WBPSC Clerkship Previous Year Question Paper 2009 | পিএসসি ক্লার্কশিপ 2009 প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship 2009 Question Paper with Answer | WBPSC Clerkship Question Paper 2009 | WBPSC Clerkship Question Paper 2009 2nd Half | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship Exam Question and Answer | PSC Clerkship 2009 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2009 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2009 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ | পিএসসি ক্লার্কশিপ 2009 প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship Previous Year Question Paper 2009

2009

(2nd Half)

[Time: 1 hour 30 mins    Marks: 100]

PART – I

  1. Which ‘Wh’ form is applicable, to make the following assertive sentence, a proper interrogative sentence:

I shall go to Delhi tomorrow.

(a) Which

(b) When

(c) Who

(d) What

  1. Complete the Idiom by choosing the right part from dangers the alternatives given below:

_____ is the spice of life.

(a) fun

(b) beauty

(c) variety

(d) honesty

  1. Choose the correct form of the verb from the options given to fill in the blank:

After reaching the station, we found that the train _____

(a) left

(b) has left

(c) is leaving

(d) had left

  1. Choose the correct spelling from the options given:

(a) benefited

(b) benefitted

(c) benifited

(d) benifitted

  1. Fill in the blank with suitable preposition from the list:

He lives _____ honest means.

(a) on

(b) from

(c) by

(d) with

  1. Of the four which sentence is correctly punctuated?

(a) The educative value of Travelling is also too great.

(b) The, educative value, of Travelling is also too gread.

(c) The educative value of Travelling – is also too great.

(d) The educative value, of Travelling is also too. great!

  1. Choose from the following, the correct indirect form of the sentence given:

I said to the boy, “I like you”.

(a) I told the boy that I liked him.

(b) That I liked the boy I told him.

(c) I liked the boy because I told that to him.

(d) The boy was liked by me.

  1. Fill up the blank by choosing correct preposition from below:

The trees are far ____ the house.

(a) to

(b) of

(c) from

(d) on

  1. Replace the underlined word with the right alternative from the options given:

Many children develop fears of imaginary danger.

(a) abdurd

(b) fanciful

(c) plentiful

(d) cheap

  1. Replace the underlined verb with the most appropriate phrasal verb from the list:

I must start my packing.

(a) set about

(b) set in

(d) set upon

(c) set forth

আরও দেখুনঃ WBPSC Clerkship Practice Set

  1. Replace the underlined verb with the most appropriate phrasal verb:

The cat chased the rat.

(a) made at

(b) made after

(c) made over

(d) made off

  1. Find out appropriate preposition to fill up the gap:

We have free access _____ the library.

(a) to

(b) for

(c) into

(d) an

  1. Find out from the given words the opposite of

‘Superior’

(a) Junior

(b) Inferior

(c) Small

(d) Big

  1. Choose the correct option to complete the sentence:

There is _____ between the cup and the lips.

(a) many slips

(c) many a slip

(b) many touches

(d) touches

  1. Choose the most appropriate phrasal verb from the options given to replace the underlined part of the sentence:

She has been devoid of food for three days.

(a) going off

(b) going without

(c) going behind

(d) going against

  1. Complete the idiom, choosing the right ending:

“We live in deeds _____”

(a) many years.

(c) saves nine

(b) not in years

(d) you reap

  1. Find from below, the word that means:

An unknown person

(a) friend

(b) foe.

(c) stranger

(d) visitor

  1. Find out the appropriate word, that befits the underlined part of the sentence:

He has put aside a good sum of money.

(a) saved

(c) help

(b) keep

(d) reserve

  1. Choose the word from the list which is opposite in meaning to the word given:

The photos made him look quite attractive. The opposite of ‘attractive’ is

(a) inactive

(b) prohibitive

(c) indecent

(d) repulsive

  1. Choose the right alternative from the options given:

The word ‘potable’ is used to describe something.

(a) movable

(b) portable

(c) breakable

(d) drinkable

  1. Choose the appropriate meaning of the underlined section in the given sentence from the options provided:

Flocks of sheep jostled and bleated in the street.

(a) pushed roughly

(b) fought

(c) quarreled

(d) opposed

  1. Complete the sentence by choosing the right part

Some workers of the factory_____

(a) fell ill

(b) at home

(c) safer places

(d) swallowed

  1. Find out the right word to complete the following sentence:

The boy is not_____

(a) man.

