Madhyamik 2020 Mathematics Question Paper | Madhyamik Mathematics Question Paper 2020 | Madhyamik Mathematics 2020 Question Paper with Answer | Madhyamik 2020 Mathematics Solved Question Paper | Madhyamik Mathematics Question Paper 2020 PDF Download | WBBSE Class 10 Mathematics Question Paper | মাধ্যমিক অঙ্ক প্রশ্নপত্র ২০২০ | মাধ্যমিক ২০২০ অঙ্ক প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২০ অঙ্ক প্রশ্নপত্র Download করুন উত্তর সহ
Madhyamik 2020 Mathematics Question Paper
2020
MATHEMATICS
Compulsory
Time: Three Hours and Fifteen Minutes
Full Marks {90 – For Regular Candidates, 100 For External Candidate}
1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো: (1×6=6)
(i) কোনো মূলধন 10 বছরে দ্বিগুন হলে, বার্ষিক সরল সুদের হার –
(a) 5%
(b) 10%
(c) 15%
(d) 20%
Ans: বার্ষিক সরল সুদের হার 10%
(ii) x2-7x+3=0 সমীকরণের বীজদ্বয়ের গুনফল
(a) 7
(ii) -7
(c) 3
(d) -3
Ans: (c) 3
(iii) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান, ∠AOB = 60° হলে, ∠COD এর মান কত হবে-
(a) 30°
(b) 60°
(c ) 120°
(d) 180°
Ans: (b) 60°
(iv) দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত-
(a) 1:5
(b) 5:4
(c) 25:16
(d) 25:64
Ans: (d) 25:64
(v) যদি, sinϴ-cosϴ=0, (0° ≤ ϴ≤ 90°) এবং secϴ+cosecϴ =x, হয় তাহলে x এর মান –
(a) 1
(b) 2
(c) √2
(d) 2√2
Ans: (d) 2√2
(vi) 1,3,2,8,10,8,3,2,8,8 এর সংখ্যাগুরু মান –
(a) 2
(b) 3
(c) 8
(d) 10
Ans: (c) 8
2. শূন্যস্থান পূরণ করঃ (যে কোনো পাঁচটি)। (1×5=5)
(i) আনিসূর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যাবসা শুরু করে । তাদের লভ্যাংশের অনুপাত হবে ________ ।
Ans: 3:2
(ii) ax2+2bx+c=0 (a≠0), দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b2 =________ হবে ।
Ans: 4ac
(iii) দুটি কোণের সমষ্টি ________ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয় ।
Ans: 180°
(iv) sin3ϴ এর সর্বচ্চ মান _________ ।
Ans: 1
(v) একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ________ সমান হবে ।
Ans: আয়তন।
(vi) কিছু ছাত্রের বয়স হলো (বছরে) 10,11,9,7,13,8,14 এদের বয়সের মধ্যমা হল _________ বছর ।
Ans: 10 বছর।
3. সত্য বা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি): (1×5=5)
(ii) 2a =3b=4c হলে a:b:c =2:3:4
Ans: মিথ্যা।
(iii) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে ।
Ans: সত্য।
(iv) একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে ।
Ans: সত্য।
(vi) একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুন করা হলে শঙ্কুর আয়তন একই থাকে ।
Ans: মিথ্যা।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি): (2×10=20)
(i) কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় কর ।
Ans: বার্ষিক সরল সুদের হার 4%।
(ii) A ও B কোনো ব্যাবসায় 1050 টাকা লাভ করে । A এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে B এর মূলধন কত?
Ans: B এর মূলধন 600 টাকা।
(iii) x ∝ y, y ∝ z এবং z ∝ x হলে, ভেদ ধ্রুবক তিনটির গুনফল নির্ণয় কর ।
Ans: ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1।
(iv) ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে O বিন্দু এমনভাবে অবস্থিত যে OB=6সেমি., OD= 8 সেমি. এবং OA=5 সেমি. । OC এর দৈর্ঘ্য নির্ণয় কর ।
Ans: OC এর দৈর্ঘ্য 5√3 সেমি.
(vi) ABC একটি সমকোণী ত্রিভুজের ∠ABC =90° AB=3সেমি. এবং BC=4 সেমি. এবং B বিন্দু থেকে AC বাহুর উপর লম্ব BD যা AC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয় । BD এর দৈর্ঘ্য নির্ণয় কর ।
Ans: BD এর দৈর্ঘ্য 2 পূর্ণ 2/5 সেমি.
(vii) দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8সেমি. ও 3 সেমি. । তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি. । বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় কর ।
Ans: 12 সেমি.
(viii) একটি ঘড়ির ঘণ্টার কাঁটা 1 ঘণ্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় কর ।
Ans: 1 ঘণ্টায় ঘড়ির ঘণ্টার কাঁটা যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান -π /6।
(ix) tan4ϴ tan6ϴ =1 এবং 6ϴ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে, ϴ -এর মান নির্ণয় কর ।
Ans: ϴ =9°
(x) কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100π ঘন সেমি. । শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় কর ।
Ans: শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি.
(xi)দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে, তাদের আয়তনের অনুপাত নির্ণয় কর ।
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)
(i) তোমার কাকার কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10 % হারে হ্রাস প্রাপ্ত হয় । মেশিনটির মূল্য 6000 টাকা হলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে?
Ans: মেশিনটির মূল্য 3 বছর পর হবে 4374 টাকা ।
(ii) তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন । প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন । তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন । কোনো একমাসে যদি 29260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে হিসাব করে লিখি ।
Ans: ড্রাইভার মোট পাবে = (5016+5544) টাকা = 10560 টাকা
প্রথম কন্ডাক্টর মোট পাবে = (3344+6930) টাকা = 10274 টাকা
দ্বিতীয় কন্ডাক্টর মোট পাবে = (3344+5082 ) টাকা = 8426 টাকা
6.যে কোনো একটি সমাধান কর: (3×1=3)
Ans: নির্ণেয় সমাধান 9 এবং -7
(ii) দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুনফল 143 হলে সমীকরণটি গঠন করে এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় কর।
Ans: সংখ্যা দুটি হল 11 এবং 11+2 =13
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)
Ans: 2
(ii) a∝ b এবং b∝c হলে, প্রমাণ কর যে, a3+b3+c3 ∝ 3abc
Ans: a3+b3+c3 ∝ 3abc [প্রমাণিত]
8. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)
(i) X:a=y:b =z:c হলে দেখাও যে
Ans: বামপক্ষ = ডানপক্ষ [প্রমাণিত]
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)
(i) প্রমাণ কর যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মাণ সমান ।
(ii) প্রমাণ কর, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দৈর্ঘ্য দুটির সমান ।
10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)
(i)দুটি বৃত্ত পরস্পরকে P ও Q বিন্দুতে ছেদ করেছে । PA ও PB যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে, প্রমান কর A, Q ও B বিন্দুত্রয় সমরেখ ।
11. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)
(i) 4 সেমি. ও 3 সেমি. দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটির মধ্য সমানুপাতী অঙ্কন কর ।
(ii) 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন কর । বৃত্তের উপর A বিন্দুতে স্পর্শক অঙ্কন কর ।
12. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (4×2=8)
(ii) দুটি কোণের সমষ্টি 135° এবং তাদের অন্তর π/12 হলে, কোণ দুটির ষষ্টিক ও বৃত্তীয় মান লিখি ।
(iii) মান নির্ণয় করঃ
13. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)
(ii) দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটারও 60 মিটার।দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ 60°হলে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ নির্ণয় কর ।
14. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (4×2=8)
(i) একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি. এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি. । নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গসেমি হলে ,নলটির দৈর্ঘ্য নির্ণয় করো ।
(ii) 9 সেমি. অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ গোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে । এই জল 3 সেমি. ব্যাস এবং 4 সেমি. উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করে রাখা হবে । পাত্রটি খালি করতে কতগুলি এইরূপ বোতল দরকার তা নির্ণয় কর ।
(iii)একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার । প্রতিও বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রঙ করতে কত খরচ পড়বে?
15.যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (4×2=8)
(i) ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় কর যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়
নম্বর | ছাত্রী সংখ্যা |
10 এর কম | 6 |
20 এর কম | 10 |
30 এর কম | 18 |
40 এর কম | 30 |
50 এর কম | 46 |
(iii) নীচের শ্রেণী –বিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় কর ।
শ্রেণী সীমানা | পরিসংখ্যা |
0-10 | 4 |
10-20 | 7 |
20-30 | 10 |
30-40 | 15 |
40-50 | 10 |
50-60 | 8 |
60-70 | 5 |
(iii) নীচের শ্রেণী –বিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় কর ।
শ্রেণী | পরিসংখ্যা |
1-6 | 2 |
6-9 | 6 |
9-12 | 12 |
12-15 | 24 |
15-18 | 21 |
18-21 | 12 |
21-24 | 3 |
Madhyamik 2020 Mathematics Question Paper | Madhyamik Mathematics Question Paper 2020 | Madhyamik Mathematics 2020 Question Paper with Answer | Madhyamik 2020 Mathematics Solved Question Paper | Madhyamik Mathematics Question Paper 2020 PDF Download | WBBSE Class 10 Mathematics Question Paper | মাধ্যমিক অঙ্ক প্রশ্নপত্র ২০২০ | মাধ্যমিক ২০২০ অঙ্ক প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২০ অঙ্ক প্রশ্নপত্র Download করুন উত্তর সহ
Madhyamik 2020 Mathematics Question Paper Download Link:
Madhyamik 2020 Mathematics Question Paper Download Link | Click Here |
Madhyamik Mathematics Question Pattern and Syllabus | Click Here |
Previous Years Madhyamik Mathematics Question Paper:
Madhyamik Mathematics Question Paper 2024 | Click Here |
Madhyamik Mathematics Question Paper 2023 | Click Here |
Madhyamik Mathematics Question Paper 2022 | Click Here |
Madhyamik Mathematics Question Paper 2020 | Click Here |
Madhyamik Mathematics Question Paper 2019 | Click Here |
Madhyamik Mathematics Question Paper 2018 | Click Here |
Madhyamik Mathematics Question Paper 2017 | Click Here |