WBPSC Clerkship 2007 Question Paper | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship 2007 Question Paper with Answer | WBPSC Clerkship 2007 Question Paper | WBPSC Clerkship Question Paper 2007 | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship Exam | PSC Clerkship 2007 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2007 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2007 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ

PSC Clerkship 2023 Recruitment সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

Click Here

WBPSC Clerkship 2007 Question Paper

WBPSC Clerkship Examination, [Held on 15/06/2008]

2007

(1st Half)

[Time: 1 hour 30 mins    Marks: 100]

  1. সাতপুরা হল একটি –

(A) স্তুপ পর্বত    

(B) ভঙ্গিল পর্বত  

(C) আগ্নেয় পর্বত    

(D) অবশিষ্ট পর্বত

  1. ভারতীয় চলচ্চিত্র জগতে কে ‘ট্র্যাজিক রাজা’ নামে পরিচিত?

(A) রাজ কাপুর    

(B) দিলীপকুমার   

(C) ভারতভূষণ  

(D) অশোককুমার

  1. 5 জন কৃষি মজুর 4 দিনে 8 বিঘা জমি নিড়াতে পারে; 70 বিঘা জমি নিড়াতে 25 জন কৃষি মজুরের কত দিন লাগবে?

(A) 5 দিন      

(B) 6 দিন      

(C) 7 দিন   

(D) 8 দিন

  1. দুটি সংখ্যার যোগফলের বর্গ 625 এবং তাদের অন্তরের বর্গ 81; সংখ্যা দুটি হল;

(A) 17, 8    

(B) 16, 9    

(C) 18, 7    

(D) 20, 5

  1. 24 পূর্ণ 1/2মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে1 পূর্ণ 1/6 মিটার দৈর্ঘ্যের কত টুকরো কাপড় কাটা যাবে?

(A) 18     

(B) 19    

(C) 20    

(D) 21

  1. মল্লিকার্জুন মনসুর 1992 সালে বিরাশি বছর বয়সে মারা যান। তিনি হলেন –

(A) বেহালা বাদক     

(B) কন্ঠসঙ্গীত শিল্পী   

(C) সেতার বাদক     

(D) তবলা বাদক

  1. গুজরাটের প্রধান বন্দর হল –

(A) পোরবন্দর   

(B) সুরাট     

(C) ওখা     

(D) কান্ডলা

  1. একটি সংখ্যার 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটির 6 গুণ হয়। সংখ্যাটি হল –

(A) 15    

(B) 16   

(C) 17    

(D) 18

  1. রাম, শ্যাম ও যদু আলাদা আলাদা কাজ করলে যথাক্রমে 18, 21 এবং 24 ঘন্টায় একটি বাগান কোপাতে পারে। তিন জনে একসঙ্গে কাজ করলে কত ঘন্টায় কাজটিহবে?

(A) 6 পূর্ণ 66/73 ঘন্টা   

(B) 5 পূর্ণ 36/53 ঘন্টা   

(C) 7 পূর্ণ 17/49 ঘন্টা    

(D) 4 পূর্ণ 9/23 ঘন্টা

  1. ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত?

(A) সানাই      

(B) বাঁশি       

(C) সেতার    

(D) তবলা

  1. 17.443 এবং 29.657- এর যোগফল, 13.687 এবং 18.548 -এর যোগফল থেকে কত বেশি?

(A) 14.285    

(B) 14.658     

(C) 14.865    

(D) 14.586

  1. একজন ফল বিক্রেতা 32 বাক্স আম প্রতি বাক্স 55 টাকা করে, 41 বাক্স আম প্রতি বাক্স 35 টাকা করে এবং 15 বাক্স আম প্রতি বাক্স 46 টাকা করে বিক্রি করে। প্রতি বাক্স আমের গড় দাম কত?

(A) 44.15 টাকা    

(B) 44 টাকা    

(C) 44.25 টাকা   

(D) 45 টাকা 

  1. এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়, তার গতিবেগ প্রতি ঘন্টায় হবে –

(A) 0.0516 কিমি    

(B) 0.516 কিমি.    

(C) 5.16 কিমি.     

(D) 51.6 কিমি.

  1. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল –

(A) মাউন্ট এভারেস্ট   

(B) কাঞ্চনজঙ্ঘা  

(C) K2    

(D) নাঙ্গা পর্বত

  1. কোনও ব্যক্তির মাসির আয় 3600 টাকা । তার আয় 12 :13 অনুপাতে বৃদ্ধি পেল। এখন তার আয় –

(A) 3500 টাকা     

(B) 3700 টাকা      

(C) 3900 টাকা    

(D) 4100 টাকা

  1. নিন্মলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে সরোদ বাদক?

(A) জাকির হোসেন    

(B) হরিপ্রসাদ চৌরাসিয়া    

(C) শিবকুমার শর্মা     

(D) আমজাদ আলি খান

  1. √2 – এর মান

(A) 1.441     

(B) 1.414    

(C) 1.144     

(D) 1.5

  1. শিবসমুদ্রম জল্প্রপাত অবস্থিত ____ নদীতে?

(A) কাবেরী    

(B) গোদাবরী    

(C) কৃষ্ণা   

(D) মহানদী

  1. কোন আয়তাকার কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 7 : 5; যদি প্রস্থ 20.5 সেমি হয় তবে দৈর্ঘ্য হবে :

(A) 28.7 সেমি    

(B) 27.5 সেমি   

(C) 27.8 সেমি   

(D) 28.9 সেমি

  1. আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন?

(A) সরোদ     

(B) তবলা    

(C) সেতার   

(D) বাঁশি

  1. A একটি কাজ 12 দিনে এবং B ওই কাজটি 10 দিনে করতে পারে । A একা 8 দিন কাজ করার পরে B যোগ দিল এবং দুজনে একত্রে বাকি কাজটি শেষ করল। কাজটি মোট কতদিনে শেষ হল?

(A) 5 পূর্ণ 5/11 দিন    

(B) 2 পূর্ণ 9/11  দিন     

(C) 1 পূর্ণ 9/11 দিন    

(D) 3 পূর্ণ 6/11 দিন

  1. ভারতে চা উপাদনে _____রাজ্যের স্থান প্রথম?

(A) পশ্চিমবঙ্গ      

(B) অসম     

(C) কর্নাটক    

(D) তামিলনাড়ু

  1. 5.3+3.25+12.1 – এর মান হবে –

(A) 20.065    

(B) 20.065   

(C) 20.065     

(D) 20.65

  1. একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্যে ছিল। যদি আরও 6 জন এসে যোগ দেয়, তবে ওই খাদ্য কতদিন চলবে?

(A) 10 দিন     

(B) 12 দিন    

(C) 15 দিন     

(D) 17 দিন

  1. ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে _____ থেকে?

(A) বাবাবুদান    

(B) কেওনঝাড়    

(C) বাইলাডিলা   

(D) বোনাই

  1. A একা 3 ঘন্টায় একটি সোয়েটার এবং B একা 4 ঘন্টায় এটি বুনতে পারে। তারা দুজন একসাথে কাজ করলে 14 টি সোয়েটার বুনতে তাদের সময় লাগবে –

(A) 14 ঘন্টা   

(B) 18 ঘন্টা   

(C) 21 ঘন্টা     

(D) 24 ঘন্টা

  1. স্কার্ভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা?

(A) ভিটামিন B-12    

(B) ভিটামিন K    

(C) ভিটামিন C    

(D) ভিটামিন D

  1. 6 টি গোরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে। 10 টি গোরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে?

(A) 12 হেক্টর     

(B) 14 হেক্টর     

(C) 16 হেক্টর    

(D) 20 হেক্টর

  1. ‘আধুনিক শিল্প দানব’ বলা হয় —শিল্পকে।

(A) মোটরগাড়ি নির্মান    

(B) লৌহ ইস্পাত  

(C) পেট্রোরাসায়নিক    

(D) জাহাজ নির্মান

  1. একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে । বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। কিছু পরিমান জল ট্যাঙ্ক থেকে বের করার ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকল। কত লিটার জল বের করা হল?

(A)  30   

(B) 40   

(C) 45    

(D) 50

  1. যদি 2 ডজন আপেলের ওজন 3 কিলোগ্রাম 600 গ্রাম হয়, তবে 3 টি বাক্স যার প্রতিটির ওজন 26 কিলোগ্রাম 250 গ্রাম, তাতে কত আপেল ধরে?

(A) 500     

(B) 510     

(C) 515      

(D) 525

  1. বৃক্কের গঠনগত ও কার্যগত একক হল –

(A) নেফ্রিডিয়া      

(B) নেফ্রন      

(C) নিউরোন      

(D) ম্যালপিজিয়ান নালিকা

  1. কোন আকরিক তামার পরিমান 2%; 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমান আকরিক প্রয়োজন?

(A) 100 কেজি     

(B) 410 কেজি     

(C) 425 কেজি       

(D) 435 কেজি

  1. কোন শহরে 1808 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 4.7 মিমি। ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমান কত?

(A) 13.63 সেমি    

(B) 13.00 সেমি   

(C) 13.05 সেমি     

(D) 13.25 সেমি

  1. কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত _____ রাজ্যে।

(A)  রাজস্থান      

(B) মহারাষ্ট্র       

(C) কেরল       

(D) গুজরাট

  1. কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করা হল। এরুপ 80 কিলো শস্য বিক্রি করে কত লাভ বা ক্ষতি হল?

(A) 100 টাকা লাভ      

(B) 160 টাকা লাভ     

(C) 50 টাকা ক্ষতি      

(D) 80 টাকা ক্ষতি

  1. 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়; 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে?

(A) 7 ঘন্টা    

(B) 8 ঘন্টা    

(C) 8 পূর্ণ 8/9 ঘন্টা    

(D) 9 ঘন্টা

  1. 12 মিটার-এর 4½ % -এর মান কত?

(A) 50 সেমি    

(B) 52 সেমি    

(C) 54 সেমি    

(D) 56 সেমি

  1. 2008 –এর প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন –

(A) ভ্লাদিমির পুতিন      

(B) নিকোলাস সারকোজি     

(C) গর্ডন ব্রাউন    

(D) জাক চিরাক

  1. কোষ চক্রের কোন দশায় DNA-র দ্বিত্বকরণ ঘটে?

(A) G1   

(B) G2     

(C) ‘S’ দশায়    

(D) ‘M’ দশা

  1. কোন সংখ্যা 8% হ্রাস পেলে 506 হয়। সংখ্যাটি কত?

(A) 560    

(B) 520   

(C) 540     

(D) 550

  1. 600 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হল । 16% লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে?

(A) 800 টাকা   

(B) 806 টাকা     

(C) 812 টাকা     

(D) 818 টাকা

  1. ‘রাজেন্দ্র পচৌরি’র নেতৃত্বে এক আন্তর্জাতিক বিশেষঞ্জ দল যে বিষয়ে কাজ করছে তা হল –

(A) খাদ্য উৎপাদন     

(B) জলবায়ু পরিবর্তন     

(C) উদ্বাস্তু পুনর্বাসন    

(D) নিরস্ত্রীকরণ

  1. 125 জন লোক একটি কাজ 120 দিনে করতে পারে; 100 দিনে ওই কাজ কত জন লোক করতে পারে?

(A) 110 জন    

(B) 120 জন   

(C) 135 জন     

(D) 150 জন

  1. ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকায় বৃদ্ধি পেল । বৃদ্ধির শতকরা হার কত?

(A) 33%    

(B) 33133313 %    

(C) 33233323 %    

(D) 33123312 %

  1. ভারত ও রাশিয়ার 2007 সালের যৌথ সামরিক মহড়ার নাম ছিল –

(A) শত্রুনাশ 2007    

(B) বজ্র 2007  

(C) ক্যাক্টাস 2007     

(D) ইন্দ্র 2007

  1. কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হল –

(A) H2, CO এবং CH4

(B) C2H4, C2H2, এবং C6H6 বাস্প  

(C) CO, O2 এবং N2

(D) CO2, বিউটিন এবং N2

  1. 675 টাকার13/15অংশ এবং 656 টাকার 9/16 অংশের পার্থক্য কত?

(A) 204 টাকা     

(B) 208 টাকা    

(C) 212 টাকা     

(D) 216 টাকা

  1. পুষ্প কুমার শল সমধিক খ্যাত যে নামে –

(A) পারস      

(B) প্রচন্ড    

(C) বাবুরাম     

(D) গিরিজ প্রসাদ

  1. বিশ্ব স্বাথ্য সংস্থার (WHO) নির্দেশিকা অনুযায়ী পাণীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হল –

(A) 0.01 mg/liter     

(B) 0.1 mg/litre    

(C) 0.001 mg/litre    

(D) 1 mg/litre

  1. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

(A) উইলিয়াম জোনস    

(B) ম্যাক্স মূলার  

(C) জেমস প্রিন্সেপ    

(D) রাজেন্দ্রলাল মিত্র

  1. টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবির দশ হাজার রান পূর্ণ করার সময় তাঁর সঙ্গী ছিলেন?

(A) শচীন তেন্ডুলকার     

(B) ভি.ভি.এস.লক্ষ্মন    

(C) ওয়াসিম জাফর    

(D) সৌরভ গাঙ্গুলী

  1. 12টি সাবানের ওজন 5 কেজি 604 গ্রাম । ওইরুপ 5টি সাবানের ওজন কেজিতে কত হবে?

(A) 233.5    

(B) 23.35    

(C) 2.335     

(D) 2.533

  1. অপালা, লোপামুদ্রা, গার্গী – এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন?

(A) বৈদিক যুগে   

(B) মৌর্য যুগে  

(C) কুষাণ যুগে  

(D) গুপ্ত যুগে

  1. একজন বালক পূর্ব দিকে সোজা 6 কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে সোজা 8 কিমি গেল। ওই বালকের সরণ কত?

(A) 14 কিমি    

(B) 8 কিমি    

(C) 10 কিমি    

(D)  2 কিমি

  1. তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন –

(A) 10 মার্চ    

(B) 12 জানুয়ারি     

(C) 15 আগস্ট   

(D) 20 মে

  1. কোন বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রয় করা হল । এটি যদি 30% লাভে বিক্রয় করা হত, তাহলে আরও কত টাকা বেশি লাভ হত?

(A) 75 টাকা     

(B) 70 টাকা     

(C) 65 টাকা     

(D) 60 টাকা

  1. 20মি × 14মি একটি ঘরের মেঝে213213ডেসিমি × 1 ডেসিমি মাপের টালি দ্বারা ঢাকতে কত সংখ্যক টালির প্রয়োজন?

(A) 120   

(B) 1200     

(C) 12000     

(D) 120000

  1. যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতী –

(A)  চন্দ্রবিন্দু     

(B) ভূমি     

(C) ফসিলস     

(D) লক্ষীছাড়া

  1. কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান?

(A) সমুদ্রগুপ্ত      

(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত     

(C) প্রথম কুমারগুপ্ত     

(D) স্কন্দগুপ্ত

  1. আইসোটোপ নেই এরুপ একটি মৌল হল –

(A) সোডিয়াম    

(B) ইউরেনিয়াম     

(C) কার্বন   

(D) ক্লোরিন

  1. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি 9 মিটার × 8 মিটার মাপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। বর্গক্ষেত্রটির পরিসীমা কত?

(A) 24 মিটার      

(B) 48 মিটার      

(C) 64 মিটার     

(D) 72 মিটার

63 ‘A Writer’s People’ লিখছেন –

(A) বিক্রম শেঠ      

(B) ভি. এস. নয়পল     

(C) ঝুম্পা লাহিড়ী     

(D) অরুন্ধতী রায়

  1. মহাবলীপুরমে রথ আকারবিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল –

(A) পল্লব রাজাদের আমলে     

(B) চোল রাজাদের আমলে     

(C) পান্ড্য রাজাদের আমলে     

(D) বাদামীর চালুক্য রাজাদের আমলে

  1. 600 টাকার 5 বছরের সুদ 60 টাকা। সুদের হার কত?

(A)  1.5%      

(B) 2%    

(C) 2.5%    

(D) 3%

  1. যান্ত্রিক সুবিধা সবসময় 1- এর কম হয় যে যন্ত্রটিতে সেটি হল –

(A) প্রথম শ্রেণীর লিভার   

(B) দ্বিতীয় শ্রেণীর লিভার      

(C) তৃতীয় শ্রেণীর লিভার     

(D) আনত তল

  1. রেড রিবন এক্সপ্রেস –

(A) কলকাতা গুয়াহাটির মধ্যে রকটি নতুন ট্রেন

(B) H.I.V/ এইডস সংক্রান্ত সচেতনতা বাড়ানোর চলন্ত প্রদর্শণী

(C) বৌদ্ধ ধর্মীয় স্থান সংযোগের জন্য রেল পর্যটনের পরিকল্পনা

(D) উপরের কোনটিই নয়

  1. ‘গীত গোবিন্দ’ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?

(A) ধর্মপাল   

(B) দেবপাল    

(C) বল্লাল সেন     

(D) লক্ষ্মণ সেন

  1. কোন খেলার মাঠের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার । এর চর্তুদিকে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর।

(A)  264 বর্গমি   

(B) 240 বর্গমি     

(C) 204 বর্গমি   

(D) 206 বর্গমি

  1. যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হল –

(A) APC   

(B) PSR    

(C) OMU   

(D) BDO

  1. 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার একটি ছাদ1 পূর্ণ 1/4মিটার বর্গ মাপের দ্বারা ঢাকতে কটি পাথরের প্রয়োজন?    

(A) 1004   

(B) 1040    

(C) 1440    

(D) 1024

  1. কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল?

(A) আকবর    

(B) জাহাঙ্গির    

(C) শাহজাহান   

(D) ঔরঙ্গজেব

  1. ইউ.এস.এস. নিমিৎজ ভারতের যে বন্দরে এসে ভিড়েছিল –

(A) মুম্বাই       

(B) বিশাখাপত্তনম      

(C) চেন্নাই       

(D) হলদিয়া

  1. সূর্যের অভ্যন্তরীণ অকল্পনীয় শক্তির উস হল –

(A)  নিউক্লিয় সংযোজন     

(B) নিউক্লিয় বিভাজন    

(B) অতিরিক্ত তেজক্সিয় মৌলের উপস্থিতি    

(D) উপরের কোনটিই নয়

  1. শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে?

(A) গুরু নানক     

(B) গুরু অর্জুন   

(C) গুরু তেগ বাহাদুর     

(D) গুরু গোবিন্দ সিংহ

  1. 5% হার সুদে কিছু টাকা কত বছরে আসলের তিনগুণ হয়?

(A) 10 বছর     

(B) 20 বছর    

(C) 30 বছর      

(D) 40 বছর

  1. পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হল –

(A) 10001    

(B) 99685     

(C)  99865     

(D) 99856

  1. গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

(A) চেন্নাই    

(B) মুম্বাই     

(C) মোহালি      

(D) কানপুর

  1. প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ হলে 250 টাকায় 2 বছর 6 মাসের সুদ কত হবে?

(A) 450 টাকা      

(B) 425 টাকা      

(C) 400 টাকা      

(D) 375 টাকা

  1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?

(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী      

(B) উমেশচন্দ্র ব্যানার্জী     

(C) দাদাভাই নৌরজী     

(D) বদরুদ্দিন তায়েবজী

  1. 10000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 237 দ্বারা বিভাজ্য হবে?

(A) 10191     

(B) 19011     

(C) 10911    

(D) 19110

  1. কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 2187-কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়?

(A) 3   

(B) 5    

(C) 7    

(D) 9

  1. বার্ষিক 2 % হার সুদে 360 টাকা 1 বছর 4 মাসে সুদে-আসলে কত হবে?

(A) 362.50 টাকা     

(B) 365 টাকা     

(C) 368 টাকা     

(D) 369.60 টাকা

  1. মোহনবাগান ক্লাবের স্ট্রাইকার ব্যারেটোর দেশ –

(A) কেনিয়া     

(B) ব্রাজিল    

(C) কিউবা    

(D) স্পেন

  1. সরল করঃ5-[3-1-{2-(5+3¯-2)}]

(A) 0   

(B) -1    

(C) 1   

(D) -2

  1. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় –

(A) 1905 সালে     

(B) 1909 সালে      

(C) 1911 সালে     

(D) 1914 সালে

  1. ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে?

(A) 1008    

(B) 1018     

(C) 998     

(D) 990

  1. একজন মালী কোন ফল বাগিচায় 5776 টি বৃক্ষ এমনভাবে সারিতে সাজাল যাতে সারির সংখ্যা প্রতি সারিতে বৃক্ষের সংখ্যার সমান হয়। সারির সংখ্যা কত?

(A) 74    

(B) 75     

(C) 76    

(D) 77

  1. কুচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায় –

(A)   দাবা     

(B) ব্রিজ       

(C) ক্রিকেট     

(D) ফুটবল

  1. বার্ষিক 6% হার সুদে কোন আসলের 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত?

(A) 200 টাকা     

(B) 225 টাকা       

(C) 250 টাকা    

(D) 275 টাকা

  1. “সম্পদের নিষ্কাশন”-এর সমালোচনা করেন –

(A) দাদাভাই নৌরজী    

(B) জি কে গোখলে     

(C) বদরুদ্দিন তায়েবজী     

(D) রমেশচন্দ্র দত্ত

  1. কোন ভগ্নাংশকে35/42দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল 1 হয়?

(A) 1 পূর্ণ 1/5  

(B) 35/42

(C) 24/53

(D) 8/7

  1. বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতিক পুতিলগুলির পরিচয় –

(A) জিং     

(B) ফুয়া     

(C) পিনইন     

(D) মেইলিন

  1. কোন আসলের 3 বছর 4 মাসের সুদ আসলের2/15অংশ । বার্ষিক শতকরা সুদের হার কত?

(A) 3 টাকা      

(B) 4 টাকা     

(C) 4.50 টাকা   

(D) 5 টাকা

  1. ভারতে ______ মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়।

(A) ডিসেম্বর   

(B) সেপ্টেম্বর      

(C) জুন    

(D) মার্চ

  1. দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে 9 এবং 270; একটি সংখ্যা 54 হলে, অপরটি কত?

(A) 40     

(B) 45    

(C) 50    

(D) 55

  1. লেবেল ক্রসিংয়ে দাঁড়িয়ে একটি লোক দেখল 280 মিটার লম্বা একটি ট্রেন তাকে 14 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির গতিবেগ প্রতি ঘন্টায় কত ছিল?

(A) 55 কিমি/ঘন্টা    

(B) 66 কিমি/ঘন্টা     

(C) 72 কিমি/ঘন্টা    

(D) 80 কিমি/ঘন্টা

  1. দুটি সংখ্যার গ.সা.গু P এবং তাদের ল.সা.গু Q । যদি একটি সংখ্যা R হয় তবে অপর সংখ্যাটি:

(A)  PQ/R     

(B) P/QQ    

(C) 2    

(D) 1

  1. দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয় –

(A) তিরন্দাজী    

(B) কুস্তি     

(C) ক্রীড়া প্রশিক্ষণ    

(D) মুষ্টিযুদ্ধ

  1. 100. তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীটির –

(A) উচ্চ গতিতে   

(B) মধ্য গতিতে   

(C) নিন্ম গতিতে     

(D) ব-দ্বীপে

WBPSC Clerkship 2007 Question Paper with Answer | WBPSC Clerkship 2007 Question Paper | WBPSC Clerkship Question Paper 2007 | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship Exam | PSC Clerkship 2007 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2007 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2007 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship Previous Year Question Paper Download Link

WBPSC Clerkship 2006 Question PaperClick Here
WBPSC Clerkship 2007 Question Paper (1st Half)Click Here
WBPSC Clerkship 2007 Question Paper (2nd Half)Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (1st Half)Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (2nd Half)Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (1st Half)Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (2nd Half)Click Here
Learn More About PSC Clerkship 2023 RecruitmentClick Here