(b) normal

(c) defective

(d) wall

  1. Choose from the following words, the word nearest in meaning to the given word

‘Yearn’

(a) Ear

(c) Want

(b) Longing

(d) Obey

  1. Fill in the blank with appropriate preposition from the list:

What is the time _____ your watch now?

(a) in

(b) by

(c) on

(d) at

  1. Choose the correct preposition to fill in the bland

Swimming is beneficial ____ health.

(a) on

(b) for

(c) to

(d) upon

  1. The word Cheerful means

(a) Happy

(b) Free

(c) Envy

(d) Poor

  1. Among the following four:

Quilt is associated with

(a) Bed

(b) Bus

(c) Seat

(d) Lady

  1. Find out from the following words, the word opposite in meaning to

‘Increase’.

(a) Excess

(b) Decrease

(c) Wide

(d) More

  1. Choose the right alternative from the options given to fill in the blank:

Students should no _____ unfair means in the examination.

(a) adept

(b) adapt

(c) adopt

(d) none of these

  1. কে ‘রাজতরঙ্গিনী’ লিখেছিলেন?

(a) কৌটিল্য

(b) কলহন্

(c) মেগাস্থিনিস

(d) বাণভট্ট

  1. রাম এবং শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করেছে। তাদের আয়ের অনুপাত কত?

(a) 1:1

(c) 3:4

(b) 3:5

(d) 4:3

  1. একটি সংখ্যাকে 10% কমালে 54 হয়। কত শতাংশ বাড়ালে সংখ্যাটি 72 হবে?

(a) 15%

(b) 18%

(c) 20%

(d) 22%

  1. যদি 2% = 8.7 হয়, তাহলে 100% =?

(a) 430 kg

(b) 435 kg

(c) 440 kg

(d) 445 kg

  1. কত দিনে 4500 টাকার সুদ 675 টাকা হবে। যার বার্ষিক সুদের হার 6%

(a) 2 বছর

(b) 2 পূর্ণ 1/3 বছর

(c) 2 পূর্ণ 1/2 বছর

(d) 2 পূর্ণ 1/4 বছর

  1. শব্দের কোন্ ধর্ম স্টেথোস্কোপের মাধ্যমে কাজ করে?

(a) Refraction

(b) Reflection

(c) Dispersion

(b) Wave nature

  1. জীবাশ্মের বয়স জানার জন্য কোন্ আইসোটোপ ব্যবহৃত হয়?

(a) C-12

(b) C-14

(c) U-235

(d) U-237

  1. একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। দ্রব্যটির ধাৰ্য্যমূল্য কত?

(a) 780 টাকা

(b) 800 টাকা

(c) 820 টাকা

(d) 840 টাকা

  1. একটি দ্রব্য বিক্রি করায় 18% লাভ হয়। যদি 14 টাকা লাভ হয়, তাহলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত?

(a) 90 টাকা

(b) 91 পূর্ণ 7/9 টাকা

(c) 92 টাকা

(d) 91 টাকা

  1. একটি দ্রব্য 467.50 টাকায় বিক্রি করা হল। B এর লাভ হয় 27.50 টাকা। তার কত শতাংশ লাভ হয়েছে?

(a) 6.5%

(b) 6.25%

(c) 6%

(d) 6.75%

  1. একটি সংখ্যার দুই সপ্তমাংশ হল 152। সংখ্যাটি কত?

(a) 530

(b) 532

(c) 534

(d) 536

  1. কোন্ সংখ্যাকে 12,15, 18 24 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে?

(a) 355

(b) 360

(c) 365

(d) 370

  1. USA এর পাশে অবস্থিত কোন্ দেশ 2008 সালে ভারতকে সিভিলিয়ান নিউক্লিয়ার প্রযুক্তি দেওয়ার মত পোষণ করেছে?

(a) কানাডা

(b) জাপান

(c) ফ্রান্স

(d) অস্ট্রেলিয়া

  1. ভারতের বিখ্যাত চা বাণিজ্যিক কেন্দ্র হল –

(a) তেজপুর

(b) দার্জিলিং

(c) গোয়াহাটি

(d) শিলিগুড়ি

  1. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

(a) লর্ড মাউন্টব্যাটেন

(b) আবুল কালাম আজাদ

(c) ড: রাজেন্দ্র প্রসাদ

(d) চক্রবর্তী রাজা গোপালাচারী

  1. P এর 25% = Q এর 20% Q এর কত % = P?

(a) 75%

(b) 80%

(c) 85%

(d) 90%

  1. কিছু পরিমাণ টাকা 5:8 অনুপাতে দুজনের মধ্যে ভাগ করা হল। যদি প্রথম অংশ 250 টাকা হয়, তাহলে পুরো টাকার পরিমাণ কত?

