সংখ্যা কমে
1.10 দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল গুলি অবস্থিত?
a)শ্রেণী 1
b)শ্রেণী 16
c) শ্রেণী 17
d)শ্রেণী 2
1.11 নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত?
a) সোডিয়াম ক্লোরাইড
b)হাইড্রোজেন ক্লোরাইড
c)ন্যাপথালিন
d)গ্লুকোজ
1.12 নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক?
a)বিশুদ্ধ জলের
b)চিনির জলীয় দ্রবণের
c)তরল হাইড্রোজেন ক্লোরাইড এর
d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
1.13 নাইট্রোজেন বন্ধন এর প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়?
a) NO
b)NO²
c)N² O5
d)HNO³
1.14 নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত?
a)Al² O³
b)Al² O³. H²O
c) Al² O³ . 2H²O
d)AlF³ . 3NaF
1.15 নিচের কোন দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ?
a)মিথাইল
b) ইথাইল
c)প্রোপাইল
d)আইসোপ্রোপাইল
বিভাগ ‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) :
2.1 জ্বালানির তাপন মূল্যের একক লেখ?
ANS:- কিলোজুল/কেজি
অথবা,
স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
ANS:- স্ট্রেটোস্ফীয়ারে
2.2 ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?
ANS:- অতিবেগুনি রশ্মি
2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ:
অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গণ্য করা হয়।
ANS:- মিথ্যা
2.4 STP – তে কত গ্রাম N² গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার. অ্যাটমোস্ফিয়ার? [ N = 14 ]
ANS:- stp তে 280g N2 গ্যাসের আয়তন ও চাপের গুনফল 224 L. atm.
2.5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ:
কোন বস্তুর মধ্যে দিয়ে তা পরিবহনের সময় বস্তুর উপাদান কণা গুলি স্থান পরিবর্তন হয়।
ANS:- মিথ্যা
অথবা,
কোন পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি?
ANS:- ব্যাস্তানুপাতিক
2.6 একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
ANS:- 0°
2.7 একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে?
ANS:- তিনটি
2.8 একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও?
ANS:- সিলিকন
2.9 একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান । একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে?
ANS:- মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে
2.10 নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো।
ANS:- পরমাণু বোমা
অথবা,
নিউক্লিয় সংযোজনের যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে?
ANS:- E = mc2
2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান কর: 1×4=4
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
2.11.1 অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে 2.11.2 দীর্ঘ পর্যায় সারণির শ্রেণী 1-এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু 2.11.3 ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ধীরে ধীরে ছোপ পড়ে 2.11.4 দীর্ঘ পর্যায়-সারণির শ্রেণি 2-এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধ যুক্ত |
a)Cu b)Be c)Al d)Li |
ANS:- 11.1 — c 11.2 – d 11.3 – a 11.4 — b
2.12 N² অণুর লুইস ডট চিএ অঙ্কন করো। (N-এর পারমাণবিক সংখ্যা 7 )
ANS:-
2.13 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?
ANS:- সমতড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়।
2.14 পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়?
ANS:- পটাশিয়াম আরসাইনাইড।
2.15 নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়?
ANS:- তামাটে, বাদামী রং উৎপন্ন হয়।
2.16 সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে H²S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পরে তার সংকেত লেখ ।
ANS:- Ag2s
অথবা, উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন এর বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখ?
ANS:- ম্যাগনেশিয়াম নাইট্রাইড।
2.17 মিথেন অণুতে H — C — H বন্ধন কোণের মান কত?
ANS:-109°28´
2.18 CNG-র উৎস কি? 1
ANS:- পট্রোলিয়াম খনিতে তেলের উপরে বা কয়লাখোনিতে যে গাসিয়ো পদার্থ আবদ্ধ থাকে, তাকে CNG-র উৎস বলা হয়।
বিভাগ ‘গ’
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 2×9
3.1 স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? 2
3.2 কোন গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় ও 2 অ্যাটমসস্ফিয়ার চাপে 410 mL আয়তন অধিকার করে । গ্যাসটির মোলার ভর নির্ণয় কর।
(R = 0.082 লিটার.অ্যাটমস্ফিয়ার . মোল – ) 2
অথবা,
STP -তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm³ আয়তন অধিকার করে কত চাপে 27°C উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm³ আয়তন অধিকার করবে? 2
3.3 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? 2
অথবা,
উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়? 2
3.4 r¹ এবং r² দুটি রোদকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল r¹– এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা r² -এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা ছয়গুণ । r¹ ও r² -র অনুপাত নির্ণয় কর। 2
3.5 কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? 2
অথবা,
তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনের সক্ষম— ব্যাখ্যা কর। 2
3.6 দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য কর। 2
3.7 দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড । অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক্লোরাইড্রবণটি সনাক্ত করবে? সমিতর রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। 2
3.8 জিংক ব্লেটকে জিংকের খনিজ ও আকরিক দুই-ই বলা যায় কেন? 2
অথবা,
লোহার মরিচা পরা প্রতিরোধে দুটি উপায় উল্লেখ কর। 2
3.9 মিথেনকে অক্সিজেনের দহন করলে কি ঘটে? সমিতর রাসায়নিক সমীকরণ সহ লেখো।
অথবা,
অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ কর ? 2
বিভাগ ‘ঘ’
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
4.1 কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ কর? 1+2
4.2 উচ্চ তাপমাত্রায় Al দ্বারা Fe² O³ -কে বিজারিত করে 558 g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম Al প্রয়োজন? বিক্রিয়াটি তে কত Fe²O³ লাগবে?(Fe = 55.8, Al = 27, O = 16) 2+1
অথবা,
32.1g অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 10.2g NH³, 33.3g CaCl² ও 10.8g H²O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করল ? এই বিক্রিয়া কত মোল NH³ এবং STP-তে কত লিটার NH³ উৎপন্ন হল? (N = 14 , H = 1)
4.3 গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখ যেটি তাপের সুপরিবাহী? 2+1
অথবা,
‘ তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17× 10-6/°C বলতে কী বোঝায় এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? 2+1
4.4 দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? কাজ ফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন? 1+2
4.5 একটি উত্তল লেন্স থেকে 20 cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত ? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? 2+1
অথবা,
একটি বস্তুর দৈর্ঘ্য 5 cm । এটিকে উত্তর লেন্সের সামনে 2 cm দূরত্বে রেখে 10 cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল । রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? 1+2
4.6 জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখ? 3
4.7 একটি বৈদ্যুতিক বাতিকে 220V মেইনসের এর সঙ্গে যুক্ত করলে 1A তড়িৎ প্রবাহ ঘটে । ওই বাতিকে 110V মেইনসের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? 3
অথবা,
220V-60W ও 110V-60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় কর। 3
4.8 কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে æ -কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা কর । 2+1
4.9 ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখ।
Cl, Br, I, F-কে তাদের জারণ ক্ষমতার উর্ধ্বক্র ক্রমে সাজাও। 2+1
অথবা ,
মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণির ক্ষেত্রে সিদ্ধান্তের গুরুত্ব কি? 2+1
4.10 ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখ।
অথবা ,
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রড রূপে ব্যবহার করা হয়? 2+1
4.11 ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ। 3
4.12 (A) ও (B) 2 টি করে কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন । ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় (A) – তে অনু প্রতি 1 অণু ব্রোমিন ও (B) -তে অনু প্রতি ব্রোমিন যুক্ত হয়। (A) ও (B) -র গঠন সংকেত লেখ। (B) -এরসঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখ।
অথবা,
অ্যাসিটিক এসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখ। প্যাকেজিং -এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশবান্ধব এবং কেন? 1+2
Madhyamik 2019 Physical Science Question Paper Download Important Links:-
Madhyamik 2018 Physical Science Question Paper Download Link | Click Here |
Madhyamik Physical Science Question Pattern and Syllabus | Click Here |