উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 | HS Geography Suggestion 2024 (Last Minutes)

HS Geography Suggestion | HS Geography Last Minutes Suggestion 2024 | HS Geography Suggestion 2024 | HS 2024 Geography Suggestion | HS Geography MCQ Suggestion 2024 | HS Geography SAQ Suggestion 2024 | Class 12 Geography Suggestion 2024 | Class 12 Geography Suggestion 2024 Download | Class 12th Geography Suggestion 2024 | Higher Secondary Geography Suggestion 2024 | WB Board HS Geography Suggestion 2024 | WBCHSE Board Class 12 Geography Suggestion 2024 | WBCHSE HS Geography Suggestion 2024 | Class 12 Geography Final Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন | উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 | দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2024 | ভূগোল সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক | উচ্চ মাধ্যমিক ভূগোল SAQ, MCQ সাজেশন 2024

HS Geography Suggestion 2024

5 Marks Questions: HS Geography Suggestion 2024

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – ৫)

1. কাস্ট অঞ্চলে দ্রবণ ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখো

2. সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ লেখো

3. প্রবাল প্রাচীর কাকে বলে? প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্ত এবং শ্রেণীবিভাগ করে আলোচনা করো।

4. বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও।

5. বৃক্ষ রুপী ও জাফরি রুপি উপর প্রণালীর পার্থক্য লেখো

6. মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব লেখো

7. মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য চিত্রসহ লেখো

8. ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো

9. মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরে জলবায়ুর পার্থক্য লেখো

HS Geography Suggestion 2024

10. স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো

11. জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখো

12. ওয়েবার ন্যূনতম ব্যয়তত্ত্বে শিল্প অবস্থানে কাঁচামালের প্রভাব লেখো।

13. কানাডার কাগজ শিল্পর উন্নতির কারণ লেখো

14. মালয়েশিয়ায় রাবার শিল্পের উন্নতির কারণ লেখো

15. ভারতের রেডিমেড পোশাকশিল্পের উন্নতির কারণ লেখো

16. বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো

17. বেঙ্গালুরুতে ইলেক্ট্রনিক শিল্প উন্নতির কারণ লেখো

18. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি তা লেখো

 

3 Marks Questions: HS Geography Suggestion 2024

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – 3)

1. রিয়া উপকূল, ফিয়ড উপকূল, ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে লেখো

2. ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ লেখো

3. তাপমাত্রার পার্থক্য অনুযায়ী স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো।

4. পেডক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য লেখো

5. সবুজ বিপ্লবের প্রভাব লেখো৷

6. নীল বিপ্লবের সুফল কুফল লেখো

7. ভারতে বাজারকান্দির উদ্যান কৃষির সম্ভাবনা লেখো

8. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বাজার কেন্দ্রীক উদ্যান কৃষ উন্নতির কারণ লেখো

9. ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা লেখো

10. কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ লেখো

11. জীববৈচিত্র্য বিনাশ ও সংরক্ষণের তিনটি করে পদ্ধতি লেখো

12. জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো

 

2 Marks Questions: HS Geography Suggestion 2024

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – 2)

1. সোয়াস ও ব্যাক ওয়াশ কাকে বলে?

2. স্ট্যালাকটাইট ও স্টালাকমাইটা এর পার্থক্য লেখো।

3. আর্টেজীয় রূপ কি?

4. ভাদস ও সম্পৃক্ত স্তরের মধ্যে পার্থক্য।

5. হিউনিফিকেশন কি? মৃত্তিকার ph কি?

6. এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো।

7. ভারতের মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো।

HS Geography Suggestion 2024

8. ভারতে মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব লেখো।

9. উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য।

10. আলোক প্রিয় ও ছায়া প্রিয় উদ্ভিদ কাকে বলে।

11. আলফা, বিটা ও গামা বৈচিত্র কাকে বলে?

12. জীব বৈচিত্রের হটস্পট কি?

13. শস্য সমন্বয় ও শস্য প্রগড়তা কাকে বলে?

14. কাম্য জনসংখ্যা কাকে বলে।

15. কোয়াটারনারী ও কুইনারি ক্রিয়া -কলাপ এর পার্থক্য লেখো

 

HS Geography SAQ Suggestion 2024

উচ্চ মাধ্যমিক ভূগোল SAQ সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – 1)

  1. আবহবিকার কাকে বলে?
  2. আরোহণ প্রক্রিয়া কাকে বলে?
  3. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কী?
  4. মহিভাবক আলোড়ন শক্তি কীভাবে কাজ করে?
  5. ক্ষুদ্রকণা বিশরণ কোন জাতীয় শিলায় দেখা যায়?
  6. পর্যায়ন কাকে বলে?
  7. ভূঅভ্যন্তরে যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম তাকে কী স্তর বলে?
  8. গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূআলোড়ন দায়ী?
  9. জৈবিক অস্ত্রের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কী ধরনের মৃত্তিা তৈরি হয়?
  10. সহজাত জলের অপর নাম কী?
  11. ‘কদম পাত্র’ কাকে বলে?
  12. পোনর কী?
  13. ‘হেলিকটাইট’ কী?
  14. মিটিওরিক জল কী?
  15. আবদ্ধ জলাধার কীভাবে তৈরি হয়?
  16. অ্যাকুইফার কী?
  17. আবদ্ধ অ্যাকুইফার কী?
  18. ‘Valley of Geysers’ কোথায় দেখা যায়?
  19. অ্যাকুইক্লুড কাকে বলে?
  20. ‘গিজার’ কী?
  21. কার্স্ট পিনাকেল কাকে বলে?
  22. অন্ধ উপত্যকার সংজ্ঞা দাও।
  23. প্রস্রবণ রেখা কাকে বলে?
  24. মেইজেশন কী?
  25. বেলেমাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত?
  26. মৃত্তিকার পরিলেখ বিকাশ বেশি হয় কোন অঞ্চলে?
  27. ‘রেনজিনা’ কী?
  28. ক্যালশিয়াম কার্বোনেট সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত?
  29. ভার্টিসল বর্গের মাটির একটি উদাহরণ দাও
  30. সিরোজেম মৃত্তিকা প্রধানত কোথায় সৃষ্টি হয়?
  31. হিউমাস কাকে বলে?
  32. ‘সোলাম’ কী?
  33. অপরিণত মাটি কী?
  34. মৃত্তিকাদূষণ কাকে বলে ?
  35. ল্যাটেরাইট মৃত্তিকার দু’টি বৈশিষ্ট্য লেখো।
  36. খনিজকরণ কাকে বলে?
  37. মাল কী?
  38. মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে?
  39. ভার্টিসল মৃত্তিকা ভারতে কী নামে পরিচিত?
  40. যে সীমান্ত বরাবর উঘ্ন বায়ুপুঞ্জ শীতল বায়ুপুত্থকে ঠেলে এগিয়ে চলে তাকে কী বলে?
  41. মিস্ট্রাল কী?
  42. ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়ায় তার নাম কী?
  43. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
  44. পৃথিবীর সর্বাধিক টর্নেডোপ্রবণ অঞ্চল কোনটি?
  45. বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধির প্রধান উৎস কী?
  46. টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত?
  47. CFC কী?
  48. সুনামি কী?
  49. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়?
  50. বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোশ তত্ত্বের প্রবক্তা কে?
  51. ‘ডোলড্রাম’ অঞ্চল কাকে বলে?
  52. ওজোন স্তরে কোন রশ্মি শোষিত হয়?
  53. এল নিনোর উৎপত্তি কোথায় ঘটে ?
  54. কোন প্রকার ঘূর্ণবাতে আবহাওয়া সর্বদা শাস্ত থাকে?
  55. জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে?
  56. ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি?
  57. বন্যপ্রাণী সংরক্ষণের দু’টি পদ্ধতির উল্লেখ করো।
  58. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে?
  59. জীববৈচিত্র্য বিনাশের দু’টি কারণ লেখো
  60. আলফা বৈচিত্র্য কাকে বলে?
  61. গ্রিন ডেটা বুক কী?
  62. বায়োস্ফিয়ার রিজার্ভে ‘বাফার এলাকা’ কাকে বলে?
  63. ভারতের বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত?
  64. মিলেট কী?
  65. বাংলাদেশের একটি পার্ট উৎপাদক অঞ্চলের নাম লেখো।
  66. দক্ষিণ – পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম লেখো।
  67. গম চাষের অনুকূল জলবায়ু কোনটি?
  68. আখ চাষের জন্য কীরকম উন্নতা প্রয়োজন?
  69. মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কী?
  70. কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল
  71. পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদক দেশ কোনটি?
  72. পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে?
  73. পোমাম কালচার কী?
  74. পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে?
  75. ‘সোনালি তত্ত্ব’ কোন ফসলকে বলা হয়?
  76. ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক রাজ্য কোনটি?
  77. রবিশস্য কাকে বলে?
  78. শস্যাবর্তন কী?
  79. ICAR অনুযায়ী ভারতের তুলা অঞ্চল কোনটি?
  80. শীতকালীন গম পৃথিবীর কোথায় চাষ হয়?
  81. CBD কাকে বলে?
  82. সবুজ বিপ্লব কী?
  83. ফ্লোরিকালচার কী?
  84. পৃথিবীর ফুসফুস কাকে বলে?
  85. দ্বিতীয় সবুজ বিপ্লব কী?
  86. Foot – Loose শিল্প কাকে বলে?
  87. পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল?
  88. দোহ শিল্পে কোন রাজ্য পথিকৃৎ?
  89. কাগজ শিল্পের কাঁচামাল কী কী?
  90. পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কী?
  91. ধাতুমল কী?
  92. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানির নাম কী?
  93. কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়?
  94. ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম কী?
  95. ময়দা শিল্পের বিকাশের জন্য কী ধরনের আবহাওয়া প্রয়োজন?
  96. জার্মানির ম্যাস্টোর বলা হয় কোন শহরকে?
  97. জামশেদপুরের নিকটে মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন?
  98. ভারতের ইস্পাত নগরী কাকে বলে?
  99. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
  100. বন্দরনির্ভর অধাতব শিল্প কোনটি?
  101. রেডিমেড পোশাক উৎপাদনকারী ভারতের রাজ্যগুলির নাম লেখো।
  102. NIFT – এর Full name কী?
  103. এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কী?
  104. বস্তুসূচক বা পণ্যসূচক বা দ্রব্যসূচক কাকে বলে?
  105. ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে?
  106. অনুসারী শিল্প কী?
  107. ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি?
  108. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?
  109. পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক?
  110. Bell – shaped age sex pyramid লক্ষ করা যায় কোন কোন দেশে?
  111. শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে?
  112. মেধাপ্রবাহ কী?
  113. নক্ষত্রাকার বসতি কাকে বলে?
  114. জনসংখ্যা পিরামিডের অনুভূমিক ও উল্লম্ব অক্ষ দিয়ে কী প্রকাশ করা হয়?
  115. গ্লোবাল সিটি কাকে বলে?
  116. অপরিশোধিত জন্মহার কাকে বলে?
  117. মানব উন্নয়ন কাকে বলে?
  118. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে?
  119. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝো?
  120. ‘Census’ কী?

 

HS Geography MCQ Suggestion 2024

উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ সাজেশন 2024: (প্রতিটি প্রশ্নের মান – 1)

  1. অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো –

Ans:- পর্যায়ন

  1. ভঙ্গিল পর্বত গঠিত হয় কীসের দ্বারা?

Ans:- গিরিজনি আলোড়ন

  1. একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো –

Ans:- গিরিজনি আলোড়ন

  1. অন্তর্জাত প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো –

Ans:- ভূবিপর্যয়

  1. নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়?

Ans:- অগ্ন্যুৎপাত

  1. রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় –

Ans:- আর্দ্র জলবায়ু

  1. অবরোহণ বলতে সাধারণত বোঝায় –

Ans:- নদীর

  1. রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ করা যায় –

Ans:- নিরক্ষীয় জলবায়ু

  1. শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার?

Ans:- জারণ প্রক্রিয়া

  1. আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো –

Ans:- ভূমির ঢাল

  1. ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন?

Ans:- ডেভিস

  1. স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় –

Ans:- কার্স্ট অঞ্চলে

  1. অ্যাকুইফিউজ স্তরের একটি উদাহরণ হলো –

Ans:- গ্রানাইট

  1. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় যে জল নির্গত হয়, তাকে বলে –

Ans:- উৎস্যন্দ জল

  1. চুনাপাথর থেকে উদ্ভূত লাল রং – এর মাটিকে –

Ans:- টেরারোসা

  1. মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলো –

Ans:- জলবায়ু

  1. প্রশমিত মাটির PH মান কত?

Ans:- 7 

  1. চারনোজেম মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা ?

Ans:- কার্বোনেশন

  1. ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংঘটিত হয় ?

Ans:- B স্তরে

  1. মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো –

Ans:- ভূপ্রকৃতি

  1. সোলোনেজ মৃত্তিকাকে বলে –

Ans:- আন্তঃআঞ্চলিক মৃত্তিকা

  1. শারীরবৃত্তীয় শুষ্ক মুক্তিকায় যে উদ্ভিদ জন্মায়, তা হলো –

Ans:- হ্যালোফাইট

  1. চুন ও লবণের পরিমাণের আধিক্যে গড়ে ওঠা মৃি হলো –

Ans:- পেডোক্যাল

  1. অধিক উয় অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয় । ফলে মাটিতে হ্রাস পেতে থাকে –

Ans:- নাইট্রোজেন

  1. সর্বাধিক হিউমাস দেখা যায় –

Ans:- চারনোজেম

  1. হিমাচল প্রদেশের মণিকরণের উন্ন প্রস্রবণ হলো। একটি –

Ans:- চ্যুতি

  1. ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় –

Ans:- উত্তরাখণ্ডের দেরাদুনে 

  1. কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে বলে –

Ans:- পোলজে

  1. চুনের আধিক্যে মৃত্তিকা হয় –

Ans:- ক্ষারকীয়

  1. ক্ষুদ্র প্রস্রবণকে বলে –

Ans:- ফন্টেনলি

HS Geography MCQ Suggestion 2024

  1. ভারতে প্রস্রবণ রেখা দেখা যায় –

Ans:- দেরাদুনে

  1. চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মৃত্তিকাকে বলে –

Ans:- রেনজিনা

  1. দু’টি গ্রাইক – এর মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে –

Ans:- ক্লিন্ট

  1. উত্তর – পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ

Ans:- জুমচাষ

  1. ‘সোলানচাক’ মাটি সৃষ্টির প্রক্রিয়া হলো –

Ans:- স্যালিনাইজেশন

  1. নাতিশীতোর তৃণভূমি অঞ্চলের মুক্তিকা হলো –

Ans:- মলিসল

  1. ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল হলো –

Ans:- উষ্ণ ভূপৃষ্ঠ 

  1. জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় –

Ans:- ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে

  1. মিশরের ওপর দিয়ে প্রবাহিত উন্ন স্থানীয় বায়ু

Ans:- খামসিন

  1. গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ

Ans:- CO₂

  1. ঘূর্ণবাত একধরনের

Ans:- আকস্মিক

  1. উপক্ৰান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোশটি আছে তার নাম হলো –

Ans:- হ্যাডলি কোশ

  1. ‘ফেরেল কক্ষ’ কোন বায়ুপ্রবাহের অন্তর্গত?

Ans:- পশ্চিমা বায়ু

  1. ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো –

Ans:- MIC

  1. পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে –

Ans:- প্রেইরি অঞ্চলে

  1. ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো –

Ans:- মিস্ট্রাল

  1. ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় –

Ans:- ক্রান্তীয়

  1. সেলভা জলবায়ু হলো –

Ans:- নিরক্ষীয়

  1. প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে –

Ans:- উচ্চ অক্ষাংশে

  1. বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো

Ans:- ঘূর্ণবাত

  1. আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়

Ans:- 16 সেপ্টেম্বর

  1. উন্ন-আর্দ্র জলবায়ুতে মাটি গঠনের হার হয় –

Ans:- দ্রুত

  1. বোলসন দেখতে পাওয়া যায় –

Ans:- আমেরিকা যুক্তরাষ্ট্রে

  1. হ্যাডলি কোশের অবস্থান –

Ans:- 0° –30° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে

  1. একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ হলো –

Ans:- হাইড্রিলা

  1. উচ্চ তাপমাত্রায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে

Ans:- মেগাথার্ম 

  1. অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে –

Ans:- জলজ উদ্ভিদের

  1. আমাজন অববাহিকার গভীর অরণ্যকে বলে –

Ans:- সেলভা

  1. লজ্জাবতী লতা হলো –

Ans:- স্যামোফাইট

  1. উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হলো –

Ans:- পদ্ম

HS Geography MCQ Suggestion 2024

  1. ‘মেসোথার্মস’ উদ্ভিদের উদাহরণ হলো –

Ans:- সেগুন

  1. নিউম্যাটাফোর হলো –

Ans:- শ্বাসমূল

  1. আলোকবিদ্বেষী উদ্ভিদ হলো –

Ans:- পান

  1. আলোকপ্রেমী উদ্ভিদ হলো –  

Ans:- সূর্যমুখী

  1. স্বাভাবিক উদ্ভিদ বণ্টনে সর্বাধিক প্রভাব ফেলে –

Ans:- বৃষ্টিপাত

  1. ভরতপুর পাখি সংরক্ষণাগারটি কোথায় অবস্থিত?

Ans:- রাজস্থানে

  1. জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় –

Ans:- রিয়ো-ডি-জেনেইরো

  1. ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে

Ans:- পশ্চিমবঙ্গে

  1. জীববৈচিত্র্যের জনক হলেন –

Ans:- উইলসন

  1. একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে বলে –

Ans:- গামা বৈচিত্র্য

  1. আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে (2011 সাল অনুযায়ী) –

Ans:- ব্রাজিল

  1. শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হলো –

Ans:- মাটির আর্দ্রতা বৃদ্ধি 

  1. কৃষিকাজ হলো একধরনের –

Ans:- প্রকৃতিনির্ভর

  1. স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কী নামে পরিচিত ?

Ans:- জুম

  1. ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় –

Ans:- মানালিতে

  1. দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয়?

Ans:- নিবিড়

  1. ওলেরিকালচার – এ কোন শাকসবজির চাষ হয়?

Ans:- কুমড়ো

  1. পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল

Ans:- তুলা

  1. যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন, তিনি হলেন –

Ans:- জে.সি. উইভার

  1. দ্রব্যসূচক ‘1’ অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই –

Ans:- বাজার কেন্দ্র

HS Geography MCQ Suggestion 2024

  1. টোকিও – ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো –

Ans:- লৌহ – ইস্পাত শিল্প

  1. নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাসবয়ন শিল্পের অবনতির কারণ –

Ans:- নগরায়ণ

  1. আইসোটিম হলো –

Ans:- সমপরিবহণ ব্যয়রেখা

  1. শিল্প গড়ে তোলার পক্ষে আদর্শ স্থান হলো –

Ans:- আইসোডোপেনের মান সবচেয়ে কম

  1. প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন , ব্যবহার ও রপ্তানিতে বিশ্বে প্রথম কোন দেশ?

Ans:- আমেরিকা যুক্তরাষ্ট্র

  1. রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে –

Ans:- ব্রাহ্মণী নদীর বামতীরে

  1. জনসংখ্যা পিরামিডের ভূমি প্রশস্থ ও শীর্ষদেশ তীক্ষ্ণ –

Ans:- অনুন্নত অর্থনীতির ইঙ্গিত

  1. মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ হলো

Ans:- নাইজার

  1. কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে?

Ans:- জার্মানি

  1. 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য

Ans:- বিহার

  1. মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে –

Ans:- জনঘনত্ব

  1. বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 90 ভাগ মানুষ বাস করে স্থলভাগের মাত্র

Ans:- 10%

  1. নীলগিরি Biosphere Reserve কোন রাজ্যে অবস্থিত?

Ans:- তামিলনাড়ু

  1. পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো –

Ans:- ব্রাজিল

  1. ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?

Ans:- 1972

  1. বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত

Ans:- 30% 

  1. Hotspot – এর একটি উদাহরণ হলো –

Ans:- লোকটাক হ্রদ

  1. পৃথিবীর মোটরগাড়ির রাজধানী বলা হয় –

Ans:- ডেট্রয়েট

  1. ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি অবস্থিত

Ans:- চিত্তরঞ্জন

  1. কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো

Ans:- কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে 

HS Geography Suggestion | HS Geography Last Minutes Suggestion 2024 | HS Geography Suggestion 2024 | HS 2024 Geography Suggestion | HS Geography MCQ Suggestion 2024 | HS Geography SAQ Suggestion 2024 | Class 12 Geography Suggestion 2024 | Class 12 Geography Suggestion 2024 Download | Class 12th Geography Suggestion 2024 | Higher Secondary Geography Suggestion 2024 | WB Board HS Geography Suggestion 2024 | WBCHSE Board Class 12 Geography Suggestion 2024 | WBCHSE HS Geography Suggestion 2024 | Class 12 Geography Final Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন | উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 | দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2024 | ভূগোল সাজেশন 2024 উচ্চ মাধ্যমিক | উচ্চ মাধ্যমিক ভূগোল SAQ, MCQ সাজেশন 2024

HS All Subjects Suggestion 2024 | Class 12 All Subjects Suggestion 2024

Subjects Name Download Links
HS Bengali Suggestion 2024 Click Here
HS English Suggestion 2024 Click Here
HS History Suggestion 2024 Click Here
HS Geography Suggestion 2024 Click Here
HS Political Science Suggestion 2024 Click Here

HS Geography Suggestion 2024 | উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024

উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2024 (Higher Secondary 2024 / WB Higher Secondary 2024 / HS Exam 2024 / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Higher Secondary Exam 2024 / WBCHSE Class 12th / Class XII / Higher Secondary Pariksha 2024 ) বিভিন্ন বিদ্যালয়য়ের টেস্ট পরীক্ষার আসা প্রশ্নপত্রের দিকে নজর রেখে ChhatroSathi Team এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা সাজেশন (HS Geography Suggestion / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Geography Suggestion / Class 12th Geography Suggestion 2024 / Class XII Geography Suggestion / HS Exam Geography Suggestion / Geography HS Exam Guide / MCQ, Short, Descriptive Type Question and Answer / HS Geography Suggestion 2024 FREE PDF Download) প্রদান করা হল। আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2024 / দ্বাদশ শ্রেণী ভূগোল পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ / পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ / দ্বাদশ শ্রেণী ভূগোল সাজেশন ২০২৪ (HS Geography Suggestion 2024 / West Bengal Council of Higher Secondary Education – WBCHSE Geography Suggestion 2024 / HS Class 12th Geography Suggestion 2024 / Class XII Geography Suggestion 2024 / HS Exam Geography Suggestion 2024 / HS Geography Exam Guide 2024 / HS Geography MCQ, Short, Descriptive Type Question and Answer 2024 / HS Geography Suggestion 2024 FREE PDF Download) সকল ছাত্রছাত্রী সফল হবে এবং নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *