Madhyamik History Suggestion 2024 | Madhyamik History Suggestion | Madhyamik 2024 History Suggestion | Madhyamik History Last Minute Suggestion 2024 | Class 10 History Suggestion 2024 | Madhyamik History MCQ Suggestion 2024 | Madhyamik History SAQ Suggestion 2024 | Madhyamik History Full Suggestion 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | ইতিহাস সাজেশন 2024 | ইতিহাস সাজেশন | দশম শ্রেণী ইতিহাস সাজেশন
প্রিয় মাধ্যামিক শিক্ষার্থী, যারা এই বছর অর্থাৎ Madhyamik 2024 Exam দেবে, তাদের জন্য আমারা নিয়ে এসেছি Madhyamik History Suggestion 2024 – মাধ্যামিক ইতিহাস সাজেশন 2024 । বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তৈরি করা আমাদের এই Madhyamik History Suggestion 2024 – ইতিহাস সাজেশন 2024 । আশাকরি আপনাদের সকলের খুব সাহায্যকারী হয়ে উঠবে এই মাধ্যামিক ইতিহাস সাজেশন 2024 ।
Madhyamik History Suggestion 2024
8 Marks: Madhyamik History Suggestion 2024
মাধ্যামিক ইতিহাস সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 8
- লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো।
- নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখ।
অথবা,
নীলবিদ্রোহ ঘটেছিল কেন? নীল বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
অথবা,
নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও।
অথবা,
ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও।
- বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
অথবা,
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখ।
- 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখ।
4 Marks: Madhyamik History Suggestion 2024
মাধ্যামিক ইতিহাস সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 4
- আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসর এর গুরুত্ব লেখ?
- আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা?
- ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথা গুরুত্ব লেখ?
- ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখ?
- নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান।
- বাংলার নারী মুক্তি আন্দোলনে ‘বামাবোধিনী’ পত্রিকার গুরুত্ব।
- হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়।
- আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা।
- লালন ফকিরের চিন্তা ধারায় ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পায়৷
- 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন?
- নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল?
- উপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল?
- আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়?
- ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
- গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন?
- ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব?
- ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি?
- কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা।
- বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর অবদান।
- বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও।
- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ।
- একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো৷
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ কর।
- বাংলার নমঃশূদ্র আন্দোলন সম্পর্কে লেখ।
- অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কি?
- উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখ৷
- নেহেরু লিয়াকত চুক্তি কি?
টিকা লেখ : Madhyamik History Suggestion 2024
মাধ্যামিক ইতিহাস টিকা সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 4
- চার্লস উডের প্রতিবেদন বা নির্দেশনামা।
- নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল।
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ।
- মহারানীর ঘোষণাপত্ৰ।
- বসু বিজ্ঞান মন্দির।
- ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি।
- মিরাট ষড়যন্ত্র মামলা।
- দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক৷
- JVP কমিটি।
- দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা।
2 Marks: Madhyamik History Suggestion 2024
মাধ্যামিক ইতিহাস সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 2
- নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী?
- কে ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজী অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়?
- নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
- ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন?
- নিম্নবর্গের ইতিহাস কাকে বলে?
- ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি?
- নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়?
- ব্রাহ্মসমাজ এর দুটি সংস্কার লেখ?
- নারী শিক্ষায় রাধাকান্ত দেব এর ভূমিকা কি?
- শিক্ষা বিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক কি?
- কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
- উডের প্রতিবেদন কি? দুটি সুপারিশ লেখ?
- ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন?
- মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?
- তিন আইন কী ?
- বিপ্লব বলতে কী বোঝো?
- মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি?
- খুৎকাঠি প্রথা কি?
- নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়?
- কেনারাম বেচারাম কী?
- তিতুমীর স্মরণীয় কেন?
- মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখ।
- ইলবার্ট বিল কি?
- দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি?
- হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়?
- কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন?
- ভারতমাতা চিত্রটির বিষয়বস্তু কি?
- জমিদার সভা কবে কেন গঠিত হয়?
- ১৯ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন?
- শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ।
- ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল?
- জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়?
- পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
- কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন?
- বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য?
- রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি?
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
- ওয়ার্কস এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়?
- ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল?
- বাবা রামচন্দ্র কে ছিলেন?
- তিন কাঠিয়া প্ৰথা কি?
- কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ?
- বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি?
- দলিত কাদের বলা হয়?
- অলিন্দ যুদ্ধ কি?
- মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?
- কার্লাইল সার্কুলার কি?
- প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন?
- এন্টি সার্কুলার সোসাইটি কি?
- বাংলায় নমঃশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল?
- পট্টি শ্রীরাম আলু কে ছিলেন?
- আজাদ কাশ্মীর কি?
- দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো?
- স্মৃতিকতাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়?
- ১৯৫০ সালে কেন নেহরু লিয়াকৎ চক্তি স্বাক্ষরিত হয়েছিল?
1 Marks: Madhyamik History Suggestion 2024
মাধ্যামিক ইতিহাস সাজেশন 2024: প্রতিটি প্রশ্নের মান = 1
- সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?
- নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন?
- অগ্নিযুগে অগ্নিকন্যা নামে অভিহিত করা হয় কাকে?
- নদীয়া কাহিনী’ কে রচনা করেছেন?
- ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি?
- কলিকাতা দর্পণ’ গ্রন্থটি কার রচনা?
- কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
- ঐতিহাসিক বিবরণ-সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও।
- ‘কে কবে ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রকাশ করেন?
- ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ কোন পত্রিকা কে বলা হয়?
- প্রথম বাংলা সংবাদপত্র/মাসিক পত্রিকা কোনটি?
- প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?
- ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয়
- বাংলার নীল চাষীদের ওপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায়?
- অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
- মেধা পাটেকর কে ছিলেন?
- ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন?
- কোন বাংলা নাটকটি নীলবিদ্রোহের প্রেক্ষাপটে রচিত হয়?
- কোন নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা মহাসনদ বলা হয়?
- কোন বাঙালি বাংলায় নারীশিক্ষার প্রসারে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন?
- কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন
- বিধবাবিবাহ আইন পাশ হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয়?
- কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
- কোন রিপোর্টের ভিত্তিতে কবে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন?
- কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
- ডিরোজিও কে ছিলেন এক কথায় লেখ।
- স্বামী বিবেকানন্দ কবে, কোথায় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন?
- উনিশ শতকে বাংলার নবজাগরণ কে কারা ‘নবজাগরণ’ বলে স্বীকার করে নিয়েছিলেন?
- সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষদর্শী হিসেবে স্যার সৈয়দ আহমেদ খান তার অভিজ্ঞতা কোন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন?
- ‘বন্দেমাতারম’ সংগীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- নীলচাষীদের অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে সরব হয় কোন পত্রিকা?
- কি আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করে?
- হান্টার কমিশন কখন নিয়োগ করা হয়?
- ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়?
- ডিরোজিও-র অনুগামীদের কাছে কোন গ্রন্থটি বাইবেল বলে গণ্য হত?
- শিকাগো বিশ্বধর্ম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয়?
- ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন?
- ভারতে কবে থেকে ‘বনসংরক্ষণ’ আইন চালু হয়?
- ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন?
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
- উপনিবেশিক ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কোনটি?
- ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?
- ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- কবে, কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়?
- কবে, কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়?
- ‘ডিং খরচা’ কী?
- চুয়াড় বিদ্রোহের প্রধান নেতার নাম লেখ?
- ভারতে উপনিবেশিক শাসনকালে প্রথম কবে বনাঞ্চল আইন পাস হয়েছিল?
- স্বাজাত্যবোধের আচার্য কাকে বলা হয়?
- কারা, কবে প্রথম নীলবিদ্রোহের সূচনা করেন?
- ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
- সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
- ‘হুল’ শব্দের অর্থ কী?
- কার আমলে কবে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়?
- কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?
- বিধবা বিবাহ আইন পাস করেন কে?
- রংপুর বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল কোন গ্রামে?
- পাগলপন্থী বিদ্রোহীরা কাকে ‘স্বাধীন সুলতান’ বলে ঘোষণা করেন?
- ১৮৪৭ খ্রিঃ প্রথম সেনা বিক্ষোভ শুরু হয় কোথায়?
- কোন পত্রিকা ছিল জমিদার সভা’র অগ্রদূত?
- কি ভারতের প্রথম ভাইসরয়?
- কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের উল্লেখ পাওয়া যায়?
- কোন গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত?
- ‘উলগুলান’ বলতে কী বোঝায়?
- ভারতের কোন অঞ্চল উপজাতি আন্দোলনের কেন্দ্রভূমি ছিল?
- সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?
- কবে, কোথায় প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
- ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি?
- স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।
- বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন্ সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- লীলা নাগ কোন্ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন?
- স্বাজাত্যবোধের আচার্য কাকে বলা হয়?
- জমিদার সভার আর এক নাম কী ছিল?
- বাংলা ভাষায় বিজ্ঞানের প্রথম পুস্তকটি কে রচনা করেন?
- উপেন্দ্রকিশোর রায়চৌধুরি ছোটোদের জন্য কোন্ মাসিক পত্রিকা প্রকাশ করেন?
- স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।
- বাংলার প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
- বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন্ সাহেবের নাম জড়িত?
- বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে?
- কত জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
- গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেন ১৯৩০ খ্রিঃ এর কোন তারিখ?
- কাকে ‘ছাপাখানার জনক’ বলা হয়?
- ভারতের কোথায়, কারা প্রথম আধুনিক মুদ্রণযন্ত্র স্থাপন করেন?
- জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন?
- CET- এর পুরো নাম কী?
- ১৯২৯ খ্রিঃ লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেন?
- কংগ্রেস কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করে?
- ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ এটি কার উক্তি?
- ‘লাঙল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
- কে, কবে বাংলা দ্বিখন্ডিত করেন?
- কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন্ আন্দোলন শুরু হয়?
- ‘ভারতমাতা’ চিত্রটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় বাংলার বাইরে কয়েকটি শ্রমিক ধর্মঘটের নাম উল্লেখ করো।
- কোন্ কোন্ শ্রমিক নেতা অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন?
- সর্বপ্রথম কোথায় আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
- সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন কে?
- ১৮১৮ খ্রিঃ মধ্যে শ্রীরামপুর মিশনের উদ্যোগে কটি বিদ্যালয় স্থাপিত হয়?
- প্রথম সচিত্র বাংলা বই এর নাম কী?
- ১৭১৭ খ্রিঃ কে কলকাতা ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
- অসহযোগ আন্দোলনে বিহারের কৃষকদের সংগঠিত করার কাজে কে নেতৃত্ব দিয়েছিলেন?
- ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা কে?
- বেট্টি প্রথা কী?
- মোপালা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
- বরদৌলি কোথায় অবস্থিত?
- আইন অমান্য আন্দোলনকালে কে ওয়াডালা লবণ কারখানা অভিযানের নেতৃত্ব দেন?
- সরকার কবে রয়্যাল কমিশন নিয়োগ করে? এই কমিশন নিয়োগের উদ্দেশ্য কী ছিল?
- প্রথম কার নেতৃত্বে, কোথায় কবে ‘ভারতের কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত হয়? এই দল কবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?
- কে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন?
- গান্ধীজির নেতৃত্বে কবে ডান্ডি অভিযান শুরু হয়?
- আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম কী ছিল?
- কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় ছাত্রদের কোন্ সংগঠন গড়ে ওঠে?
- জাতীয় কংগ্রেস কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করেন?
- রাসবিহারী বসু কি ছদ্মনামে জাপানে পালিয়ে যান?
- স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়?
- কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে?
- ফরোয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- কবে আজাদ হিন্দের বন্দী সেনাদের বিচার শুরু হয়?
- কে, কবে মহাত্মা গান্ধীকে হত্যা করেন?
- সংবিধানে কবে কোন্ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
- মুসলিম লিগ কবে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে প্রস্তাব গ্রহণ করে?
- কবে, কার দায়িত্বে ‘দেশীয় রাজ্য দপ্তর’ গঠিত হয়?
- বিশ্ব-ইতিহাসের সর্ববৃহৎ দেশত্যাগের ঘটনা কোনটি?
- কি উদ্দেশ্যে ১৯৫৩ খ্রিঃ ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠিত হয়?
- সুপারিশের ভিত্তিতে ‘রাজ্য পুনর্গঠন আইন’ পাস হয়?
- সরকারি ভাষা কমিশনের দুজন সদস্যের নাম লেখ।
- বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিঃ কোন তারিখে?
- ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে মেয়েদের কোন সংগঠন করে ওঠে?
- ভারতীয় মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহিদ কে?
- লাহোর ষড়যন্ত্র মামলায় (১৯২৯ খ্রিঃ) কার ফাঁসি হয়?
- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা কোথায় আশ্রয় নেয়?
- দ্বিতীয় গোলটেবিল বৈঠকে (১৯৩১ খ্রিঃ) কংগ্রেসের প্রধান প্রতিনিধি কে ছিলেন?
- দ্বিতীয় গোল টেবিল বৈঠকে (১৯৩১ খ্রিঃ) দলিত সম্প্রদায়ের প্রধান প্রতিনিধি কে?
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- কে ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন?
- ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখো।
- ‘গান্ধীবুড়ি’ কাকে বলা হয়?
Madhyamik All Subject Suggestion 2024
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪ | Madhyamik Bengali Suggestion 2024
মাধ্যমিক ইংরেজি সাজেশন 2024 | Madhyamik English Suggestion 2024
মাধ্যমিক গণিত সাজেশন 2024 | Madhyamik Mathematics Suggestion 2024
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Life Science Suggestion 2024
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2024 | Madhyamik Physical Science Suggestion 2024
Madhyamik English Writing Skill Suggestion 2024
মাধ্যমিক বাংলা প্রবন্ধ রচনা সাজেশন ২০২৪ | Madhyamik Bangla Rachana Suggestion 2024
Madhyamik History Suggestion 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024
Madhyamik History Suggestion 2024 / WB Madhyamik History 2024 / MP Exam 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2024 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2024 বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন (Madhyamik History Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion / Madhyamik Class 10th History Suggestion 2024 / Class X History Suggestion / Madhyamik Exam History Suggestion / History Madhyamik Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / Madhyamik History Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস মাধ্যমিক ইতিহাস পরীক্ষা 2024 / দশম ইতিহাস বিজ্ঞান পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ / দশম শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৪ (Madhyamik History Suggestion 2024 / West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion 2024 / Madhyamik Class 10th History Suggestion 2024 / Class X History Suggestion 2024 / Madhyamik Pariksha History Suggestion 2024 / Madhyamik History Exam Guide 2024 / Madhyamik History MCQ , Short, Descriptive Type Question and Answer 2024 / Madhyamik History Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।