মাধ্যমিক ২০২৩ ইতিহাস এবার Download করুন উত্তর সহ | Madhyamik 2023 History Question Paper Solved (PDF)!

2023

History

(নতুন পাঠক্রম)

সময় – 3 ঘন্টা 15 মিন

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – 90

বিভাগ- ‘ক’ 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:         ১×২০=২০ 

১.১ রাচেল কারসন যুক্ত ছিলেন—

  1. আঞ্চলিক ইতিহাসে 
  2. নারীর ইতিহাসে 
  3. পরিবেশের ইতিহাসে 
  4. শহরের ইতিহাসে

১.২ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন—

  1. তিন বছর 
  2. চার বছর 
  3. দশ বছর 
  4. বারো বছর

১.৩ রামমোহন রায় অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন—

  1. ১৮২১ খ্রিস্টাব্দে
  2. ১৮২৩ খ্রিস্টাব্দে
  3. ১৮১৫ খ্রিস্টাব্দে 
  4. ১৮২৬ খ্রিস্টাব্দে

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির প্রাপক ছিলেন—

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
  2. বিদ্যাসাগর 
  3. আনন্দমোহন বসু 
  4. আশুতোষ মুখোপাধ্যায়

১.৫ রেনেসাঁস শব্দটি হলো,  একটি—

  1. ইংরেজি শব্দ 
  2. ফরাসি শব্দ 
  3. ইতালীয় শব্দ 
  4. ল্যাটিন শব্দ

১.৬ জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করেছিলেন—

  1. সাঁওতাল বিদ্রোহের পরে 
  2. কোল বিদ্রোহের পরে 
  3. চুয়াড় বিদ্রোহের পরে 
  4. মুন্ডা বিদ্রোহের পরে

১.৭ ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন—

  1. জোহান ক্রুগার 
  2. ইলিয়াস ফিসার 
  3. ডিয়েট্রিস ব্রান্ডিস 
  4. ফ্রেডারিক হফম্যান 

১.৮ মহাবিদ্রোহ কে (১৮৫৭) যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন—

  1. চার্লস রেইকস 
  2. নর্টন 
  3. ম্যালেসন 
  4. ডিজরেলি 

১.৯ চৈত্র মেলা হিন্দুমেলা রূপে পরিচিত হয়

  1. ১৮৬৭ খ্রিস্টাব্দ থেকে 
  2. ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে
  3. ১৮৭২ খ্রিস্টাব্দ থেকে 
  4. ১৮৭৫ খ্রিস্টাব্দ থেকে

১.১০ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন—

  1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
  2. আনন্দমোহন বসু
  3. রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 
  4. শিবনাথ শাস্ত্রী

১.১১ বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন—

  1. উইলিয়াম কেরি 
  2. রামমোহন রায় 
  3. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
  4. গঙ্গা কিশোর ভট্টাচার্য

১.১২ বাংলা লাইনো টাইপ প্রবর্তিত হয়—

  1. ১৭৭৮ খ্রিস্টাব্দে 
  2. ১৮৭৮ খ্রিস্টাব্দে 
  3. ১৯২৫ খ্রিস্টাব্দে 
  4. ১৯৩৫ খ্রিস্টাব্দে

১.১৩ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন—

  1. অশ্বিনী কুমার দত্ত 
  2. সতীশ চন্দ্র সামন্ত 
  3. যতীন্দ্রমোহন সেনগুপ্ত 
  4. বীরেন্দ্র নাথ শ্বাসমল

১.১৪ ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল—

  1. গিরনি কাকামগার ইউনিয়ন 
  2. মাদ্রাজ লেবার ইউনিয়ন
  3. ইন্ডিয়ান মিল হ্যান্ড ইউনিয়ন
  4. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস

১.১৫ কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন—

  1. বীরেন্দ্রনাথ শাসমল 
  2. প্রফুল্ল চন্দ্র সেন 
  3. বাবা রামচন্দ্র 
  4. ফজলুল হক

১.১৬ বঙ্গলক্ষীর ব্রত কথা রচনা করেন—

  1. রবীন্দ্রনাথ ঠাকুর 
  2. অবনীন্দ্রনাথ ঠাকুর 
  3. রজনীকান্ত সেন 
  4. রমেন্দ্র সুন্দর ত্রিবেদী

১.১৭ নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন—

  1. উর্মিলা দেবী 
  2. বাসন্তী দেবী 
  3. সরলা দেবী চৌধুরানী 
  4. সুনিতি দেবী

১.১৮ এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন—

  1. রামস্বামী নাইকার
  2. ত্যাগরাজার চেট্টি
  3. নারায়ন গরু 
  4. ভিমরাও আম্বেদকর

১.১৯ ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল—

  1. ১৯৪৭ খ্রিস্টাব্দে 
  2. ১৯৫০ খ্রিস্টাব্দে 
  3. ১৯৫৩ খ্রিস্টাব্দে 
  4. ১৯৫৬ খ্রিস্টাব্দে

১.২০ পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়—

  1. ১৯৫০ খ্রিস্টাব্দে 
  2. ১৯৫২ খ্রিস্টাব্দে 
  3. ১৯৫৬ খ্রিস্টাব্দে 
  4. ১৯৬০ খ্রিস্টাব্দে

Madhyamik All Subjects Suggestion 2024 (Click Here)

2। যেকোনো ১৬ টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):           ১×১৬=১৬ 

উপবিভাগ: ২.১ 

একটি বাক্যে উত্তর দাও:          ১×৪=৪ 

২.১.১ ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 

২.১.২ গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? 

২.১.৩ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 

২.১.৪ গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? 

উপবিভাগ: ২.২ 

ঠিক বা ভুল নির্ণয় কর:           ১×৪=৪ 

২.২.১ বিপিনচন্দ্র পালের জীবন গ্রন্থের নাম ‘সওর বৎসর’। 

২.২.২ প্রথম ভারতীয় শবব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। 

২.২.৩ ড. অনিল শীল আঠারো শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 

২.২.৪ গনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। 

Madhyamik History Suggestion 2024 (Click Here)

উপবিভাগ: ২.৩ 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:       ১×৪=৪ 

উপবিভাগ: ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখ:       ১×৪=৪ 

২.৪.১ মহাবিদ্রোহের ১৮৫৭ একটি কেন্দ্র— মিরাট। 

২.৪.২ সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫) । 

২.৪.৩ বাংলায় ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র— বারাসাত। 

২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। 

উপবিভাগ: ২.৫ 

নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর:   ১×৪=৪ 

২.৫.১ বিবৃতি:     দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪৩ খ্রিস্টাব্দে ব্রাহ্মণ সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্মণ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 

ব্যাখ্যা ১:           তিনি সমগ্র ভারতবর্ষে ব্রাহ্মণ ধর্ম প্রচার করেছিলেন। 

ব্যাখ্যা ২:          তিনি খ্রিস্ট ধর্ম প্রচারকদের অপপ্রচারের বিরুদ্ধে সাফল্যজনকভাবে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। 

ব্যাখ্যা ৩:          তিনি ব্রাহ্মণ সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। 

 

২.৫.২ বিবৃতি:    ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। 

ব্যাখ্যা ১:         ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা। 

ব্যাখ্যা ২:       ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্য বাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। 

ব্যাখ্যা ৩ :     ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল।

 

২.৫.৩ বিবৃতি:       গান্ধীজী কখনোই  শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি। 

ব্যাখ্যা ১:            গান্ধীজী ছিলেন মিল-মালিক শ্রেণী প্রতিনিধি। 

ব্যাখ্যা ২:           গান্ধীজী পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। 

ব্যাখ্যা ৩:          গান্ধীজী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন। 

 

২.৫.৪ বিবৃতি :      ১৯২১ খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়। 

ব্যাখ্যা ১:          এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। 

ব্যাখ্যা ২:        এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ। 

ব্যাখ্যা ৩:      এটি ছিল শিল্প শ্রমিকদের একটি অভ্যুত্থান। 

 

বিভাগ: ‘গ’ 

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো 11 টি):     ২×১১=২২ 

৩.১ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ কেন? 

৩.২ ‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়? 

৩.৩ কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? 

৩.৪ কোম্পানির শিক্ষাক্ষেত্রে ‘চুইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝায়? 

৩.৫ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? 

৩.৬ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? 

৩.৭ মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কি ছিল? 

৩.৮ জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ। 

৩.৯ ড. মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 

৩.১০ বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? 

৩.১১ আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? 

৩.১২ ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ টি কি? 

৩.১৩ দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 

৩.১৪ গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 

৩.১৫ ১৯৪৭ খ্রিস্টাব্দের সরদার বল্লভ ভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন? 

৩.১৬ রাজ্য পুনর্গঠন কমিশন ১৯৫৩ কেন গঠিত হয়েছিল? 

 

বিভাগ: ‘ঘ’ 

৪। সাত বা আট টি  বাক্যে যে কোন ছয় টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও):   ৪×৬=২৪ 

উপবিভাগ: ‘ঘ’.১ 

৪.১ উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন কর। 

৪.২ ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্মআন্দোলনের মূল্যায়ন কর। 

উপবিভাগ: ‘ঘ’.২ 

৪.৩ বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা কর। 

৪.৪ বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ কর। 

উপবিভাগ: ‘ঘ’.৩ 

৪.৫ বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন কর। 

৪.৬ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনা মূলক আলোচনা কর। 

উপবিভাগ: ‘ঘ’.৪ 

৪.৭ স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল? 

৪.৮ কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? 

 

বিভাগ: ‘ঙ’ 

৫। পনেরো বা ষশলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:                ৮×১=৮ 

৫.১ বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় ? এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি কি?      ৩+৫ 

৫.২ বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ৮ 

৫.৩ বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তুমি মনে কর যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণি এবং শ্রমিক শ্রেণীদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল?         ৫+৩ 

Madhyamik 2023 History Suggestion Download Links:-

Madhyamik 2023 History Suggestion Download Link Click Here
Madhyamik History Question Pattern and Syllabus Click Here