WBPSC Food SI Practice Set 9 (Complete) | সাব ইন্সপেক্টর প্রাকটিস সেট (PDF সহ)

নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে পাশে থাকা Click Here বাটনে ক্লিক করুন।

WBPSC Food SI Recruitment

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।

West Bengal Govt. Job

WBPSC Food SI Practice Set 9

 

  1. ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র না বলে কী বলা হয়েছে?

ANS:-রাজ্য সমূহের সংঘ।

  1. সংবিধানের কত নং ধারায় ভারতকে রাজ্য সমূহের সংঘ বলা বলা হয়েছে?

ANS:- 1 নং ধারায়।

  1. বর্তমানে ভারতে রাজ্য তালিকায় কতগুলি বিষয় অর্ন্তভুক্ত আছে?

ANS:-61 টি।

  1. স্থানীয় স্বশাসনের প্রক্রিয়াটি কে শুরু করেন?

ANS:-লর্ড মেয়ো।

  1. P.S.C -এর সদস্যরা কত বছর পর্যন্ত কাজ করতে পারেন?

ANS:- 65 বছর।

  1. সম্পত্তির অধিকার মৌলিক অধিকারগুলির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংশোধনে?

ANS:-৪৪ তম।

  1. বর্তমানে ভারতে যুগ্ম তালিকায় কতগুলি বিষয় আছে?

ANS:- 52 টি।

  1. বর্তমানে ভারতের কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় আছে?

ANS:- 99 টি।

  1. ভারতের প্রকৃত শাসক কে?

ANS:-পরিষদ।

  1. ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে?

ANS:-রাষ্ট্রপতি।

  1. ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টিত হয়েছে কটি তালিকার মাধ্যমে?

ANS:-3 টি।

  1. ইংল্যাণ্ডের নিয়মতান্ত্রিক শাসক কে?

ANS:-রাজা বা রানি।

  1. ভারতীয় সৈন্যবাহিনীর প্রধান যুদ্ধ কামানটিকে কী বলা হয়?

ANS:-অর্জুন।

  1. কোনটি ভারতের প্রাচীনতম সামরিক শক্তি?

ANS:-আসাম রাইফেলস।

  1. যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র-রাজ্য আইনে বিরোধ বাধলে কোন আইন প্রাধান্য পায়?

ANS:- কেন্দ্রীয় আইন ।

  1. তিনটি তালিকাভুক্ত ক্ষমতা ছাড়া অবশিষ্ট ক্ষমতা প্রয়োগ করে কে?

ANS:-কেন্দ্রীয় সরকার।

  1. ভারতে মন্ত্রী পরিষদ দায়িত্বশীল থাকে কোন কক্ষের কাছে ?

ANS:-নিম্নকক্ষ (লোকসভার) কাছে।

  1. কেন্দ্রীয় সরকার কতগুলি বিষয়ের ওপর ক্ষমতা ভোগ করে?

ANS:-97 টি।

  1. ভারত সরকার কর্তৃক পরিকল্পনা কমিশন গঠিত হয় কোন সালে?

ANS:-1950 সালে।

  1. মহেন্দ্র চৌধুরী কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

ANS:-ফিজির।

  1. ভারতীয় যুক্তরাষ্ট্র কোন পদ্ধতি অনুযায়ী তৈরী হয়েছে?

ANS:-বিকেন্দ্রীকরণ পদ্ধতি অনুযায়ী।

  1. যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মর্যাদার অধিকারী কে?

ANS:-সংবিধান।

  1. এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কার প্রাধান্য লক্ষ্য করা যায়?

ANS:- কেন্দ্রীয় সরকারের।

  1. সংবিধানের কত নং ধারায় তিনটি তালিকা ছাড়া অবশিষ্ট বিষয়ে কেন্দ্রের আইন প্রনয়নের ক্ষমতার কথা বলা হয়েছে?

ANS:-248 নং ধারায়।

  1. যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়ের উল্লেখ হল –

ANS:- শিক্ষা।

  1. বর্তমানে ভারতে কতগুলি অঙ্গরাজ্য আছে?

ANS:-28 টি।

  1. আন্তর্জাতিক তারিখ রেখা কোনটির মধ্যে দিয়ে গেছে ?

ANS:-বেরিং প্রণালী।

  1. 1857 সালে মঙ্গল পান্ডের বিদ্রোহ কোথায় ঘটে?

ANS:-ব্যারাকপুরে।

  1. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল-

ANS:-সাইমন কমিশন বিরোধী আন্দোলনে।

  1. কে দ্বারভাঙ্গা কিষাণ আন্দোলনের (১৯১৯ সালে) নেতৃত্ব দেন?

ANS:-স্বামী বিদ্যানন্দ।

  1. অজন্তা-ইলোরা গুহাগুলি কোন্ যুগে নির্মিত হয়েছে?

ANS:-গুপ্তযুগ।

  1. বাংলায় কৌলীন্য প্রথার প্রচলন করেছিলেন কে?

ANS:- বল্লাল সেন।

  1. বিজয়নগর সাম্রাজ্যের প্রধান বন্দর ছিল কোনটি?

ANS:-কালিকট।

  1. কোন মোঘল শাসক ‘মীনা বাজার’ প্রবর্তন করেন?

ANS:-আকবর।

  1. প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রী কোন গুপ্তরাজা প্রথম রৌপ্য মুদ্রার টাঁকশাল করেন?

ANS:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

  1. 1916 সালে গান্ধীজিকে চম্পারণে আসার ব্যাপারে কে অনুপ্রেরণা দেন?

ANS:- রাজকুমার শুক্লা।

  1. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাটি কোথায় হয়?

ANS:- বোম্বেতে।

  1. মুঘল সম্রাটদের মধ্যে কে ‘তীর্থ কর’ তুলে দেন?

ANS:- হুমায়ুন।

  1. কোন বেদটি প্রাচীনতম?

ANS:-ঋকবেদ।

  1. ভারতের বৃহত্তম টাঁকশালটি কোথায় অবস্থিত?

ANS:-নাসিকে।

  1. কোন রাজ্যে কম্যুনিস্ট দল সর্বপ্রথম অকংগ্রেসী সরকার গঠন করেন?

ANS:-কেরালাতে।

  1. কোন রাজা বোধগয়ায় বোধিবৃক্ষটিকে প্রায় ধ্বংস করে ফেলেন?

ANS:-শশাঙ্ক।

  1. কোন ব্যক্তি জৈন ধর্মে বিবস্ত্রের নিয়মটি চালু করেন?

ANS:-ভদ্রবাহু।

  1. মূলত কোনটি অশোক নির্মাণ করেন?

ANS:-সাঁচি স্তূপ।

  1. ইলতুৎমিস কোন রাজবংশের সুলতান ছিলেন?

ANS:-দাসবংশ।

  1. ‘বিরজুবাওরা’ ছবির গানে ‘ও দুনিয়াকে রাখনেওয়ালে’ গানটির সুরকার কে?

ANS:- নৌশাদ।

  1. ভগবান বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন?

ANS:-29 বছর।

  1. সবচেয়ে বেশি দিন ধরে ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছিলেন কোন নেতা?

ANS:-এ. ও. হিউম।

  1. আরণ্যক কার লেখা?

ANS:-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।

  1. ‘হাম কালে হ্যায় তো ক্যায়া হুয়া দিলওয়ালে হ্যায়’ সিনেমাটিতে কোন শিল্পীর ঠোঁটে গানটি শোনা গিয়েছিল?

ANS:- মেহমুদ।

  1. রবীন্দ্রনাথ কোন রাজনীতিবিদকে বলতেন ‘ঋতুরাজ’ ?

ANS:- পণ্ডিত জওহরলাল নেহেরুকে।

  1. ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার’ কোথায় অবস্থিত?

ANS:- দিল্লিতে।

  1. প্রগতি ময়দান কোন শহরে অবস্থিত?

ANS:- দিল্লিতে।

  1. উৎপল দত্তের প্রথম হিন্দি ছবি কী?

ANS:- জান পহেচান।

  1. সত্যজিৎ রায়ের নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি?

ANS:- পথের পাঁচালী।

  1. ‘মাদার ইন্ডিয়া’ ছায়াছবিতে মুখ্য নারী চরিত্রে কোন নায়িকা অভিনয় করেছিলেন?

ANS:- নার্গিস।

  1. ‘আজ মৌসম বড়া বেইমান হ্যায়’ গানটিতে কোন নায়ক ঠোঁট মিলিয়েছিলেন?

ANS:- রাজেন্দ্র কুমার।

  1. কাশ্মীরের প্রধান শৈলশহর কোনটি?

ANS:- গুলমার্গ।

  1. প্রথম ভারতীয় C.S কে?

ANS:- সত্যেন্দ্রনাথ ঠাকুর।

  1. কোন দেশে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি?

ANS:- চীনে।

  1. ভারতে জৈনধর্ম ও বৌদ্ধধর্মের উদ্ভব হয়েছিল কেন?

ANS:- প্রতিবাদী ধর্ম হিসাবে।

  1. চলচ্চিত্রে সেন্সর বোর্ডের (U) কথাটির সঠিক অর্থ কী?

ANS:- আনরেস্ট্রিকটেড পাবলিক এক্সজিবিশান।

  1. ‘সেই সময়’ গ্রন্থের রচয়িতা কে?

ANS:- সুনীল গঙ্গোপাধ্যায়।

  1. পশ্চিমবঙ্গে প্রফুল্ল সেন কততম মুখ্যমন্ত্রী ছিলেন?

ANS:- তৃতীয়তম।

  1. ‘মোনালিসা’ নামক বিখ্যাত ছবিটি কোন শহরে রাখা হয়েছে?

ANS:- প্যারিসে।

  1. ভারতীয় সঙ্গীত জগতে ‘পঞ্চম’ নামে কোন সুরকার বিখ্যাত ছিলেন?

ANS:- রাহুল দেব বর্মন।

  1. ‘অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল’ এই গ্রন্থটির রচয়িতা কে?

ANS:- উইলিয়াম শেক্সপীয়র।

  1. দক্ষিণ ভারতের বৃহত্তম পাখিরালয়টি কোথায় রয়েছে?

ANS:- কর্ণাটকের রঙ্গলটিটু।

  1. পেরুতে বড়োদিনের সময়ে যে উষ্ণ সামুদ্রিক স্রোত প্রতি তিন বছর থেকে সাত বছরের মধ্যে একবার করে দেখা যায় তাকে কী বলে?

ANS:- এল নিনো।

  1. ভারতের উত্তরতম স্থান কোনটি?

ANS:- চঙ্কন গিরিপথ।

  1. রাম্পা উপজাতির বাস কোথায় ছিল?

ANS:- গোদাবরী উপত্যকায়।

  1. দক্ষিণ আল্পস পর্বতশ্রেণি কোথায় অবস্থিত?

ANS:- নিউজিল্যান্ডে।

  1. বহুল পরিচিত অ্যাসফাল্ট হ্রদটি কোথায় অবস্থিত?

ANS:- ত্রিনিদাদে।

  1. কোনটির পূর্ব নাম ছিল হেলেনিক রিপাবলিক?

ANS:- গ্রীস।

  1. বিশ্বের সর্বোচ্চ রৌপ্য উৎপাদন হয় কোন দেশে?

ANS:- মেক্সিকো।

  1. কে প্রথম বলেন যে, সূর্য সৌরজগতের কেন্দ্রে রয়েছে এবং পৃথিবী তাকে আবর্তন করছে?

ANS:- কোপারনিকাস।

  1. কর্কটক্রান্তি রেখা এবং গ্রীনিচ মেরিডিয়ান কোন দেশেতে পরস্পরকে অতিক্রম করেছে?

ANS:- গ্যাবন।

  1. সব থেকে বেশি বায়ুমণ্ডলীয় বায়ু রয়েছে কোন স্তরে?

ANS:- টুপোস্ফিয়ারে।

  1. উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কোন তারিখে হয়?

ANS:- 21 জুলাই।

  1. ‘সী অব ট্র্যাঙ্কুইলিটি’ কোথায় অবস্থিত?

ANS:- চাঁদে।

  1. মরুভূমিতে সাধারণত কী প্রকার উদ্ভিদ জন্মায়?

ANS:- জেরোফাইট।

  1. দেহের ভার সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে?

ANS:- মেরু অঞ্চলে।

  1. কার্পাস প্রধানত কোন রাজ্যে উৎপন্ন হয়?

ANS:- মহারাষ্ট্রে।

  1. সংকটকালীন হরমোন ও এপিনেফ্রিন বলা হয় কোন হরমোনকে?

ANS:- অ্যাড্রিনালিন হরমোনকে।

  1. রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

ANS:- স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে।

  1. নিমপাতা তেতো হয় তার কারণ কী?

ANS:- ১০০% শর্করা থাকে।

  1. কোন্ বর্ণের আলোর চ্যুতি সব চেয়ে বেশি এবং কোন্ বর্ণের আলোর চ্যুতি সব চেয়ে কম হয়?

ANS:- বেগুনি এবং লাল।

  1. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?

ANS:- মেসোস্ফিয়ার।

  1. বায়ুশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করতে হলে বায়ুর ন্যূনতম কতটা গতির প্রয়োজন?

ANS:- ঘণ্টায় ২০ কিমি।

  1. বায়োগ্যাসের মূল উপাদান কী?

ANS:- মিথেন (CH)।

  1. একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখ?

ANS:- সৌরশক্তি।

  1. বায়ুমণ্ডলের ক্ষুব্ধমণ্ডল স্তর কোনটি?

ANS:- ট্রপোস্ফিয়ার।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?

ANS:- আয়োনোস্ফিয়ার।

  1. Feiry Ice কাকে বলা হয়?

ANS:- মিথেন হাইড্রেটকে।

  1. বিশ্ব উষ্ণায়নের ফলে ২০৫০ সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?

ANS:- ২-৪°সেলসিয়াস।

  1. প্রাকৃতিক গ্যাসকে কতটা চাপে সংনমিত করে CNG করা হয়?

ANS:- 200 bar.

  1. কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস দুটোতেই পাওয়া যায়?

ANS:- মিথেন (CH)।

  1. কোন প্রাণীর দেহে রক্ত নেই অথচ শ্বাসপ্রশ্বাস গ্রহণ করে?

ANS:- হাইড্রা।

  1. যানবাহনে পেট্রোল পোড়াবার ফলে কোন ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়?

ANS:- সালফাল ডাই-অক্সাইড এবং সালফারট্রাই-অক্সাইড।

  1. ইলেকট্রন কে আবিষ্কার করেন?

ANS:- জে. জে. টমসন।

WBPSC Food SI Practice Set 9 Download Link:-

WBPSC Food SI Practice Set 9 Download LinksClick Here
WBPSC Food SI Full Practice SetClick Here
Learn more about WBPSC Food SI Recruitment 2023Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *