WBPSC Clerkship Previous Year Question Paper 2019 | পিএসসি ক্লার্কশিপ 2019 প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship Question Paper 2019 2nd Half | WBPSC Clerkship Previous Year Question Paper with Answer | WBPSC Clerkship Previous Year Question Paper 2019 | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship 2019 Exam Previous Year Question and Answer | PSC Clerkship 2019 Solved Questions | PSC Clerkship 2019 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2019 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন 2019 | পিএসসি ক্লার্কশিপ 2019 প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship Previous Year Question Paper 2019

2019

(2nd Half)

[Time: 1 hour 30 mins    Marks: 100]

  1. ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন

(A) ভারতের প্রধানমন্ত্রী

(B) স্বরাষ্ট্রমন্ত্রী

(C) রাষ্ট্রপতি

(D) শীর্ষ আদালতের প্রধান বিচারপতি

  1. নীচে উল্লিখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়?

(A) করাচি

(B) গোয়াদার

(C) পানী

(D) বন্দর আব্বাস

  1. অস্ট্রেলিয়ার রাজধানী হল

(A) মেলবোর্ন

(B) সিডনী

(C) ক্যানবেরা

(D) পাথ

  1. ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে?

(A) বাংলাদেশ

(B) সংযুক্ত আমীরশাহী

(C) তুরস্ক

(D) সৌদী আরব রাষ্ট্র

  1. কমনওয়েলথ্ গেমস্’ কোন বৎসরে ভারতে অনুষ্ঠিত হয়?

(A) 1990

(B) 2010

(C) 2014

(D) 2018

  1. 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে সেটি

(A) টোকিও

(B) বেজিং

(C) প্যারিস

(D) মস্কো

  1. নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না?

(A) মাদার টেরেজা

(B) হরগোবিন্দ খোরানা

(C) সি. ভি. রমণ

(D) অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

৪. নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি BIMSTEC গোষ্ঠীর সদস্য নয়?

(A) পাকিস্তান

(B) মায়ানমার

(C) শ্রীলঙ্কা

(D) ভারত

  1. কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল

(A) ওয়েস্ট ইন্ডিজ

(B) ইংল্যান্ড

(C) দক্ষিণ আফ্রিকা

(D) ভারত

  1. নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?

(A) দাদাভাই নওরোজী

(B) অ্যালান অক্টেভিয়ান হিউম

(C) উমেশ চন্দ্র ব্যানার্জী

(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

আরও দেখুনঃ WBPSC Clerkship Practice Set

  1. বর্তমানে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হলেন

(A) এন. এন. ভোরা

(B) জগমোহন

(C) সত্যপাল মালিক

(D) গিরিশ চন্দ্র সাক্সেনা

  1. নীচে কিছু খেলোয়াড়ের নাম এবং যে সব খেলায় তাঁরা পারদর্শী তা দেওয়া হয়েছে। খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমত চিহ্নিত করতে হবে।

(A) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো – ক্রিকেট

(B) সীমোনা হালেপ – টেনিস

(C) টাইগার উড্স – বিলিয়ার্ডস

(D) জো রুট – ফুটবল

  1. ভারতের ‘পূর্বমুখী কর্ম’ (Look East) নীতির সূচনা করেন

(A) নরসিমা রাও

(B) অটল বিহারী বাজপেয়ী

(C) মনমোহন সিং

(D) নরেন্দ্র মোদী

  1. ভারতের পরমাণুশক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন

(A) হোমি ভাবা

(B) বিক্রম সারাভাই

(C) আর. চিদাম্বরম

(D) এইচ. এন. শেঠনা

  1. 2019 সালে বিশ্ব শান্তির জন্য ‘নোবেল পুরস্কার’ পেলেন

(A) শি জিনপিং

(B) আবী আহমেদ

(C) গ্রেটা থুনবার্গ

(D) মালালা ইউসুফজাই

  1. স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন

(A) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(B) সি. রাজাগোপালাচারী

(C) ডঃ বি. আর. আম্বেদকর

(D) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন

  1. আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন?

(A) খ্রিস্টপূর্ব 323-এ

(B) খ্রিস্টপূর্ব 325-এ

(C) খ্রিস্টপূর্ব 326-এ

(D) খ্রিস্টপূর্ব 327-এ

  1. নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন্ দেশে বসবাসকারী কুর্দীশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে?

(A) ইরান

(B) ইরাক

(C) সিরিয়া

(D) সৌদি আরব

  1. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি?

(A) টনি মরিসন

(B) গ্যাব্রিয়েলা মিস্ট্রেল

(C) অরুন্ধতী রায়

(D) ওল্গা টোকারজুক

  1. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘নাইট’ উপাধি পরিত্যাগ করেন

(A) 1905 সালে

(B) 1911 সালে

(C) 1914 সালে

(D) 1919 সালে

  1. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চা-এর উৎপাদন হয় না?

(A) অসম

(B) ত্রিপুরা

(C) মধ্যপ্রদেশ

(D) পশ্চিমবঙ্গ

  1. নিম্নে উল্লিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে ‘হাই কমিশনার’ বলা হয়?

(A) যুক্তরাষ্ট্র

(B) যুক্তরাজ্য

(C) জার্মানী

(D) রাশিয়া

  1. Usain Bolt- একজন

(A) দূরপাল্লার দৌড়বিদ

(B) সাঁতারু

(C) বাস্কেটবল খেলোয়াড়

(D) তীরন্দাজ

  1. নিম্নে উল্লিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়ে?

(A) দামোদর

(B) কাবেরী

(C) ব্ৰহ্মপুত্ৰ

(D) নর্মদা

  1. নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন?

(A) ধ্যানচাঁদ

(B) মিলখা সিং

(C) সর্দার সিং

(D) সন্দীপ সিং

  1. নিম্নে উল্লিখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়?

(A) ভানুয়াটু

(B) নেদারল্যান্ডস্

(C) আলাস্কা

(D) কানাডা

  1. অমরকন্টক শহরটি

(A) মহারাষ্ট্রে

(B) মধ্যপ্রদেশে

(C) রাজস্থানে

(D) উত্তরাখণ্ডে

  1. ISRO এর সদর দপ্তর হল

(A) হায়দারাবাদে

(B) বেঙ্গালুরুতে

(C) আমেদাবাদে

(D) তিরুবানন্তপুরমে

  1. নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী?

(A) অজিত দোভাল

(B) রাজনাথ সিং

(C) বিজয় গোখলে

(D) এস. জয়শঙ্কর

  1. বিশ্বের বৃহত্তম rain forest-এ অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিক কালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল?

(A) মেক্সিকো

(B) ব্রাজিল

(C) ভেনিজুয়েলা

(D) ইকুয়েডর

  1. বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়?

(A) জীবাশ্ম জ্বালানির ব্যবহার

(B) পেট্রল গাড়ি

(C) সৌরশক্তির ব্যবহার

(D) অরণ্যচ্ছেদন

  1. মামল্লাপুরম সম্পর্কে নিম্নে উল্লিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য?

(A) এটি একটি UNESCO অনুমোদিত সংস্কৃতির পীঠস্থান।

(B) এটি ছিল পল্লব রাজাদের রাজধানী।

(C) এখানে কথকলি নৃত্যের জন্ম।

(D) এটি একটি পর্যটন কেন্দ্র।

  1. 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম

(A) ইম্ফল

(B) ময়রাং

(C) কোহিমা

(D) মোরে

  1. অশনিসংকেতগ্রন্থের রচয়িতা হলেন

(A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(B) মানিক বন্দ্যোপাধ্যায়

(C) সমরেশ বসু

(D) শীর্ষেন্দু মুখোপাধ্যায়

  1. 2019 এর সংসদীয় নির্বাচনে রাহুল গাঁধী যে নির্বাচনকেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি

(A) আমেথি

(B) ওয়ানাদ

(C) তিরুবনন্তপুরম

(D) মেডাক

  1. টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বি-শত রান করেছেন?

(A) সুনীল গাভাসকার

(B) বিরাট কোহলি

(C) সচীন তেন্ডুলকার

(D) বীরেন্দ্র সেহবাগ

  1. কোনটি অতীতে পর্তুগীজদের কলোনি ছিল না?

(A) পন্ডিচেরী

(B) চন্দননগর

(C) গোয়া

(D) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

  1. শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল

(A) হাওড়া জেলায়

(B) হুগলী জেলায়

(C) পূর্ব বর্ধমান জেলায়

(D) নদীয়া জেলায়

  1. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন

(A) 1890 সালে

(B) 1892 সালে

(C) 1893 সালে

(D) 1894 সালে

  1. 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন?

(A) লখনউ

(B) বারাণসী

(C) রায়বেরেলি

(D) আমেদাবাদ

  1. যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে-আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?

(A) 150%

(B) 100%

(C) 200%

(D) 75%

  1. A একটি কাজের 1/2 অংশ 5 দিনে এবং B ও ই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে। A B একত্রে সম্পূর্ণ কাজটি করে

(A) 2 2/9 দিনে

(B) 3 দিনে

(C) 9 দিনে

(D) 5 1/2 দিনে

  1. 1 ঘণ্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড?

(A) 1%

(B) 2%

(C) 3%

(D) 4%

  1. 60 মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে?

(A) 14 সেকেন্ডে

(B) 13.5 সেকেন্ডে

(C) 14.5 সেকেন্ডে

 (D) 13 সেকেন্ডে

  1. এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করল। তার কত লাভ বা ক্ষতি হল?

(A) 56.25% লাভ

(B) 56:35% লাভ

(C) 56.25% ক্ষতি

(D) 56:35% ক্ষতি

  1. 3034 – (1002 + 2004) এর সরলতম মান হল

(A) 2543

(B) 2984

(C) 2993

(D) 3029

  1. 20% এবং 25% ক্রমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে?

(A) 33%

(B) 40%

(C) 35%

(D) 45%

  1. বিক্রয়মূল্যের ওপর 15% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে?

(A) 13 পূর্ণ 1/23 %

(B) 23 পূর্ণ 1/3 %

(C) 13 পূর্ণ 2/23 %

(D) 23 পূর্ণ 2/23 %

  1. তিনজনের বয়সের অনুপাত 7:5:41 প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত?

(A) 20 বছর

(B) 25 বছর

(C) 27 বছর

(D) 30 বছর

  1. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে?

(A) 1241

(B) 1261

(C) 1259

(D) 1239

  1. যদি 20 পূর্ণ 1/3 +30 পূর্ণ 1/3 -* = 35 পূর্ণ 2/3 হয়, তবে * চিহ্ন স্থানটিতে বসাতে হবে

(A) 15 পূর্ণ 1/2

(B) 15 পূর্ণ 1/4

(C) 15 পূর্ণ 1/6

(D) 15 পূর্ণ 1/7

  1. কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়

(A) 40%

(B) 23 পূর্ণ 1/3%

(C) 20%

(D) 16 পূর্ণ 2/3%

  1. একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয়

(A) 12 মিনিট

(B) 25 মিনিট

(C) 50 মিনিট

(D) 55 মিনিট

  1. কোনো মূলধন 3 বছরে সুদে-মূলে 500 টাকা এবং 5 বছরে সুদে-মূলে 540 টাকা হয়। বার্ষিক সুদের হার কত?

(A) 52/11%

(B) 50/11%

(C) 56/11%

(D) 52/11%

  1. 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে?

(A) 10 গ্রাম

(B) 40 গ্রাম

(C) 60 গ্রাম

(D) 8 গ্রাম

  1. যদি 45337 * 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে * চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হল

(A) 8

(B) 6

(C) 4

(D) 2

  1. বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ-আসল কত হবে? (সুদ পর্ব 1 বৎসর)

(A) 756 টাকা

(B) 676 টাকা

(C) 767 টাকা

(D) 675 টাকা

  1. যদি A : B = 4 : 3, B : C = 3 : 5 এবং C : D=10: 9 হয় তবে A : B C D অনুপাত কত?

(A) 8 : 6 : 9 : 10

(B) 8 : 9 : 6 : 10

(C) 8 : 6 : 10 : 9

(D) 6 : 8 : 10 : 9

  1. A একটি কাজ 21 দিনে করতে পারে। B, A এর চেয়ে 40% বেশি দক্ষ। তাহলে ওই একই কাজ করতে B এর সময় লাগবে

(A) 10 দিন

(B) 12 দিন

(C) 15 দিন

(D) 18 দিন

  1. √001 + √00064 + √016 – এর সরলতম মান হবে

(A) 0.4

(B) 0.3

(C) 0.7

(D) 0.8

  1. দুটি সংখ্যার গ.সা.গু. 12 এবং তাদের অনুপাত 3 : 5, তাদের গুণফল

(A) 1620

(B) 1800

(C) 1980

(D) 2160

  1. 8.73×8.73×8.73+4.27×4.27×4.27/8.73×8.73+4.27×4.27-8.73×4.27 কে সরল করলে যে মান পাওয়া যায় তা হল

(A) 11

(B) 14

(C) 13

(D) 15

  1. যদি Pএর 60% = Q এর 30% হয়, তবে P = Q এর x% হলে x = কত?