(a) 650 টাকা

(b) 660 টাকা

(c) 670 টাকা

(d) 680 টাকা

  1. একটি সংকর ধাতুতে টিন ও জিঙ্কের অনুপাত 3:41 10.5 গ্রাম সংকর ধাতুতে টিনের পরিমাণ কত?

(a) 4 গ্রাম

(b) 5 গ্রাম

(c) 4.5 গ্রাম

(d) 5.5 গ্রাম

  1. নিম্নলিখিত কোন্ ক্রিটালে স্ফটিকিকরণের ফলে জলের কেলাসিকরণ হয়?

(a) সোডিয়াম ক্লোরাইড

(b) বু ভিট্রিয়ল

(c) অ্যালুমিনিয়াম

(d) ওয়াশিং সোডা

  1. ‘123 চুক্তি’ পরে কী নাম হয়েছিল?

(a) পুনা চুক্তি

(b) শান্তিচুক্তিস

(c) A.U.S. Law

(d) আই এই এ ব্যবস্থা

  1. ওড়িশার একটি গুরুত্বপূর্ণ বন্দর হল

(a) বিশাখাপত্তনম

(b) তুতিকোরিন

(c) গোপালপুর

(d) পারাদ্বীপ

  1. ব-দ্বীপ অঞ্চল সাধারণত তৈরী হয়

(a) আগ্নেয় শিলায়

(b) আগ্নেয় ও রূপান্তরিত শিলায়

(c) পাললিক ও রূপান্তরিত শিলায়

(d) রূপান্তরিত শিলায়

  1. কোন্ গুপ্ত সম্রাট ‘সাকারি’ উপাধি গ্রহণ করেছিলেন?

(a) প্রথম চন্দ্রগুপ্ত

(b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(c) সমুদ্রগুপ্ত

(d) স্কন্দগুপ্ত

  1. দুটি সংখ্যার যোগফল সংখ্যাদুটির পার্থক্যের দ্বিগুণ। সংখ্যাগুলির অনুপাত কত?

(a) 2:4

(c) 3:1

(b) 4:2

(d) 1:3

  1. 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে। 7 জন মানুষ কতদিনে কাজটি করতে পারবে?

(a) 30

(b) 29

(c) 31

(d) 28

  1. একটি পরীক্ষায় রেণু 750 এর মধ্যে 480 নম্বর পেয়েছে। সে কত শতাংশ নম্বর পেয়েছে?

(a) 60%

(b) 62%

(c) 64%

(b) 66%

  1. মোমবাতির দহনে নিম্নলিখিত কোন পরিবর্তন সংঘটিত হয়?

(a) ভৌত পরিবর্তন

(b) রাসায়নিক পরিবর্তন

(c) ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন

(d)  উপরের কোনটিই নয়

  1. ভারতীয় চন্দ্র ‘চন্দ্রযান’ উৎক্ষেপন করা হয়েছিল কোথা থেকে?

(a) পোখরান

(b) শ্রীহরিকোটা

(c) গোপালপুর-অন-সী

(d) ত্রিবান্দ

  1. গোদাবরীর প্রধান উপনদী হল –

(a) ইন্দ্রাবতী

(b) বেদাবতী

(c) ভীমা

(d) সীনা

  1. নিম্নলিখিত কোন্ সংস্থা ‘গোর্খাল্যান্ড’র জন্য উত্তেজিত হয়ে পড়েছিল?

(a) GNLF

(b) GJM

(c) হরিয়ত

(d) CPI(ML)

  1. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

(a) সিরাজউদদ্দৌল্লা

(b) মীরকাশিম

(c) আলিবর্দি খাঁ

(d) মুর্শিদকুলি খাঁ

  1. একটি রেডিওর উৎপাদিত মূল্য পর্যায়ক্রমে 10% করে বৃদ্ধি পায় । তাহলে রেডিও সেটের মূল্য কত শতাংশ বৃদ্ধি পাবে?

(a) 20%

(b) 20.5%

(c) 21%

(d) 21.5%

  1. 2 কেজি আলু এবং 4 কেজি পেঁয়াজের দাম যথাক্রমে 6 টাকা এবং 15 টাকা। তাহলে আলু ও পেঁয়াজের বাজার দরের অনুপাত কত?

(a) 5:4

(b) 3:2

(c) 4:5

(d) 2:3

  1. যদি 5 টি কমলালেবুর ধার্য্যমূল্যে 4 টি কমলালেবু বিক্রয় করা হয়, তাহলে কত শতাংশ লাভ হবে?

(a) 15%

(b) 20%

(c) 25%

(d) 30%

  1. 961 সৈন্যদের বর্গাকারে সাজালে প্রতি লাইনে কতজন থাকবে?

(a) 29

(b) 30

(c) 31

(d) 32

  1. সুমেরু বিন্দুর মান কত?

(a) 90°

(b) 30°

(b) 60°

(c) 450

  1. গ্রীন বেঞ্চ’ বলতে বোঝায় –

(a) বিচারকদের বেঞ্চের রঙ

(b) দেশের বেঞ্চ

(c) মন্ত্রীদের বেঞ্চ

(d) বনাঞ্চল ছেদনে বাঁধাদানকারীদের বেঞ্চ

  1. পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত?

(a) পশ্চিমবঙ্গ

(b) উত্তরাঞ্চল

(c) কেরালা

(d) মধ্য প্রদেশ

  1. কাকে বাংলার বাঘ বলা হয়?

(a) আশুতোষ ব্যানার্জী

(b) বাঘা যতীন

(c) যতীন সেনগুপ্ত

(d) আশুতোষ গুপ্ত

  1. কোনো টাকার 5% কমালে হয় 133 টাকা। মূল টাকার পরিমাণ কত?

(a) 135

(b) 137

(c) 138

(d) 140

PSC Clerkship Question Paper 2009 (Descriptive Type)

PART – II

Group – A

English

Full Marks – 15

  1. Draft a report in English from the points given below (Not more than 25 words):

Date and Time: 13th January, 2009, early morning

Place: Amtala, 24 Pgs. South

Cause: Bus with pilgrims from Gangasagar and lorry rammed into each other

Casualty: 18 injured

Measure taken: Injured to Behala Hospital, Police action

  1. Translate into English from Bengali:

পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন – তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন – দরকাস্ত না মঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। মিমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল। এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপটপ করিয়া জল পড়িতে লাগিল।

 

Group – B

Bengali

Full Marks – 15

  1. Draft a report (Not more than 25 words):

সংবাদপত্রে প্রকাশের জন্য নীচের বিষয়ের উপর একটি প্রতিবেদন লিখুন –

সুন্দরবন অঞ্চলে বাঘের জঙ্গল ছেড়ে মাঝে মধ্যেই লোকালয়ে আগমন / প্রবেশ।

(বিঃ দ্রঃ নিজের নাম ঠিকানার পরিবর্তে প্রয়োজনে ক, খ, গ লিখুন)

  1. Translate into Bengali:

The crowning glory of the reign of Shahjajan is the Taj Mahal at Agra. It is looked upon as one of the seven wonders of the world. Everyone who has looked at it, whether in daytime or on a moonlit night when its beauty is enhanced, has marvelled at it. The Taj Mahal moves the heart, delights the eye, stirs up the imagination and fills the soul with peace.

 

WBPSC Clerkship 2009 Question Paper with Answer | WBPSC Clerkship Question Paper 2009 | WBPSC Clerkship Question Paper 2009 2nd Half | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship Exam Question and Answer | PSC Clerkship 2009 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2009 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2009 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ | পিএসসি ক্লার্কশিপ 2009 প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship Previous Year Question Paper Download Link

WBPSC Clerkship 2006 Question Paper Click Here
WBPSC Clerkship 2007 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2007 Question Paper (2nd Half) Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (2nd Half) Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (2nd Half) Click Here
Learn More About PSC Clerkship 2023 Recruitment Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *