মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | Madhyamik 2023 History Suggestion (Last Minutes)

 

 

 

 

                  ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)

 

 

1.দ্য অ্যানালস ‘ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন—

(A) কীথ টমাস

(B) লুসিয়েন ফেভর

(C) যদুনাথ সরকার

(D) মার্ক অ্যান্টনি

 

2.রণজিৎ গুহ হলেন—

(A) সাম্রাজ্যবাদী ঐতিহাসিক

(B) জাতীয়তাবাদী ঐতিহাসিক

(C) নিম্নবর্গীয় ঐতিহাসিক

(D) মার্কসবাদী ঐতিহাসিক

 

3.ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল –

(A) অর্থশাস্ত্র

(B) রাজতরঙ্গিনী

(C) রামচরিতমানস

(D) বাবরনামা

 

4.ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা হলেন –

(A) সি . এম . যোশী

(B) রণজিৎ গুহ

(C) এ . এল . রাউজ

(D) দাদাভাই নৌরজী

 

5.যারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু –

(A) বুদ্ধিজীবী

B) সাধারণ মানুষ

(C) ভদ্রলোক

(D) চাকরিজীবী

 

6.নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় – 

(A) ১৯৪০ – এর দশকে

(B) ১৯৬০ – এর দশকে

(C) ১৯৫০ – এর দশকে

D) ১৯৯০ – এর দশকে

 

7.ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল –

(A) তথ্যের ব্যবহারকারী

(B) পাঠকদের মানসিকতা

(C) উপাদানের প্রাচুর্য

(D) উপাদানের দুষ্প্রাপ্যতা

 

8.“ ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন ” — এই মন্তব্যটি কার ?

(A) থুকিডিডিস

(B) লর্ড অ্যাকটন

(C) এডমন্ড বার্ক

(D) ই . এইচ . কার

 

9.“ তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন ” – এই মন্তব্যটি কার ?

(A) ডব্লু , হান্টার

(B) জে . বি . বিউরি

(C) জি . এম . ট্রেভেলিয়ান

(D) লর্ড অ্যাকটন

 

10.“ যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যভিত্তিক নয় , বরণ এক সারি স্বীকৃত অভিমত ” —এ কথা কে বলেছেন ?

(A) লিওপোল্ড র‍্যাঙ্কে

(B) ই . এইচ . কার

(C) লর্ড অ্যাকটন

(D) জি . ব্যারাক্ল

 

11.‘ অ্যানালস ‘ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ?

(A) ফ্রান্সে

(B) ইংল্যান্ডে

(C) রাশিয়াতে

(D) জার্মানিতে

 

12.অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল—

(A) আঞ্চলিক ইতিহাস

(B) লোকসংস্কৃতি

(C) সামাজিক ইতিহাস

(D) সামরিক ইতিহাস

 

13.ইতিহাস হল –

(A) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান

(B) ভবিষ্যৎ – বিশ্লেষণ

(C) কোনোটিই নয়

(D) অতীতের বাস্তবতার অনুসন্ধান

 

14.ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত , তা হল –

(A) প্রত্নতাত্ত্বিক

(B) ভূ – তত্ত্ববিদ

(C) ঐতিহাসিক

(D) নৃ – তাত্ত্বিক

 

15.ইতিহাসের জনক ‘ নামে পরিচিত হলেন – 

(A) হেরোডোটাস

(B) জোশেফাস

(C) থুকিডিডিস

(D) ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস

 

16.‘ হিস্টোরিয়া ‘ ( Historia ) নামক শব্দ থেকে ‘ হিস্ট্রি ‘ ( History ) কথার উদ্ভব , শব্দটি হল—

(A) ইংরেজি শব্দ

(B) গ্রিক শব্দ

(C) স্পেনীয় শব্দ

(D) জার্মান শব্দ

 

17.পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন –

(A) লিওপোল্ড র‍্যাঙ্কে

(B) মার্ক ব্লখ

(C) জুরগেন কোকা

(D) লুসিয়েন ফেভর

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

  1. সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকারের নাম লেখো ।

ANS:-সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকার হলেন মৃণাল সেন ও ঋত্বিক ঘটক । 

 

2. বাংলা চলচ্চিত্রের জনক ‘ কাকে বলা হয় ?

ANS:- ‘ বাংলা চলচ্চিত্রের জনক ‘ বলা হয় হীরালাল সেনকে ।

 

3. রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ‘ ( ১৮৯৮ খ্রিঃ ) কে প্রতিষ্ঠা করেন ?

ANS:- রয়্যাল বায়োস্কোপ কোম্পানি ‘ ( ১৮৯৮ খ্রিঃ ) প্রতিষ্ঠা করেন হীরালাল সেন ।

 

4. ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ?

ANS:-  ফ্রান্সে ল্যুমিয়ের ব্রাদার্স চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ।

 

5. ‘ দ্য রেস্টলারস ‘ নামক সচল ছবি কবে তৈরি হয় ?

ANS:-” দ্য রেস্টলারস ‘ নামক সচল ছবিটি তৈরি হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে ।

 

6. আলম আরা ‘ ছবিটি কবে তৈরি হয় ?

ANS:- আলম আরা ‘ ছবিটি তৈরি হয় ১৯৩১ খ্রিস্টাব্দে ।

 

7. ভারতে কে , কবে ‘ রাজা হরিশ্চন্দ্র ’ চলচ্চিত্রটি নির্মাণ করেন ?

ANS:- ১৯১৩ খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে ‘ রাজা হরিশ্চন্দ্র ‘ চলচ্চিত্রটি নির্মাণ করেন ।

 

8. কে ইতিহাসের জনক ‘ নামে পরিচিত ? অথবা , ইতিহাসের জনক ‘ কাকে বলা হয় ?  

ANS:-  গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক ’ নামে পরিচিত ।

 

9. কে ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ‘ নামে পরিচিত ?

ANS:- গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস ‘ বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ‘ নামে পরিচিত ।

 

10. ‘ নিউ সায়েন্স ( ১৭২৫ খ্রি . ) গ্রন্থটির রচয়িতা কে ?

ANS:- ইতালির চিন্তাবিদ ভিকো ‘ নিউ সায়েন্স ‘ গ্রন্থটির রচয়িতা ।

 

11. ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন ?

ANS:- লিওপোল্ড ভন র‍্যাঙ্কে ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা 8 করেন ।

 

12. ‘ দ্য অ্যানালস ‘ নামক পত্রিকা করে প্রকাশিত হয় ?

ANS:- দ্য অ্যানালস ‘ নামক পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে ।

 

13. ‘দ্য অ্যানালস ‘ ( ১৯২৯ খ্রি . ) পত্রিকাটি কে প্রকাশ করেন ?

ANS:- মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর নামক দুই ইতিহাসবিদ ‘ দ্য অ্যানালস ‘ পত্রিকাটি প্রকাশ করেন ।

 

14. ‘ হিস্ট্রি ফ্রম বিলো ’ ( History from Below ) প্রবন্ধটি ( ১৯৬৬ খ্রি . ) কে প্রকাশ করেন ?

ANS:-  ব্রিটিশ ঐতিহাসিক ই . পি . টমসন ‘ হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি প্রকাশ করেন ।

 

15. বিশ শতকের কোন্ সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চৰ্চা শুরু হয় ?

ANS:- ১৯৬০ – এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় ।

 

16. বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোন্‌টি ? কে , কবে এই ছবি নির্মাণ করেন ?

ANS:- বাংলা চলচ্চিত্রে নতুন ধারার প্রথম ছবি ছিল ১৯৫৬ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় নির্মিত ‘ পথের পাঁচালী ‘ । 

 

17. পথের পাঁচালী ছবিটির পরিচালক কে ?

ANS:- পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায় ।

 

18. কলকাতায় ‘ স্টার থিয়েটার ‘ কবে প্রতিষ্ঠিত হয় ?

ANS:- কলকাতায় ‘ স্টার থিয়েটার ‘ প্রতিষ্ঠিত হয় ১৮৮৪ খ্রিস্টাব্দে ।

 

19. নটী বিনোদিনী কে ?

ANS:- নটী বিনোদিনী উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন 

  1. সত্যজিৎ রায় বিখ্যাত কেন ?
  2. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ?
  3. ঐতিহাসিক তথ্য কী ?
  4. আধুনিক ইতিহাসচর্চা বলতে কী বোঝ ?
  5. প্রচলিত ইতিহাসচর্চা কী ?
  6. আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি চিহ্নিত করো ।
  7. সামাজিক ইতিহাস কী ?
  8. খেলার ইতিহাস বলতে কী বোঝায় ?
  9. শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝায় ?
  10. চলচ্চিত্রের ইতিহাস বলতে কী বোঝায় ?

 

রচনাধর্মী

 

 

  1. শিল্পে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো ।
  2. আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাসের গতিপ্রকৃতি আলোচনা করো ।
  3. আধুনিক ইতিহাসচর্চায় প্রত্যক্ষবাদী ও অ্যানাল গোষ্ঠীর ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো ।

 

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)

 

1.এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় –

(A) ১৭৭৪ খ্রিস্টাব্দে

(B) ১৭৯৮ খ্রিস্টাব্দে

(C) ১৭৮৪ খ্রিস্টাব্দে

(D) ১৮৭৪ খ্রিস্টাব্দে

 

2.‘ জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন ‘ প্রতিষ্ঠিত হয়েছিল অথবা , সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –

(A) ১৭১৩ খ্রিস্টাব্দে

(B) ১৮১৩ খ্রিস্টাব্দে

(C) ১৯১৩ খ্রিস্টাব্দে

(D) ১৮২৩ খ্রিস্টাব্দে

 

3.কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়—

(A) ১৮১৭ খ্রিস্টাব্দে

(B) ১৮২৪ খ্রিস্টাব্দে

(C) ১৮২০ খ্রিস্টাব্দে

(D) ১৮২৬ খ্রিস্টাব্দে

 

4.হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

(A) ১৮১৭ খ্রিস্টাব্দে

(B) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(C) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে

 

5.হিন্দু কলেজ বর্তমান যে নামে পরিচিত –

(A) সেন্ট জেভিয়ার্স

(B) স্কটিশচার্চ কলেজ

(C) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

(D) প্রেসিডেন্সি কলেজ

 

6.ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয় –

(A) ১৮২৪ খ্রিস্টাব্দে

(B) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(C) ১৮১৩ খ্রিস্টাব্দে

(D) ১৮২৩ খ্রিস্টাব্দে

 

7.ভারতের প্রথম সংবাদপত্র হল –

(A) বেঙ্গল গেজেট

(B) সমাচার দর্পণ

(C) হিন্দু প্যাট্রিয়ট

(D) বামাবোধিনী

 

8.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘ বঙ্গদর্শন ‘ পত্রিকাটি ছিল –

(A) সাপ্তাহিক পত্রিকা

(B) মাসিক পত্রিকা

(C) পাক্ষিক পত্রিকা

(D) পাক্ষিক পত্রিকা

 

9.ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হল –

(A) সমাচার দর্পণ

(B) হিন্দু প্যাট্রিয়ট

(C) সোমপ্রকাশ

(D) বেঙ্গল গেজেট

 

10.ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন –

(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(B) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(C) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(D) অক্ষয়কুমার দত্ত

 

11.‘ সোমপ্রকাশ ‘ নামক সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় – 

(A) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(B) ১৮৬২ খ্রিস্টাব্দে

(C) ১৮৬০ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৪ খ্রিস্টাব্দে

 

12.‘ সোমপ্রকাশ ‘ পত্রিকার সম্পাদক ছিলেন – 

(A) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(C) দেবেন্দ্রনাথ ঠাকুর

(D) রাধাকান্ত দেব

 

13.দিগদর্শন ‘ প্রকাশ করেন –

(A) তারাচাঁদ দত্ত

(B) কালিপ্রসাদ ঘোষ

(C) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

(D) জে মার্শম্যান

 

14.‘ বামাবোধিনী পত্রিকা ‘ প্রকাশিত হয় –

(A) ১৮৬০ খ্রিস্টাব্দে

(B) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(C) ১৮৬১ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৪ খ্রিস্টাব্দে

 

15.বামাবোধিনী পত্রিকা’র সম্পাদক ছিলেন –

(A) উমেশচন্দ্র দত্ত

(B) কৃষ্ণচন্দ্র মজুমদার

(C) শিশির কুমার ঘোষ

(D) দ্বারকানাথ বিদ্যাভূষণ

 

16.‘ বামাবোধিনী পত্রিকা ‘ ছিল –

(A) দৈনিক পত ্রিকা

(B) মাসিক পত্রিকা

(C) সাপ্তাহিক পত্রিকা

(D) ত্রৈমাসিক পত্রিকা

 

17.নীলদর্পণ নাটককে ‘ আঙ্কল টমস কেবিন ‘ – এর সঙ্গে তুলনা করেছিলেন—

(A) নবগোপাল মিত্র

(B) শিশির কুমার ঘোষ

(C) দীনবন্ধু মিত্র

(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

19.নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয় –

(A) ১৮৬০ খ্রিস্টাব্দে

(B) ১৮৭২ খ্রিস্টাব্দে

(C) ১৮৬২ খ্রিস্টাব্দে

(D) ১৮৭৬ খ্রিস্টাব্দে

অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

 

1 . হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

ANS:- ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয় । 

 

2. একজন প্রাচ্যবাদীর নাম লেখো ।

 ANS:- একজন প্রাচ্যবাদী হলেন এইচ টি প্রিন্সেপ ।

 

3. একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো ।

 ANS:- একজন পাশ্চাত্যবাদী হলেন আলেকজান্ডার ডাফ ।

 

4. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

ANS:- ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।

 

5. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন । 

ANS:- ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি ।

 

6. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করেন ।

ANS:- জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ ।

 

7. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি ?

ANS:- বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা ‘ সমাচার দর্পণ ‘ ।

 

8. ‘ বাঙ্গাল গেজেট ‘ কী জন্য বিখ্যাত ?

ANS:- গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র ।

 

9. ‘ সংবাদ প্রভাকর ‘ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

ANS:- ঈশ্বরচন্দ্র গুপ্ত ‘ সংবাদ প্রভাকর ‘ পত্রিকার সম্পাদক ছিলেন ।

 

10. ‘ সমাচার চন্দ্রিকা ‘ কাদের মুখপত্র ছিল ?

ANS:- ‘ সমাচার চন্দ্রিকা ’ রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিল ।

 

11. ‘ বামাবোধিনী পত্রিকা ‘ কবে প্রকাশিত হয় ?

ANS:- ‘ বামাবোধিনী পত্রিকা ‘ প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দে ।

 

12. ‘ বামাবোধিনী পত্রিকা’র প্রথম সম্পাদক কে ছিলেন ?

ANS:- বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্ৰ দত্ত ।

 

13. বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন ?

ANS:- উমেশচন্দ্র দত্ত ( ১৮৬৩ খ্রি . ) বামাবোধিনী সভা গঠন করেন ।

 

14. উনিশ শতকে নারীজাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো ।

ANS:- উনিশ শতকে ‘ বামাবোধিনী পত্রিকা’য় নারীজাতির বন্দনা করা হয়েছিল ।

 

15. ‘ হিন্দু প্যাট্রিয়ট ’ পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো ।

ANS:- ‘ হিন্দু প্যাট্রিয়ট ’ পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।

 

16. ‘ হিন্দু প্যাট্রিয়ট ‘ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয় ?

ANS:- ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি ‘ হিন্দু প্যাট্রিয়ট ‘ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ।

 

17. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ?

ANS:-  শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ।

 

18. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কী ?

ANS:- জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ ।

 

19. শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ?

ANS:- শ্রীরামপুর এয়ী ছিলেন উইলিয়াম কেরি , মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড ।

 

20. শ্রীরামপুর কলেজ করে প্রতিষ্ঠিত হয় ?

ANS:- শ্রীরামপুর কলেজ ১৮১৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. ‘ নীলদর্পণ ‘ নাটকটি লেখকের স্বনামে প্রকাশিত হয়নি কেন ?
  2. হিন্দু প্যাট্রিয়ট ‘ থেকে বাংলার জনজীবন সম্পর্কে কী জানা যায় ?
  3. দেশপ্রেমের উন্মেষে ‘ নীলদর্পণ ‘ নাটকের কী ভূমিকা ছিল ?
  4. হরিনাথকে ‘ কাঙাল হরিনাথ ‘ বলা হয় কেন ?
  5. বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী ?
  6. শিক্ষাবিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল ?

 

রচনাধর্মী প্রশ্ন

 

  1. টীকা লেখো : উডের ডেসপ্যাচ । অথবা , চার্লস উডের নির্দেশনামা কী ?
  2. নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো ।
  3. ‘ নীলদর্পণ ‘ নাটক ও তার গুরুত্ব বিশ্লেষণ করো ।
  4. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো ।

 

প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়)

 

 

1.১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে সরকারের অধীনে চলে আসে

বনভূমির—

(A) ২০ শতাংশ

(B) ৬০ শতাংশ

(C) ৪০ শতাংশ

(D) ৮০ শতাংশ

 

2.ব্রিটিশ সরকার কাকে প্রথম ভারতের অরণ্য অঞ্চ পরিচালনার জন্য নিযুক্ত করেন ?

(A) জর্জ এভারেস্ট

(B) ডেইট্রিক ব্রান্ডিস

(C) জেমস ক্লার্ক

(D) ডবলিউ হান্টার

 

3.চুয়াড়রা মূলত বাস করত বাংলার –

(A) মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়

(B) দিনাজপুর জেলায়

(C) মালদহ জেলায়

(D) নদিয়া জেলার জঙ্গলমহলে

 

4.পাইক ‘ সৈনিক গোষ্ঠী যে বিদ্রোহে যুক্ত ছিল—

(A) চুয়াড় বিদ্রোহে

(B) কোল বিদ্রোহে

(C) সাঁওতাল বিদ্রোহে

(D) মুন্ডা বিদ্রোহে

 

5.মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হত –

(A) চুয়াড়মহল

(B) জলমহল

(C) খাসমহল

(D) জঙ্গলমহল

 

6.‘ দিকু ‘ কথার অর্থ –

(A) স্বদেশি ব্যবসায়ী

(B) নীল ব্যবসায়ী

(C) ব্রিটিশ ব্যবসায়ী

(D) বহিরাগত ব্যবসায়ী

 

7.ব্র্যাডলে বার্টের মতে , মহাজনরা সাঁওতালদের যে স্তরে নামিয়ে এনেছিল –

(A) ক্রীতদাসের স্তরে

(B) শ্রমিকের স্তরে

(C) মজুরদের স্তরে

(D) ভৃত্যের স্তরে

 

8.বাঙালি ব্যবসায়ীরা সাঁওতালদের উৎপাদিত ফসল কিনত –

(A) ন্যায্য দরে

(B) অতিরিক্ত দরে

(C) বাজার দরেl

(D) সস্তা দরে

 

9. ১৮৫১ সালে কোম্পানি বছরে ‘ দামিন – ই – কোহ ‘ থেকে রাজস্ব আদায় করে –

 (A) ২২,০০০ টাকা

(B) ৪৪,০০০ টাকা

(C) ৩৩,০০০ টাকা

(D) ৫৫,০০০ টাকা

 

10.বিপ্লব ‘ কথার অর্থ হল –

(A) ধীর পরিবর্তন

(B) আমূল পরিবর্তন

(C) পরিবর্তন

(D) কোনোটিই নয়

 

11.‘ আরণ্যক ‘ আদিবাসীদের বিদ্রোহকে ‘ অশান্ত অরণ্য জীবন ‘ বলেছেন –

(A) দীপেশ চক্রবর্তী

(B) জ্ঞান পাণ্ডে

(C) রামচন্দ্র গুহ

(D) গৌতম ভদ্র

 

12.ভারতবর্ষের বনজ সম্পদের ওপরে ব্রিটিশদের নজর পড়ে—

(A) ১৮০২ খ্রিস্টাব্দে

(B) ১৮০৪ খ্রিস্টাব্দে

(C) ১৮০৬ খ্রিস্টাব্দে

(D) ১৮০৮ খ্রিস্টাব্দে

 

13.লর্ড কর্নওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন –

(A) ১৭৯১ খ্রিস্টাব্দে

(B) ১৭৯৫ খ্রিস্টাব্দে

(C) ১৭৯৩ খ্রিস্টাব্দে

(D) ১৭৯৭ খ্রিস্টাব্দে

 

14.ব্রিটিশ সরকার ‘ অরণ্য আইন ‘ জারি করে –

(A) ১৮৬১ খ্রিস্টাব্দে

(B) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(C) ১৮৬৭ খ্রিস্টাব্দে

(D) ১৮৬৩ খ্রিস্টাব্দে

 

15.ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় –

(A) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(B) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(C) ১৮৭৬ খ্রিস্টাব্দে

(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে

 

16.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল –

(A) কোল বিদ্রোহ

(B) রংপুর বিদ্রোহ

(C) ভিল বিদ্রোহ

(D) চুয়াড় বিদ্রোহ

 

17.দুর্জন সিং ছিলেন –

(A) কোল বিদ্রোহের নেতা

(B) সাঁওতাল বিদ্রোহের নেতা

(C) মুন্ডা বিদ্রোহের নেতা

(D) চুয়াড় বিদ্রোহের নেতা

 

18.পাইকের কাজ করার বিনিময়ে চুয়াড়রা যে জমি ভোগ করত তার নাম –

(A) খাস জমি

(B) নিলামি জমি

(C) তালুক জমি

(D) পাইকান জমি

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

1 . ছোটোনাগপুরে কোলরা ছাড়াও কোন্ কোন্ উপজাতির বাস ছিল ?

ANS:- ছোটোনাগপুরে কোলরা ছাড়াও মুন্ডা , হো , ওঁরাও প্রভৃতি উপজাতি বাস করত ।

 

2. অরণ্যের অধিকারকে কোলরা কী মনে করত ?

ANS:- অরণ্যের অধিকারকে কোলরা ঈশ্বর প্রদত্ত অধিকার মনে করত ।

 

3. দৰ্পনাথ সাহি কোথাকার রাজা ছিলেন ?

ANS:- দর্পনাথ সাহি ছিলেন পালামৌর রাজা ।

 

4. দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির কী চুক্তি হয়েছিল ?

ANS:- দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির ইতিপূর্বে নির্ধারিত বাৎসরিক খাজনা ছাড়াও অতিরিক্ত ছয় হাজার টাকা কোম্পানিকে দেওয়ার চুক্তি হয়েছিল ।

 

5. ১৭৯৮ খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দেন ?

ANS:- দুর্জন সিং ১৭৯৮ খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন ।

 

6. দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শেষ হয় ?

ANS:- ১৭৯৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ শেষ হয় ।

 

7. কোন্ বড়োলার্টের নির্দেশে ব্রিটিশ সেনাদল সাঁড়াশি আক্রমণ চালিয়ে চুয়াড় বিদ্রোহীদের পর্যদন্তু করে ?

ANS:- লর্ড ওয়েলেসলির নির্দেশে ব্রিটিশ সেনাদল সাঁড়াশি আক্রমণ চালিয়ে চুয়াড় বিদ্রোহীদের পর্যুদস্ত করে ।

 

8. আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য চুয়াড় বিদ্রোহের নেতাদের কী করা হয়েছিল ।

ANS:- আতষ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য চুয়াড় বিদ্রোহীদের ফাঁসি দেওয়া এবং তাঁদের ঘাঁটিগুলিতে অগ্নিসংযোগ করা ।

 

9. চুয়াড় বিদ্রোহ সম্পর্কে জে সি প্রাইস কী লিখেছেন ?

 ANS:- জে . সি . প্রাইস ১৭৯৮ ও ১৭৯৯ খ্রিস্টাব্দকে ভয়ংকর চুয়াড় বিদ্রোহের বছর হিসেবে চিহ্নিত করেছেন ।

 

10. কোলরা কোথায় বাস করত ?

 ANS:- কোলরা বর্তমান ঝাড়খণ্ডের ছোটোনাগপুরে বাস করত ।

 

11. ছোটোনাগপুরে কোলরা ছাড়াও কোন্ কোন্ উপজাতির বাস ছিল ?

ANS:- ছোটোনাগপুরে কোলরা ছাড়াও মুন্ডা , হো , ওঁরাও প্রভৃতি উপজাতি বাস করত ।

 

12. অরণ্যের অধিকারকে কোলরা কী মনে করত ?

ANS:- অরণ্যের অধিকারকে কোলরা ঈশ্বর প্রদত্ত অধিকার মনে করত ।

 

13. দৰ্পনাথ সাহি কোথাকার রাজা ছিলেন ?

ANS:- দর্পনাথ সাহি ছিলেন পালামৌর রাজা ।

 

14. দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির কী চুক্তি হয়েছিল ?

ANS:- দর্পনাথ সাহির সঙ্গে কোম্পানির ইতিপূর্বে নির্ধারিত বাৎসরিক খাজনা ছাড়াও অতিরিক্ত ছয় হাজার টাকা কোম্পানিকে দেওয়ার চুক্তি হয়েছিল ।

 

15. কত খ্রিস্টাব্দে কোম্পানি ও দর্পনাথ সাহির চুক্তি হয় ?

ANS:- ১৭৭০ খ্রিস্টাব্দে কোম্পানি ও দর্পনাথ সাহির চুক্তি হয় ।

 

16. কোম্পানি কত খ্রিস্টাব্দে ছোটোনাগপুরের শাসনভার সরাসরি গ্রহণ করে ?

ANS:- ১৮২০ খ্রিস্টাব্দে কোম্পানি ছোটোনাগপুরের শাসনভার সরাসরি গ্রহণ করে ।

 

17. মাধব সিং কে ছিলেন ?

ANS:- মাধব সিং ছিলেন কোম্পানির দেওয়ান ।

 

18. ফসল বিক্রি করতে গেলে কোলদের কারা প্রতারিত করত ?

ANS:- ফসল বিক্রি করতে গেলে কোলদের প্রতারিত করত মহাজন , জমিদাররা ।

 

19. কোলদের ঐতিহ্যবিরোধী কাজ কোনটি ছিল ?

ANS:- আফিম চাষ ছিল কোলদের ঐতিহ্যবিরোধী কাজ ।

 

20. কোল বিদ্রোহের একটি কারণ লেখো ।

ANS:- কোল বিদ্রোহের একটি কারণ ছিল সরকারি কাজে কোলদের বেগার খাটানো ।

 

21. কোল বিদ্রোহের সূচনা করে হয় ?

ANS:- ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূচনা হয় ।

 

22. কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয় ।

ANS:- ছোটোনাগপুরের রাঁচিতে কোল বিদ্রোহের সূচনা হয় ।

 

23. কোম্পানি কত খ্রিস্টাব্দে ছোটোনাগপুরের শাসনভার সরাসরি গ্রহণ করে ?

ANS:- ১৮২০ খ্রিস্টাব্দে কোম্পানি ছোটোনাগপুরের শাসনভার সরাসরি গ্রহণ করে ।

 

24. মাধব সিং কে ছিলেন ?

ANS:- মাধব সিং ছিলেন কোম্পানির দেওয়ান ।

 

25. ফসল বিক্রি করতে গেলে কোলদের কারা প্রতারিত করত ?

ANS:- ফসল বিক্রি করতে গেলে কোলদের প্রতারিত করত মহাজন , জমিদাররা ।

 

26. কোলদের ঐতিহ্যবিরোধী কাজ কোনটি ছিল ?

ANS:- আফিম চাষ ছিল কোলদের ঐতিহ্যবিরোধী কাজ ।

 

27. কোল বিদ্রোহের একটি কারণ লেখো ।

ANS:- কোল বিদ্রোহের একটি কারণ ছিল সরকারি কাজে কোলদের বেগার খাটানো ।

 

28. কোল বিদ্রোহের সূচনা করে হয় ?

ANS:- ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূচনা হয় ।

 

29. কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয় ।

ANS:- ছোটোনাগপুরের রাঁচিতে কোল বিদ্রোহের সূচনা হয় ।

সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. কোল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল ?
  2. চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ?
  3. কোল বিদ্রোহের কারণ কী ? অথবা , কোল বিদ্রোহের দুটি কারণ লেখো ।
  4. উনিশ শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দুটি উপজাতি বিদ্রোহের নাম করো ।
  5. সাঁওতাল বিদ্রোহ কি নিছক একটি উপজাতি বিদ্রোহ ছিল ?

 

রচনা ধর্মী প্রশ্ন

 

  1. চুয়াড় বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো । অথবা , চুয়াড় বিদ্রোহের প্রেক্ষাপট ও গতিপথ বর্ণনা করো ।
  2. সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।

 

সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়)

 

1.মহাবিদ্রোহের সর্বভারতীয় নেতা ছিলেন –

(A) প্রথম বাহাদুর শাহ

(B) নানাসাহেব

(C) দ্বিতীয় বাহাদুর শাহ

(D) তাঁতিয়া টোপি

 

2.তাঁতিয়া টোপি ছিলেন—

(A) মারাঠা ব্রাহ্মণ

(B) গুজরাটি ব্রাহ্মণ

(C) বাঙালি বাষ্মণ

(D) তামিল ব্রাহ্মণ

 

3.ঝাঁসির রানির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন—

(A) স্যার হিউরোজ

(B) আর্ল স্ট্যানলি

(C) স্যার হ্যাভলক

(D) এফ উইলিয়ামস

 

4. নানাসাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন –

(A) তাঁতিয়া টোপি

(B) লক্ষ্মীবাই

(C) কুনওয়ার সিং

(D) আহম্মদুল্লাহ

 

 5. মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ‘ ভারতের হিন্দুস্থানের সম্রাট ‘ বলে মেনে নিয়েছিলেন—

(A) দ্বিতীয় বাহাদুর শাহকে

(B) প্রথম শাহ আলমকে

(C) প্রথম বাহাদুর শাহকে

(D) দ্বিতীয় শাহ আলমকে

 

6. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন –

(A) মহারানি ভিক্টোরিয়া

 (B) লর্ড ক্যানিং

(C) ভারত সচিব

(D) ভাইসরয়

 

 

7.সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন—

(A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 

(B) লর্ড এডিনবরা

(C) লর্ড ডালহৌসি

(D) লর্ড ক্যানিং

 

8. ১৮৫৭ – র মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন—

(A) দ্বিতীয় বাহাদুর শাহ

(B) দ্বিতীয় আলমগির

(C) দ্বিতীয় আকবর শাহ

(D) দ্বিতীয় শাহ আলম

 

9.ঊনবিংশ শতাব্দীকে ‘ সমিতির যুগ ’ বলে অভিহিত করেন –

(A) সুশোভন সরকার

(B) ড . অনীল শীল

(C) রমেশচন্দ্র মজুমদার

(D) অমলেশ ত্রিপাঠী

 

10.ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল— 

(A) ভারতের জাতীয় কংগ্রেস

(B) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(C) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

(D) ভারতসভা

 

11.ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় –

(A) ১৮৮২ খ্রিস্টাব্দে

(B) ১৮৮৪ খ্রিস্টাব্দে

(C) ১৮৮৩ খ্রিস্টাব্দে

(D) ১৮৮৫ খ্রিস্টাব্দে

 

12.‘ পেশোয়া ‘ পদ লুপ্ত করেন গভর্নর জেনারেল –

(A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(B) লর্ড অকল্যান্ড

(C) লর্ড ডালহৌসি

(D) লর্ড ক্যানিং

 

13.সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ নামে পরিচিত—

(A) কুনওয়ার সিং

(B) নানাসাহেব

(C) মঙ্গল পান্ডে

(D) দ্বিতীয় বাহাদুর শাহ

 

14.নানাসাহেব কার পোষ্যপুত্র ছিলেন ?

(A) দ্বিতীয় বাজিরাও

(B) প্রথম বাজিরাও

(C) বালাজি বিশ্বনাথ

(D) রঘুজি ভোঁসলে

 

15.ভারতে সিপাহি বিদ্রোহকালে নারী হয়েও পুরুষের বেশে লড়াই করেছিলেন যিনি , তিনি হলেন—

(A) অযোধ্যার বেগম সাহেবা

(B) জিন্নাতমহল

(C) রানি লক্ষ্মীবাই

(D) দেবী চৌধুরানি

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

1 . মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো ।

ANS:- মহাবিদ্রোহের একজন নেতার নাম তাঁতিয়া টোপি ।

 

2. মহাবিদ্রোহ দমন করেছিল এমন একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো ।

ANS:- মহাবিদ্রোহ দমন করেছিল এমন একজন ব্রিটিশ সেনাপতি হলেন হ্যাভলক ।

 

3. বিদ্রোহে বাঙালি ‘ গ্রন্থটি কার লেখা ?

ANS:- ‘ বিদ্রোহে বাঙালি ‘ গ্রন্থটি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা ।

 

4. সিপাহি বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?

ANS:- ‘ সিপাহি বিদ্রোহ ‘ কথাটি প্রথম ব্যবহার করেন ভারত সচিব আর্ল স্ট্যানলি ।

 

5. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS:- সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ।

 

6. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ?

ANS:- সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পান্ডে ।

 

7. ভাইসরয় ‘ কথার অর্থ কী ?

ANS:- ‘ ভাইসরয় ‘ কথার অর্থ রাজপ্রতিনিধি ।

 

8. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

ANS:- ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ।

 

9. কবে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে ।

ANS:- ১৮৫৮ খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে ।

 

10. প্রথম কোথায় সিপাহি বিদ্রোহ আত্মপ্রকাশ করে ?

ANS:- সিপাহি বিদ্রোহ প্রথম আত্মপ্রকাশ করে ব্যারাকপুরে ।

 

11. ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS:- ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ।

 

12. কাকে বিদ্রোহীরা ‘ হিন্দুস্থানের সম্রাট ‘ বলে ঘোষণা করে ?

ANS:- দ্বিতীয় বাহাদুর শাহকে বিদ্রোহীরা ‘ হিন্দুস্থানের সম্রাট ‘ বলে ঘোষণা করে ।

 

13. ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন ?

ANS:- ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ।

 

14. কে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করে ?

ANS:- মঙ্গল পান্ডে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করে ।

 

15. করার অপরাধে সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?

ANS:- সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় ।

 

16. নির্বাসনকালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স কত ছিল ?

ANS:- নির্বাসনকালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স ছিল বছর ।

 

17. মোগল সম্রাট বাহাদুর শাহ কোথায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ?

ANS:- মোগল সম্রাট বাহাদুর শাহ রেঙ্গুনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. মহাবিদ্রোহ দমনে সাহায্য করেছিল এমন কয়েকটি দেশীয় শক্তির নাম লেখো ।
  2.  নানাসাহেব কেন বিখ্যাত ?
  3. ১৮৫৭ – র বিদ্রোহকে কি সিপাহি বিদ্রোহ বলা সংগত ?
  4. কবে , কাদের উদ্যোগে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ‘ প্রতিষ্ঠিত হয় ?
  5. বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়)
  6. সভাসমিতির যুগে রাজনৈতিক সভাগুলির বৈশিষ্ট্যগুলি কী ছিল ?

 

রচনাধর্মী প্রশ্ন

 

  1. ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘ সামরিক বিদ্রোহ বলা যায় কী ?
  2. ব্রিটিশ – বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির বিবরণ দাও ।

 

বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়)

 

 

1. বাংলা হরফের প্রথম প্রযুক্তি বিশারদ ছিলেন—

(A) চার্লস উইলকিনস্

(B) উইলিয়াম কেরি

(C) পঞ্চানন কর্মকার

(D) গঙ্গাকিশোর ভট্টাচাৰ্য্য

 

2.যাঁকে ‘ ছাপাখানার জনক ‘ বলা হয় –

(A) জোহানেস গুটেনবার্গকে

(B) জেমস অগাস্টাস হিকিকে

(C) চার্লস উইলকিনস্কে

(D) উইলিয়াম কেরিকে

 

3.জন অ্যান্ড্রুজ সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন –

(A) শ্রীরামপুরে

(B) হুগলিতে

(C) কলকাতায়

(D) খিদিরপুরে

 

4.প্রথম সচিত্র ভারতচন্দ্রের ‘ অন্নদামঙ্গল ‘ গ্রন্থটি প্রকাশ করেন—

(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(B) রামচাঁদ রায়

(C) মদনমোহন তর্কালংকার

(D) গঙ্গাকিশোর ভট্টাচার্য

 

5.রামমোহন রায়ের ‘ কঠোপনিষৎ ‘ প্রকাশিত হয়—

(A) ১৮১৫ খ্রিস্টাব্দে

(B) ১৮১০ খ্রিস্টাব্দে

(C) ১৮১৭ খ্রিস্টাব্দে

(D) ১৮২০ খ্রিস্টাব্দে

 

6.‘ সম্বাদ কৌমুদী ‘ পত্রিকার সম্পাদক ছিলেন –

(A) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

(B) গঙ্গাকিশোর ভট্টাচার্য

(C) রামমোহন রায়

(D) ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

7.ভারতে প্রথম ছাপাখানার প্রতিষ্ঠার কৃতিত্ব হল—

(A) ফরাসিদের

(B) ইংরেজদের

(C) পোর্তুগিজদের

(D) ভারতীয়দের

 

8.আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ ‘ গ্রন্থটি রচনা করেন—

(A) উইলিয়ম জোনস্

(B) ব্রাসি হ্যালহেড

(C) জোনাথান ডানকান

(D) উইলিয়ম কেরি

 

9.‘ আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ ‘ গ্রন্থটি প্রকাশিত হয় –

(A) ১৭৭০ খ্রিস্টাব্দে

(B) ১৭৭২ খ্রিস্টাব্দে

(C) ১৭৭৫ খ্রিস্টাব্দে

(D) ১৭৭৮ খ্রিস্টাব্দে

 

10.‘ আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ ‘ গ্রন্থের বাংলা অক্ষরগুলির ছাঁচ তৈরি করেন—

(A) চার্লস উইলকিনস্

(B) চার্লস কটেজ

(C) চার্লস ফেয়ার

(D) ব্রাসি হ্যালহেড

 

11.‘ আ গ্রামার অব্ দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ ‘ গ্রন্থটি মুদ্রিত বাংলা বইয়ের ক্ষেত্রে ছিল –

(A) প্রথম

(B) তৃতীয়

(C) দ্বিতীয়

(D) চতুর্থ

 

12.হ্যালহেডের বাংলা ব্যাকরণ যেখান থেকে ছাপা হয় –

(A) অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে

(B) বিদ্যাসাগরের ছাপাখানা থেকে

(C) পঞ্চানন কর্মকারের ছাপাখানা থেকে

(D) উইলকিনসের ছাপাখানা থেকে

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

1 . বাংলার গুটেনবার্গ ’ নামে কে পরিচিত ?

ANS:-  চার্লস উইলকিনস্ বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ৷

 

2. বাংলার কোথায় প্রথম ছাপাখানার উদ্ভব হয় ?

ANS:- বাংলার প্রথম ছাপাখানার উদ্ভব হয় হুগলিতে ।

 

3. হ্যালহেড – এর রচিত ব্যাকরণ গ্রন্থটি কোথায় মুদ্রিত হয় ?

ANS:- হ্যালহেড – এর রচিত ব্যাকরণ গ্রন্থটি মুদ্রিত হয় হুগলির জন এন্ড্রুজ – এর ছাপাখানায় ।

 

4. বাংলায় ছাপাখানা উদ্ভবের পিছনে একজন বিখ্যাত পৃষ্ঠপোষকের নাম লেখো ।

ANS:- বাংলায় ছাপাখানা উদ্ভবের পিছনে একজন বিখ্যাত পৃষ্ঠপোষক হলেন ওয়ারেন হেস্টিংস ।

 

5. কোম্পানির প্রেস করে প্রতিষ্ঠিত হয় ?

 ANS:- কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয় ১৭৮০ খ্রিস্টাব্দে ।

 

6. কার উদ্যোগে কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত হয় ?

ANS:- চার্লস উইলকিনস্ – এর উদ্যোগে কোম্পানির প্রেস প্রতিষ্ঠিত ।

 

7. কলকাতায় ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা কে প্রতিষ্ঠা করেন ?

ANS:- কলকাতায় ছাপাখানার জন্য মুদ্রাক্ষর ঢালাই কারখানা প্রতিষ্ঠা করেন চার্লস উইলকিনস্ ।

 

8. চার্লস উইলকিনস্ – এর একজন উল্লেখযোগ্য সহযোগীর নাম লেখো ।

 ANS:- চার্লস উইলকিনস্ – এর একজন উল্লেখযোগ্য সহযোগী পঞ্চানন কর্মকার ।

 

9. পঞ্চানন কর্মকার কী জন্য বিখ্যাত ?

ANS:- পঞ্চানন কর্মকার একজন বিখ্যাত মুদ্রাক্ষর ঢালাইকারী ।

 

10. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?

ANS:- ভারতের প্রথম সংবাদপত্রের নাম ‘ হিকি’জ বেঙ্গল গেজেট ‘ ।

 

11. ‘ হিকি’জ বেঙ্গল গেজেট ’ করে প্রকাশিত হয় ?

ANS:- ‘ হিকি’জ বেঙ্গল গেজেট ‘ প্রকাশিত হয় ২৯ জানুয়ারি , ১৭৮০ খ্রিস্টাব্দে ।

 

12. ‘ ফেরিস অ্যান্ড কোম্পানি ’ কী ?

ANS:- ‘ ফেরিস অ্যান্ড কোম্পানি ‘ উনিশ শতকের কলকাতার একটি বিখ্যাত ছাপাখানা ।

 

13. শ্রীরামপুর মিশন প্রেস করে প্রতিষ্ঠিত হয় ?

ANS:-  শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দে ।

 

14. শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের একজনের নাম লেখো ।

 

ANS:- শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের মধ্যে একজনের নাম হল উইলিয়াম কেরি ।

 

সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. ছাপাখানা কীভাবে গণশিক্ষার প্রসারে সাহায্য করে ?
  2. ফোর্ট উইলিয়াম কলেজ কীভাবে বাংলা মুদ্রণশিল্পে গতি এনেছিল ।
  3.  বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল ?
  4. চার্লস উইলকিনস বিখ্যাত কেন ?
  5. প্রকাশনা জগতে ‘ বর্ণপরিচয় ‘ – এর গুরুত্ব কী ?

রচনাধর্মী প্রশ্ন

 

 

  1. উনিশ শতকের প্রথম তিন দশকে বাংলার মিশনারি প্রেসগুলির মুদ্রণ ব্যবস্থা বিশ্লেষণ করো । এই পর্বের অন্যান্য ছাপাখানাগুলির বিভিন্ন দিক ব্যাখ্যা করো ।
  2. ভারতের বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের অবদান কী ?

 

বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (ষষ্ঠ অধ্যায়)

 

1.সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন –

(A) রবীন্দ্রনাথ ঠাকুর

(B) কৃষ্ণকুমার মিত্র

(C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(D) অরবিন্দ ঘোষ

 

2. বঙ্গভঙ্গ – বিরোধী আন্দোলনকে এলিটিস্ট ( Elitist ) আন্দোলন বলেছেন , ঐতিহাসিক –

 (A) জে আর ম্যাকলেন

(B) উইল ডুরান্ট

(C) ড . সুমিত সরকার

(D) আর . এস . ত্রিপাঠী

 

3.বঙ্গভঙ্গ রদ করা হয়—

(A) ১৯০৬ খ্রিস্টাব্দে

(B) ১৯০৮ খ্রিস্টাব্দে

(C) ১৯০৯ খ্রিস্টাব্দে

(D) ১৯১১ খ্রিস্টাব্দে

 

4.ভারতে গান্ধিজির দ্বিতীয় সত্যাগ্রহটি হল –

(A) চম্পারণ সত্যাগ্রহ

(B) আমেদাবাদ সত্যাগ্রহ

(C) বারদৌলি সত্যাগ্রহ

(D) খেদা সত্যাগ্রহ

 

5.আমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে –

(A) ১৫ শতাংশ

(B) ২৫ শতাংশ

(C) ৩০ শতাংশ

(D) ৩৫ শতাংশ

 

6.গান্ধিজির নেতৃত্বে ভারতে তৃতীয় সত্যাগ্রহটি হল—

(A) চম্পারণ সত্যাগ্রহ

(B) বারদৌলি সত্যাগ্রহ

(C) আমেদাবাদ সত্যাগ্রহ

(D) খেদা সত্যাগ্রহ

 

7.গান্ধিজির নেতৃত্বে খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়—

(A) ১৯১৭ খ্রিস্টাব্দে

(B) ১৯১৮ খ্রিস্টাব্দে

(C) ১৯১৯ খ্রিস্টাব্দে

(D) ১৯২০ খ্রিস্টাব্দে

 

8.ইন্দুলাল যাজ্ঞিক যুক্ত ছিলেন—

(A) খেদা সত্যাগ্রহে

(B) চম্পারণ সত্যাগ্রহে

(C) আমেদাবাদ সত্যাগ্রহে

(D) বারদৌলি সত্যাগ্রহে

 

9.গান্ধিজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত ও গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটান , সেটি হল—

(A) খেদা সত্যাগ্রহ

(B) আমেদাবাদ সত্যাগ্রহ

(C) অহিংস সত্যাগ্রহ

(D) চম্পারণ সত্যাগ্রহ

 

10.ভারতের গান্ধিজির প্রথম সত্যাগ্রহটি হল –

(A) খেদা সত্যাগ্রহ

(B) আমেদাবাদ সত্যাগ্রহ

(C) বারদৌলি সত্যাগ্রহ

(D) চম্পারণ সত্যাগ্রহ

 

11.‘ তিন কাঠিয়া ‘ প্রথার অর্থ হল –

(A) বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীলচাষ করা

(B) কৃষকদের বাধ্যতামূলক তিন কাঠা জমি থাকা

(C) বিঘা প্রতি তিন কাঠা জমি পতিত রাখা

(D) কাঠা প্রতি তিন পয়সা কর দেওয়া

 

12.‘ তিনকাঠিয়া প্রথা ‘ যে চাষের সঙ্গে যুক্ত ছিল তা হল –

(A) আফিং চাষ

(B) নীল চাষ

(C) পাট চাষ

(D) তুলা চাষ

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

1 . ভারতের কোন রাজনৈতিক আন্দোলনে গান্ধিজি প্রথম সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করেন ?

ANS:-  গান্ধিজি বিহারের চম্পারণে ( ১৯১৭ খ্রিস্টাব্দ ) প্রথম সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করেন ।

 

2. মহাত্মা গান্ধির রাজনৈতিক গুরু কে ছিলেন ?

ANS:- মহাত্মা গান্ধির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ গোখলে ।

 

3. বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল ?

ANS:-  বারদৌলি সত্যাগ্রহ ১৯২৮ খ্রিস্টাব্দে হয়েছিল ।

 

4. কে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন ?

ANS:-  বক্সবভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন ।

 

5. আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?

ANS:- আইন অমান্য আন্দোলনের প্রধান নেতা ছিলেন মহাত্মা গান্ধি ।

 

6. কংগ্রেস ওয়ার্কিং কমিটি ১৯৩০ খ্রিস্টাব্দে কোথায় খাজনা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেয় ?

ANS:- কংগ্রেস ওয়ার্কিং কমিটি ১৯৩০ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে খাজনা দেওয়া বন্ধ করে দেয় ।

 

7. বাংলার কৃষক প্রজা পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ?

ANS:-  বাংলার কৃষক – প্রজা পার্টি ১৯২৯ খ্রিস্টাব্দে ( ৪ জুলাই ) প্রতিষ্ঠিত হয় ।

 

8. কত খ্রিস্টাব্দে ‘ চম্পারণ কৃষি বিল ‘ পাস হয় ?

ANS:- ১৯১৭ খ্রিস্টাব্দে ‘ চম্পারণ কৃষি বিল ‘ পাস হয় ।

 

9. খেদা সত্যাগ্রহে গান্ধিজির সহযোগী কারা ছিলেন ?

ANS:- খেদা সত্যাগ্রহে গান্ধিজির সহযোগী ছিলেন বল্লভভাই প্যাটেল এবং ইন্দুলাল যাজ্ঞিক ।

 

10. ‘ চম্পারণ সত্যাগ্রহ হল সর্বভারতীয় নেতা হিসেবে গান্ধিজির উত্থানের প্রথম পদক্ষেপ ‘ — উক্তিটি কার ?

ANS:- আলোচ্য উক্তিটি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের ।

 

11. অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কার নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়েছিল ?

ANS:- অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়েছিল ।

 

12. অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংঘটিত কৃষক আন্দোলনটির নাম কী ?

ANS:- অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংঘটিত কৃষক আন্দোলনটির নাম মোপলা বিদ্রোহ ।

 

13. গোদাবরী অঞ্চলে আদিবাসী কৃষক বিদ্রোহ ( ১৯২২-২৪ খ্রি . ) কী নামে পরিচিত ?

ANS:-  গোদাবরী অঞ্চলে আদিবাসী কৃষক বিদ্রোহ রাম্পা বিদ্রোহ নামে পরিচিত ।

 

14. রাম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন ?

ANS:-  রাম্পা বিদ্রোহের নেতা ছিলেন আব্বুরি সীতারাম রাজু ।

 

15. অসহযোগ আন্দোলনকালে ঝিঙ্গুরি সিং ও দুর্গাপাল সিং কোন্ অঞ্চলের কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন ?

ANS:-  অসহযোগ আন্দোলনকালে ঝিঙ্গুরি সিং ও দুর্গাপাল সিং রায়বেরিলি প্রতাপগড় কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন ।

 

16. মতিলাল তেজাওয়াত কে ?

ANS:- মতিলাল তেজাওয়াত মেবারের ভিল উপজাতিদের নেতা ছিলেন ।

 

17. ‘ নিপীড়িত মানবাত্মার প্রতীক ’ কাকে বলা হয় ?

ANS:-  মহাত্মা গান্ধিকে ‘ নিপীড়িত মানবাত্মার প্রতীক ‘ বলা হয় ।

 

18. নিপীড়িত মানবাত্মার প্রতীক ’ কাকে বলা হয় ?

ANS:- মহাত্মা গান্ধিকে ‘ নিপীড়িত মানবাত্মার প্রতীক ‘ বলা হয় ।

 

19. একা কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল ?

ANS:- মাদারি পাশি একা কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ।

 

20. ‘ একা ’ আন্দোলন কোথায় হয়েছিল ?

ANS:- একা আন্দোলন উত্তরপ্রদেশে হয়েছিল ।

 

21. বারদৌলি সত্যাগ্রহ ‘ কোথায় হয়েছিল ?

ANS:- বারদৌলি সত্যাগ্রহ গুজরাটের বারদৌলিতে হয়েছিল ।

 

22. বাংলায় ‘ কৃষক প্রজাপার্টি ’ কে প্রতিষ্ঠা করেন ?

ANS:- বাংলায় ‘ কৃষক প্রজাপাটি ‘ প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক ।

 

23. বাংলার কৃষক প্রজা পার্টির প্রতীক কী ছিল ?

ANS:- বাংলার কৃষক – প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল ।

 

24. ১৯৩৪ খ্রিস্টাব্দে বাংলার কৃষক প্রজা পার্টির সভাপতি কে হন ?

ANS:- ১৯৩৪ খ্রিস্টাব্দে বাংলার কৃষক প্রজা পার্টির সভাপতি এ কে ফজলুল হক ।

 

25. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?

ANS:- ভারত ছাড়ো আন্দোলন ৮-৯ আগস্ট , ১৯৪২ খ্রিস্টাব্দে শুরু হয় ।

 

26. তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন ?

ANS:- তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত ।

সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. বঙ্গভঙ্গ – বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণি পিছিয়ে ছিল কেন ?
  2. রাম্পা বিদ্রোহ কী ?
  3. আইন অমান্য আন্দোলন ‘ বলতে কী বোঝ ?
  4. তিনকাঠিয়া প্রথা ‘ কী ?
  5. ভারত ছাড়ো আন্দোলন কেন হয় ?
  6. শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্বদেশি আন্দোলনকে দিকচিহ্ন বলা হয় কেন ?
  7. স্বদেশি আন্দোলনের যুগে কয়েকজন নেতার নাম লেখো , যাঁরা শ্রমিক সংগঠনে এগিয়ে এসেছিলেন ?

রচনা ধর্মী

 

  1. ভারত ছাড়ো আন্দোলনকালে বিহার ও বাংলার কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো । অন্যান্য রাজ্যে এই আন্দোলনের বিস্তার কেমন ছিল ?
  2. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলন প্রসার সম্পর্কে আলোচনা করো ।
  3. ১৯২০ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে শ্রমিক আন্দোলনের বিবর্তন উল্লেখ করো ।

 

বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (সপ্তম অধ্যায়)

 

 

 

1.সুপ্রভাত ‘ পত্রিকা সম্পাদনা করেন—

(A) স্বর্ণকুমারী দেবী

(B) কুমুদিনী মিত্র

(C) সরলাদেবী চৌধুরানি

(D) লীলা নাগ ( রায় )

 

2.‘ ভারত স্ত্রী মহামণ্ডল ‘ প্রতিষ্ঠা করেন –

(A) বাসন্তী দেবী

(B) উর্মিলা দেবী

(C) সরলাদেবী চৌধুরানি

(D) সুনীতি দেবী

 

3.দেশসেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয় –

(A) বাংলায়

(B) উড়িষ্যায়

(C) দিল্লিতে

(D) মহারাষ্ট্রে

 

4.গান্ধিজির ডান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিলেন –

(A) ৭৮ জন

(B) ৭৯ জন

(C) ৮০ জন

(D) ৮২ জন

 

5.আইন অমান্য আন্দোলনকালে ধরসনা লবণ গলা অভিযানের নেতৃত্ব দেন –

(A) কমলাদেবী চট্টোপাধ্যায়

(B) সরোজিনী নাইডু

(C) দুর্গাবাই দেশমুখ

(D) বিজয়লক্ষ্মী পণ্ডিত

 

6.ওয়াডালা লবণ কারখানায় বিক্ষোভে যিনি নেতৃত্ব দেন –

(A) সরোজিনী নাইডু

(B) বাসন্তী দেবী

(C) কমলাদেবী চট্টোপাধ্যায়

(D) কমলা নেহরু

 

7.বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়—

(A) ১৮৫৬ খ্রিস্টাব্দে

(B) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(C) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(D) ১৮৫৯ খ্রিস্টাব্দে

 

8.‘ এজ অব কনসেন্ট ‘ বিল প্রকাশিত হয় –

(A) ১৮৯৪ খ্রিস্টাব্দে

(B) ১৯০০ খ্রিস্টাব্দে

(C) ১৮৯১ খ্রিস্টাব্দে

(D) ১৮৯৮ খ্রিস্টাব্দে

 

9.‘ ভারতমাতা ‘ ছবিটি আঁকেন—

(A) রবীন্দ্রনাথ ঠাকুর

(B) অবনীন্দ্রনাথ ঠাকুর

(C) গগনেন্দ্রনাথ ঠাকুর

(D) নন্দলাল বসু

 

10.বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল –

(A) ১৯০৪ খ্রিস্টাব্দে

(B) ১৯০৫ খ্রিস্টাব্দে

(C) ১৯০৬ খ্রিস্টাব্দে

(D) ১৯১১ খ্রিস্টাব্দে

 

11.সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন –

(A) কৃষ্ণকুমার মিত্র

(B) অমরেন্দ্র দাস

(C) চিত্তরঞ্জন দাশ

(D) অরবিন্দ ঘোষ

 

12.স্বদেশি আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী ছিলেন –

(A) পদ্মজা নাইডু

(B) সরোজিনী নাইডু

(C) অরুণা আসফ আলি

(D) সরলাদেবী চৌধুরানি

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

1 . কুমুদিনী মিত্র কে ছিলেন ?

ANS:- কুমুদিনী মিত্র ছিলেন স্বদেশি আন্দোলনের নেতা কৃষ্ণকুমার মিত্রের কন্যা ।

 

2. ‘ সুপ্রভাত ‘ পত্রিকাটি কে সম্পাদনা করেন ?

ANS:- ‘ সুপ্রভাত ‘ পত্রিকাটি সম্পাদনা করেন কুমুদিনী মিত্র ।

 

3. ফেডারেশন হলের ভিত্তি করে স্থাপিত হয় ?

ANS:- ফেডারেশন হলের ভিত্তি স্থাপিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর ।

 

4. বঙ্গভঙ্গ কালে বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অপরাধে কে গ্রেফতার হন ?

ANS:- বঙ্গভঙ্গ কালে বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অপরাধে গ্রেফতার হন ননীবালা দেবী ।

 

5. বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় ?

ANS:- বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর ।

 

6. কে বঙ্গভঙ্গ কার্যকরের দিন ‘ অরন্ধন ‘ পালনের আহ্বান জানান ?

ANS:- বঙ্গভঙ্গ কার্যকরের দিন ‘ অরন্ধন ’ পালনের আহ্বান জানান রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ।

 

7. কে স্বদেশি আন্দোলনকালে গোপনে বিপ্লবীদের অস্ত্র লুকিয়ে রাখতেন ও সরবরাহ করতেন ?

ANS:- ননীবালা দেবী স্বদেশি আন্দোলনকালে গোপনে বিপ্লবীদের অস্ত্র লুকিয়ে রাখতেন ও সরবরাহ করতেন ।

 

8. ‘ ভারত স্ত্রী মহামণ্ডল ‘ কবে প্রতিষ্ঠিত হয় ?

ANS:- ‘ ভারত স্ত্রী মহামণ্ডল ’ প্রতিষ্ঠিত হয় ১৯১১ খ্রিস্টাব্দে ।

 

9. বঙ্গলক্ষ্মীর ব্রতকথা ‘ কে রচনা করেন ?

ANS:- বঙ্গলক্ষ্মীর ব্রতকথা ’ রচনা করেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ।

 

10. স্বদেশি আন্দোলনকালে কোনো নারী দেশের জন্য দুঃসাহসিক কাজ করলে কী উপাধি পেতেন ?

ANS:- স্বদেশি আন্দোলনকালে কোনো নারী দেশের জন্য দুঃসাহসিক কাজ করলে ‘ বঙ্গলক্ষ্মী ‘ উপাধি পেতেন ।

 

11. সরলাদেবী চৌধুরানি কে ছিলেন?

ANS:- সরলাদেবী চৌধুরানি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনি , স্বর্ণকুমারী দেবীর কন্যা ।

 

12. ‘ বীরাষ্টমী ব্রত ’ কে প্রবর্তন করেন ?

ANS:- বীরাষ্টমী ব্রত ’ প্রবর্তন করেন সরলাদেবী চৌধুরানি ।

 

13. প্রতাপাদিত্য উৎসব কে প্রবর্তন করেন ?

ANS:-  প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন সরলাদেবী চৌধুরানি ।

 

14. স্বদেশি আন্দোলনের সময় ‘ লক্ষ্মীর ভাণ্ডার ’ কে প্রতিষ্ঠা করেন ?

ANS:- স্বদেশি আন্দোলনের সময় ‘ লক্ষ্মীর ভাণ্ডার ’ প্রতিষ্ঠা করেন । সরলাদেবী চৌধুরানি ।

 

15. কোন্ কবি বঙ্গনারীকে রেশমি চুড়ি ছাড়ার পরামর্শ দেন ?

ANS:- কবি মুকুন্দ দাস বঙ্গনারীকে রেশমি চুড়ি ছাড়ার পরামর্শ দেন ।

 

16. নারীকল্যাণমূলক দুটি পত্রিকার নাম লেখো ।

ANS:- নারীকল্যাণমূলক দুটি পত্রিকা ‘ বামাবোধিনী পত্রিকা ‘ এবং ‘ জয়শ্রী পত্রিকা ‘ ।

 

17. জাতীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী দুজন নেত্রীর নাম লেখো ।

ANS:-  জাতীয় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী দুজন নেত্রী সরোজিনী নাইডু ও মুথুলক্ষ্মী রেড্ডি ।

 

18. ভারতের নাইটিঙ্গেল ‘ বা ‘ ভারতের বুলবুল ‘ নামে কে পরিচিত ?

ANS:-  সরোজিনী নাইডু ‘ ভারতের নাইটিঙ্গেল ‘ নামে পরিচিত ।

 

19. নারীরা ভোটাধিকার অর্জনের জন্য কবে আন্দোলন করেন ?

ANS:- নারীরা ভোটাধিকার অর্জনের জন্য আন্দোলন করেন ১৯১৭ খ্রিস্টাব্দের ১৮ ডিসেম্বর ।

 

20. নারীর ভোটাধিকার আন্দোলনে নেতৃত্ব কে দেন ?

ANS:- নারীর ভোটাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন সরোজিনী

সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন ?
  2. ‘ অ্যান্টি সার্কুলার সোসাইটি ‘ কেন স্থাপিত হয় ?
  3. কে , কবে , কোথায় মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ? মিলন মন্দির স্থাপনের উদ্দেশ্য কী ছিল ?
  4. বঙ্গভঙ্গ আন্দোলনে সরলাদেবী চৌধুরানির ভূমিকা কীরূপ ছিল ?
  5. আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের কর্মসূচি কী ছিল ?
  6. ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি কী ছিল ?

রচনাধর্মী প্রশ্ন

 

  1. স্বদেশি আন্দোলনে বাংলার নারীসমাজের কী ভূমিকা ছিল ?
  2. অহিংস অসহযোগ আন্দোলনে নারীর ভূমিকা কী ছিল ?

 

উত্তর- ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) (অষ্টম অধ্যায়)

 

1.বাংলায় ফরাসিদের উপনিবেশ ছিল—

(A) চট্টগ্রাম

(B) চন্দননগর

(C) কলকাতা

(D) মুরশিদাবাদ

 

2.গোয়া ভারতভুক্ত হয়—

(A) ১৯৫৬ খ্রিস্টাব্দে

(B) ১৯৬১ খ্রিস্টাব্দে

(C) ১৯৭১ খ্রিস্টাব্দে

(D) ১৯৪৯ খ্রিস্টাব্দে

 

3.জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়—

(A) ভারতে

(B) কাশ্মীরে

(C) পাকিস্তানে

(D) হায়দরাবাদে

 

4.পাকিস্তান রাষ্ট্রটির যে দুটি অংশ ছিল—

(A) পূর্ব ও পশ্চিম পাকিস্তান

(B) পূর্ব ও উত্তর পাকিস্তান

(C) উত্তর ও দক্ষিণ পাকিস্তান

(D) দক্ষিণ ও পশ্চিম পাকিস্তান

 

 

5.পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশের ভাষা ছিল –

(A) হিন্দি

(B) বাংলা

(C) উর্দু

(D) ফারসি

 

6.পাকিস্তান ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল হল –

(A) মহঃ আয়ুব খান

(B) মহম্মদ আলি জিন্না

(C) মৌলানা আব্দুল কালাম আজাদ

(D) লর্ড মাউন্টব্যাটেন

 

7.ভারতের স্বাধীনতা আইন পাস হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের—

(A) ১৮ জুলাই

(B) ১৪ আগস্ট

(C) ২৬ জুলাই

(D) ১৫ আগস্ট

 

 

8.ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের গণপরিষদের বিশেষ অধিবেশন বসেছিল –

(A) ১২-১৩ আগস্ট

(B) ১৩- ১৪ আগস্ট

(C) ১৪-১৫ আগস্ট

(D) ১৫-১৬ আগস্ট

 

9.ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন –

(A) জওহরলাল নেহরু

(B) কে . এম . মুন্সী

(C) মহাত্মা গান্ধি

(D) ড . রাজেন্দ্রপ্রসাদ

 

10.‘ রাজাকার ’ বাহিনী গড়ে তোলেন—

(A) জেনারেল জে . এন . চৌধুরী

(B) কাশেম রেজভি

(C) নওয়াজ শরিফ

(D) শেখ আবদুল্লাহ

 

11.হায়দরাবাদের অধিবাসীদের সর্বাধিক সংখ্যক জনগণ ছিলেন –

(A) হিন্দু

(B) বৌদ্ধ

(C) মুসলিম

(D) খ্রিস্টান

 

12.ভারত বিভাজনের প্রস্তাব দিয়েছিলেন –

(A) লর্ড ওয়াভেল

(B) লর্ড ওয়েলিংডন

(C) লর্ড মাউন্টব্যাটেন

(D) লর্ড আরউইন

 

13.ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল—

(A) ওয়াভেল পরিকল্পনায়

(B) মন্ত্রী মিশনের পরিকল্পনায়

(C) মাউন্টব্যাটেন পরিকল্পনায়

(D) রাজাজি সূত্রে

 

 

14.ভারতে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দের—

(A) ২ সেপ্টেম্বর

(B) ২৫ অক্টোবর

(C) ২৪ সেপ্টেম্বর

(D) ২৮ অক্টোবর

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

1 . স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল ?

ANS:- স্বাধীনতার প্রাক্কালে ভারতে ৫৬২ টি দেশীয় রাজ্য ছিল ।

 

2. ভারতের লৌহমানব ‘ নামে কে পরিচিত ?

ANS:-  সর্দার বল্লভভাই প্যাটেল ‘ ভারতের লৌহমানব ‘ নামে পরিচিত ।

 

3. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?

ANS:- স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ।

 

4. দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ব্যাপারে কোন ব্রিটিশ প্রশাসক ভারতীয়দের সাহায্য করেন ।

ANS:- দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ব্যাপারে লর্ড মাউন্টব্যাটেন ভারতীয়দের সাহায্য করেন ।

 

5. ভারতের স্বাধীনতা আইন করে অনুমোদিত হয় ?

ANS:- ভারতের স্বাধীনতা আইন পাস করা হয় ১৮ জুলাই , ১৯৪৭ খ্রিস্টাব্দে ।

 

6. কবে স্বাধীন ভারত গঠিত হয় ?

ANS:- স্বাধীন ভারত গঠিত হয় ১৫ আগস্ট , ১৯৪৭ খ্রিস্টাব্দে ।

 

7. ঔপনিবেশিক ভারত বলতে কী বোঝায় ?

ANS:- ঔপনিবেশিক ভারত বলতে বোঝায় স্বাধীনতা লাভের পরবর্তীকালের ভারতকে ।

 

8. ভারতে কবে সংবিধান কার্যকরী হয় ?

ANS:- ভারতে ২৬ জানুয়ারি , ১৯৫০ খ্রিস্টাব্দে সংবিধান কার্যকরী হয় ।

 

9. কোন্ দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে পালিত হয় ?

ANS:- ২৬ জানুয়ারি দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস রূপে পালিত হয় ।

 

10. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ?

ANS:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল জওহরলাল নেহরু ।

 

11. ভি . পি . মেনন কে ছিলেন ?

ANS:- ডি . পি . মেনন ছিলেন ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ।

 

12. দেশীয় রাজা দপ্তর করে খোলা হয় ?

ANS:- দেশীয় রাজ্য দপ্তর খোলা হয় জুন , ১৯৪৭ খ্রিস্টাব্দে ।

 

13. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে কার কৃতিত্ব ছিল সর্বাধিক ?

ANS:- দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্বাধিক কৃতিত্ব ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের ।

 

14. সর্দার বল্লভভাই প্যাটেল মোট কয়টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন ?

ANS:- সর্দার বল্লভভাই প্যাটেল মোট ৫৬২ টি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন ।

 

15. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম কী ছিল ?

ANS:- দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম ‘ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন ‘ ।

 

16. ‘ প্রিভি পার্স ’ কী ?

ANS:- ভারত সরকারের পক্ষ থেকে ভারতে যোগদানকারী রাজাদের রাজকীয় বৃত্তি ও খেতাব রক্ষার কথা বলা হয় । এই বৃত্তি ‘ প্ৰিভি পার্স ‘ নামে পরিচিত ।

 

17. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি কে ছিলেন ?

ANS:-  স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপতি ছিলেন জেনারেল জয়ন্তনাথ চৌধুরি ।

সংক্ষিপ্ত প্রশ্ন

 

  1. দেশীয় রাজাগুলির ভারতভুক্তির দুটি কারণ লেখো ।
  2. দেশীয় রাজ্য বলতে কী বোঝায় ?
  3. আজাদ কাশ্মীর ’ কী ?
  4. কাকে , কেন ভারতের ‘ লৌহ মানব ‘ বলা হয় ?
  5. ভারত বিভাজন কী অবশ্যম্ভাবী ছিল ?
  6. হায়দরাবাদের ভারতভুক্তির গুরুত্ব কী ?

রচনাধর্মী প্রশ্ন

 

  1. দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ও পুনর্গঠনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা কী ছিল ?
  2. ভারতীয় স্বাধীনতা আইন সম্পর্কে একটি টীকা লেখো ।