(A) 0.5

(B) 2

(C) 50

(D) 0.005

  1. বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত?

(A) Rs. 140

(B) Rs. 120

(C) Rs. 110

(D) Rs. 124

  1. পরপর 7টি সংখ্যার গড় 20 হলে, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত?

(A) 24

(B) 23

(C) 22

(D) 25

  1. একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘণ্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ কত?

(A) 5.5 কিমি / ঘণ্টা

(B) 6 কিমি/ঘণ্টা

(C) 3.5 কিমি/ঘণ্টা

(D) 5 কিমি/ঘণ্টা

  1. কোনো সংখ্যার 2/3 অংশের মান 36 হলে, সংখ্যাটির 25% এর মান কত?

(A) 13.25

(B) 13.5

(C) 13.51

(D) 13.65

  1. একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে

(A) 2

(B) 7

(C) 10

(D) 5

  1. এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘণ্টা গতিতে A থেকে B পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত?

(A) 16 পূর্ণ 2/3 কিলোমিটার/ঘণ্টা

(B) 26 কিলোমিটার/ঘণ্টা

(C) 36 পূর্ণ 2/3 কিলোমিটার/ঘণ্টা

(D) 26 পূর্ণ 2/3 কিলোমিটার/ঘণ্টা

  1. 100 মিটারের একটি প্রতিযোগিতায় A ঘণ্টায় ৪ কিমি বেগে দৌড়ায়। B যখন 4 মিটার যায় তখন A দৌড় শুরু করে। তবুও B কে 15 সেকেন্ডে পরাজিত করে। B-এর গতিবেগ মি./সে.-এ নির্ণয় করো।

(A) 3 পূর্ণ 7/15 মি./সে.

(B) 3 পূর্ণ 1/15 মি./সে.

(C) 3 পূর্ণ 2/15 মি./সে.

(D) 8/5 মি./সে.

  1. Fill in the blank with an appropriate preposition from the list below:

The cat sneaked in and sat ____ the little girl.

(A) under

(B) besides

(C) into

(D) beside

  1. Complete the idiom by choosing the right word from the options given below:

He moved heaven and ____ to get bail for his friend.

(A) hell

(B) sky

(C) cosmos

(D) earth

  1. Find out the correct sentence from the list below:

(A) The behaviour of the children were not up to the mark.

(B) The behaviour of the children was not up to the mark.

(C) The behaviours of the children was not up to the mark.

(D) The behaviours of the children were not up to the mark.

  1. Change from Active to Passive voice, choosing from the options below:

The tutor taught Ronny Mathematics for two years.

(A) Ronny was taught by the tutor Mathematics for two years.

(B) Mathematics was taught for Ronny by the tutor for two years.

(C) Ronny was taught Mathematics by the tutor for two years.

(D) Ronny was taught by the tutor for two years, Mathematics.

  1. Change from Active to Passive voice, choosing from the options below:

The society will help the poor children with money.

(A) The poor children will be helped by the society with money.

(B) The society will be helped by the poor children with money.

(C) The poor children will receive help from the society with money.

(D) The poor children will help the society with money.

  1. Choose the correct form of the verb from the options given below:

Have you heard that Mr. Basu _____ the Chairman of the Executive Committee?

(A) had being appointed

(B) were appointed

(C) was been appointed

(D) has been appointed

  1. Complete the idiom by choosing the right word from the options given below:

The women in the country fought tooth and _____ for liberation.

(A) tongue

(B) mouth

(C) nail

(D) hand

  1. Fill in the blank with an appropriate word from the list below:

Neither of the two brothers Ramesh and Suresh _____ found suitable for the job at the interview held yesterday.

(A) were

(B) are

(C) was

(D) have been

  1. Find out from the given words the opposite of ‘Dangerous’.

(A) Terrible

(B) Quiet

(C) Safe

(D) Gentle

  1. Choose the correct form of the verb from the options given below:

By the time we reached home the rain _____.

(A) has stopped

(B) had stopped

(C) had been stopped

(D) was stopping

  1. Complete the idiom by choosing the right word from the options given below:

She could not make up her _____ about what to buy.

(A) decision

(B) logic

(C) mind

(D) heart

  1. Choose the correct spelling from the options below:

(A) Ambitious

(B) Ambitous

(C) Ambicious

(D) Ambiteous

  1. Replace the missing word with the right word from the options below:

A list of _____ candidates for the admission test has been put up on the notice-board.

(A) illegible

(B) honourable

(C) eligible

(D) ideal

  1. Find from below, the word that means ‘a boy who frightens weaker boys’.

(A) Tramp

(B) Bully

(C) Hypocrite

(D) Tresspasser

  1. Choose the correct spelling from the options below:

(A) Satellite

(B) Satalite

(C) Satallite

(D) Satelite

  1. Find out the right word to complete the following sentence:

The government punished him because of his ______ activities.

(A) illegal

(B) antisocial

(C) charitable

(D) shameful

  1. Change from Passive to Active voice, choosing from the options below:

Many things may be accomplished by a little effort.

(A) They may accomplish many things by little effort.

(B) They can accomplish many things by little effort.

(C) One may accomplish by little effort many things.

(D) One may accomplish many things by a little effort.

  1. Fill in the blank with an appropriate preposition from the list below:

The deer is afraid _____ the tiger.

(A) from

(B) by

(C) for

(D) of

  1. Change the following statement into an interrogative sentence:

She had time to finish all the questions.

(A) Do you think that she did have time to finish all the questions?

(B) Had she no time to finish all the questions?

(C) Did she manage to finish all the questions?

(D) Had she time to finish all the questions?

  1. Find the word which has the same meaning as ‘Cautious’.

(A) Peaceful

(B) Wise

(C) Careful

(D) Courageous

  1. Find from below the word that means ‘esteem’.

(A) Respect

(B) Enmity

(C) Elegance

(D) Famous

  1. Fill in the blank with an appropriate word from the list below:

Early to bed and early to rise _____ man healthy, wealthy and wise.

(A) make

(B) made

(C) have made

(D) makes

  1. Choose from the list below the most appropriate word to fill in the blank:

An action which is most difficult and almost impossible to explain is ______.

(A) unavoidable

(B) inexplicable

(C) indescribable

(D) incoherent

  1. Fill in the blank with an appropriate preposition from the list below:

The Emperor Akbar ruled _____ a vast kingdom.

(A) with

(B) over

(C) on

(D) by

  1. Choose the most appropriate word to fill in the blank:

Ratna’s mother is _____, she can’t even sign her name.

(A) literate

(B) strange

(C) illiterate

(D) deaf

  1. Choose the appropriate word to fill in the blank:

The man seems _____ because he frequently laughs loudly for no reason.

(A) happy

(B) cheerful

(C) abnormal

(D) admirable

  1. Fill in the blank with an appropriate preposition given below:

Ratan entered the room and looked _____ the painting on the wall.

(A) at

(B) down

(C) up

(D) in

  1. Find out the right word to complete the following sentence:

We buy meat from a _____.

(A) Green grocer

(B) Butcher

(C) Broker

(D) Baker

  1. Choose the most appropriate word to fill in the blank:

Amit’s story about ghosts and witches is not ______.

(A) believable

(B) strange

(C) wild

(D) relevant

  1. Find out the appropriate word or words that befits the underlined part of the sentence:

When buying a gift one should keep in mind the person’s likes and dislikes.

(A) Invent

(B) Ignore

(C) Think about

(D) Admire

WBPSC Clerkship Question Paper 2019 2nd Half | WBPSC Clerkship Previous Year Question Paper with Answer | WBPSC Clerkship Previous Year Question Paper 2019 | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship 2019 Exam Previous Year Question and Answer | PSC Clerkship 2019 Solved Questions | PSC Clerkship 2019 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2019 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন 2019 | পিএসসি ক্লার্কশিপ 2019 প্রশ্নপত্র উত্তর সহ

 

WBPSC Clerkship Previous Year Question Paper Download Link

WBPSC Clerkship 2006 Question Paper Click Here
WBPSC Clerkship 2007 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2007 Question Paper (2nd Half) Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (2nd Half) Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (2nd Half) Click Here
Learn More About PSC Clerkship 2023 Recruitment Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *