WBPSC Clerkship Previous Year Question Paper 2007 | WBPSC Clerkship 2007 Question Paper with Answer | WBPSC Clerkship 2007 Question Paper | WBPSC Clerkship Question Paper 2007 2nd Half | PSC Clerkship Exam | PSC Clerkship 2007 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2007 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2007 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ | পিএসসি ক্লার্কশিপ 2007 প্রশ্নপত্র উত্তর সহ
PSC Clerkship 2023 Recruitment সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
WBPSC Clerkship Previous Year Question Paper 2007
WBPSC Clerkship Examination, [Held on 15/06/2008]
2007
(2nd Half)
[Time: 1 hour 30 mins Marks: 100]
- ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন –
(A)অ্যানি বেসান্ত
(B) সরোজিনী নাইডু
(C) নেল্লি সেনগুপ্ত
(D) অরুনা আসফ আলী
- 2007-2008 এর ইকনমিক সার্ভে অনুসারে ভারতের বিদেশ বানিজ্যের সবচেয়ে বড়ো অংশীদার হল –
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) রাশিয়া
(C) চীন
(D) ব্রিটেন
- যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হল –
(A) নাইট্রোজেন
(B) হাইড্রোজেন
(C) হিলিয়াম
(D) নিয়ন
4. নীল দর্পণ নাটকের রচয়িতা ছিলেন-
(A) মাইকেল মধূসূদন দত্ত
(B) দীনবন্ধু মিত্র
(C) দ্বিজেন্দ্রলাল রায়
(D) গিরিশ্চন্দ্র ঘোষ
- 60 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট কোন আয়তাকার খেলার মাথের ভিতরের চার দিকে 2 মিটার চওড়া একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত?
(A) 348 বর্গ মি
(B) 384 বর্গ মি
(C) 380 বর্গ মি
(D) 388 বর্গ মি
- নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত-মারকিন কৌশলগত অংশীদারির পরবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না?
(A) উচ্চ প্রযুক্তি বানিজ্য
(B) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা
(C) মহাকাশ বিষয়ক সহযোগিতা
(D) এইডস নিবারণ
- 8 মিটার এবং 15 মিটার বাহু-বিশিস্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত?
(A) 17 মি
(B) 34 মি
(C) 68 মি
(D) 289 মি
8. একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি –
(A) দ্বিগুণ হয়
(B) চারগুন হয়
(C) অর্ধেক হয়
(D) এক চতুর্থাংশ
- ভারতীয় বিপ্লবীদের জননীরুপে খ্যাত ছিলেন –
(A) ভগিনী নিবেদিতা
(B) মাদাম কামা
(C) অ্যানি বেসান্ত
(D) মাতঙ্গিনী হাজরা
- প্রথম ভারতীয় উইকেট-কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন –
(A) সৈয়দ কিরমানি
(B) ফারুক ইঞ্জিনিয়ার
(C) কিরণ মোরে
(D) মাহেন্দ্রা সিং ধোনি
- আলোক-রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোন হয় –
(A) 0°
(B) 90°
(C) 30°
(D) 45°
- কত টাকা বার্ষিক 12% হারে আড়াই বছর সুদে-আসলে 1300 টাকা হবে?
(A) 900 টাকা
(B) 1000 টাকা
(C) 1100 টাকা
(D) 1200 টাকা
- ডেকান ট্রাপ ________ শিলায় গঠিত।
(A) ব্যাসল্ট
(B) গ্রানাইট
(C) নাইস
(D) ল্যাটেরাইট
14. কোন দ্রব্য 1350 টাকায় বিক্রি করে 150 টাকা ক্ষতি হল। শতকরা ক্ষতির পরিমাণ কত?
(A) 8%
(B) 9%
(C) 10%
(D) 11%
- ICL এ লাহোর বাদশাজ দলের নেতৃত্বে দিয়েছিলেন –
(A) ইমরান ফারহাত
(B) শাহিদ আফ্রিদি
(C) শোয়েব মালিক
(D) ইনজামাম-উল-হক
- কোন ভগ্নাংশ 5/8 হতে যত বড়ো, ¾ হতে তত ছোটো। ভগ্নাংশটি কত?
(A) 3/8
(B) 3/16
(C) 11/16
(D) 13/16
- থর মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলিকে বলা হয় –
(A) মরুস্থলী
(B) বারখান
(C) ধ্রিয়ান
(D) সীফ
- চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হল –
(A) 1000
(B) 1042
(C) 1024
(D) 1100
- প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে 200 টাকা 3 বছরে সুদে –মুলে কত হবে?
(A) 200 টাকা
(B) 72 টাকা
(C) 272 টাকা
(D) 250 টাকা
- আগা খান কাপ দেওয়া হয় যে খেলায় –
(A) দাবা
(B) হকি
(C) ফুটবল
(D) টেবিল টেনিস
WBPSC Clerkship Previous Year Question Paper 2007
- ছোটোনাগপুর একটি _____ মালভূমি।
(A) পর্বত বেষ্টিত
(B) ব্যবচ্ছিন্ন
(C) মরু
(D) লাভা
- বার্ষিক 7^1/2% হার সুদে 400 টাকার 2 বছর 6 মাসে সুদ কত?
(A) 65 টাকা
(B) 70 টাকা
(C) 75 টাকা
(D) 80 টাকা
- কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 486 কে গুন করলে গুনফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
(A) ২
(B) 3
(C) 4
(D) 6
- বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুল গুলির সংখ্যা –
(A) 2
(B) 4
(C) 5
(D) 7
25. ভারতীয় বানিজ্যিক রাজধানী হল –
(A) মুম্বাই
(B) দিল্লী
(C) কলকাতা
(D) চেন্নাই
- 12% হার সুদে কত বছরে কোন টাকা আসলের দ্বিগুণ হয়?
(A) 8 বছর
(B) 8 পূর্ণ 1/3 বছর
(C) 8 পূর্ণ 1/2 বছর
(D) 8 পূর্ণ 1/4 বছর
- নর্মদার উৎপত্তি হল –
(A) সাতপুরা
(B) মহাদেব পাহাড়
(C) অমরকণ্টক
(D) মহেন্দ্রগিরি
- বার্ষিক 5% হারে সুদে কোন আসলের প্রতিদিনের সুদ 1 টাকা হয়?
(A) 7300
(B) 7030
(C) 7003
(D) 7303
- রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার প্রাপক একমাত্র ক্রিকেটার হলেন –
(A) সুনীল গাওস্কর
(B) কপিল দেব
(C) রাহুল দ্রাবিড়
(D) শচীন তেন্ডুল্কার
- সহ্যাদ্রি পর্বতের একটি ফাঁক হল –
(A) পালঘাট
(B) থলঘাট
(C) পশ্চিমঘাট
(D) পূর্বঘাট
- একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুন করলে গুনফল 172225 হয়। সংখ্যাটি হল –
(A) 400
(B) 415
(C) 420
(D) 425
- চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় কর যা 135 দ্বারা বিভাজ্য হবে।
(A) 9999
(B) 9099
(C) 9990
(D) 9009
- ভারতীয় সিনেমার জগতে ‘ট্র্যাজেডী রানী’ নামে পরিচিত?
(A) মধুবালা
(B) রেখা
(C) মীনা কুমারী
(D) হেমা মালিনী
- রেগুর মৃত্তিকা ________ এ সমৃদ্ধ।
(A) চুণ
(B) জৈব পদার্থ
(C) লৌহ
(D) লবণ
- 425 টাকার 5 বছরের সুদ 21.25 টাকা। সুদের হার কত?
(A) 1%
(B) 1.25%
(C) 1.50%
(D) 1.75%
- 49/27 কে সবচেয়ে ছোটো কোন অখন্ড সংখ্যা দিয়ে গুন করলে গুনফলটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ সংখ্যা হবে?
(A) 3
(B) 5
(C) 7
(D) 9
- মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
(A) সমাজসেবা
(B) উচ্চাঙ্গ সঙ্গীত
(C) উচ্চাঙ্গ নৃত্য
(D) খেলা
38.
(A)1
(B) 0
(C) x
(D) 1+x
- দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হল –
(A) চেন্নাই
(B) কোয়াম্বাটুর
(C) পন্ডিচেরী
(D) মহীশূর
- আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
(A) বেহালা
(B) সেতার
(C) বীণা
(D) সারোদ
WBPSC Clerkship Previous Year Question Paper 2007
41. 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে?
(A) 20 সেকেন্ড
(B) 24 সেকেন্ড
(C) 27 সেকেন্ড
(D) 30 সেকেন্ড
- দুটি সংখ্যার অনুপাত 4:7 এবং তাদের পার্থক্য 18। বড় সংখ্যাটি কত?
(A) 24
(B) 42
(C) 12
(D) 21
43. কৃত্রিম তন্তু _______ শিল্প উৎপাদিত দ্রব্য।
(A) কার্পাস বয়ন
(B) পাট
(C) রেশম
(D) পেট্রো রাসায়নিক
44. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4/5 এবং 1/5 একটি সংখ্যার অন্যোনক 6 পূর্ণ 1/4 হলে অন্য সংখ্যাটি –
(A) 16/625
(B) 1
(C) 25
(D) 625/16
45. কমল হাসান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
(A) চলচ্চিত্র
(B) সঙ্গীত
(C) শিক্ষা
(D) শিল্প
46. 4 জন লোক প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে 8 দিনে একটি কাজ করতে পারে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কত জন লোকে সেই কাজটি 4 দিনে শেষ করতে পারবে?
(A) 7 জন
(B) 8 জন
(C) 9 জন
(D) 10 জন
47. ভারতের শ্রেষ্ঠ অভ্র বলয় কোথায় অবস্থিত?
(A) রাঁচি
(B) রাখা পাহাড়
(C) কোডারমা
(D) ঘাটশিলা
48. কোন স্কুলে শিক্ষক এবং শিক্ষিকার অনুপাত 5:8, যদি শিক্ষিকার সংখ্যা 56 হয় তবে মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা কত?
(A) 35
(B) 65
(C) 70
(D) 91
- বিলায়েত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
(A) ছবি আঁকা
(B) উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত
(C) লঘু সঙ্গীত
(D) যন্ত্র সঙ্গীত
- উগো শাভেজ যে দেশের রাষ্ট্রপতি –
(A) নিকারাগুয়া
(B) ব্রাজিল
(C) ভেনেজুয়েলা
D) কলম্বিয়া
51. একটি ক্যাম্পে 250 জন ছাত্রের 18 দিনের খাদ্য ছিল। যদি আরও 50 জন বাড়তি ছাত্র আসে তবে ওই খাদ্যে কত দিন চলবে?
(A) ১৫ দিন
(B) ১২ দিন
(C) ১৬ দিন
(D) ২০ দিন
52. দুটি সংখ্যার গুনফল 45 এবং সংখ্যা দুটির বর্গের যোগফল 106, সংখ্যা দুটি হল –
(A) 5, 9
(B) 3, 15
(C) 45, 1
(D) 12, 4
53. সমঝোতা এক্সপ্রেস ছাড়া অন্য যে ট্রেন ভারত-পাকিস্তানের মধ্যে সংযোগ রাখে –
(A) থর এক্সপ্রেস
(B) মৈত্রী এক্সপ্রেস
(C) দিল্লী- ইসলামাবাদ এক্সপ্রেস
(D) উপরের কোণটিই নয়
54. ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়?
(A) যকৃৎ
(B) প্লীহা
(C) হৃৎপিণ্ড
(D) পাকস্থলী
55. A, B ও C প্রত্যেকে একটি কাজ যথাক্রমে 6 দিন 8 দিন এবং 12 দিনে করতে হবে। তাঁরা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে?
(A) 2 পূর্ণ 1/4 দিন
(B) 3 পূর্ণ 1/2 দিন
(C) 3 পূর্ণ 1/3 দিন
(D)2 পূর্ণ 2/3 দিন
56. A এবং B একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে। A একা 6 দিনে ওই কাজ করতে পারে। B একা কাজ করলে কত দিনে ওই কাজ করবে?
(A) 8 দিন
(B) 10 দিন
(C) 12 দিন
(D) 14 দিন
57. কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য হল –
(A) কর্ণাটক ও তামিলনাড়ু
(B) কেরালা ও অন্ধ্রপ্রদেশ
(C) তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ
(D) কর্ণাটক ও মহারাষ্ট্র
58. তিনটি রজ্জুর দৈরঘ 50 মি 75 সেমি, 68 মি 58 সেমি, 121 মি 3 সেমি। এই তিনটিকে যুক্ত করে একটি বড়ো রজ্জুতে পরিণত করে 12 টি সমান ভাগে ভাগ করা হল। প্রতিটি টুকরোর দৈরঘ কত?
(A) 20 মি
(B) 20.1 মি
(C) 20.3 মি
(D) 20.03 মি
59. নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে?
(A) নেফ্রিডিয়া
(B) নেফ্রন
(C) যকৃৎ
(D) অগ্ন্যাশয়
60. A 1 ঘন্টায় 5 কিমি যায়। 5 মিনিটে A কত দূর যাবে?
(A) 4.166 মিটার
(B) 0.4166 মিটার
(C) 416.67 মিটার
(D) 4166.7 মিটার
WBPSC Clerkship 2007 Question Paper
61. গোরখা জনমুক্তি মোরচার শীর্ষ নেতা হলেন –
(A) সুভাষ ঘিসিং
(B) বিনয় তামাং
(C) বিমল গুরুং
(D) প্রশান্ত তামাং
62. একটি সংখ্যার 5 গুন থেকে 45 বিয়োগ করলে 100 হয়। সংখ্যাটি কত?
(A) 145
(B) 125
(C) 75
(D) 29
63. তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি নির্ণয় কর যা 28 এবং 40 দ্বারা বিভাজ্য হবে।
(A) 999
(B) 100
(C) 109
(D) 840
64. টেস্ট ম্যাচের এক ইনিংস –এ সর্বোচ্চ রান করেছেন যে ভারতীয় –
(A) সুনীল গাওস্কর
(B) শচীন তেন্ডুল্কর
(C) বীরেন্দ্র সেহবাগ
(D) রাহুল দ্রাবিড়
65. A একটি কাজ 12 দিনে এবং B 10 দিনে করতে পারে। তাঁরা একত্রে কাজ করলে ওই কাজের 5 গুন কাজ কত দিনে করতে পারবে?
(A) 20 দিনে
(B) 20 পূর্ণ 2/3 দিনে
(C) 25 পূর্ণ 1/4 দিনে
(D) 27 পূর্ণ 3/11 দিনে
66. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড গুলি পৃথক হয়?
(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টেলোফেজ
- তিব্বত ছাড়া চিনের অন্যান্য যেসব প্রদেশে ত্তিব্বতীরা রয়ে গেছেন –
(A) কিংহাই
(B) গানসু
(C) যুনান
(D) উপরের সবকটিতেই
68. 8 জন লোকের দৈনিক গড় আয় 13.20 টাকা । আরও 14 জন লোকের দৈনিক গড় আয় 12.10 টাকা, 22 জন লোকের দৈনিক গড় আয় কত?
(A) 12 টাকা
(B) 12.50 টাকা
(C) 13 টাকা
(D) 13.25 টাকা
- কোন টাইপিস্ট 3 ঘন্টা 30 মিনিটে 70 পাতা টাইপ করে। 300 পাতা টাইপ করতে তার কত সময় লাগবে?
(A) ১২ ঘন্টা
(B) ১৪ ঘন্টা
(C) ১৫ ঘন্টা
(D) ১৬ ঘন্টা
70. বাংলা ছবি ‘অনুরণন’ – এর পরিচালক –
(A) অনিরুদ্ধ রায়চৌধুরী
(B) ঋতুপর্ণা ঘোষ
(C) সন্দীপ রায়
(D) অপর্ণা সেন
- 15 জন লোক 12 দিনে 630 টাকা রোজগার করে, 4 জন লোক 112 টাকা কত দিনে রোজগার করে?
(A) ৬ দিন
(B) ৮ দিন
(C) ১০ দিন
(D) ১২ দিন
72. দুটি সংখ্যার গুনফল 4032, তাঁদের গ.সা.গু 12 হলে ল.সা.গু হলে ল.সা.গু নির্ণয় কর।
(A) 330
(B) 340
(C) 336
(D) 346
73. √3 এর মান –
(A) 1.372
(B) 1.273
(C) 1.732
(D) 1.700
74. হ্যারি পটার-এর উপন্যাসগুলিতে মুখ্য খলনায়ক হল –
(A) ভলডেমোর
(B) ডাম্বলডোর
(C) রঙ উইসলি
(D) হ্যাগ্রিড
- 25 জন লোক 12 মিটার লম্বা একটি পুকুর 20 দিনে খনন করতে পারে। 25 দিনে 21 মিটার লম্বা পুকুর কত জন লোক খনন করতে পারবে?
(A) 30 জন
(B) 32 জন
(C) 35 জন
(D) 38 জন
76. অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন?
(A) উইলিয়াম জোনস
(B) ম্যাক্স মুলার
(C) জেমস প্রিন্সেপ
(D) চালস উইলকিনস
77. যদি 15,18, x,14, 21,8 –এর গড় 16 হয়, তবে x এর মান কত?
(A) 8
(B) 9
(C) 10
(D) 11
78. 270 গ্রাম 3 কিলোগ্রামের কত অংশ?
(A) 3/50
(B) 9/100
(C) 7/50
(D) 9/80
79. 6 জন লোক 5 ঘন্টায় একটি লরী থেকে কয়লা নামাতে পারে। 15 জন লোক 3 টি লরী থেকে কত সময়ে ওই কাজ করতে পারবে?
(A) 4 ঘন্টায়
(B) 6 ঘণ্টায়
(C) 8 ঘন্টায়
(D) 10 ঘন্টায়
80. গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল?
(A) রাহুল
(B) আনন্দ
(C) উপালি
(D) মহেন্দ্র
WBPSC Clerkship 2007 Question Paper
81. 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে 250 মিলি দ্রবণে। দ্রবণের শতকরা মাত্রা –
(A) 11.1%
(B) 9%
(C) 10%
(D) 25%
- 26 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ডর কত শতাংশ?
(A) 6%
(B) 6 পূর্ণ 1/2%
(C) 6 পূর্ণ 1/3%
(D) 6 পূর্ণ 2/3%
83. .81x .005/ .45 এর মান হবে –
(A) .09
(B) .009
(C) .9
(D) .0009
84. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
(A) হরিসেন
(B) কালিদাস
(C) বিজয়গুপ্ত
(D) বসুবন্ধু
85. 441 বর্গ মি একটি বর্গক্ষেত্র কে বেড়া দিতে কত দৈরঘের বেড়া প্রয়োজন হবে –
(A) 42 মিটার
(B) 84 মিটার
(C) 48 মিটার
(D) 24 মিটার
86. পেপটাইড বন্ধন হল –
(A) – C=NH
(B) – C – NH – up is O
(C) H2N – CH2 –
(D) – N – CH2 – up is OH
- যদি কোন সংখ্যার 2.5%, 15 হয়, তবে সংখ্যাটি হবে –
(A) 500
(B) 550
(C) 600
(D) 650
88. দিল্লির কোন সুলতানী বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রন করেন?
(A) ইলতুত্মিস
(B) বলবন
(C) আলাউদ্দিন খলজী
(D) মহম্মদ বিন তুঘলক
89. কোন সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। সংখ্যাটি কত?
(A) 30
(B) 32
(C) 34
(D) 36
- গামা রশ্মি হল-
(A) ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত
(B) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
(C) ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত
(D) উপরের কোনটিই নয়
- কোন এক শহরে 1,20,000 জন ভোটদাতা আছে। এদের মধ্যে 75% জন A এবং B –এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। যদি B 45% ভোট পায় তবে A কত ভোট পায়?
(A) 49,500
(B) 47,000
(C) 49,000
(D) 47,900
92. কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন?
(A) আলাউদ্দিন খলজী
(B) শেরশাহ
(C) আকবর
(D) ঔরংজেব
93. 6 ডেসিমি চওড়া একটি স্ট্রিট রোলারের পরিধি 2 মিটার। রোলারটি 120 পূর্ণ পাক দেওয়ার ফলে যে জমি অতিক্রম করে তা ক্ষেত্রফল –
(A) 140 বর্গমিটার
(B) 144 বর্গমিটার
(C) 148 বর্গমিটার
(D) 160 বর্গমিটার
- 25 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার/সেকেন্ড২ ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল –
(A) 125 নিউটন
(B) 5 নিউটন
(C) 125 ডাইন
(D) 100 নিউটন
95. কোন টাকার 12%, 63 টাকা। ওই টাকার 40% কত?
(A) 200 টাকা
(B) 210 টাকা
(C) 220 টাকা
(D) 230 টাকা
- কোন দোকানদার 375 টাকায়, 580 টাকায় এবং 428 টাকায় কিছু জিনিস কিনল। সে জিনিস গুলি যথাক্রমে 436 টাকায়,635 টাকায় এবং 350 টাকায় বিক্রি করল। তাঁর মোট কত লাভ বা ক্ষতি হল?
(A) 40 টাকা লাভ
(B) 40 টাকা ক্ষতি
(C) 38 টাকা লাভ
(D) 38 টাকা ক্ষতি
97. বাংলায় হুসেনশাহ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন –
(A) হুসেন শাহ
(B) নসরত শাহ
(C) গিয়াস উদ্দিন মামুদ শাহ
(D) রাজা গনেশ
98. এক টুকরো কাপড়ের দৈরঘ 24.5 মিটার। ওই কাপড় থেকে 1.75 মিটার দৈরঘের কতগুলো টুকরো কাটা যাবে?
(A) 14
(B) 15
(C) 16
(D) 17
- কোনও ফুল বিক্রেতা প্রতি ডজন 9 টাকা হারে 240 টি গোলাপ কিনে যদি প্রতিটি 1 টাকা দরে বিক্রি করে তবে শতকরা লাভের পরিমাণ কত?
(A) 33 পূর্ণ 1/2%
(B) 33 পূর্ণ 1/3%
(C) 33 পূর্ণ 1/4%
(D) 33 পূর্ণ 1/5%
100. আইন-ই-আকবরীর লেখক ছিলেন-
(A) আকবর
(B) আবুল ফজল
(C) ফৈজী
(D) জাহাঙ্গীর
WBPSC Clerkship Previous Year Question Paper 2007 | WBPSC Clerkship 2007 Question Paper with Answer | WBPSC Clerkship 2007 Question Paper | WBPSC Clerkship Question Paper 2007 2nd Half | PSC Clerkship Exam | PSC Clerkship 2007 Solved Questions | PSC Clerkship Question Paper Pdf Download | PSC Clerkship 2007 Question Paper Pdf Download | পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 2007 | ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন | পিএসসি ক্লার্কশিপ বিগত বছরের প্রশ্নপত্র উত্তর সহ | পিএসসি ক্লার্কশিপ 2007 প্রশ্নপত্র উত্তর সহ
WBPSC Clerkship Previous Year Question Paper Download Link
WBPSC Clerkship 2006 Question Paper Click Here WBPSC Clerkship 2007 Question Paper (1st Half) Click Here WBPSC Clerkship 2007 Question Paper (2nd Half) Click Here WBPSC Clerkship 2009 Question Paper (1st Half) Click Here WBPSC Clerkship 2009 Question Paper (2nd Half) Click Here WBPSC Clerkship 2019 Question Paper (1st Half) Click Here WBPSC Clerkship 2019 Question Paper (2nd Half) Click Here Learn More About PSC Clerkship 2023 Recruitment Click Here