WBPSC Clerkship Question Paper 2009 | পিএসসি ক্লার্কশিপ 2009 প্রশ্নপত্র উত্তর সহ

WBPSC Clerkship 2009 Question Paper with Answer | WBPSC Clerkship Question Paper 2009 | WBPSC Clerkship Question Paper 2009 1st Half | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship Exam Question and Answer | PSC Clerkship 2009 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2009 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2009 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ | পিএসসি ক্লার্কশিপ 2009 প্রশ্নপত্র উত্তর সহ

PSC Clerkship 2023 Recruitment সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:

Click Here

WBPSC Clerkship Question Paper 2009

2009

(1st Half)

[Time: 1 hour 30 mins    Marks: 100]

PART – I

  1. Complete the Idiom by choosing the right part from the alternatives given below:

_____ while the sun shines.

(a) Go away

(b) Collect all

(c) Make away

(d) Complete all

  1. Replace the underlined word with the most appropriate phrasal verb:

He could not check his temper.

(a) hold in

(b) hold on

(c) hold to

(d) hold with

  1. Choose the right alternative from the options given:

Truth is stranger than _____

(a) lie

(b) intelligence

(c) inspiration

(d) fiction

  1. Choose the right alternative to fill in the blank:

The relics of the Mughal empire are…….. in India.

(a) extant

(b) extent

(c) extend

(d) none of these

  1. Of the four, which sentence is correctly punctuated?

(a) We are giving a little party, on Monday next.

(b) We are giving a little party on Monday, next.

(c) We are giving, a little party on Monday next.

(d) We are giving, a little party, on, Monday next

  1. Find out the right word to complete the following sentence:

people generally want_____

(a) piece

(b) peace

(c) peas

(d) pices

  1. Complete the Idiom, choosing the right ending.

“Strike while the_____

(a) heater is there

(b) iron is hot

(c) everything is ready

(d) men are here

  1. Which ‘Wh’ form is applicable, to make the following assertive sentence, a proper interrogative sentence?

My father is a teacher.

(a) which

(b) why

(c) what

(d) where

  1. Fill up the blank by choosing correct preposition from below:

I am aware _____ his motive.

(a) to

(b) of

(c) from

(d) on

  1. Choose the word from the list which is nearest in meaning to the underlined part of the sentence:

They had suffered their share of misfortune.

(a) disappointment

(b) inconvenience

(c) prosperity

(d) adversity

আরও দেখুনঃ WBPSC Clerkship Practice Set

  1. Replace the underlined part of the sentence with the most appropriate phrase from the list: Give me this instead of that.

(a) in quest of

(c) in defiance of

(b) in lieu of

(d) in point of

  1. Find out the appropriate preposition to fill up the gap:

I cannot account……. his absence.

(a) for

(b) to

(c) into

(d) in

  1. Find out from the given words the opposite of

‘Vulgar’

(a) Noble

(b) Decent

(c) Light

(d) Feel

  1. Choose from the following words, the word nearest in meaning to the given word:

‘Warp’

(a) Costly

(b) pull

(c) Create

(d) Connect

  1. Choose, the word from the list which is opposite in meaning to the word given:

He was so excited that he could hardly speak. The oppposite of ‘excited’ is

(a) unhappy

(b) calm

(c) sorrowful

(d) none of these

  1. The word Dwell means:

(a) Stay

(b) Leave

(c) Help

(d) Go

  1. Choose from the following, the correct indirect. form of the sentence given:

They said, “We are happy”.

(a) They said I are happy.

(b) They said that they were happy.

(c) We said that we are happy.

(d) They said that they wants to be happy.

  1. Find out the appropriate word, that befits the underlined part of the sentence:

He set aside all objections and granted the prayer.

(a) hate

(b) dent

(c) disregarded

(d) accept

  1. Fill in the bland with appropriate preposition from the list:

Great books deal _____ persistently unsolved problems of life.

(a) with

(b) in

(c) about

(d) on

  1. Choose the right word from the list to complete the sentence and give it an idiomatic turn: To be very pale in appearance is as pale as a ____

(a) snow

(b) marble

(c) hare

(d) ghost.

  1. Replace the underlined word with the most appropriate phrasal verb:

I entered the train.

(a) got at

(b) got down

(c) got in

(d) got into

  1. Choose the word from the list which is nearest in meaning to the underlined part of the sentence: His brother is just the opposite.

(a) different

(b) apposite

(c) reverse

(d) none of these

  1. Choose the right alternative from the options given:

Written notes used by a lawyer appearing in a court is

(a) eulogy

(b) brief

(c) blue book

(d) communique

  1. Fill in the blank with appropriate preposition from the list:

He persisted ______ hoping against hope.

(a) in

(b) on

(c) with

(d) for

  1. Complete the sentence by choosing the right part:

Nobody has been arrested______

(a) till tomorrow

(b) as yet

(c) in front

(d) at the backside

  1. Find from below, the word that means:

A person who mends shoes.

(a) Cobbler

(b) Shopper

(c) Repairer

(d) Grocer

  1. Find out from the following words, the word opposite in meaning to: “Reach”.

(a) Come

(b) Go

(c) Depart

(d) Ready

  1. Choose the correct form of the verb from the options given:

If Ram …….. helped him, he would have passed.

(a) had

(b) will have

(c) has

(d) would have

  1. Replace the underlined word with the most appropriate phrasal verb:

The soldiers attacked the enemy.

(a) fell into

(b) fell behind

(c) fell back

(d) fell on

  1. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। এ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1; পিতার বর্তমান বয়স কত?

(a) 18 বছর

(b) 50 বছর

(c) 52 বছর

(d) 54 বছর

  1. যদি A:B = 3:4 এবং B:C = 6:5 হয়, তাহলে A:C = ?

(a) 10:9

(b) 9:10

(c) 8:9

(d) 9:8

  1. গত বছর রজনীর উচ্চতা ছিল 144 cm এই বছর তার উচ্চতা হয় 148.5 cm তার উচ্চতা শতকরা কত পরিবর্তিত হয়েছে?

(a) 3%

(b) 3 পূর্ণ 1/2%

(c) 3 পূর্ণ 1/5%

(d) 3 পূর্ণ 1/8%

  1. একটি বইয়ের বাজার দর 165 টাকা এবং এটি বিক্রি হয় 132 টাকায়। তাহলে, বইটিতে কত শতাংশ ছাড়ের অনুমতি আছে?

(a) 16%

(b) 18%

(c) 20%

(d) 22%

  1. 72.5 থেকে কত কমালে 18.76 পাওয়া যাবে?

(a) 90.5

(b) 90.76

(c) 53.01

(d) 74.12

  1. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হয়?

(a) ক্যাটিয়ন

(c) আয়ন

(b) অ্যানিয়ন

(d) নিউট্রাল অ্যাটম

  1. বামফ্রন্ট UPA কে ছেড়ে যাবার পর কোন পার্টি এদের সমর্থন করে?

(a) BSP

(b) ADMK

(c) SP

(d) BJP

  1. নিম্নলিখিত কোন্ বিভাগে ভারত বেজিং অলিম্পিকে সোনার মেডেল জিতেছিল?

(a) তীরন্দাজ

(b) সাঁতার

(c) ভারত্তোলন

(d) শুটিং

  1. নিম্নলিখিত চারটির মধ্যে কোথায় ডায়ালগ পাওয়া যায়?

(a) আলমারি

(b) বই

(c) বোর্ড

(d) চেয়ার

  1. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?

(a) হরপ্পা সভ্যতা

(b) বৈদিক সভ্যতা

(c) সিন্ধু উপত্যকার সভ্যতা

(d) মেহেরগড় সভ্যতা

  1. আনন্দমঠ’ কে লিখেছিলেন?

(a) রবীন্দ্রনাথ

(b) শরচ্চন্দ্র

(c) বঙ্কিমচন্দ্র

(d) বিবেকানন্দ

  1. নাগার্জুন সাগর প্রোজেক্ট কোন্ নদীর উপর অবস্থিত?

(a) কাবেরী

(b) কৃয়া

(c) গোদাবরী

(d) তুঙ্গা

  1. সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে?

(a) শিবরাজ পাটেল

(b) মায়াবতী

(c) বিলাসরাও দেশমুখ

(d) অমর সিং

  1. 1 ন্যানোমিটার = ?

(a) 10 মিটার

(b) 10° মিটার

(c) 10 মিটার

(d) 10 -12 মিটার.

  1. A set of an electrovalent and a covalent compound is

(a) NaCl, MgO

(b) CaO, H2O

(c) O2, CH4

(d) Cl2, H2O

  1. 1 ঘন্টার 1 মিনিট 48 সেকেন্ড = %

(a) 2%

(b) 3%

(c) 4%

(d) 5%

  1. 1/4 এবং 1/36 এর মধ্য সমানুপাতি কত?

(a) 1/6

(b) 1/8

(c) 1/10

(d) 1/12

  1. প্রতি কেজি আমের দাম 20 টাকা থেকে বেড়ে 23 টাকা হয়েছে। দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে?

(a) 10%

(b) 12%

(c) 15%

(d) 18%

  1. দুজন শ্রমিকের প্রতিদিনের আয়ের অনুপাত 4:3। যদি একজন শ্রমিক অন্যজনের থেকে 9 টাকা বেশী পায়, তাহলে প্রথম শ্রমিকের প্রতিদিনের আয় কত?

(a) Rs. 24

(b) Rs. 28

(c) Rs. 32

(d) Rs. 36

  1. বার্ষিক পরীক্ষায় মহুয়া অঙ্কে সুতপার থেকে 10% কম নম্বর পেয়েছিল। মহুয়া পেয়েছিল 81 নম্বর। তাহলে সুতপা কত নম্বর পেয়েছিল?

(a) 85

(b) 87

(c) 88

(d) 90

  1. আদিনা মসজিদ’ কোথায় অবস্থিত?

(a) অজন্তা

(b) পড়ুয়া

(c) সাঁচী

(d) পুরুষপুর

  1. পেরেনিয়াল খাল সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়?

(a) দক্ষিণ ভারত

(b) পূর্ব ভারত

(c) পশ্চিম ভারত

(d) উত্তর ভারত

  1. ভারতের জনসংখ্যা হল –

(a) 1 বিলিয়ন

(b) 1 বিলিয়নের থেকে একটু কম

(c) 1.10 বিলিয়নের থেকে বেশী

(d) 1.50 বিলিয়নের থেকে বেশী

  1. যদি দুজন মহাকাশচারী চাঁদে একে অপরের সাথে সাধারণ আওয়াজে কথা বলে, তাহলে তারা একে অপরকে শুনতে পাবে –

(a) সাধারণ আওয়াজে

(b) উচ্চ আওয়াজে

(c) ধীর আওয়াজে

(d) শুনতে অক্ষম হবে

  1. 1083 সংখ্যার সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

(a) 2

(b) 3

(c) 4

(d) 5

  1. 15, 18, X, 14, 21, 26, 8, 16 – X –এর মান কত?

(a) 9

(b) 10

(c) 11

(d) 12

  1. A ও B একটি কাজ একসঙ্গে 12 দিনে সম্পূর্ণ করে, B একা কাজটি করলে 30 দিনে কাজটি সম্পূর্ণ হয়। A একা কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে?

(a) 15 দিনে

(b) 18 দিনে

(c) 20 দিনে

(d) 25 দিনে

  1. এক ব্যক্তি একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে?

(a) 210

(b) 215

(c) 220

(d) 225

  1. কোন্ বছর ‘বিধবা বিবাহ আইন’ পাশ হয়?

(a) 1854

(b) 1856

(c) 1858

(d) 1860

  1. ভারতের সবচেয়ে বড় নদী প্রোজেক্ট অবস্থিত?

(a) মধ্য প্রদেশ

(b) হরিয়ানা

(c) পাঞ্জাব

(d) অরুণাচল প্রদেশ

  1. নীচের কোনটির পরিমাপ মাপার একক কিলোওয়াট-আওয়ার?

(a) ইলেকট্রিকাল এনার্জি

(b) ইলেকট্রিকাল পাওয়ার

(c) ইলেকট্রিকাল কারেন্ট

(d) ইলেকট্রিকাল পোটেনসিয়াল ডিফারেন্স

  1. দুটি সংখ্যার গুণফল 15552 এবং তাদের গ.সা.গু 36। তাদের ল.সা.গু কত?

(a) 428

(b) 429

(c) 432

(d) 434

  1. একটি শিবিরে 30 জন শিশুর 18 দিনের খাদ্য মজুত ছিল। শিবিরে আরও 6 জন শিশু যোগদান করল। সেই খাবার কতদিন চলবে?

(a) 14 দিন

(b) 15 দিন

(c) 16 দিন

(d) 17 দিন

  1. একটি 360 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোলকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত?

(a) 65 কিমি / ঘন্টা

(b) 68 কিমি/ঘন্টা

(c) 70 কিমি/ঘন্টা

(d) 72 কিমি/ঘন্টা

  1. যদি একটি কাপড়ের বিক্রিত মূল্য ৪০ টাকা হয়, কাপড়টিতে 25% লাভ করা হয়। কাপড়টির দাম কত?

(a) 60 টাকা

(b) 62 টাকা

(c) 64 টাকা

(d) 66 টাকা

  1. রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন?

(a) রাষ্ট্রপতি

(b) উপ রাষ্ট্রপতি

(c) প্রধানমন্ত্রী

(d) স্পিকার

  1. চক দে ইন্ডিয়া’ সিনেমার শাহরুখ খানের চরিত্রের নাম কী ছিল?

(a) শাহরুখ খান

(b) কবীর খান

(c) আরবাজ খান

(d) আৰু

  1. মোহন একটি রেডিও 675 টাকায় কিনল এবং 12% লাভে সেটি বিক্রি করল। রেডিওটির বিক্রিত মূল্য কত ছিল?

(a) 750 টাকা

(b) 754 টাকা

(c) 756 টাকা

(d) 758 টাকা

  1. চায়ের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। যদি বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হয়, তবে মূল্য বৃদ্ধির আগে 1 কেজি চায়ের দাম কত?

(a) 50 টাকা

(b) 55 টাকা

(c) 60 টাকা

(d) 65 টাকা

  1. ভারতের সবচেয়ে বড় শীতল জলের ঝর্ণা কোথায় আছে?

(a) ওয়াঙ

(b) সহগ্র ধারা

(c) অনন্তনাগ

(d) টাটা পানি

  1. পেট্রোলিয়াম কার তরল রূপ?

(a) আগ্নেয় শিলা

(b) রূপান্তরিত শিলা

(c) পাললিক শিলা

(d) কেলাসিকরণ

WBPSC Clerkship Question Paper 2009 (Descriptive Type)

PART – II

Group-A

English

Full Marks – 15

  1. Draft a report in English from the points given below (Not more than 25 words):

Incident: Robbery

Date and Time: January 13, 2009, 10 P.M.

Place: Business House, Fairlie Place

Miscreants: Three Persons

Activity: Entered the office-took 30 lakhs at gunpoint

Police action: Investigation-none arrested

  1. Translate into English from Bengali:

বর্ষা নেমেছে। গরম আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। পাহাড়ে ঝরনার জল বেড়ে উঠল। নদীতে বন্যা দেখা দিয়েছে। সর্ষে খেত ডুবিয়ে দিয়েছে। বেড়া ভেঙে গিয়েছে। বেচারা গোরুগুলির বড়ো দুর্গতি। এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে।

Group-B

Bengali

Full Marks-15

  1. Draft a report (Not more than 25 words):

সংবাদপত্রে প্রকাশের জন্য নীচের বিষয়ের উপর একটি প্রতিবেদন লিখুন – আপনার এলাকায় আয়োজিত পুষ্প প্রদর্শিনী।

(বিঃ দ্রঃ নিজের নাম ঠিকানার পরিবর্তে প্রয়োজনে ক, খ, গ লিখুন)

  1. Translate into Bengali:

My only thought was how I would improve my mother-tongue. A man may have many dreams, but I had that only dream. My strong conviction was that the richer a nation’s mother-tongue is, the more prosperous and undying the nation is. I used to think, “If I can anyway make my motherlike mother-tongue rich and prosperous the mission of my life will be fulfilled.”

 

WBPSC Clerkship 2009 Question Paper with Answer | WBPSC Clerkship Question Paper 2009 | WBPSC Clerkship Question Paper 2009 1st Half | WBPSC Clerkship Previous Year Question Paper | PSC Clerkship Exam Question and Answer | PSC Clerkship 2009 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2009 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2009 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ | পিএসসি ক্লার্কশিপ 2009 প্রশ্নপত্র উত্তর সহ

 

WBPSC Clerkship Previous Year Question Paper Download Link

WBPSC Clerkship 2006 Question Paper Click Here
WBPSC Clerkship 2007 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2007 Question Paper (2nd Half) Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2009 Question Paper (2nd Half) Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (1st Half) Click Here
WBPSC Clerkship 2019 Question Paper (2nd Half) Click Here
Learn More About PSC Clerkship 2023 Recruitment Click Here