WBPSC Food SI Practice Set 15 (Complete) | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (PDF সহ)

WBPSC Food SI Practice Set 15 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 15 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।

WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 15

 

  1. সাইটোকাইনিন-এর রাসায়নিক নাম কী?

ANS:- 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন।

  1. উদ্ভিদের ‘স্ট্রেস সহাকারী’ হরমোনের নাম কী?

ANS:- অ্যাবসাইসিক অ্যাসিড।

  1. হরমোনের ক্রিয়া ধ্বংসকারী রাসায়নিক পদার্থের নাম কী?

ANS:- পটাশিয়াম সায়ানাইড।

  1. নিউরোনের প্রধান অংশগুলি কী কী?

ANS:- কোশদেহ, অ্যাক্সন এবং ডেন্ড্রাইট ।

  1. একটি একক পত্রের নাম হল-

ANS:- আম।

  1. ‘সিস্টোলিথ’ দেখা যায় কীসে?

ANS:- বট পাতায়।

  1. কাকে ‘আত্মঘাতী থলি’ বলা হয়?

ANS:- লাইসোজোমকে।

  1. ‘ক্ষরিত পদার্থের ভান্ডার’ বলা হয়?

ANS:- গলগি বডিকে।

  1. কাকে ‘কোষের মস্তিষ্ক’ বলা হয়?

ANS:- নিউক্লিয়াসকে।

  1. কে কোষ বিভাজনে সাহায্য করে?

ANS:- সেন্ট্রোজোম।

  1. একটি বৃহত্তম প্রাণী কোযের নাম হল-

ANS:- উট পাখির ডিম।

  1. কোন খাদ্যপ্রাণ যকৃতে সংরক্ষিত থাকে?

ANS:- ভিটামিন-A.

  1. খাদ্যশক্তি পরিমাপ করা হয় কোন এককে?

ANS:- প্রতি কিলো- ক্যালোরি।

  1. মানুষের শরীরে রক্ত চলাচল করে, তা কে আবিষ্কার করেন?

ANS:- উইলিয়াম হার্ভে।

  1. ‘ফ্যাট’ পরিপাককারী উৎসেচক কোনটি?

ANS:- লাইপেজ।

  1. ‘শর্করা’ পরিপাককারী উৎসেচক কোনটি?

ANS:- মলটেজ।

  1. ‘প্রোটিন’ পরিপাককারী উৎসেচক কোনটি?

ANS:- ট্রিপসিন।

  1. ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?

ANS:- অ্যালবুমিন।

  1. একটি বহুবীজপত্রী উদ্ভিদের নাম লেখ?

ANS:- সাইকাস।

  1. মাদাম কুরী রেডিয়াম আবিষ্কার করেছিলেন কোন খনিজ দ্বারা?

ANS:- পীচব্লেন্ড। [এটি প্রধানত ইউরেনিয়াম পদার্থ থেকে অক্সাইডের একটি খনিজ পদার্থ]

  1. তারামাছের গমন পদ্ধতির নাম কী?

ANS:- লুপিং।

  1. শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে?

ANS:- সুন্দরী গাছে।

  1. থাম্বপ্যাড কাদের থাকে?

ANS:- ব্যাঙের।

  1. আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী?

ANS:- আর্থোপোড়া।

  1. একটি অসমাঙ্গ ফুলের নাম?

ANS:- মটর।

  1. একটি সমাঙ্গ ফুলের নাম লেখ?

ANS:- জবা।

  1. মানুষের DNA-তে কতগুলি জিন থাকে?

ANS:- 30 হাজার।

  1. একমাত্র পতঙ্গ যার দেহে রয়েছে ‘ফরমিক অ্যাসিড’, পতঙ্গ টি কী?

ANS:- লাল পিঁপড়ে।

  1. প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয় কবে?

ANS:- ফরিদপুরে।

  1. জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কবে?

ANS:- ১৯৪৬ সালের ২৪ মার্চ।

  1. পাকিস্তান ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে?

ANS:- মহম্মদ আলি জিন্না।

  1. ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সভাপতি ছিলেন কে?

ANS:- এস কে ধর।

  1. তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি যে অভিযানে এভারেস্ট শীর্ষে উঠেছিলেন, সেই অভিযানের দলনেতা কে ছিলেন?

ANS:- কর্ণেল হেনরি সেসিল জন হান্ট।

  1. প্রতিবছর কোন দিনটিতে নোবেল পুরস্কার বিতরণ করা হয়?

ANS:- 10 ডিসেম্বর।

  1. কার নামে ‘মাউন্ট এভারেস্ট’ নাম দেওয়া হয়েছিল?

ANS:- জর্জ এভারেস্ট।

WBPSC Food SI GK Practice Set

  1. সাধারণ মাকড়সার কতগুলো চোখ থাকে ?

ANS:- ৪ টি।

  1. ‘হাইড পার্ক’ কোন শহরে অবস্থিত?

ANS:- লন্ডনে।

  1. প্রথম ‘হট লাইন’ কোন দুটি শহরের মধ্যে স্থাপিত হয়?

ANS:- ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে মস্কোর ক্রেমলিন 1953 সালে।

  1. ইন্দোনেশিয়ার মুদ্রাকে কী বলে?

ANS:- রুপিয়া।

  1. ইজরায়েলের সরকারি ভাষা কী?

ANS:- হিব্রু।

  1. হল্যান্ডের জাতীয় ফুল কী?

ANS:- টিউলিপ।

  1. তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে?

ANS:- 4 টি।

  1. ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম করেসপন্ডেন্স কোর্স চালু হয়?

ANS:- দিল্লি।

  1. কে একমাত্র ব্যক্তি, যিনি দু’বার নোবেল পুরস্কার লাভ করেছিলেন – একটি রসায়ন আর একটি বিশ্ব শান্তির ক্ষেত্রে?

ANS:- ডঃ লিনাস পাউলিং।

  1. কোন শহরে রাষ্ট্রপুঞ্জের বিশ্ববিদ্যালয় রয়েছে?

ANS:- টোকিওতে।

  1. ভ্যাটিকান সিটির সেনাবাহিনীর নাম কী?

ANS:- দি সুইস গার্ড (The Swiss Guard)|

  1. কোন শহরে ‘ইন্ডিয়া হাউস’ অবস্থিত?

ANS:- লন্ডনে।

  1. হাওয়াই দ্বীপের প্রচলিত মুদ্রা কী?

ANS:- ইউনাইটেড স্টেটস ডলার বা US. Dollar. Pariz

  1. কোন বিখ্যাত চিত্রশিল্পী তাঁর নিজের কান কেটে ফেলেছিলেন?

ANS:- ভ্যান গগ।

  1. ‘ন্যটিক্যাল মাইল’ মানে কী?

ANS:- 1.85 কিলোমিটার বা 1,853 মিটার বা 6,040 ফুট।

  1. আব্রাহাম লিঙ্কন যে নাটকটি দেখার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই নাটকটির নাম কী?

ANS:-আওয়ার আমেরিকান কাজেন’ রচয়িতা – টম টাইলার।

  1. ভারতের কোন মন্দির সবচেয়ে ধনী মন্দির হিসেবে খ্যাত?

ANS:- তিরুপতি মন্দির।

  1. অ্যাডলফ হিটলার জার্মানির আগে কোন দেশের নাগরিক ছিলেন?

ANS:- অস্ট্রিয়ার।[1932 সালে তিনি জার্মানির নাগরিক হন]

  1. বিশ্বের সবচেয়ে বেশি কাঠ উৎপাদনকারী দেশকোনটি?

ANS:- রাশিয়া।

  1. বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ নভোচরের নাম কী?

ANS:- জি. এস.

Food SI Questions and Answers

  1. বিশ্বখ্যাত টাইটানিক জাহাজটি কত সালে জলে ডুবেছিল ব্লফোর্ড বা গুনিয়ন স্টুয়ার্ড ব্লুফোর্ড।

ANS:- 1912 সালে।

  1. পণ্ডিত জওহরলাল নেহেরুর দুই বোনের একজনের নাম।

ANS:- শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত, অন্য জনের নাম কী – শ্রীমতী কৃষ্ণা হাতি সিং।

  1. পণ্ডিত জওহরলাল নেহেরু ‘নেহেরু’ উপাধিটি তাঁর পূর্বপুরুষ পেয়েছিলেন, তার আগে তাঁর প্রকৃত পদবী কী ছিল?

ANS:- কাউল।

  1. দ্বিতীয় অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1956 সালে।

  1. দ্বিতীয় অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?

ANS:- খাস্তানম।

  1. তৃতীয় অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?

ANS:- অনিল কুমার চন্দ।

  1. চতুর্থ অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1964 সালে।

  1. চতুর্থ অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?

ANS:- বিচারপতি ডঃ রাজমন্নার।

  1. পঞ্চম অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1968 সাল।

  1. পঞ্চম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?

ANS:- মহাবীর ত্যাগী।

  1. ষষ্ঠ অর্থ কমিশনের সভাপতি কে?

ANS:- ব্রহ্মানন্দ রেড্ডি

  1. ষষ্ঠ অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1973 সাল।

  1. সপ্তম অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1977 সাল।

  1. সপ্তম অর্থ কমিশনের সভাপতি কে?

ANS:- বিচারপতি শেলাত।

  1. অষ্টম অর্থ কমিশন কবে গঠিত হয়?

ANS:- 1982 সাল।

  1. অষ্টম অর্থ কমিশনের সভাপতি কে?

ANS:- যশোবন্তরাও বলবত্তরাও

  1. জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়?

ANS:- 1986 সালে।

  1. জাতীয় সংহতি পরিষদ কবে গঠিত হয়?

ANS:- 1952 সালে।

  1. রাষ্ট্রের মর্মবস্তু হল শ্রেণী একনায়কত্ব কাদের মত?

ANS:- মার্কসবাদীদের মত।

  1. ‘Law of the Constitution’ গ্রন্থটি কার লেখা?

ANS:- এ.ভি. ডাইসির।

  1. ‘Vederal Government’ গ্রন্থটি কার লেখা?

ANS:- কে. সি. হোয়ার।

  1. কেন্দ্রীয় সরকারের হাতে অর্পিত একটি বিষয় হল-

ANS:- বৈদেশিক নীতি।

  1. বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?

ANS:- হংকং।

  1. সুইজারল্যান্ডের প্রধান ভাষা কী?

ANS:- তিনটি [ফরাসি, জার্মানি ও ইতালি]

  1. বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি, লেখক কে?

ANS:- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

Food SI Exam 2023 Questions and Answers

  1. নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদের কী বলা হয়?

ANS:- মাওরি।

  1. আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কোনটি?

ANS:- 4 জুলাই।

  1. আমেরিকার ‘হোয়াইট হাউজ’ -এ প্রথম কোন রাষ্ট্রপতি বাস করেছিলেন?

ANS:- জন অ্যাডামস।

  1. বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি?

ANS:- আমেরিকা যুক্তরাষ্ট্র।

  1. আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর স্থায়ী?

ANS:- চার বছর।

  1. বিশ্বখ্যাত ময়ূর সিংহাসন বর্তমানে কোন দেশে রয়েছে?

ANS:- ইরানে।

  1. বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি?

ANS:- আমস্টারডাম (নেদারল্যান্ড), 1602 সালে প্রতিষ্ঠিত হয়।

  1. বর্তমানে অস্তিত্ব আছে বিশ্বের এমন প্রাচীনতম শহর কোনটি?

ANS:- দামাস্কাস (সিরিয়া), খ্রিঃ পূঃ 2500 বছরের প্রাচীন শহর।

  1. ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কী?

ANS:- SDECE (Service de Documentation Exterieure et de Espionage).

  1. ইস্তানবুল-এর পুরানো নাম কী ছিল?

ANS:- কনস্ট্যান্টিনোপল।

  1. ভারতের কোন রাষ্ট্রপতি ‘জাতীয় অধ্যাপক’ হিসাবে সম্মানিত হয়েছিলেন?

ANS:- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

  1. বিখ্যাত অভিনেতা রিচার্ড বার্টনের আসল নাম কী?

ANS:- রিচার্ড জারকিন্স।

  1. ‘হ্যাং পার্লামেন্ট’ মানে কী?

ANS:- কোনও দলেরই সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই।

  1. একটি রাজনৈতিক দলকে জাতীয় দলের স্বীকৃতি পেতে হলে কম করে কটি রাজ্যের বৈধ ভোটের অন্তত কত শতাংশ পেতে হবে?

ANS:- 4 টি রাজ্যে এবং সেই সঙ্গে 4টি লোকসভার সিট জিততে হবে। তিনটি ভিন্ন রাজ্যে লোকসভায় 2% সিট পেতে হবে বা লোকসভা বা বিধানসভায় 6% সিট পেতে হবে।

  1. বর্তমানে যাকে বঙ্গোপসাগর বলা হয়, আগে তার নাম কী ছিল?

ANS:- পূর্ব সাগর।

  1. জাম্বিয়ার পুরানো নাম কী ছিল?

ANS:- উত্তর রোডেশিয়া।

  1. ইন্দোনেশিয়ার পুরানো নাম কী ছিল?

ANS:- ডাচ ইস্ট ইন্ডিজ।

  1. যে পিতা ও পুত্র মিলিতভাবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার’ পান?

ANS:- উইলিয়াম ব্রাগ (বাবা) এবং লরেন্স ব্রাগ (ছেলে)।

  1. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরে তৈরি করেছিলেন?

ANS:- ময়সাঁ (Moissan)।

  1. জীবাশ্মের বয়স নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ANS:- রেডিও কার্বন ডেটিং।

WBPSC Food SI Practice Set 15 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 15 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ

WBPSC Food SI Practice Set 15 Download Link:-

WBPSC Food SI Practice Set 15 Download Link Click Here
WBPSC Food SI Full Practice Set Click Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023 Click Here