নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 4
- কোন প্রানী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিক?
ANS:- মেছো বিড়াল (Fishing Cat)
- বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়?
ANS:- 20শে নভেম্বর
- ফরওয়ার্ড ব্লক দলের প্রথম সহ-সভাপতি কে ছিলেন?
ANS:- সর্দার শাদুল সিং কভিশের
- কোন সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারত ত্যাগ করে ছিল?
ANS:- 1940 সালে
- হুইটলি কমিশন কবে গঠিত হয়?
ANS:- 1929 সালে
- ‘ভারত শ্রমজীবী পত্রিকা’কে প্রকাশ করেন?
ANS:- শশীপদ বন্দ্যোপাধ্যায়
- কোন ব্যক্তির সমাধিক্ষেত্র ‘অভয় ঘাট’ নামে পরিচিত?
ANS:- মোরারজি দেশাই
- ‘তালিকোটার যুদ্ধ’ কত খ্রিস্টাব্দে ঘটেছিল?
ANS:- 1565 সালে
- National Dairy Research Centre’ কোথায় অবস্থিত?
ANS:- হরিণঘাটা
- ‘অপারেশন ব্লুস্টারের’ সময় কে ভারতীয় সেনার নেতৃত্ব দিয়েছিলেন?
ANS:- কুলদ্বীপ সিং ব্রার
- কম্পিউটার প্রোগ্রামের ‘C Language’ এর জনক কে?
ANS:- ডেনিস রিচি
- কোন দেশের মুদ্রা ‘রুবেল’ নামে পরিচিত?
ANS:- রাশিয়া
- মুসলিম লিগের কোন অধিবেশনে মহম্মদ আলি জিন্না তার চোদ্দো দফা দাবি পেশ করেন?
ANS:-দিল্লি
- মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয়?
ANS:- 31শে ডিসেম্বর 1906 সালে
- কত জন অনুগামীকে সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধী ডান্ডির উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছিলেন?
ANS:-78 জন
- গদর দলের প্রথম সভাপতি কে ছিলেন?
ANS:- সোহন সিং ভাকনা
- ‘I will unsettle the settled fact’- এই উক্তিটি কার?
ANS:- মহম্মদ বরকতুল্লা
- ‘ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
ANS:- বিষ্ণুচরণ বিশ্বাস
- ‘বাংলার ওয়াট টাইটেলার’ নামে কে/কারা পরিচিত?
ANS:-বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস
- ‘মীরাত-উল-আকবর’ পত্রিকাটি কে প্রকাশ করেন?
ANS:-রাজা রামমোহন রায়
- কোন শস্য মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে?
ANS:-মটরশুঁটি
- মাকড়সার রেচন অঙ্গ কোনটি?
ANS:- কক্সাল গ্রন্থি
- O ব্লাড গ্রুপের রক্তের অ্যান্টিজেন কী?
ANS:- নেই
- মানবদেহের মূত্রের PH এর মান কত?
ANS:- 6
- ‘হৃদপিণ্ড প্রতিস্থাপনের’ জনক কাকে বলা হয়?
ANS:- ক্রিস্টিয়ান বার্নার্ড
- ‘রোলিং প্ল্যান’ কথাটি কে প্রথমবার উচ্চারণ করেন?
ANS:- র্যাগনের ফ্রিস
- কোনটির অভাবে গয়টার রোগ হতে দেখা যায়?
ANS:- আয়োডিন
- উদ্ভিদের থেকে ছত্রাকের কোশ প্রাচীরের পার্থক্য কী?
ANS:- পেপটাইডোগ্লাইকন নির্মিত
- মানুষের দেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কত?
ANS:- 12 জোড়া
- মানুষের দেহের সর্ববৃহৎ লালাগ্রন্থি কোনটি?
ANS:- প্যারোটিড গ্রন্থি
- দশরাজার যুদ্ধের বর্ণনা কোন গ্রন্থ থেকে জানা যায়?
ANS:- ঋকবেদ
- ত্রিপিটক গ্রন্থটি কোন বৌদ্ধ সম্মেলনে সমাপ্ত হয়েছিল?
ANS:- তৃতীয় বৌদ্ধ সম্মেলন
- জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন?
ANS:- মহাবীর
- আলেকজান্ডার কোন সম্রাটের শাসনকালে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?
ANS:- ধননন্দ
- কোন আন্দোলনকে গান্ধিজির ‘জনমুখী’আন্দোলন হিসাবে চিহ্নিত করা হয়?
ANS:- অসহযোগ আন্দোলন
- সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিলেন?
ANS:- 1928 সালে
- সংসদের অর্থবিলের সংজ্ঞা কত নম্বর ধারায় বলা আছে?
ANS:- 110 নং ধারা
- প্রেসিডেন্টের নির্বাচন পদ্ধতিটি কত নম্বর ধারায় বলা আছে?
ANS:- 54 নং ধারা
- ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বাদ দেওয়া হয়েছে?
ANS:- 17 নং ধারা
- রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করতে পারেন?
ANS:- পার্লামেন্ট
- ‘সেকুলার’ শব্দটি ভারতীয় সংবিধানের কত নম্বর সংশোধনীতে বলা আছে?
ANS:- 42তম সংশোধনী
- ‘পঞ্চায়েত’ কত নম্বর সংশোধনীতে পাশ হয়েছে?
ANS:- 73 নম্বর সংশোধনী
- 2019 সালের সরস আজীবিকা মেলা কোথায় আয়োজিত হল?
ANS:- নতুন দিল্লিতে
- বিখ্যাত ‘হর্নবিল উৎসব’ কোন রাজ্যে উদ্যাপিত হয়?
ANS:- নাগাল্যান্ড
- 2019 সালের ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিংয়ে ভারত কততম স্থানে রয়েছে?
ANS:- 44তম
- কোন খেলাটি সিন্থেটিক হার্ড কোর্টে আয়োজিত হয়?
ANS:- ফরাসি ওপেন
- কোন নদীটির সঙ্গে কয়না নদী জড়িত?
ANS:- কৃষ্ণা নদী
- জম্মু ও কাশ্মীরের কোন জায়গাটি স্যাফ্রন চাষের জন্য বিখ্যাত?
ANS:- কাশ্মীর
- কোন তারিখে ‘ওয়ার্ল্ড স্পেস উইক’ উদযাপিত হল?
ANS:- 4-10 অক্টোবর
- ‘মাই কান্ট্রি, মাই লাভ’ বইটি কার লেখা?
ANS:- লালকৃষ্ণ আডবানি
- 2019 সালের 28 নভেম্বর ভারত সরকার 451 মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়ার জন্য কোন ব্যাঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল?
ANS:- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
- ভোরঘাট গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত?
ANS:- মুম্বাই থেকে পুনে
- ‘ ভারতবর্ষের শীতলতম স্থান কোনটি?
ANS:- সিয়াচেন
- কোন ব্যক্তির উপাধি ছিল দুরানি?
ANS:- আহমেদ শাহ আবদালি
- সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত?
ANS:- থাইল্যান্ড
- কোন ব্যক্তি লোকপ্রিয় নামে পরিচিত?
ANS:- গোপীনাথ বরদলৈ
- শাহবাগ স্কোয়ার কোন শহরে অবস্থিত?
ANS:- ঢাকা
- সম্প্রতি কোন মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে ‘সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন’ রাখা হল?
ANS:- প্রগতি ময়দান মেট্রো স্টেশন
- আজাদ হিন্দ ফৌজ মণিপুরের কোন শহরে ভারতীয় জাতীয় পতকা উত্তোলন করেছিল?
ANS:- ময়রাং
- লোসং উৎসবটি কোন রাজ্যে পালিত হয়?
ANS:- সিকিম
- ব্রতচারী আন্দোলন কবে শুরু হয়?
ANS:- 1932 সালে
- ভারতবর্ষের প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়?
ANS:- শ্রীরামপুর
- Governance for Growth in India’ বইটির লেখক কে?
ANS:- এ. পি. জে. আবদুল কালাম
- 2021 সালের 14তম গ্লোবাল হেলথকেয়ার সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
ANS:- বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ
- আগ্রা শহর কে স্থাপন করেন?
ANS:- সিকান্দর লোদী
- মাচু পিচু স্থাপত্যটি কোন দেশে অবস্থিত?
ANS:- পেরু
- চান্দোয়ার যুদ্ধ কবে ঘটে?
ANS:- 1194 খ্রিস্টাব্দে
- কোন দুটি ধাতুর মিশ্রণে সোলডার প্রস্তুত হয়?
ANS:- সীসা ও টিন
- কোনটি ভেক্টর রাশি?
ANS:- তড়িৎপ্রবাহ
- সম্প্রতি খবরে আসা CAD শব্দটির ‘D’ বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝায়?
ANS:- D-Deficit
- পশ্চিমবঙ্গের কোন শহরটি ‘অর্কিডের শহর’নামে পরিচিত?
ANS:- কালিম্পং
- কোন জাতীয় অরণ্যটি তামিলনাড়ুতে অবস্থিত?
ANS:- মুকুরথি ন্যাশনাল পার্ক
- লাইমাটোল রেঞ্জ পর্বত কোন রাজ্যে অবস্থিত?
ANS:- মণিপুর
- আরাবল্লি ও বিন্ধ্য পর্বত কীসের দ্বারা বিচ্ছিন্ন?
ANS:- গ্রেট বাউন্ড্রি ফল্ট
- কোন পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট শৃঙ্গ জয় করেন?
ANS:- রেনহোল্ড মেসনার ও পিটার হেবলার
- কে 2019 সালের গ্লোবাল বিহার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন?
ANS:- পীযূষ জয়সওয়াল
- কোন দেশ ‘গর্জনকারী ড্রাগনের দেশ’নামে পরিচিত?
ANS:- ভুটান
- চিংড়ি গবেষণা কেন্দ্র কোন শহরে অবস্থিত?
ANS:- নেলোর
- সিরহিন্দ খাল কোন রাজ্যে অবস্থিত ?
ANS:- পাঞ্জাব
- বালিমেলা বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত?
ANS:- ইন্দ্রাবতী
- কোন জলপ্রপাতে ‘মার্বেল রক’দেখতে পাওয়া যায়?
ANS:- ধুয়াধার
- সম্প্রতি বিশ্বের 6টি প্রধান পর্বতশৃঙ্গ বিজয়ী প্রথম ভারতীয় কনিষ্ঠ তফশিলি মহিলার নাম কী?
ANS:- মালাবাত পূর্ণা
- নাগপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
ANS:-ওয়েনগঙ্গা
- লোধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
ANS:- ঝাড়খণ্ড
- আলিয়াবেত দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত?
ANS:- গুজরাট
- মালপে সমুদ্র সৈকতটি কোন রাজ্যে অবস্থিত?
ANS:- কর্ণাটক
- তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি কবে স্থাপিত হয়?
ANS:- 2001 সালে
- এস সুন্দর সম্প্রতি কোন ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন?
ANS:- লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক
- নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লোকায়ুক্ত নিযুক্ত আছেন?
ANS:- দিল্লি
90. ‘অরণ্যের অধিকার’গ্রন্থটির রচয়িতা কে?
ANS:- মহাশ্বেতা দেবী
- World Tourism Organisation’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ANS:- মাদ্রিদ
- কোন দেশের সহযোগীতায় ভিলাই স্টিল প্ল্যান্ট গঠিত হয়?
ANS:- সোভিয়েত ইউনিয়ন
- ‘দ্য স্ট্যাচু অফ ইউনিটি’ মানব মূর্তিটির প্রধান স্থপতি কে?
ANS:- রাম বানজি সুতর
- সম্প্রতি প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যসভার সাংসদ দেবীপ্রসাদ ত্রিপাঠী কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন?
ANS:- ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)
- নর্মদা জল বিভাজন ট্রাইবুনাল কবে গঠিত হয়?
ANS:- 1969 সালে
- রচনা দোয়াব কোন দুই নদীর নামে অবস্থিত?
ANS:- রাবি ও চেনাব
- ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাঙ্ক কোনটি?
ANS:- ব্যাঙ্ক অফ হিন্দুস্তান
- ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর হিসাবে দায়িত্ব সামলেছেন, তিনি হলেন?
ANS:- মনমোহন সিং
- কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সদর দপ্তর কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়?
ANS:- 1937 সালে
- সম্প্রতি বিশ্বের কোন দেশ প্রবাল-সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীদের অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যে ‘reef-toxic’ Sun Cream কে নিষিদ্ধ করেছে?
ANS:- পালাউ
WBPSC Food SI Practice Set 4 Download Link:-
WBPSC Food SI Practice Set 4 Download Links | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |