WBPSC Food SI Practice Set 7 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 7 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
নমস্কার বন্ধুগণ আপনাদের অনুরোধে আজ আমরা নিয়ে এসেছি WBPSC Food Sub Inspector (SI) Full Practice Set । অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রস্তুত এই Practice Set গুলি আপনাদের সাহায্য করবে WBPSC Food Sub Inspector Exam এর সঠিক প্রস্তুতি ও মূল্যায়ন করতে। আশা করি আমাদের WB Food SI এর Practice Set আপনার Preparation এর নির্ভর যোগ্য সঙ্গী হয়ে উঠবে।
WBPSC Food SI Recruitment 2023 এর সমন্ধে বিস্তারিত না জেনে থাকলে নিম্নে থাকা লিঙ্কে ক্লিক করুন।
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত চাকরীর আপডেট পাওয়ায় জন্য ক্লিক করুন।
WBPSC Food SI Practice Set 7
- CNG এর পুরো নাম কী?
ANS:- Compressed Natural Gas
2. সবচেয়ে বেশি তাপনমুল্য জ্বালানী কী?
ANS:- হাইড্রোজেন।
- ডাভের জলে কোন হরমোন থাকে?
ANS:- কাইনিন।
- উত্তর-পূর্ব রেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ANS:- গোরখপুরে।
- উত্তর রেল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ANS:- নতুন দিল্লিতে।
- মেট্রো রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ANS:- কলকাতায়।
- উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ANS:- গুয়াহাটিতে।
- ওজোন স্তরের ধ্বংসের কারণ কী?
ANS:- CFC
- একটি ব্যাঘ্র প্রকল্প হল—
ANS:- রনথোম্বর।
- চন্দ্রপ্রভা অভয়ারন্য কোথায় অবস্থিত?
ANS:- উত্তরপ্রদেশে।
- শস্যের উপর DDT র সিঞ্চন দূষণ ঘটায়—
ANS:- জল, মাটি, বায়ুর।
- আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন হয়—
ANS:- নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বনের ওপর সূর্যরশ্মির প্রভাব।
- গ্রীণ হাউস এফেক্ট ঘটায়—
ANS:- তাপমাত্রা বৃদ্ধি।
- শব্দদূষণের পরিমাপ করাহয়—
ANS:- ডেসিবেল।
- গনরুদ্ধারকারী শক্তির সবচেয়ে ভাল উৎস কী?
ANS:- বৃক্ষ।
WBPSC Food SI Practice Set
- কোন শিল্পকে ফুট লুজ ইন্ডাস্ট্রি বলে?
ANS:- কার্পাস বয়ন শিল্পকে।
- ভারতের কোন শহরকে তুলানগর বলে?
ANS:- মুম্বাই।
- একটি অঞ্চলের দুটি ভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়?
ANS:- ইকোটোন।
- কচুরীপানা শিল্পঘটিত দূষণ কমানোর জন্য ব্যবহার করা হয় কারণ—
ANS:- ভারী ধাতু শোষণ করে।
- যে অঞ্চল অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে সরকারী নীতি নিয়মের ব্যাপারে অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাকে কী বলে?
ANS:- সেজ।
- রাশিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলে লোহা-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কী?
ANS:- দোলক নীতি।
- বাড়ীর সামনে বৃক্ষ রোপন করার কারণ কী?
ANS:- এরা শব্দ শোষণ করে।
- ফ্লেয়নের রাসয়নিক নাম কী?
ANS:- ট্রাইক্লোরো ট্রাইকুরো ইথেন।
- খাদ্যশৃঙ্খলের মধ্যে দিয়ে অতিক্রমের সময় DDT এর গাঢ়ত্ব —
ANS:- বৃদ্ধি পায় ৷
- উদ্ভিদে ভারী মৌলগুলির নির্বিষকরণ ঘটে যার দ্বারা-
ANS:- ফাইটোচিলটিন।
- কোনো দেশের জাতীয় আয় বা মাথা পিছু আয়ের বৃদ্ধি নির্দেশ করে কী?
ANS:- অর্থনৈতিক উন্নয়ন।
- কোনো দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে কী বোঝায়?
ANS:- দামস্তরের স্থিতিশীলতা।
- নক্-নি (Knock-Knee) রোগ কিসের অতিরিক্ত ব্যবহারের ফলে ঘটে?
ANS:- Fluoride.
- প্লাসটিক পুড়লে কী নির্গত হয়?
ANS:- পলিক্লোরিনেটেড বাই-ফিনাইল।
- খাদক হিসাবে মানুষ কোন্ শ্রেণীর?
ANS:- ওমনিভোর।
WBPSC Food SI GK Practice Set
- অর্কিড কী?
ANS:- এপ্রিফাইট শ্রেণী।
- জেরোসাইট কী?
ANS:- মরুজাতীয় উদ্ভিদ।
- সবুজ বিপ্লবের ফলেও কোন শস্যের উৎপাদন বৃদ্ধি হয়নি?
ANS:- ডাল।
- নীল বিপ্লব জড়িত কিসের সাথে?
ANS:- মৎস্য উৎপাদন।
- সিলাভিকালচার কী?
ANS:- অরন্যসৃজন।
- বিশ্বের কাগজের রাজধানী কাকে বলে?
ANS:- কানাডার কুইবেক প্রদেশের থ্রি রিভার্স শহরকে।
- রাশিয়ার ম্যাঞ্চেস্টার কাকে বলে? –
ANS:- ইভানোভাকে।
- মাইক্রোকনজিউমার কাকে বলে?
ANS:- বিয়োজককে।
- জলজ উদ্ভিদকে কী বলে?
ANS:- হাইড্রোফাইট।
- অগভীর জলপ্রাবিত নিম্নভূমিকে কী বলে?
ANS:- ওয়েট ল্যান্ড।
- কোনও প্রজাতি যখন সীমাবদ্ধ হয়ে একটি অঞ্চলেই থাকে, তাকে কী বলে?
ANS:- এনডেমিক।
- র্যাচেল কারসন এর লেখা বইটির নাম কী?
ANS:- সাইলেন্ট স্প্রিং।
- শুষ্ক ভূমি যেখানে জলের পরিমাণ কম, সেখানে যে সব উদ্ভিদ জন্মায় তাদের কী বলে?
ANS:- জেরোফাইট।
- হাবিট্যাট সম্বন্ধে অধ্যায়নকে কী বলে?
ANS:- ইকোলজি।
- দেশের আভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্য কত?
ANS:- 14,150 কিমি।
- ভারতে তফশীল বহির্ভূত ব্যাঙ্ক কতগুলো রয়েছে?
ANS:- ৪টি।
- দেশে অর্থ জোগান নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক যে নীতি গ্রহণ করে, সেই নীতিকে কী বলা হয়?
ANS:- আর্থিক নীতি।
- দেশের অর্থনৈতিক কার্যকলাপে সরকারি হস্তক্ষেপ সবচেয়ে কম হয় –
ANS:- বাজার অর্থনীতিতে।
- যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্রও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয়, তাকে কী বলে?
ANS:- বায়োস্ফিয়ার রিজার্ভ।
- যে আনুবীক্ষনিক উদ্ভিদ জলে জন্মায় ও জলের স্রোতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাকে কী বলে?
ANS:- ফাইটোপ্ল্যাঙ্কটন।
Food SI Questions and Answers
- ভারত সরকার রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্রে বিলগ্নিকরণের নীতি গ্রহণ করেছে কত সালে?
ANS:- 1991 সালে থেকে।
- যে আনুবীক্ষণীক প্রাণী জলে জন্মায় তাকে কী বলে?
ANS:- জুপ্ল্যাঙ্কটন।
- যে সব জলজ প্রাণী সাঁতার কেটে জলাশয়ে ঘুড়ে বেড়ায়, তাকে কী বলে?
ANS:- নেকটন।
- যে সব প্রাণী জলাশয়ের নীচে বাস করে, তাকে কী বলে?
ANS:- সিকন্দর বেনথস।
- সবুজ বিপ্লবের ফলে ১৯৮৯-৯০ সালে কত পরিমাণ জমি চাষের আওতায় আসে?
ANS:- ৬৩৮ লক্ষ হেক্টর।
- বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি?
ANS:- মস্কোর লিমোনকভ বিশ্ববিদ্যালয়।
- Power Corrcepts and absolute Power Corrcepts absolutely কে বলেছেন?
ANS:- লর্ড অ্যাস্টান।
- মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতির সরকারি চাকরি বন্টন করার পদ্ধতির নাম কী?
ANS:- Spoil System.
- বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের এক সম্মিলিত সংগঠনকে কী বলা হয়?
ANS:- রাষ্ট্র সমবায়।
- নর্মদা এবং গঙ্গা নদীর ওপর বড়ো বাঁধ নির্মাণের বিরুদ্ধে যে দুই নেতা আন্দোলন গড়ে তোলেন তাদের নাম কী?
ANS:- মেধা পাটেকর এবং সুন্দরলাল বহুগুণা।
- ভারতের ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রটি কী?
ANS:- নাগ।
- ভারতে কোথায় গুহার ভেতর গুহা দেখতে পাওয়া যায়?
ANS:- এলিফান্টায়।
- অন্ধদের লেখার পদ্ধতিটি কে আবিষ্কার করেন?
ANS:- লুইস ব্রেইল।
- কোন পরিকল্পনার সময় ‘গরিবী হঠাও’ স্লোগানটি ওঠে?
ANS:- ষষ্ঠ পরিকল্পনার সময়।
- চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?
ANS:- সুন্দরলাল বহুগুণা।
- গ্রেনভিল অস্টিন ভারতীয় শাসন ব্যবস্থাকে কোন ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলেছেন?
ANS:- সহযোগীতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা।
- একটি রাষ্ট্র সমবায়ের উদাহরণ দাও?
ANS:- সম্মিলিত জাতিপুঞ্জ।
- সারকারিয়া কমিশন গঠিত হয় কবে?
ANS:- 1983 সালে।
- স্টেনলেস স্টীল কে আবিষ্কার করেন?
ANS:- হ্যারি ব্রিয়ারলি।
- জ্বলন্ত প্লাস্টিক থেকে কোনটি নির্গত হয়?
ANS:- বিষাক্ত ডায়োক্সিন।
- ‘বন-টন অঙ্কনশিল্প’ বিশেষভাবে কোন অঞ্চলের?
ANS:- রাজস্থানের।
- কাভারত্তি দ্বীপটি কোন দ্বীপপুঞ্জে অবস্থিত?
ANS:- লাক্ষাদ্বীপে।
- আনাইমুদি চূড়াটি কোন পর্বতের?
ANS:- আন্নামালাই পর্বতের।
- ভারতের গভীরতম তৈলকূপটি কোথায় অবস্থিত?
ANS:- অসমের ডিগবয়ে।
- জন মেনার্ড কেনেস কে?
ANS:- একজন অর্থনীতিবিদ।
- সংক্রমিত হবার পর এইডস সুপ্ত রোগ হিসাবে কতদিন মানবদেহে থাকে?
ANS:- 8-10 বছরের মতো।
- সুফীযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে?
ANS:- আমীর খসরু।
- বহু সংস্কৃত গ্রন্থ ফার্সি ভাষায় অনুদিত হয় কার আমলে?
ANS:- লোদীর আমলে।
- পাদশাহনামা রচনা করেন কে?
ANS:- আবদুল হামিদ লাহিড়ী।
- আলমগীর নামা রচনা করেন কে?
ANS:- মীর্জা মহম্মদ।
Food SI Exam 2023 Questions and Answers
- তবকৎ-ই-আকবর রচনা করেন কে?
ANS:- নিজামউদ্দিন আহমেদ।
- আকবরনামা রচনা করেন কে?
ANS:- ফৈজী।
- কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাশ হয়?
ANS:- ১৮২৯ খ্রিঃ ৪ঠা ডিসেম্বর।
- বাংলায় নবজাগরনের আলো জ্বালেন কে?
ANS:- ওয়ারেন হেস্টিংস।
- সহবাস সম্মতি আইন কবে পাশ হয়?
ANS:- ১৮৯১ খ্রিঃ ১৯শে মার্চ।
- কততম অনুচ্ছেদে জরুরীকালীন অবস্থার কথা বলা হয়েছে?
ANS:- ৩৫২-৩৬০।
- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
ANS:- ইন্দ্রিরা গান্ধী।
- কাকে লোকহিতবাদী বলা হত?
ANS:- গোপাল হরি দেশমুখ।
- বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা, তিনিই ইহার প্রধান নেতা স্বামী বিবেকানন্দ সম্পর্কে এটি কার অভিমত?
ANS:- অরবিন্দ ঘোষ।
- স্বামী বিবেকানন্দকে কে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’বলে অভিহিত করেছেন কে?
ANS:- আর. জি প্রধান।
- হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীত রচনার সবচেয়ে পুরানো আঙ্গিকটি কী?
ANS:- ধ্রুপদ।
- কোন কবি সতীদাহ প্রথার বিরুদ্ধে সমালোচনা করেন?
ANS:- বাণভট্ট।
- রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে?
ANS:- দস্তিদূর্গ।
- কোন রাষ্ট্রকূট রাজ ইলোরায় বিখ্যাত কৈলাস মন্দিরটি নির্মাণ করেন?
ANS:- প্রথম কৃষ্ণ।
- কোন গুপ্ত রাজা প্রথম রূপার মুদ্রা তৈরি করেন?
ANS:- দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত।
- বাবর তাঁর জীবনী ‘তুজুক-ই-বাবরী’ স্মৃতি গ্রন্থটি লেখেন কোন ভাষাতে?
ANS:- তুর্কি।
- যুবক বয়সে বাবর কোথাকার সিংহাসনে বসেন ?
ANS:- সমরখন্দের।
- কল্হনের লেখা ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থটি কোন স্থানের ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়?
ANS:- কাশ্মীর।
- বৌদ্ধদের 23 তম তীর্থঙ্কর পার্শ্বনাথ কোন অঞ্চলের বাসিন্দা?
ANS:- বেনারস।
- গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কী বলেন?
ANS:- মহাপরিনির্বাণ।
WBPSC Food SI Practice Set 7 | WBPSC Food SI GK Practice Set | Food SI Questions and Answers | Food SI Exam 2023 Questions and Answers | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 7 | ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF সহ
WBPSC Food SI Practice Set 7 Download Link:-
WBPSC Food SI Practice Set 7 Download Links | Click Here |
WBPSC Food SI Full Practice Set | Click Here |
Learn more about WBPSC Food SI Recruitment 2023 | Click Here |